Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lima on January 09, 2019, 06:27:57 PM

Title: Help post, need Moderator Answer, I am still waiting for Moderator Ans
Post by: Lima on January 09, 2019, 06:27:57 PM
কারমা বিষয়ে হেল্প লাগবে। আমি জানি যে কেও Sr member বা তার উপরের র‍্যাংকে যেতে পাড়লে সে অন্যকে কারমা দিতে পাড়ে। কিন্ত একটা কথা জানারছিলো তা হলো।
১. একজন সর্বচ্চ কয়টি কারমা দিতে পাড়বে। কারমার দেওয়ার কি কোনো লিমিট আছে।
২. সর্বচ্চ কয়টি +কারমা ও কয়টি -কারমা দেওয়া যাবে।
৩. একজন ব্যক্তিকে সর্বচ্চ কয়টি কারমা দেওয়া যাবে
৪. কারো -কারমা থাকার পড় কেও যদি তাদে +কারমা দেয় তাহলে কি তার -কারমা উঠে +কারমা বসবে নাকি তার -কারমার থাকবে সাথে একটি +কারমা যোগ হবে। একিভাবে কারো + কারমা থাকা সত্যেও কেও -কারমা দিলে সেক্ষেত্রে কি হবে।
৫. আমি কোন পোস্টের জন্য কারমা পেলাম সেটা কি আমি দেখতে পাড়বো এবং সেটা কোথা থেকে।
এই ৫ টি প্রশ্নের উত্তর দিলে খুশি হব। ধন্যবাদ.
Title: Re: Help post, need Moderator Answer, I am still waiting for Moderator Ans
Post by: JISAN on January 11, 2019, 04:33:10 AM
কারমা বিষয়ে হেল্প লাগবে। আমি জানি যে কেও Sr member বা তার উপরের র‍্যাংকে যেতে পাড়লে সে অন্যকে কারমা দিতে পাড়ে। কিন্ত একটা কথা জানারছিলো তা হলো।
১. একজন সর্বচ্চ কয়টি কারমা দিতে পাড়বে। কারমার দেওয়ার কি কোনো লিমিট আছে।
২. সর্বচ্চ কয়টি +কারমা ও কয়টি -কারমা দেওয়া যাবে।
৩. একজন ব্যক্তিকে সর্বচ্চ কয়টি কারমা দেওয়া যাবে
৪. কারো -কারমা থাকার পড় কেও যদি তাদে +কারমা দেয় তাহলে কি তার -কারমা উঠে +কারমা বসবে নাকি তার -কারমার থাকবে সাথে একটি +কারমা যোগ হবে। একিভাবে কারো + কারমা থাকা সত্যেও কেও -কারমা দিলে সেক্ষেত্রে কি হবে।
৫. আমি কোন পোস্টের জন্য কারমা পেলাম সেটা কি আমি দেখতে পাড়বো এবং সেটা কোথা থেকে।
এই ৫ টি প্রশ্নের উত্তর দিলে খুশি হব। ধন্যবাদ.
কারমা আপনি জেতো ইচ্ছা দিতে পাড়বেন। একজনকে একবার দেবার পড় ১০০ ঘন্টা পর আবার তাকে দিতে পাড়বেন। তবে অন্যকে দেওয়া যাবে। কারো মাইনাস কারমা থাকলে কেও যদি তাকে + কারমা দেয় তাহলে মাইনাস কারমা মুছে যাবে। একটা মাইমাস কারমার সাথে একটা প্লাস কারমা বাদ যাবে।
Title: Re: Help post, need Moderator Answer, I am still waiting for Moderator Ans
Post by: JISAN on January 11, 2019, 04:35:04 AM
আপনি কোন পোস্টে কারমা দিলেন সেটা দেখা জাওয়ার মত অপশন নাই বলে আই জানি তবে। যদি থাকে তবে আসা করি মডারেটর সেই প্রস্নের উত্তর আপনাকে দিবে। আর কোনো বিষয়ে  হেল্প লাগলে বলবেন।
Title: Re: Help post, need Moderator Answer, I am still waiting for Moderator Ans
Post by: JISAN on January 11, 2019, 04:37:22 AM
@Lima আপনি এই প্রশ্নের উত্তর গুলো মডারেটরের কাছে থেকে জানতে চেয়েছেন। তবে আমি উত্তরগুলো দিয়ে দিলেম এতে আমার ভুল হলে ক্ষমা করবেন। আর আমার কোনো উত্তর যদি  ভূল থেকে থাকে তাহলে আমার ভুল সংসধন করে দিবেন। ধন্যবাদ