Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rwin on February 04, 2019, 12:58:44 PM

Title: নতুন পোষ্ট।
Post by: Rwin on February 04, 2019, 12:58:44 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: JISAN on February 05, 2019, 10:45:43 AM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
এটা আপনার মনে থাকাই যথেষ্ট। এই কথা নতুন টপিক খুলে করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ নয়। যাই হোক ফোরাম ঘুরে দেখুন কোনো কিছু না বুঝলে জানাবেন হেল্প করার চেষ্টা করবো।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Lima on February 06, 2019, 02:58:35 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
এটা আপনার মনে থাকাই যথেষ্ট। এই কথা নতুন টপিক খুলে করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ নয়। যাই হোক ফোরাম ঘুরে দেখুন কোনো কিছু না বুঝলে জানাবেন হেল্প করার চেষ্টা করবো।
@FARID ভাই আপনি ঠিক বলেছেন। এখানে টপিক খুলে এসব  পোস্ট করা ঠিক না। অনার কিছু জানার ইচ্ছা থাকলে সেই বিষয়য় উল্লেখ করে পোস্ট করা উচিত অন্তত
Title: Re: নতুন পোষ্ট।
Post by: alpian on February 07, 2019, 04:20:03 PM
ভাল মানের পোষ্ট করুন... স্পামিং বা কপি পোস্ট করবেন না।যদি ভাল মানের পোষ্ট না করতে পারেন তাহলে কোনো দিন কারমা পাবেন না... তাই ভাল পোষ্ট করুন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Nostoman on February 09, 2019, 08:19:57 AM
নতুন বলতে কোন কথা নেই কারণ ফোরাম এ যে যত বেশি ঘাটাঘাটি করবে সে তত বেশি পারদর্শী হবে। তাই আমি বলব সবাই বুঝে বুঝে ভাল মানের পোস্ট করুন।         
Title: Re: নতুন পোষ্ট।
Post by: JISAN on February 09, 2019, 09:52:53 AM
নতুন বলতে কোন কথা নেই কারণ ফোরাম এ যে যত বেশি ঘাটাঘাটি করবে সে তত বেশি পারদর্শী হবে। তাই আমি বলব সবাই বুঝে বুঝে ভাল মানের পোস্ট করুন।       
একদম ঠিক। এখানে যে যত বেশি ঘাটা ঘাটি করবে সে তত বেশি কিছু জানতে পাড়বে। চেষ্টা ছাড়া কিছুই করা সম্ভব না।  সব কিছু করার জন্যই চেষ্টা ও শ্রম দরকার।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Lima on February 10, 2019, 03:56:14 AM
নতুন বলতে কোন কথা নেই কারণ ফোরাম এ যে যত বেশি ঘাটাঘাটি করবে সে তত বেশি পারদর্শী হবে। তাই আমি বলব সবাই বুঝে বুঝে ভাল মানের পোস্ট করুন।       
একদম ঠিক। এখানে যে যত বেশি ঘাটা ঘাটি করবে সে তত বেশি কিছু জানতে পাড়বে। চেষ্টা ছাড়া কিছুই করা সম্ভব না।  সব কিছু করার জন্যই চেষ্টা ও শ্রম দরকার।
