Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on January 01, 2019, 05:06:20 AM

Title: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Malam90 on January 01, 2019, 05:06:20 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই আশা করেছিলাম নতুন বছরের শুরু থেকে হয়তো একটি গ্রিনট্রেড দেখতে পাবো ক্রিপটো মার্কেটে কিন্তু নতুন বছরের শুরুতেই দেখছি রেড ট্রেন্ড। নতুন বছরে ক্রিপটো ট্রেডার হিসেবে আপনাদের কৌশল কেমন হতে পারে? সবাই কমেন্ট করে উত্তর দিন।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Plnshah65 on January 07, 2019, 05:40:46 PM
Vai market uthte ektu Deri lagbe... Jevave komse sebave barbe Na vai. Cryptocurrency somporke agam darona Deya jaina.. Tobuo bolsi Ey year majamaji market uthbe vai..
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Lima on January 09, 2019, 08:11:39 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই আশা করেছিলাম নতুন বছরের শুরু থেকে হয়তো একটি গ্রিনট্রেড দেখতে পাবো ক্রিপটো মার্কেটে কিন্তু নতুন বছরের শুরুতেই দেখছি রেড ট্রেন্ড। নতুন বছরে ক্রিপটো ট্রেডার হিসেবে আপনাদের কৌশল কেমন হতে পারে? সবাই কমেন্ট করে উত্তর দিন।
মার্কেট সম্পূর্নই নির্ভর করে ট্রেডারদের উপরে। সবাই যেভাবে Buy/sell করবে মার্কেট সেভাবেই চলবে। ক্রিপ্টো কোনো নির্দিষ্ট দামে চলে না এবং কেও এর দাম নির্দিষ্ট করে না। এটা সম্পূর্নই ট্রেডারদের উপর নির্ভর করে।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: JISAN on January 13, 2019, 05:59:32 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই আশা করেছিলাম নতুন বছরের শুরু থেকে হয়তো একটি গ্রিনট্রেড দেখতে পাবো ক্রিপটো মার্কেটে কিন্তু নতুন বছরের শুরুতেই দেখছি রেড ট্রেন্ড। নতুন বছরে ক্রিপটো ট্রেডার হিসেবে আপনাদের কৌশল কেমন হতে পারে? সবাই কমেন্ট করে উত্তর দিন।
নতুন বছরের শুরুতে দাম কমলেও এই বছরের মঝামাঝিতে মার্কেট কিছুটা হাই হবে বলে আসা করা যায়। ২০১৯ এ কিছুটা হলেও ক্রিপ্টোর উন্নতি দেখা যাবে।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Triedboy on August 12, 2020, 11:04:08 AM
Vai notun saler pothom dike market onek tai kume gesilo kintu ami asa kori 2020 sal er seser dike onek valo hobe market.
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Papusha20 on October 02, 2020, 04:33:11 PM
নতুন বছরের শুরুতেই মার্কেটের অবস্থা মোটামুটি ভালই ছিল তা থেকে বর্তমান অবস্থা একটু ভালো কিন্তু 2021 সালের শুরুতেই মার্কেটের অবস্থা বর্তমান অবস্থার তিনগুণ বৃদ্ধি পাবে।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: ranaprime on October 02, 2020, 06:41:12 PM
নতুন বছর আসতে এখনও বেশ কিছুদিন বাকি। এই সময়ের মধ্যে মার্কেট ট্রেন্ড পরিবর্তন হতে পারে। আগেই কিছু বলা যাচ্ছে না। ধৈার্য ধারন করতে হবে। সময় ই বলে দিবে কি হবে। তবু কিছু টেকনিক নিজের থাকতে হবে টিকে থাকার জন্য।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Power420 on October 03, 2020, 02:43:19 AM
