Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on February 18, 2019, 05:11:43 PM

Title: About PLANNED CONTRIBUTION IN ETH
Post by: JISAN on February 18, 2019, 05:11:43 PM
এখানকার অনেকেই ফোরাম মডারেটরকে @Goku01 এবং আমাকে  প্রশ্ন করেছেন যে  PLANNED CONTRIBUTION IN ETH এই অপশন টা কি। এটি হয়তো Bitwin প্রজেক্ট থেকে পেয়েছেন। নিচের ছবির মতো

(https://i.imgur.com/2PFAbRX.png)

এটা চাবে যখন আপনি তাদের হোয়াইটলিস্টে অ্যাকাউন্ট খুলতে জাবেন মানে আপনি যখন তাদের টোকেন কিনতে জাবেন/ ইনভেস্ট করতে জাবেন।  তখন। ঐ খানে একসাথে দুটো অপশন আছে।
১. YOUR ETHEREUM WALLET'S PUBLIC ADDRESS * এটা মানে আপনি কোন ওয়ালেটে আপনি আপনার ক্রয়ক্রিত টকেন রিসিভ করবেন মানে কোন ERC-20 ওয়ালেটে নিবেন।

২. দ্বতীয়ত যেটা আছে সেটা নিয়েই সবার প্রশ্ন। সেটা হচ্ছে PLANNED CONTRIBUTION IN ETH এটা হলো আপনি কোন ওয়ালেট থেকে তাদের প্যামেন্ট দিবেন। মানে আপনি যে টোকেন কিনবেন তার জন্য কোন ওয়ালেট থেকে আপনি তাদের  টোকেনের মূল্য/ প্যমেন্ট পাঠাবেন।
আসা করি সবাই বুঝছেন।
ধন্যবাদ....
Title: Re: About PLANNED CONTRIBUTION IN ETH
Post by: Malam90 on February 22, 2019, 06:27:27 AM
এখানকার অনেকেই ফোরাম মডারেটরকে @Goku01 এবং আমাকে  প্রশ্ন করেছেন যে  PLANNED CONTRIBUTION IN ETH এই অপশন টা কি। এটি হয়তো Bitwin প্রজেক্ট থেকে পেয়েছেন। নিচের ছবির মতো

(https://i.imgur.com/2PFAbRX.png)

এটা চাবে যখন আপনি তাদের হোয়াইটলিস্টে অ্যাকাউন্ট খুলতে জাবেন মানে আপনি যখন তাদের টোকেন কিনতে জাবেন/ ইনভেস্ট করতে জাবেন।  তখন। ঐ খানে একসাথে দুটো অপশন আছে।
১. YOUR ETHEREUM WALLET'S PUBLIC ADDRESS * এটা মানে আপনি কোন ওয়ালেটে আপনি আপনার ক্রয়ক্রিত টকেন রিসিভ করবেন মানে কোন ERC-20 ওয়ালেটে নিবেন।

২. দ্বতীয়ত যেটা আছে সেটা নিয়েই সবার প্রশ্ন। সেটা হচ্ছে PLANNED CONTRIBUTION IN ETH এটা হলো আপনি কোন ওয়ালেট থেকে তাদের প্যামেন্ট দিবেন। মানে আপনি যে টোকেন কিনবেন তার জন্য কোন ওয়ালেট থেকে আপনি তাদের  টোকেনের মূল্য/ প্যমেন্ট পাঠাবেন।
আসা করি সবাই বুঝছেন।
ধন্যবাদ....