হ্যা শুধু এই ফোরাম না ঘাটা ঘাটি করলে সকল জিনিষ শেখা যায় সেটা যেত কঠিক কাজ হোক না কেনো। তাই ঘাটা ঘাটি করতে থাকুন যারা নতুন তাহলে নিজে থেকেই সব বুঝতে পাড়বেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Rds3b on March 23, 2019, 04:41:04 AM
আমরা সবাই আপনাকে সাগতম জানাচ্ছি আপনি নতুন তাই কি হয়েছে চেষ্টা চালিয়ে জান সফল হবে। আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে sr.কাছ থেকে জেনে নিন।                   
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Triedboy on August 12, 2020, 05:59:29 AM
ami koto khon pore pore post dite parbo.onek somay post dei kintu ta post jog Kora hoy na Keno sobai judi ektu bolten onek khusi hotam.
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Fawpac2 on August 12, 2020, 11:26:43 AM
হ্যাঁ ভাই এটাই সত্যি যে নতুন যারা আছেন তারা সবাই ভাষা ও লেখা একটু ভালো করে দেখে পোস্ট করবে এমন কোন পোস্ট করবেন না যাতে ফোরামের সম্মান নষ্ট হয়।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Mrkadir85 on August 13, 2020, 04:31:13 AM
এ ধরনের টপিক না করাই ভালো ।কারণ এ সকল পোষ্ট থেকে কোন কিছু জানা বা শেখার নেই ।আশা করি পরবর্তীতে ভালো মানের পোস্ট করবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Rain075 on August 14, 2020, 04:36:27 AM
আপনি ফোরামে নতুন সেটা বড় বিষয় নয়। ফোরাম সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতে হবে তবে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলেই দেখবেন আপনিও একদিন অনেক জানাশোনা একজন হয়ে উঠবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Btceth01 on September 15, 2020, 06:04:13 PM
হ্যাঁ এটাই সত্যি আপনি কারণ উল্লেখ করে পোস্ট করবেন ওই কারণ অনুযায়ী আমরা আপনাকে সাহায্য করতে পারি। এবং ফোরামের মান সম্মান বজায় রেখে পোস্ট করবে । তা না হলে আপনি নেগেটিভ কারমা খেতে পারেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: mahid on September 15, 2020, 06:08:58 PM
আপনি ঠিক বলেছেন এই থ্রেডটি বাংলা ভাষাভাষি মানুষের প্রিয় একটি থ্রেড। এখানে মানুষ তাদের মনের মাধুরী মিশিয়ে তার মনের ভাব প্রকাশ করতে পারে। যার ফলে যে কোন বিষয় আপনি অতি সহজেই বুঝতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন। কাজেই সার্বিক দিক থেকে মনে করি এটি আমাদের জন্য অনেক গ্ররুত্বপূর্ণ।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Btceth01 on September 16, 2020, 04:20:02 AM
নতুন বলতে কোন কথা নেই কারণ ফোরাম এ যে যত বেশি ঘাটাঘাটি করবে সে তত বেশি পারদর্শী হবে। তাই আমি বলব সবাই বুঝে বুঝে ভাল মানের পোস্ট করুন।       

