Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Hasansat on December 16, 2018, 06:58:50 AM

Title: কারমা বিষয়ে হেল্প
Post by: Hasansat on December 16, 2018, 06:58:50 AM
কিভাবে আমি কারমা পাবো? যারা জানোন তারা বলনেন প্লিজ। আমি কারমা অর্জনের জন্য কি কি করতে পারি? তথ্যটি জানতে পারলে খুব উপকার হতো।
Title: Re: কারমা বিষয়ে হেল্প
Post by: Malam90 on December 26, 2018, 04:41:26 PM
কারমা বলতে আপনি হয়তো +কর্মা বুঝিয়েছেন। পজেটিভ কর্মা পেতে হলে আপনাকে কোয়ালিটি পোস্ট করতে হবে। ভালো পোস্ট হলে মিনিমাম যারা এসআর মেম্বার হয়েছেন তারা আপনার পোস্টটি পড়ে যদি ভালো মানের পোস্ট মনে করেন তাহরে পজেটিভ কর্মা দিলে দিতে পারেন। পোস্টটি মিনিমিাম ১-২ লাইনের করার চেস্টা করবেন। ৭০ ক্যারেকটারের নিচে কোন পোস্ট আসলে কোয়ালিটি পোস্ট হয়না। নিজের পোস্ট করবেন, কোন পোস্ট কপি করলে নেগেটিভ কর্মা পাবেন বা  আইডি ব্যন্ড হয়।
Title: Re: কারমা বিষয়ে হেল্প
Post by: Robiul789 on January 08, 2019, 11:51:32 AM
Valo post hole karma Pawa jabe Ey vebe kew karma pawar jonno Jeno farming, copy and paste, scamming post Jeno Na Kore. Tyle Kintu negative karma asbe kopale.
Title: Re: কারমা বিষয়ে হেল্প
Post by: Lima on January 09, 2019, 08:02:14 AM
কিভাবে আমি কারমা পাবো? যারা জানোন তারা বলনেন প্লিজ। আমি কারমা অর্জনের জন্য কি কি করতে পারি? তথ্যটি জানতে পারলে খুব উপকার হতো।
আপনি ভালো হেল্পফুল পোস্ট করলে কারমা পাবেন। অপরপক্ষে আপনি যদি কোনো দূর্নিতি দোরিয়ে দিতে পারেন। যেমন কেউ যদি কপি পোস্ট করে আর আপনি যদি সেটা দোরিয়ে দিতে পাড়েন তাহলেও আপনি কারমা পাবেন।
Title: Re: কারমা বিষয়ে হেল্প
Post by: JISAN on January 13, 2019, 06:07:26 AM
কিভাবে আমি কারমা পাবো? যারা জানোন তারা বলনেন প্লিজ। আমি কারমা অর্জনের জন্য কি কি করতে পারি? তথ্যটি জানতে পারলে খুব উপকার হতো।
ভালো ভালো পোস্ট করতে থাকুন আপনার পোস্ট কারো উপকারে আসলে আপনে কারমা দিবে। কিন্তু যদি অতিরিক্ত স্পামিং করেন তাহলেও কারমা পাবেন কিন্তু -কারমা। তাই সতর্কমূলকভাবে পোস্ট করবেন।
Title: Re: কারমা বিষয়ে হেল্প
Post by: Web Designer on December 31, 2023, 06:40:48 PM
ফরমে ভালো ইনফরমেটিভ টপিক ক্রিয়েট করতে পারেন যাতে মেম্বাররা ভালো তথ্য পায় আপনার কাছ থেকে। আর যারা কোন টপিক ক্রিয়েট করেন তারা যদি হেল্প চায় তাহলে আপনার উত্তর জানা থাকলে সঠিক উত্তর দিন। আর ভুলভাল উত্তর দিলে আনাকে নেগেটিভ কারমা দিবে বা রিপোর্ট করবে তাহলে আপনার আইডির সমস্যা হতে পারে।
Title: Re: কারমা বিষয়ে হেল্প
Post by: Paragon2 on January 01, 2024, 03:43:28 AM
কিভাবে আমি কারমা পাবো? যারা জানোন তারা বলনেন প্লিজ। আমি কারমা অর্জনের জন্য কি কি করতে পারি? তথ্যটি জানতে পারলে খুব উপকার হতো।

