Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on February 19, 2019, 09:18:21 AM

Title: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: JISAN on February 19, 2019, 09:18:21 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Malam90 on February 19, 2019, 11:10:40 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

এটা একটা ব্যাপার। তবে আরেকটা ব্যাপার আছে ভাই। পোস্ট করার সময় যদি ফোরামের একাধিক মেম্বার একই সময় পোস্ট করে তবে কারও না কারো পোস্ট তখন লাল কালির লেখায় দেখাবে যে-যখন আপনি পোস্টটি করছেন একই সময় আরো অনেকে পোস্ট করছে (ই্ংরেজিতে)।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: JISAN on February 19, 2019, 01:23:23 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

এটা একটা ব্যাপার। তবে আরেকটা ব্যাপার আছে ভাই। পোস্ট করার সময় যদি ফোরামের একাধিক মেম্বার একই সময় পোস্ট করে তবে কারও না কারো পোস্ট তখন লাল কালির লেখায় দেখাবে যে-যখন আপনি পোস্টটি করছেন একই সময় আরো অনেকে পোস্ট করছে (ই্ংরেজিতে)।
সে ক্ষেত্রে রিফ্রেস করে আবার পোস্ট করা  যায়। কিন্তু ১২০ দিন পার হলে লেখার আগেই লেখার জন্য বক্স আনা হলে তখনি উপরে দেখা ওঠে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Lima on February 20, 2019, 08:53:18 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
আমিও এই সমস্যার সমমুখীন হয়েছিলাম। বিষয়টি নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন এই বিষয়ে একদম ক্লিয়ার।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: alpian on February 20, 2019, 09:20:47 AM
ধ্যনবাদ আপনাকে... কারন অনেক সময় আমার পোষ্ট দিতে এই রকমের সমস্যা হতো।অনেক সময় এই সমস্যার জন্য পোষ্ট দিতে পারিনাই।...
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Malam90 on February 20, 2019, 09:29:41 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

এটা একটা ব্যাপার। তবে আরেকটা ব্যাপার আছে ভাই। পোস্ট করার সময় যদি ফোরামের একাধিক মেম্বার একই সময় পোস্ট করে তবে কারও না কারো পোস্ট তখন লাল কালির লেখায় দেখাবে যে-যখন আপনি পোস্টটি করছেন একই সময় আরো অনেকে পোস্ট করছে (ই্ংরেজিতে)।
সে ক্ষেত্রে রিফ্রেস করে আবার পোস্ট করা  যায়। কিন্তু ১২০ দিন পার হলে লেখার আগেই লেখার জন্য বক্স আনা হলে তখনি উপরে দেখা ওঠে।

হা, ১২০ দিনের বেশি কোন কোন পোস্টের রিপ্লাই দিলে লাল কালিতে এরকম লেখা আসবে এবং সেই পোস্ট করলেও কাউন্ট হবেনা। কারণ ফোরাম থেকে পরে সেটা অটো ডিলিট করে দেয় যা আমার দিয়েছিলো আগে কয়েকবার। পরে রুলস পড়ে আমি আর করিনা।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Nostoman on February 21, 2019, 05:35:53 PM
Vai amar post dite erokom somossa hoichilo. Ami jantam nah . Apnar post theke ami jante parlam. So apnake onek dhonnobad.
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Fariwala on February 21, 2019, 05:45:10 PM
Vai amar post dite erokom somossa hoichilo. Ami jantam nah . Apnar post theke ami jante parlam. So apnake onek dhonnobad.
ভাই ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবেন না তিনি একজন উদার মনের মানুষ হিসেবে এই থ্রেডের সবকিছু তিনি সবার সামনে শেয়ার করবেন এবং সবাইকে সুন্দর ভাবে বুঝিয়ে সুজিয়ে কাজ করানো পরামর্শ দেয় এবং তিনি একজন দক্ষ এবং সুন্দরএবং তিনি কেয়ারফুল একজন সদস্য তিনি সবকিছু ভালোভাবে বুঝে সবার মাঝে শেয়ার করেন ..তিনি আমাদের মাঝে আছেন থাকবেন..l
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Malam90 on February 22, 2019, 06:02:00 AM
Vai amar post dite erokom somossa hoichilo. Ami jantam nah . Apnar post theke ami jante parlam. So apnake onek dhonnobad.