হ্যাঁ ব্রো আপনি ঠিকই বলেছেন নতুনের উপর নির্ভর করে পোস্ট বাড়ালে চলবে না। যেহেতু সবকিছু বাংলায় হচ্ছে আপনি বাংলা পড়ে ভালো করে বুঝে পোস্ট করবেন এখানে তো নতুন ও পুরান কিছু নেই। যে যত বেশি পোস্ট সে পড়বে ততো বেশি এগিয়ে যাবে এবং শিখতে পারবে।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Monstar Shawon on September 16, 2020, 04:38:48 AM
নতুন বলতে কোন কথা নেই কারণ ফোরাম এ যে যত বেশি ঘাটাঘাটি করবে সে তত বেশি পারদর্শী হবে। তাই আমি বলব সবাই বুঝে বুঝে ভাল মানের পোস্ট করুন।       

ভাই আপনারা যারা সিনিয়র আছেন   তারা তো আমাদের মতো যারা Baby step বা জুনিয়র মেম্বার   এ আছেন তাদের থেকে অনেক টা বেশি বুজেন। হ্যা ভাই আপনার কথা ঠিক আছে এই ফরমে বেশি ঘাটাঘাটি করলে অনেক কিছু শিখা যাবে কিন্তু ভাই আপনাদের সাহায্য ছাড়া আমাদের মতো যারা জুনিয়র মেম্বার  তাড়া কিছু করতে পারবে না। তাই আপনাদের কাছে সব সময় সাহায্য আশা করবো,। 
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Msweet on September 16, 2020, 05:08:04 AM
হ্যাঁ ভাই এটাই সত্যি যে নতুন যারা আছেন তারা সবাই ভাষা ও লেখা একটু ভালো করে দেখে পোস্ট করবে এমন কোন পোস্ট করবেন না যাতে ফোরামের সম্মান নষ্ট হয়।
আপনার কথাগুলো একদম ঠিক আছে l এজন্য ফোরামে প্রতিনিয়ত সময় দিতে হবে পূর্বের পোষ্টঃ খুলে ভালো করে পড়তে হবে এর জানা পোস্টগুলোর উত্তর দিতে হবে l সিনিয়ররা জুনিয়ারদের সাহায্য করবে এবং জুনিয়রদের কাজ হবে চীনে দের কাছ থেকে সাহায্য চাওয়া l এভাবেই পরান উন্নতির দিকে যাবে আপনিও নিজেও দক্ষ হবেন l
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Magepai on September 29, 2020, 08:00:04 PM
আপনি ফোরামে নতুন সেটা বড় বিষয় নয়। ফোরাম সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতে হবে তবে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলেই দেখবেন আপনিও একদিন অনেক জানাশোনা একজন হয়ে উঠবেন।

আপনার কথাটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ । আসলে কোন বিষয়ের উপর যদি কারো জানা না থাকে তাহলে সেই বিষয়ের উপর সব সময় ঘাটতে হবে। তাহলে আমারও দীর্ঘ বিশ্বাস অবশ্যই আপনিও একদিন সিনিয়র ভাইদের মত জানাশোনা হয়ে উঠবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Papusha20 on September 30, 2020, 02:03:47 AM
যে যত বেশি সিনিয়র ভাইদের পোস্ট পড়বে এবং ঘাটাঘাটি করবে সে ততবেশি শিখতে পারবে। কারণ যে সিনিয়র ভাইরা কখনো আজেবাজে পোস্ট করে না। তাদের পোস্টে অনেক কিছু শিখে নিয়ে জিনিস থাকে যা আমরা কোথা থেকে পায় না যে কারণে সিনিয়র ভাইদের পোষ্ট আমরা বেশি বেশি পড়বো।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Nusrat on October 01, 2020, 07:52:01 PM
আমি নতুন ইউজার। আমি যাতে মানসম্মত পোস্ট দিতে পারি। বড় ভাইদের বলছি আপনারা আমরা জুনিয়র যারা আছি তাদেরকে সহযোগিতা করবেন যাতে পোস্ট সম্পর্কে আমাদের ধারণা বারে। তাহলে আমরা ভালো ভালো পোস্ট দিতে পারব।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Greatwall on October 13, 2020, 02:35:10 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
এটা আপনার মনে থাকাই যথেষ্ট। এই কথা নতুন টপিক খুলে করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ নয়। যাই হোক ফোরাম ঘুরে দেখুন কোনো কিছু না বুঝলে জানাবেন হেল্প করার চেষ্টা করবো।

আপনার সাথে আমি সহমত।তার মূল কারন হচ্ছে কোন বিষয়ে অজানা সেই বিষয়টা উল্লেখ করতে হবে তা না হলে কিভাবে তার সমাধান করা সম্ভব।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Monster5 on October 14, 2020, 04:49:35 AM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনি নতুন তাই আপনাকে জুনিয়র মেম্বার পর্যন্ত ছাড় দেওয়া হবে। তাই আপনি ভালো ভালো পোস্ট করেবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Greatwall on October 14, 2020, 06:40:42 AM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনি নতুন তাই আপনাকে জুনিয়র মেম্বার পর্যন্ত ছাড় দেওয়া হবে। তাই আপনি ভালো ভালো পোস্ট করেবেন।