আমি এই মুহূর্তে আপনার প্রোফাইলে তিনটি কারণে দেখতে পাচ্ছি। আপনি যত বেশি পোস্ট করবেন তত বেশি কারমা অর্জন করতে পারবেন কারণ আপনার পোস্টগুলো হবে ইনফরমেশন যুক্ত, আপডেট তথ্য ও মানসম্মত ফোরাম রিলেটেড এই ধরনের পোস্ট করলে আপনি অবশ্যই কারমা উপহার পাবেন।
Title: Re: কারমা বিষয়ে হেল্প
Post by: MVL~$ on January 01, 2024, 10:26:31 AM
কারমা পাওয়ার জন্য আপনাকে উন্নত মানের এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট দিতে হবে। এজন্য আপনি প্রতিনিয়ত ভালো মানের পোস্ট করতে পারেন। নতুন নতুন সৃজনশীল টপিক তৈরি করে সেসব বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অযথা পোস্ট বা অযথা যে বিষয়ে জ্ঞান আপনার খুবই সামান্য সেসব বিষয়ে পোস্ট করা থেকে এড়িয়ে চলতে পারেন। এবং যেসব পোস্ট দেবেন সে সব বিষয়ের ওপর তার আগে গবেষণা করে নিয়ে পোস্ট তৈরি করতে পারেন। তাহলে আশা করা যায় আপনি কারমা পাবেন
Title: Re: কারমা বিষয়ে হেল্প
Post by: Altcoin1998$ on January 01, 2024, 10:43:33 AM
কিভাবে আমি কারমা পাবো? যারা জানোন তারা বলনেন প্লিজ। আমি কারমা অর্জনের জন্য কি কি করতে পারি? তথ্যটি জানতে পারলে খুব উপকার হতো।

আমি এই মুহূর্তে আপনার প্রোফাইলে তিনটি কারণে দেখতে পাচ্ছি। আপনি যত বেশি পোস্ট করবেন তত বেশি কারমা অর্জন করতে পারবেন কারণ আপনার পোস্টগুলো হবে ইনফরমেশন যুক্ত, আপডেট তথ্য ও মানসম্মত ফোরাম রিলেটেড এই ধরনের পোস্ট করলে আপনি অবশ্যই কারমা উপহার পাবেন।
কারমা মানে পোস্ট কোয়ালিটি খারাপ না ভালো সেটা ইন্ডিকেট করে।যদি আপনার পোস্ট ভালো মানের হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন এবং পোস্ট যদি খারাপ মানের হয় তাহলে আপনি নেগেটিভ কারমা পেতে পারেন। এখানে পোস্ট কোয়ালিটি যাচাই-বাছাই করার জন্য কারমা আর বিটকয়েনটকে পোস্ট কোয়ালিটি যাচাই-বাছাই করার জন্য মেরিট সিস্টেম চালু করা হয়েছে।
অবশ্যই সুদূর ভবিষ্যতে আমাদের এলটকয়েনটকে হয়তো বিটকয়েন ফোরামের মতো কারমা কে দিলো সেটা হয়তো পোস্টের মধ্যে ভিজিবুল হয়ে যাবে।তাই কাউকে অহেতুক নেগেটিভ কারমা দেওয়া বা একই প্রোফাইলে একাধিক কারমা দেওয়ার সিস্টেম হয়তো ভবিষ্যতে আর নাও পাওয়া যেতে পারে।তাই এখন থেকেই ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করুন। ভালো পোস্ট সবসময় ভালো ফিডব্যাক পেয়ে থাকে।