Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lima on January 09, 2019, 11:54:21 AM

Title: কারমা কে দেয়। বা কোথায় দেয়
Post by: Lima on January 09, 2019, 11:54:21 AM
Sr member বা এর উপরের রেংক এ যে যাবে সেই অন্যকে কারমা দইইতে পাড়বে। Sr member বা এর উপরের র‍্যাংকে গেলে আপনারাও কারমা দেওয়ার অপশন পাবেন। আর কারমা দেওয়া হয় পোস্টের মদ্ধে আপনি ভালো মানের পোস্ট করলে কেও আপনাকে কারমা দিবে।
Title: Re: কারমা কে দেয়। বা কোথায় দেয়
Post by: JISAN on January 11, 2019, 05:20:04 AM
Sr member বা এর উপরের রেংক এ যে যাবে সেই অন্যকে কারমা দইইতে পাড়বে। Sr member বা এর উপরের র‍্যাংকে গেলে আপনারাও কারমা দেওয়ার অপশন পাবেন। আর কারমা দেওয়া হয় পোস্টের মদ্ধে আপনি ভালো মানের পোস্ট করলে কেও আপনাকে কারমা দিবে।
ধন্যবাদ আপনাকে বিষয়টি সবার মধ্যে শেয়ার করার জন্য। আপনি যখন Sr member সেহেতু জারা কারমা পাওয়ার যোগ্য তাদের কারমা দিয়ে সাহায্য করুন তাহলে সবার কাজ করার আগ্রহ বাড়বে।
Title: Re: কারমা কে দেয়। বা কোথায় দেয়
Post by: Malam90 on January 11, 2019, 11:06:51 AM
পোস্ট কোয়ালিটি অনুযায়ী এসআর মেম্বার হতে উপরের র‌্যাংকের মেম্বাররা কাউকে কর্মা দিতে পারে। তব যত্রতত্র কর্মা দিতে পারেন না। কেউ এটার অপব্যবহার করলে তাকেও হয়তো পরে খেসারত দিতে হবে। আগে ফুল মেম্বাররাও কর্মা দিতে পারতো তবে বর্তমানে মিনিমাম এসআর মেম্বার হতে হবে কর্মা দিতে গেলে।
Title: Re: কারমা কে দেয়। বা কোথায় দেয়
Post by: Web Designer on December 31, 2023, 06:49:53 PM
ভাই আমার একটি প্রশ্ন আছে, প্রশ্নটি হলো ধরেন আমি এস আর মেম্বার হলাম তখন আমিও কিছু কারমা পেলাম তখন আমার যে কারমা গুলা এড হবে সেগুলো কি কমে যাবে যখন আমি অন্য কাউকে কারমা দিবো তখন?
Title: Re: কারমা কে দেয়। বা কোথায় দেয়
Post by: Paragon2 on January 01, 2024, 03:33:52 AM
Sr member বা এর উপরের রেংক এ যে যাবে সেই অন্যকে কারমা দইইতে পাড়বে। Sr member বা এর উপরের র‍্যাংকে গেলে আপনারাও কারমা দেওয়ার অপশন পাবেন। আর কারমা দেওয়া হয় পোস্টের মদ্ধে আপনি ভালো মানের পোস্ট করলে কেও আপনাকে কারমা দিবে।

কারমা সাধারণত Senior member এর নিচে সদস্যরা অথবা রাংকের ব্যক্তিরা দেখতে পারবে না এবং দিতেও পারবেনা। কারণ আমি যখন এই ফোরামে নবাগত ছিলাম তখন মেম্বার পর্যন্ত এটি স্থগিত ছিল। মেম্বার হয়েছিল তারা এই ফোরামে কারমা দিতে পারতো কিন্তু কারমার অপচয় গুলো বেশি হচ্ছিল যার কারণে এডমিন আপডেট করে সিনিয়র মেম্বার পর্যন্ত রেখে দিয়েছে।

নিজেকে নিজে ব্যতীত বাকি সবাই কারমা দিতে পারবে যদি সিনিয়র মেম্বার রাঙ্ক পর্যন্ত পৌঁছাতে পারে।
Title: Re: কারমা কে দেয়। বা কোথায় দেয়
Post by: MVL~$ on January 01, 2024, 07:10:13 AM
পোষ্টের গুণগত মানের ওপর ভিত্তি করে আসলে কারমা দেওয়া হয়ে থাকে। যাদের পোস্ট যত ভাল হয় তারা কারমা পেয়ে থাকে। সিনিয়র মেম্বার থেকে শুরু করে যত উপরের দিকের মেম্বার রয়েছে তারা চাইলে যে কাউকে কারা দিতে পারে। তাদের যদি মনে হয় আপনার পোস্টটি গুণগত মানের দিক দিয়ে এবং গবেষণামূলক পোস্ট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কারমা পাবেন। আর যারা কারমা দেয় তাদের অপশন থাকে বিধায় তারা কারমা দিতে পারে। আপনি যদি সিনিয়র মেম্বার হন ভবিষ্যতে তাহলে আপনিও কারমা দিতে পারবেন। কারমা আবার দুই ধরনের হয়ে থাকে, একটি পজিটিভ কারমা এবং অপরটি নেগেটিভ কারমা। নেগেটিভ কারমা তারাই পায় যাদের পোস্ট ভালো হয় না।