জি সুন্দরভাবে বিষয়টা আপনি বুঝিয়ে দিয়েছেন। আশা করছি বিষয়টা নিয়ে আর কারো মনে কোন প্রশ্ন থাকার কথা নয়। আপনি যে তথ্যবহুল পোস্ট করেছেন তার জন্য আপনি (+1 কর্মা ) পাওয়ার যোগ্য এবং আমার থেকে তা পেয়েছেন। সবাই তথ্যবহুল পোস্ট করার চেষ্টা করুন, ফোরামকে সামনের দিকে এগিয়ে নিন।
Title: Re: About PLANNED CONTRIBUTION IN ETH
Post by: Sumaia20201 on February 24, 2019, 02:05:33 PM
আপনি যে তথ্যবহুল পোস্ট করেছেন তাতে করে যারা হুয়াইত লিস্টে অংশ গ্রহন করবে তাদের মনে কোন দ্বিধাদন্দ থাকবেনা । আপনার পোষ্টের মাধ্যমে আমি এবং আলটাকয়েন ফোরামের মেম্বার অনেক কিছু শিখতে এবং জানতে পারি । অনেক অনেক শোকরিয়া ।
Title: Re: About PLANNED CONTRIBUTION IN ETH
Post by: JISAN on February 25, 2019, 04:30:27 PM
আপনি যে তথ্যবহুল পোস্ট করেছেন তাতে করে যারা হুয়াইত লিস্টে অংশ গ্রহন করবে তাদের মনে কোন দ্বিধাদন্দ থাকবেনা । আপনার পোষ্টের মাধ্যমে আমি এবং আলটাকয়েন ফোরামের মেম্বার অনেক কিছু শিখতে এবং জানতে পারি । অনেক অনেক শোকরিয়া ।
আমি এই পোষ্টটি করতাম না কিন্তু কয়েকজনের রিকোয়েস্টে এই পোষ্ট করেছি। আসা করি তারা এই পোষ্ট দেখে উপক্রিত হবে। আর কেও হোক আর না হোক।
Title: Re: About PLANNED CONTRIBUTION IN ETH
Post by: Malam90 on March 01, 2019, 08:08:47 AM
আপনি যে তথ্যবহুল পোস্ট করেছেন তাতে করে যারা হুয়াইত লিস্টে অংশ গ্রহন করবে তাদের মনে কোন দ্বিধাদন্দ থাকবেনা । আপনার পোষ্টের মাধ্যমে আমি এবং আলটাকয়েন ফোরামের মেম্বার অনেক কিছু শিখতে এবং জানতে পারি । অনেক অনেক শোকরিয়া ।
আমি এই পোষ্টটি করতাম না কিন্তু কয়েকজনের রিকোয়েস্টে এই পোষ্ট করেছি। আসা করি তারা এই পোষ্ট দেখে উপক্রিত হবে। আর কেও হোক আর না হোক।
হা তাতো বটেই। যারা আমরা ক্রিপ্টো নিয়ে কিছুদিন অতিবাহিত করেছি তারা হয়তো সামান্য কিছু শিখেছি। সেই সামান্য জ্ঞান দিয়ে নতুনদের যতটুকু হেল্প করা যায় ততটুকু করতে হবে। তবে এখানে হেল্প করতে গিয়ে সামান্য ভুল হলেও সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, সমালোচনার দৃষ্টিতে নয়। তাহলে বাংলা ভাষাভাষি নতুনরা উপকৃত হবে।
Title: Re: About PLANNED CONTRIBUTION IN ETH
Post by: Sumaia20201 on March 01, 2019, 02:52:45 PM
হা তাতো বটেই। যারা আমরা ক্রিপ্টো নিয়ে কিছুদিন অতিবাহিত করেছি তারা হয়তো সামান্য কিছু শিখেছি। সেই সামান্য জ্ঞান দিয়ে নতুনদের যতটুকু হেল্প করা যায় ততটুকু করতে হবে। তবে এখানে হেল্প করতে গিয়ে সামান্য ভুল হলেও সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, সমালোচনার দৃষ্টিতে নয়। তাহলে বাংলা ভাষাভাষি নতুনরা উপকৃত হবে।
এখানে সকল মেম্বারদের আমি যতটুকু হেল্প করতে পারি ততটুকু হেল্প করব । ছিনিয়র যারা আছে তারাও ভাল ভাল পোস্ট করেন, ওখান থেকে  আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি । এখানে সমালোচনার কিছু নাই । আমি চাই আমরা সবাই মিলে মিশে এই ফোরাম টাকে এগিয়ে নিতে...
Title: Re: About PLANNED CONTRIBUTION IN ETH
Post by: Fariwala on March 01, 2019, 06:34:16 PM
হা তাতো বটেই। যারা আমরা ক্রিপ্টো নিয়ে কিছুদিন অতিবাহিত করেছি তারা হয়তো সামান্য কিছু শিখেছি। সেই সামান্য জ্ঞান দিয়ে নতুনদের যতটুকু হেল্প করা যায় ততটুকু করতে হবে। তবে এখানে হেল্প করতে গিয়ে সামান্য ভুল হলেও সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, সমালোচনার দৃষ্টিতে নয়। তাহলে বাংলা ভাষাভাষি নতুনরা উপকৃত হবে।
এখানে সকল মেম্বারদের আমি যতটুকু হেল্প করতে পারি ততটুকু হেল্প করব । ছিনিয়র যারা আছে তারাও ভাল ভাল পোস্ট করেন, ওখান থেকে  আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি । এখানে সমালোচনার কিছু নাই । আমি চাই আমরা সবাই মিলে মিশে এই ফোরাম টাকে এগিয়ে নিতে...
হ্যাঁ ভাই আপনি একটি সুন্দর কথা বলেছেন কারণ আমরা যা জানি তা সবার মাঝে শেয়ার করব যাতে করে আমরা জানি না তাও আমরা যেতে পারব অন্যের পোস্ট থেকে...'