নতুন বছরের শুরুতেই মার্কেট রেট মোটামুটি ভালই ছিল কিন্তু শেষের দিকে এসে মার্কেটের বাজার একটু নিচের দিকে চলে যায়। যদিও বিটকয়েনের দাম কমে থাকে ভবিষ্যতে 2021 সালের শুরুতে মার্কেটের বাজার মূল্য বর্তমান বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ হবে।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: ttcsalam on October 04, 2020, 04:30:24 PM
বছরের প্রথমে খারাপ অবস্থা থাকলেও মাঝামাঝি টাইমে কিন্তু অনেক ভালো পজিশনে ছিল।সে জন্য আশা করা যায় আগামী বছরের শুরু টা অনেক ভালো হবে। এবং এ বছরের শেষ টাও ভালো যাবে।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Casual on October 11, 2020, 04:16:35 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই আশা করেছিলাম নতুন বছরের শুরু থেকে হয়তো একটি গ্রিনট্রেড দেখতে পাবো ক্রিপটো মার্কেটে কিন্তু নতুন বছরের শুরুতেই দেখছি রেড ট্রেন্ড। নতুন বছরে ক্রিপটো ট্রেডার হিসেবে আপনাদের কৌশল কেমন হতে পারে? সবাই কমেন্ট করে উত্তর দিন।

এই বছরে তো তেমন কোন ক্রিপ্টোকারেন্সি এর ভালো কোন দিক পাওয়া যায়নি। কিন্তু মনে হয় ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট সামনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে অনেক ট্রেডাররা ট্রেড করা শুরু দিয়েছে।আমি শুনেছিলাম যে ট্রেডাররা যদি খুব বেশি পরিমাণে ট্রেড করে তাহলে মার্কেটে পজিশন ভালো হয়।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Nusrat on October 11, 2020, 05:34:24 AM
সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা । আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে নতুন বছর। 2020 সালে প্রথমাবস্থায় মার্কেট প্রাইস ভালই ছিল কিন্তু মাঝখানে মহামারী করুনা ভাইরাসের কারণে মার্কেট কমে গেছে। আশা করি2021 মার্কেট প্রাইস দ্বিগুণ বাড়বে।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Greatwall on October 14, 2020, 06:59:16 AM
বর্তমান সময়ে মার্কেট অবস্থা অনেক ভালো হচ্ছে।এই অবস্থা দেখে আমার মনে হয় হয়তোবা 2020 সালের শেষের দিকে 2017 সাল রিপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Psycho on October 16, 2020, 03:50:14 PM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই আশা করেছিলাম নতুন বছরের শুরু থেকে হয়তো একটি গ্রিনট্রেড দেখতে পাবো ক্রিপটো মার্কেটে কিন্তু নতুন বছরের শুরুতেই দেখছি রেড ট্রেন্ড। নতুন বছরে ক্রিপটো ট্রেডার হিসেবে আপনাদের কৌশল কেমন হতে পারে? সবাই কমেন্ট করে উত্তর দিন।
ভাই আমি একটি প্রশ্ন করব চাইছিলাম? গ্রিন ট্রেড কি? গ্রিন ট্রেড দিয়ে কি হয়?? গ্রিন ট্রেড সম্পর্কে কোন ধারনা নাই। যদি একটু বলতেন উপকৃত হতাম।
Title: Re: নতুন বছরের শুরুতেই মার্কেট রেড।
Post by: Magepai on December 14, 2020, 12:22:16 AM
2019 সালে প্রথম দিকে মার্কেটের অবস্থা একটু কম ছিল। এবং 2020 সালের শুরুতেই মার্কেট আস্তে আস্তে ভালো হতে থাকে এবং দেখা যায় 2020 সালের মাঝখানে একটু বিটকয়েনের দাম কমে ছিল।বর্তমানে 2020 সালের শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি বর্তমানে কিন্তু বিটকয়েনের প্রাইস আমরা দেখতে পাচ্ছি 19 হাজার ডলারের ওপরে। এবং 2020 সালের শেষ হতে না হতে আমরা দেখতে পাব দিনের প্রায় 20,000 ডলার পেরিয়ে গেছে। 2021 সাল আসলে দেখা যাবে মার্কেটের অবস্থা পুনরায় অনেক ভালো হয়েছে।