জি ভাই, নতুন অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বেশি করে বাংলা বিভাগের পোস্টগুলো পড়ুনে তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। এটা বিটকয়েনটকেও কিন্তু বাংলা বিভাগ নেই, সাব বিভাগও নেই, আছে শুধু একটা পোস্ট। সেখানে সব তথ্যও পাওয়া যায়না। আমি নিজেও সেখানে ৬ মাসেও একবার ঢুকিনা। কিন্তু এখানে প্রতিদিন বাংলা বিভাগে একটিভ থাকার চেষ্টা করি।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Nostoman on February 28, 2019, 01:37:23 PM
Vai amar post dite erokom somossa hoichilo. Ami jantam nah . Apnar post theke ami jante parlam. So apnake onek dhonnobad.
ভাই ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবেন না তিনি একজন উদার মনের মানুষ হিসেবে এই থ্রেডের সবকিছু তিনি সবার সামনে শেয়ার করবেন এবং সবাইকে সুন্দর ভাবে বুঝিয়ে সুজিয়ে কাজ করানো পরামর্শ দেয় এবং তিনি একজন দক্ষ এবং সুন্দরএবং তিনি কেয়ারফুল একজন সদস্য তিনি সবকিছু ভালোভাবে বুঝে সবার মাঝে শেয়ার করেন ..তিনি আমাদের মাঝে আছেন থাকবেন..l
Vai karo dara opukito hole kitoggota sikar kora akti mohot gun. Taje dhonnobad dichi ajonno je se jeno aro beshi beshi totho amader dey. Apnakeow ddonnobad.
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: alpian on March 03, 2019, 11:16:34 AM
আপনারা অনেকে অনেক দরনের কথা বলেছেন আমার মনে হয় আমরা জারা নতুন আছি তাদের জন্য এই কথা গুলো অনেক গুরুত্ত পূন তাই আপনাদের সবাই কে ধন্যবাদ।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Lima on March 03, 2019, 03:53:07 PM
আপনারা অনেকে অনেক দরনের কথা বলেছেন আমার মনে হয় আমরা জারা নতুন আছি তাদের জন্য এই কথা গুলো অনেক গুরুত্ত পূন তাই আপনাদের সবাই কে ধন্যবাদ।
হুম Alex Farid ভাই অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন ফোরামে। তার জন্যই ফোরামে আপডেট এবং জ্ঞানমুলক পোস্ট দেখতে পারি। আর কাওকে তার মতো এক্টিভ ও ভালো পোস্ট করতে দেখি না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Fariwala on March 03, 2019, 04:30:09 PM
আপনারা অনেকে অনেক দরনের কথা বলেছেন আমার মনে হয় আমরা জারা নতুন আছি তাদের জন্য এই কথা গুলো অনেক গুরুত্ত পূন তাই আপনাদের সবাই কে ধন্যবাদ।
হুম Alex Farid ভাই অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন ফোরামে। তার জন্যই ফোরামে আপডেট এবং জ্ঞানমুলক পোস্ট দেখতে পারি। আর কাওকে তার মতো এক্টিভ ও ভালো পোস্ট করতে দেখি না।
ভাই আস্তে আস্তে শিখে নেবে একবারে কি মানুষ সব পারে আর এজন্য..এজন্যই রাশেদ ভাইকে বলব যে আপনি ভালো ভাবে ফোরামের পোস্ট গুলো পড়েন এবং বুঝে শুনে তারপর পোস্ট করেন।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Fariwala on March 03, 2019, 04:32:47 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