আপনি তো দেখা যাচ্ছে অলরেডি পাঁচটা নেগেটিভ কারমা পেয়েছেন। আপনি ভালভাবে পোস্ট দেওয়ার চেষ্টা করুন। আর কোন বিষয়ে না জেনে প্রশ্নের উত্তর দিবেন না। আর এই ফোরামের সিনিয়র ভাইদের কাছে বলবেন কোন বিষয়ে অবগতজানা থাকলে অবশ্যই তারা সাহায্য করবে।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Rakin343 on October 15, 2020, 07:09:06 AM
আমরা যথাসাধ্য চেষ্টা করব কোরআনের আলো কোন প্রকার অসাধু আসবেন নাকি। পুরানে উল্টাপাল্টা কথা বলি তাহলে আমাদের রেপুটেশন নষ্ট হবে। ফোরাম যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি। এজন্যে আমরা সবসময় ফোরামে সৎ ব্যবহার করব।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Psycho on October 15, 2020, 08:12:15 AM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
যত বেশি ঘুরাঘুরি করবেন ফোরামে ততবেশি শিখতে পারবে। এইসব পোস্ট করা থেকে বিরত থাকুন। সিনিয়র ভাইরা দেখলে নেগেটিভ কারমা পেতে পারেন। সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়বেন বেশি বেশি
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Apower$ on October 15, 2020, 08:24:39 AM
Ei foram e Ami ekdom notun Tai doya kore sobai help korben
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Power420 on October 15, 2020, 08:31:37 AM
আসলে কি ভাই ক্রিপ্টোকারেন্সি তে নতুন বলে কোন কথা নেই আপনি যতই পোস্টগুলো পড়বেন ততই আপনি কিছু শিখতে পারবেন আপনি সিনিয়র ভাইদের পোস্টগুলো ভাল ভাবে পড়বেন তাহলে কিছু শিখতে পারবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Chita76 on October 16, 2020, 07:11:57 AM
আসলে কি ভাই নতুন বলে কোন কথা নাই কারণ আপনি যত পোস্টগুলো পড়বেন আপনি তত শিখতে পারবেন আর যদি পোস্ট না পারেন এক বছর যদি ফোরামে থাকেন তাহলে কোন লাভ নেই আপনি কোনো কিছু শিখতে পারবেনা সিনিয়র ভাইদের পোস্টগুলি পড়ুন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: sky20 on October 21, 2020, 12:53:37 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনা কে স্বাগত জানাই সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যে যে আপনি বলেছেন যে ফোরামের মান বজায় রেখে পোস্ট ও কমেন্ট করবেন। আমি এই কথা তে অনেক হৗাপি। আশা করি ভবিষ্যতে আপনি আপনার কথা মেনে চলবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Goblin on October 21, 2020, 03:29:41 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনাকে বাংলা ফোরামে ধন্যবাদ।তবে আমি মনে করি এই কথা নিয়ে কোন টপিক খোলার দরকার ছিল না কারণ আপনি যদি সিনিয়র ভাইদের পোস্ট গুলো ফলো করেন তাহলে এইসব টপিক এর কোন দরকার নেই।সিনিয়র ভাই গুলো অনেক ভালো ভালো পোস্ট করে শিক্ষনীয় পোস্ট করে।আপনি সবসময় সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়বেন তাহলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সবকিছু জানতে পারবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Altcoin1998$ on October 21, 2020, 04:17:25 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনার কমেন্টে আর কি লিখব আপনিতো একাউন্ট করা মাত্রই ইন একটিভ হয়ে গেছেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: mahid on October 22, 2020, 06:20:49 AM
নতুন বলতে কোন কথা নেই কারণ ফোরাম এ যে যত বেশি ঘাটাঘাটি করবে সে তত বেশি পারদর্শী হবে। তাই আমি বলব সবাই বুঝে বুঝে ভাল মানের পোস্ট করুন।       
এটাই সত্যি যে নতুন পুরাতন ব্যাপার না ভাল পোস্ট করুন এগিয়ে যাবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Ak600 on October 22, 2020, 06:27:39 AM
আপনি ঠিক বলেছেন । কিন্তু  এখন থেকে আরো ভালো মানের পোষ্ট করবেন
Title: Re: নতুন পোষ্ট।
Post by: saidul2105 on October 22, 2020, 06:51:10 AM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনার লেখাটি শতভাগ গ্রহণযোগ্য।  এই ক্রিপ্টোতে নতুন বলে কোন কথা নেই।  এখানে যে যতো বেশি ঘাটাঘাটি করবে সে ততো বেশি জানতে পারবে,শিখতে পারবে। 
তবে হ্যাঁ, নতুন হিসেবে সব জেনে বুঝে তারপর পোস্ট করাটা উচিৎ বলে আমি মনে করি। আর যদি আপনি নতুন হিসেবে কিছু না বুঝতে পারেন তবে ফোরামের বড় ভাইদের কাছে থেকে জেনে নিতে পারেন।
এই ফোরামের বড় ভাইরা যথেষ্ট আন্তরি, তাদের কাছে কিছু জানতে চাইলে তারা অবশ্যই আপনাকে হেল্প করবে।
আর আপনি যদি কোন কোন বিষয়ে জানতে ইচ্ছুক        থাকেন তবে ওই বিষয়টা অবশ্যই উল্লেখ করে বলবেন তাহলে বড় ভাইদের হেল্প করতে সুবিধা হবে।
অযথা আজেবাজে পোস্ট করা থেকে বিরত থাকুন। ফোরামের নিয়ম কানুন মেনে চলুন।

