Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Sksordar on December 16, 2018, 06:35:49 AM

Title: জানার ছিলো
Post by: Sksordar on December 16, 2018, 06:35:49 AM
Referral Link টা কি? এটা আমাদের কি কাজে লাগবে? এই লিংক দিয়ে আমরা কি করতে পারি? যদি কারও জানা থাকে তাহলে বললে অনেক খুশি হবো। প্লিজ বলে সাহায্য করেন।
Title: Re: জানার ছিলো
Post by: Hasansat on December 16, 2018, 06:48:32 AM
বিষয়টি আমারও জানা নে,  যদি কারও জানা থাকে তাহলে বলবেন প্লিজ। আমি এখানে নতুন যার কারণে জানি না। তাই কারও জানা থাকলে বলবেন প্লিজ।
Title: Re: জানার ছিলো
Post by: Malam90 on December 16, 2018, 10:00:09 AM
রেফারেল লিংক হচ্ছে সেই লিংক যেটা আপনি কাউকে ফোরামে বা কোথাও রেফার করলেন একাউন্ট করার জন্য আর সে ব্যক্তি সেই লিংক দিয়ে একাউন্ট করলো। রেফারেল লিংকের জন্য ফোরামে আপনার প্রফাইলে গিয়ে দেখতে পারবেন রেফারেল লিংক আছে আপনার। আর যেখানে সেখানে এই ফোরামে রেফারেল লিংক ব্যবহার করা যাবেনা তাহলে নেগেটিভ কর্মা পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রেফারেল লিংক ব্যবহার করে কেউ একাউন্ট করলে আপনি সেখান থেকে কিছু ইনসেনটিভ পাবেন।
Title: Re: জানার ছিলো
Post by: Hasansat on December 16, 2018, 10:08:39 AM
রেফারেল লিংক হচ্ছে সেই লিংক যেটা আপনি কাউকে ফোরামে বা কোথাও রেফার করলেন একাউন্ট করার জন্য আর সে ব্যক্তি সেই লিংক দিয়ে একাউন্ট করলো। রেফারেল লিংকের জন্য ফোরামে আপনার প্রফাইলে গিয়ে দেখতে পারবেন রেফারেল লিংক আছে আপনার। আর যেখানে সেখানে এই ফোরামে রেফারেল লিংক ব্যবহার করা যাবেনা তাহলে নেগেটিভ কর্মা পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রেফারেল লিংক ব্যবহার করে কেউ একাউন্ট করলে আপনি সেখান থেকে কিছু ইনসেনটিভ পাবেন।
তথ্যটি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দেওয়া তথ্যের মাধ্যমে আমি নতুন একটা জিনুস শিখতে পারলাম।  আমার অনেক বড় একটা উপকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
Title: Re: জানার ছিলো
Post by: JISAN on January 13, 2019, 06:29:18 AM
Referral Link টা কি? এটা আমাদের কি কাজে লাগবে? এই লিংক দিয়ে আমরা কি করতে পারি? যদি কারও জানা থাকে তাহলে বললে অনেক খুশি হবো। প্লিজ বলে সাহায্য করেন।
এই বিষয়য়টি নিয়ে আমিও একটু কনফিউশনে আছি তাই আপনাকে কিছু জানাতে পাড়লাম না। তবে সিনিয়র ভাইদের ও মডারেটরদের এই বিষয়য়ে হেল্প চাচ্ছি।
Title: Re: জানার ছিলো
Post by: GroundCrypto on April 17, 2021, 12:33:33 PM
রেফারেল লিংক হচ্ছে সেই লিংক যেটা আপনি কাউকে ফোরামে বা কোথাও রেফার করলেন একাউন্ট করার জন্য আর সে ব্যক্তি সেই লিংক দিয়ে একাউন্ট করলো। রেফারেল লিংকের জন্য ফোরামে আপনার প্রফাইলে গিয়ে দেখতে পারবেন রেফারেল লিংক আছে আপনার। আর যেখানে সেখানে এই ফোরামে রেফারেল লিংক ব্যবহার করা যাবেনা তাহলে নেগেটিভ কর্মা পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রেফারেল লিংক ব্যবহার করে কেউ একাউন্ট করলে আপনি সেখান থেকে কিছু ইনসেনটিভ পাবেন।
ধন্যবাদ Malam 90 কে আপনার এরকম পোষ্টের জন্য আমরা জুনিয়রা যারা এই ফোরামে আছি তারা অনেক কিছু শিখতে পারছি।
এই Referral Link সম্পর্কে আমার কোন ধারণা ছিলনা। আপনার এই পোষ্টটি  আমি কিছু জানতে পারলাম।
Title: Re: জানার ছিলো
Post by: Damrai5$ on April 17, 2021, 01:19:50 PM
রেফার লিংক বলতে আপনার যে আইডি আছে সেটার লিংক দিয়ে যদি অন্য আইডি কেউ করে তাহলে সেটা হচ্ছে রেফার লিংক। আপনি যদি কখনো এয়ার্ড্রপ করে থাকেন তাহলে কিন্তু কিছুটা হলেও রেফার লিংক সম্পর্কে ধারণা পাবেন। এয়ার্ড্রপ এর মতই একজনের লিংক দিয়ে যদি অন্যজন করে শুধু যার রেফারে করা হবে সে বেনিফিট পাবে। কিন্তু এই ফোরামে যাদের লিংক দিয়ে করবে তারা বেনিফিট পাবেনা।
