Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on January 11, 2019, 08:59:03 AM

Title: ইথার আবারো দু্ই নম্বর থেকে তিনে নেমে গেলো।
Post by: Malam90 on January 11, 2019, 08:59:03 AM
আজ কয়েন মার্কেট ক্যাপে নতুন চমক গতকিছু দিন পরে দেখলাম। ইথার আবারো দুই নম্বর র‌্যাংক থেকে তিনে নেমে গেছে। আর গত ১ সপ্তাহ ধরে ২ বিলিয়ন মার্কেট ক্যাপিটাল বেড়েছিল ইথারের যা গত দুই দিনে আড়াই বিলিয়ন ক্যাপিটাল কমে গেছে যার কারণে রিপল দুই নম্বর র‌্যাংকে চলে এসেছে। যখন ঠাডা ( বাজ) পড়ে তখেন সবই ইথারের মাথায় পড়ে বলে আমার মনে হয়। ইথার হোল্ডার যারা আছেন আমার মত তাদের কি অবস্থা?
Title: Re: ইথার আবারো দু্ই নম্বর থেকে তিনে নেমে গেলো।
Post by: JISAN on January 11, 2019, 03:56:41 PM
আজ কয়েন মার্কেট ক্যাপে নতুন চমক গতকিছু দিন পরে দেখলাম। ইথার আবারো দুই নম্বর র‌্যাংক থেকে তিনে নেমে গেছে। আর গত ১ সপ্তাহ ধরে ২ বিলিয়ন মার্কেট ক্যাপিটাল বেড়েছিল ইথারের যা গত দুই দিনে আড়াই বিলিয়ন ক্যাপিটাল কমে গেছে যার কারণে রিপল দুই নম্বর র‌্যাংকে চলে এসেছে। যখন ঠাডা ( বাজ) পড়ে তখেন সবই ইথারের মাথায় পড়ে বলে আমার মনে হয়। ইথার হোল্ডার যারা আছেন আমার মত তাদের কি অবস্থা?
এটা কোনো সমস্যা নয়। আবার ফিরে আসবে। মার্কেটে যে কয়েন বেশি বেচা কেনা হয় সেই কয়েনই টপ হয়। তাই হয়তো এখন ইথার কম বেচা কেনা হচ্ছে তাই র‍্যাং পরিবর্তন হয়েছে।