ধন্যবাদ।                                           
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Malam90 on October 22, 2020, 11:07:30 AM
Ei foram e Ami ekdom notun Tai doya kore sobai help korben

দয়া করে বাংলা বোর্ডে ইংরেজি লিখবেন না। আপনার ডিভাইস ঠিক করুন, বাংলায় লিখুন। বাংলায় না পারলে কমেন্ট করবেন না। খুবই দৃষ্টিকটু লাগে দেখতে।

আপনি ঠিক বলেছেন । কিন্তু  এখন থেকে আরো ভালো মানের পোষ্ট করবেন


এরকম আধা লাইনের পোস্ট এখন থেকে আর করবেন না। পোস্ট করলে অন্তত দেড় থেকে দুইলাইনের লেখার চেষ্টা করবেন।
নতুন বলতে কোন কথা নেই কারণ ফোরাম এ যে যত বেশি ঘাটাঘাটি করবে সে তত বেশি পারদর্শী হবে। তাই আমি বলব সবাই বুঝে বুঝে ভাল মানের পোস্ট করুন।       
এটাই সত্যি যে নতুন পুরাতন ব্যাপার না ভাল পোস্ট করুন এগিয়ে যাবেন।


একই উপদেশ আপনার জন্যও। পোস্ট আধা লাইন করবেন না। পোস্টের কোয়ালিটি ঠিক করে একটু বড় করে কমেন্ট করুন।

আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনি নতুন তাই আপনাকে জুনিয়র মেম্বার পর্যন্ত ছাড় দেওয়া হবে। তাই আপনি ভালো ভালো পোস্ট করেবেন।


এটা শুধু মডারেটর ও সিনিয়ররা জুনিয়রদের কাজের ইমপ্রুভমেমেন্টর জন্য বলতে পারেন। আপনি এভাবে বলাতে উনিও মাইন্ড করেছেন। তাই আমাদের শালীনতা বজায় রেখে কথা বলতে হবে যাতে  কেউ মাইন্ড না করেন।


Title: Re: নতুন পোষ্ট।
Post by: Rubel007 on October 22, 2020, 11:59:21 AM
এ ধরনের টপিক না করাই ভালো ।কারণ এ সকল পোষ্ট থেকে কোন কিছু জানা বা শেখার নেই ।আশা করি পরবর্তীতে ভালো মানের পোস্ট করবেন।
আমিও তাই বলব যে এই ধরনের টপিক দিয়ে কোন কাজে আসে না। তাই চেষ্টা করবেন ভবিষ্যতে ভালমানের পোষ্ট তৈরী করার জন্য।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Triedboy on November 25, 2020, 06:06:28 PM
এ ধরনের টপিক না করাই ভালো ।কারণ এ সকল পোষ্ট থেকে কোন কিছু জানা বা শেখার নেই ।আশা করি পরবর্তীতে ভালো মানের পোস্ট করবেন।
আমিও তাই বলব যে এই ধরনের টপিক দিয়ে কোন কাজে আসে না। তাই চেষ্টা করবেন ভবিষ্যতে ভালমানের পোষ্ট তৈরী করার জন্য।