Title: Re: জানার ছিলো
Post by: Laxmi Sharma on April 17, 2021, 03:27:00 PM
Referral Link টা কি? এটা আমাদের কি কাজে লাগবে? এই লিংক দিয়ে আমরা কি করতে পারি? যদি কারও জানা থাকে তাহলে বললে অনেক খুশি হবো। প্লিজ বলে সাহায্য করেন।
আপনি যখন কাউকে ফোরামে ইনভাইট করবেন, তখন যদি আপনার রেফার লিংক ব্যবহার করে তাকে একাউন্ট করে দেন, তাহলে সেটা আপনার রেফারে একাউন্ট হবে। কিন্তু আপনি রেফার লিংক ছাড়াও একাউন্ট করে দিতে পারবেন, ব্যবহার করতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আশাকরি রেফার লিংক কি কাজে লাগে সেটা বুঝতে পেরেছেন। আপনি যদি ফোরামে কাউকে রেফার করেন তাহলে আপনি হয়তো কিছু রিওয়ার্ডস পেতে পারেন।
Title: Re: জানার ছিলো
Post by: Rubel007 on April 17, 2021, 03:32:32 PM
ফোরামের রেফারেল লিংক দিয়ে সাধারনত কাউকে জয়েন করালে তার পয়েন্টে বেশি হয়। যে যত বেশি রেফার করবে তার ততবেশি পয়েন্ট হবে। আমি যতদূর জানি যে এটিই হল মুল বিষয়। তাছাড়া যদি অন্য কোনি বিশেষ কিছু থেকে থাকে তাহলে সেটা আমার জানা নেই।
Title: Re: জানার ছিলো
Post by: Markuri33 on April 17, 2021, 04:05:53 PM
ফোরামে কারো রেফার লিংক থেকে আইডি করলে মূলত তাঁর কোন লাভ হয় না শুধুমাত্র কিছুটা পয়েন্ট বেশি পায়। কিন্তু কেউ যদি নতুন আইডি করে দেন তাহলে অবশ্যই তাকে ফোরামের সম্পন্ন রুলস ভালো করে বুঝিয়ে দেবেন। তা না হলে বর্তমানে দেখা যাচ্ছে যে রকম পোস্টের কোয়ালিটি হচ্ছে ফোরামের জনপ্রিয়তা কিছুটা হলেও হারাবে বিশেষ করে বাংলা ফোরামের।অতএব আমরা সবাই চেষ্টা করবো ভালো ভাবে পোস্ট করতে।
Title: Re: জানার ছিলো
Post by: Heron on April 17, 2021, 04:10:18 PM
ফোরামে কারো রেফার লিংক থেকে আইডি করলে মূলত তাঁর কোন লাভ হয় না শুধুমাত্র কিছুটা পয়েন্ট বেশি পায়। কিন্তু কেউ যদি নতুন আইডি করে দেন তাহলে অবশ্যই তাকে ফোরামের সম্পন্ন রুলস ভালো করে বুঝিয়ে দেবেন। তা না হলে বর্তমানে দেখা যাচ্ছে যে রকম পোস্টের কোয়ালিটি হচ্ছে ফোরামের জনপ্রিয়তা কিছুটা হলেও হারাবে বিশেষ করে বাংলা ফোরামের।অতএব আমরা সবাই চেষ্টা করবো ভালো ভাবে পোস্ট করতে।
খুবই যুক্তিসঙ্গত কথা বলেছেন ভাইয়া। আমিও মনে করছি যিনি নতুন করে কাউকে ফোরামে রেফার করবেন তার অবশ্যই দায়িত্ব তাকে ফোরামের রুলস সম্পর্কে ভালোভাবে জানিয়ে দেয়ার। আশা করছি এই দায়িত্বটি সবাই পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করবেন। তাতে আমাদের জন্যও ভালো হবে এবং আমাদের ফোরামের জন্যও ভালো হবে।
Title: Re: জানার ছিলো
Post by: Malam90 on April 17, 2021, 04:44:20 PM
রেফারেল লিংক হচ্ছে সেই লিংক যেটা আপনি কাউকে ফোরামে বা কোথাও রেফার করলেন একাউন্ট করার জন্য আর সে ব্যক্তি সেই লিংক দিয়ে একাউন্ট করলো। রেফারেল লিংকের জন্য ফোরামে আপনার প্রফাইলে গিয়ে দেখতে পারবেন রেফারেল লিংক আছে আপনার। আর যেখানে সেখানে এই ফোরামে রেফারেল লিংক ব্যবহার করা যাবেনা তাহলে নেগেটিভ কর্মা পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রেফারেল লিংক ব্যবহার করে কেউ একাউন্ট করলে আপনি সেখান থেকে কিছু ইনসেনটিভ পাবেন।
ধন্যবাদ Malam 90 কে আপনার এরকম পোষ্টের জন্য আমরা জুনিয়রা যারা এই ফোরামে আছি তারা অনেক কিছু শিখতে পারছি।
এই Referral Link সম্পর্কে আমার কোন ধারণা ছিলনা। আপনার এই পোষ্টটি  আমি কিছু জানতে পারলাম।

GroundCrypto
দুই বছরের পুরাতন টপিক খুঁজে বের করে কমেন্ট করার জন্য আপনাকে প্রথম ও শেষবারের মত সতর্ক করা হলো। ভবিষ্যতে কেউ পুরাতন টপিক খুঁজে কমেন্ট করবেন না। করলে পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে। সাম্প্রতিক ও প্রাসঙ্গিক টপিকে আলোচনা করবেন। আশা করি আপনি এবং সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