Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lima on January 09, 2019, 11:57:58 AM

Title: কেও একটু হেল্প করুন
Post by: Lima on January 09, 2019, 11:57:58 AM
আই একটা বিষয় বুঝতেছি না। কেও মাইন্ড করবেন না। আমি হয়তো অন্য বিষয়য় গুলা জানি কিন্তু এটা বুঝতে পারছি না। কারন একজন মানুষ যে সব বুঝবে সেটা কোনো কথা নয়। তাহলে কাজের কথায় আসি। আমি পোস্ট করার পর দেখি অনেক সময় পোস্ট করার পরেও আমার প্রফাইলে পোস্ট সংখ্যা বাড়ে না। তার কারন টা কি কেও বলতে পাড়বেন। কারো জানা থাকলে জানাবেন। ধন্যবাদ
Title: Re: কেও একটু হেল্প করুন
Post by: JISAN on January 11, 2019, 05:17:20 AM
আই একটা বিষয় বুঝতেছি না। কেও মাইন্ড করবেন না। আমি হয়তো অন্য বিষয়য় গুলা জানি কিন্তু এটা বুঝতে পারছি না। কারন একজন মানুষ যে সব বুঝবে সেটা কোনো কথা নয়। তাহলে কাজের কথায় আসি। আমি পোস্ট করার পর দেখি অনেক সময় পোস্ট করার পরেও আমার প্রফাইলে পোস্ট সংখ্যা বাড়ে না। তার কারন টা কি কেও বলতে পাড়বেন। কারো জানা থাকলে জানাবেন। ধন্যবাদ
আপনার পোস্ট হয়তো ৭৫ অক্ষরের কম হয়েছে তাই এরকম হয়ছে
আপনি ৭৫ অক্ষর বা তার বেশি লিখে পোস্ট দেন তাহলেই হবে। এই কারনেই মূলত পোস্ট বাড়েনি আপনার।
Title: Re: কেও একটু হেল্প করুন
Post by: Robiul789 on January 11, 2019, 05:25:17 AM
ভাই কারণটা আর কিছুই না। আপনার পোস্ট হয়তো ৭৫ অক্ষর এর চেয়ে কম হয়।  ৭৫ অক্ষর  এর চেয়ে কম মানের পোস্ট কাউন্ট হয় না মাঝেমাঝে।               
Title: Re: কেও একটু হেল্প করুন
Post by: JISAN on January 11, 2019, 05:27:42 AM
ভাই কারণটা আর কিছুই না। আপনার পোস্ট হয়তো ৭৫ অক্ষর এর চেয়ে কম হয়।  ৭৫ অক্ষর  এর চেয়ে কম মানের পোস্ট কাউন্ট হয় না মাঝেমাঝে।               
হ্যা ঠিক বলেছেন। মূলত এই সমস্যার কারনেই তার পোস্ট কালেক্ট হচ্ছে না। অন্য কোনো কারন নয়। কারন তারা বলে দিছে পোস্ট মিনিমান ৭৫ অক্ষরের হতে হবে।
Title: Re: কেও একটু হেল্প করুন
Post by: Malam90 on January 11, 2019, 11:03:07 AM
আপনার পোস্ট হয়ত ৭৫ ক্যারেক্টারের কম হচ্ছে। ছোট পোস্ট অনেক সময় কাউন্ট হয়। তাই চেষ্টা করবেন পোস্টাকে একটু বড় করার। আমি প্রথমদিকে এটা ফেস করেছিলাম তখন বুঝতাম না। এখন আর এই সমস্যা হয়না বললেই চলে। তাই আশা করি আপনারও এই সমস্যা আর হবেনা যদি এটা মনে রাখেন।
Title: Re: কেও একটু হেল্প করুন
Post by: JISAN on January 11, 2019, 03:52:22 PM
আপনার পোস্ট হয়ত ৭৫ ক্যারেক্টারের কম হচ্ছে। ছোট পোস্ট অনেক সময় কাউন্ট হয়। তাই চেষ্টা করবেন পোস্টাকে একটু বড় করার। আমি প্রথমদিকে এটা ফেস করেছিলাম তখন বুঝতাম না। এখন আর এই সমস্যা হয়না বললেই চলে। তাই আশা করি আপনারও এই সমস্যা আর হবেনা যদি এটা মনে রাখেন।
হ্যা ঠিক বলেছেন আমারো এরকম সমস্যা হয়েছে। কিন্তু পরে বুঝার পড় প্রত্তেক পোস্ট মিনিমাম ৭৫ ক্যারেক্টার করে দেই। এখন আর এই প্রব্লেম হয় না।