অবশ্যই আমাদের উচিত ভালো মানের পোস্ট করা। ঘুম যেসব পোস্ট করব সেখান থেকে যেন নতুন ইউজার কিছু না কিছু শিখতে পারে।তাহলে দেখা যাবে তাদের অজানা জিনিস গুলো আস্তে আস্তে সব জানা হয়ে যাবে। এভাবে তারা আস্তে আস্তে সব সম্পর্কের জ্ঞান অর্জন করতে পারবে।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Crypto_Somrat on November 25, 2020, 07:15:41 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনাকে এখানে স্বাগতম। আমি মনে করি আপনি ফোরামের পোস্টগুলো ভালোভাবে পড়লে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক অজানা বিষয় জানতে পারবেন। এখানে এসেছেন আগে ধৈর্য ধরে সময় দিন কিছু শেখার চেষ্টা করুন আপনার জন্যই ভালো হবে।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Crypto_Somrat on November 25, 2020, 07:20:12 PM
হ্যাঁ ভাই এটাই সত্যি যে নতুন যারা আছেন তারা সবাই ভাষা ও লেখা একটু ভালো করে দেখে পোস্ট করবে এমন কোন পোস্ট করবেন না যাতে ফোরামের সম্মান নষ্ট হয়।
ভাই ফোরামের সবাইকে বারবার এগুলো বলার পরও অনেকে শুনছেন না। কেউ লেখার সময় ভাষার ওপর নজর দিচ্ছে না। অনেকে ইংরেজিতে পোস্ট করছে। আশা করবো এরা সবাই খুব তাড়াতাড়ি শুতে যাবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Pitter on November 25, 2020, 07:31:12 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
অবশ্যই কেন নয়। বাংলা বোর্ডে আপনি যখন এসেছেন তাহলে কোন আর কোন সমস্যা হবে না। আপনি ফোরাম রিলেটেড যে কোন ধরনের সহযোগিতা এখান থেকে পাবেন। এখানে শেখার অনেক বিষয় আছে। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। ফোরামের রুলস মেনে কাজ করুন দেখবেন সবকিছু অনেক সহজ হয়ে যাবে।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Primo1760 on November 26, 2020, 01:49:32 AM
আসলে বাংলা ফোরামে আসার উদ্দেশ্য সকলেরই এটাই থাকে।সকলেই যদি সকলকে সাহায্য করি তাহলে বাংলা ফোরাম এবং আমাদের জ্ঞান চর্চা দুটোই বাড়বে।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Sasa on November 26, 2020, 02:56:49 AM
হ্যা ভাই আপনার টপিক দেখেই বুজতে পারছি যে আপনি একজন নতুন ইউজার। আমিও এই ফোরামের একজন নতুন ইউজার। তবে আমি মনে করি আপনি যেহতু শিখতে আগ্রহি তো আপনার কাজ হচ্ছে ফোরামে নিয়মিতো অ্যাক্টিভ থাকা এবং ফোরামটাকে নিয়ে ঘাটাঘাটি করা আপনি ফোরামে যতোবেশি সময় দিবেন ততোবেশি শিখতে ও জানতে পারবেন,,, আর সব গুলো সিনিয়র ভাইদের রিপ্লাই গুলো মন দিয়া পড়বেন তাহলেই অনেক কিছু শিখতে পারেন ইনশাআল্লাহ 
Title: Re: নতুন পোষ্ট।
Post by: XM8 on December 05, 2020, 05:38:26 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আমার মনে হয় আপনি যেহেতু ফোরাম একেবারেই নতুন তাই আপনি আগে সিনিয়র ভাইদের পোস্টগুলো মনোযোগ সহকারে পড়ুন কেননা সিনিয়র ভাইরা এই ফোরামে বিভিন্ন টফিক সম্পর্কে অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন। সেই বিষয়গুলো যাতে আপনি ভালভাবে পড়েন তাহলে আমার মনে হয় আপনি আগের তুলনায় অনেক বেশি কিছু জানতে শিখতে পারবেন ।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Maynul96 on December 05, 2020, 05:54:18 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
সর্বপ্রথম আপনাকে অনেক শুভেচ্ছা জানাই এই ফোরামের সাথে যুক্ত হওয়ার জন্যে।  আশা করছি আমরা সবাই মিলে খুব ভালো ভাবে এক সাথে কাজ করতে পারব আর এই  ফোরামের মান বজায় রাখার চেষ্টা করব।   
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Magepai on December 06, 2020, 12:49:12 AM
আপনি যেহেতু অপরামেনু তুলে তা অবশ্যই আপনাকে বলব আপনি প্রথমে আপনি এই ফোরামে ভালো করে ঘাটাঘাটি করুন সকল পোস্টগুলি। আশা করি সবাই বুঝতে পারবেন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Jaya60 on December 06, 2020, 02:37:50 AM
আপনি যদি ফোরামে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত কিন্তু একটিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি সমস্ত বিষয়গুলি ঘাটাঘাটি করবেন দেখবেন যে আস্তে আস্তে সবই বুঝতে পারছি না। প্রথমত আপনি একটিভ থাকার চেষ্টা করুন।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Akhi600 on December 06, 2020, 02:41:48 AM
 আপনাকে স্বাগতম জানাই । একজন নতুন ইউজার আপনি তাই আপনার প্রথমত এই বাংলা ফোরাম ঘুরে দেখতে হবে এবং এই ফোরাম এর নিয়ম অনুযায়ী চলতে হবে এটাই নতুন ইউজারদের পক্ষে ভালো একটা দিক
Title: Re: নতুন পোষ্ট।
Post by: sumaiyashimu on December 06, 2020, 02:58:53 AM
আমার এই একাউন্টটি দুবছর আগের খোলা,
আমি তখন ব্যাক্তিগত কাজে ব্যাস্ত থাকার কারনে এতোদিন একাউন্টটি ব্যাবহার করিনি।
আমি কি কোন বাড়তি সুবিধা পাব পুরাতন একাউন্ট হওয়ার কারনে?
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Herry on December 06, 2020, 03:15:30 AM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
খুব ভালো লাগলো ভাই আপনার এত সুন্দর কথা শুনে আমাদের এটুকু মনে থাকাই যথেষ্ট যে বাংলা বোর্ড আমাদের আমরা বাংলা বোর্ড অনেক দূর পর্যন্ত নিয়ে যাব হ্যাঁ ভাই আপনার শেখার ক্ষেত্রে আপনাকে এই ফোরামে সময় দিতে হবে এবং সিনিয়র ভাইদের মূল্যবান পোষ্ট গুলো ভালভাবে পড়তে হবে এবং রিপ্লে দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন
Title: Re: নতুন পোষ্ট।
Post by: sumaiyashimu on December 06, 2020, 10:37:45 AM
বেশি বেশি পোস্ট না করে একটু চিন্তা ভাবনা করে মান সম্মত পোস্ট করাই ভালো।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Ricky on December 06, 2020, 12:33:40 PM
আমি এখানে একেবারেই নতুন, আমার বাংলা লোকাল বোর্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা এবং শেখা, আশাকরছি ফোরামের মান বজায় রেখে পোষ্ট কমেন্টস করে যেতে পারব।
আপনাকে বাংলা বোর্ডে স্বাগতম। ধৈর্য ধরে ফোরামের সময় দিন আশা করছি অনেক কিছুই শিখতে পারবেন। এখানে সিনিয়র ভাইরা অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন জুনিয়রদের শেখানোর উদ্দেশ্যে। তাই বলছি ধৈর্য ধরে সময় দিন ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে।
Title: Re: নতুন পোষ্ট।
Post by: Nostoman on December 06, 2020, 01:29:10 PM
Lock...this topic. সবাই স্পামিং থেকে বিরত থাকুন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আলোচনা করুন।