এটা একটা ব্যাপার। তবে আরেকটা ব্যাপার আছে ভাই। পোস্ট করার সময় যদি ফোরামের একাধিক মেম্বার একই সময় পোস্ট করে তবে কারও না কারো পোস্ট তখন লাল কালির লেখায় দেখাবে যে-যখন আপনি পোস্টটি করছেন একই সময় আরো অনেকে পোস্ট করছে (ই্ংরেজিতে)।
প্রতি 90 সেকেন্ড পরপর আপনি পোস্ট করতে পারবেন
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Rds3b on March 06, 2019, 05:19:37 AM
আমি একাধিক পোস্ট করার চেষ্টা করছি কিন্তু পোস্ট করতে পারছিনা। তাই আমি sr. যারা আছেন তাদের সাহায্য কামনা করছি। আমি কিভাবে পোস্ট করবো বুঝিয়ে দিন ধন্যবাদ সবাইকে।             
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Malam90 on March 06, 2019, 07:38:47 AM
আমি একাধিক পোস্ট করার চেষ্টা করছি কিন্তু পোস্ট করতে পারছিনা। তাই আমি sr. যারা আছেন তাদের সাহায্য কামনা করছি। আমি কিভাবে পোস্ট করবো বুঝিয়ে দিন ধন্যবাদ সবাইকে।           
আপনি আগে দেখবেন  যে পোস্টের যদি মেয়াদ ৯০ দিনের বেশি হযে যায় তাহলে সেটার উত্তর দিবেন না। এর পর যে পোস্টে কমেন্ট করবেন সেটার উপরে কমেন্ট করবেন। পোস্ট করার সময় আগে পোস্টটা কপি করে রাখবেন। তারপর পোস্ট করবেন। যদি সমস্যা হয় তাহলে কপি করা পোস্ট টা আবার ওপেন করে পুনরায় পেস্ট করে সেভ করবেন। এখন হবে আশা করি। তবে একটা পোস্ট করার পরে আরেকটা পোস্ট করতে মিনিমাম ৯০ সেকেন্ড বিরতি দিবেন।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Mr.T on March 06, 2019, 03:47:39 PM
asa vai onak new topic a post kora jaina 120 din o hoi nai aita ki kono topic ar jono naki
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Rds3b on March 15, 2019, 06:20:22 PM
প্রথম প্রথম একটু সমস্যা দেখা দেহ কিন্তু পরে আবার ঠিক হয়ে যা। আপনি দু চারটা করেন পরে দেখবেন ঠিকই হচ্ছে আপনি ধরযো হারাবেননা।করেন হয়ে যাবে।                           
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: JISAN on March 16, 2019, 04:07:31 AM
asa vai onak new topic a post kora jaina 120 din o hoi nai aita ki kono topic ar jono naki
এখানে একবার পোস্ট করার পড় ৯০ সেকেন্ড পর আবার পোস্ট করা যায়। আপনি হয়তো একটা পোস্ট করার পর ৯০ সেকেন্ড ওয়েট করেন নাই। তাই পোস্ট হয়নাই।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Tanimariya on March 16, 2019, 08:32:49 PM
আমারও পোস্ট দিতে প্রথম অনেক সমস্যা হয়েছে। কিন্তু আমি বুঝতে পারি নাই কি কারনে হয়েছে। আপনার পোস্ট থেকে জানতে পারলাম যে ১২০ দিন না হলে পোস্ট দিতে ঝামেলা হয়।           
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Sujon83 on March 17, 2019, 04:01:09 AM
আমিও প্রথমে এই সমস্যার সমমুখীন হয়েছিলাম। এখন আর সমস্যা হয় না পোস্ট করতে ।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: ttcsalam on May 25, 2019, 02:00:29 PM
আমি এই ধরনের সমস্যার সম্মুখীন এখনো হয় নাই তবে নিয়মটা জানতে পেরে ভালো লাগলো আপনারা সিনিয়র ভাইরা এই ধরনের নিয়ম কানুন গুলো বেশি বেশি পোস্ট করবেন আমাদের মত নতুনরা উপকৃত হবে.
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Triedboy on August 12, 2020, 06:14:39 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

এটা একটা ব্যাপার। তবে আরেকটা ব্যাপার আছে ভাই। পোস্ট করার সময় যদি ফোরামের একাধিক মেম্বার একই সময় পোস্ট করে তবে কারও না কারো পোস্ট তখন লাল কালির লেখায় দেখাবে যে-যখন আপনি পোস্টটি করছেন একই সময় আরো অনেকে পোস্ট করছে (ই্ংরেজিতে)।
সে ক্ষেত্রে রিফ্রেস করে আবার পোস্ট করা  যায়। কিন্তু ১২০ দিন পার হলে লেখার আগেই লেখার জন্য বক্স আনা হলে তখনি উপরে দেখা ওঠে।

হা, ১২০ দিনের বেশি কোন কোন পোস্টের রিপ্লাই দিলে লাল কালিতে এরকম লেখা আসবে এবং সেই পোস্ট করলেও কাউন্ট হবেনা। কারণ ফোরাম থেকে পরে সেটা অটো ডিলিট করে দেয় যা আমার দিয়েছিলো আগে কয়েকবার। পরে রুলস পড়ে আমি আর করিনা।
Vai amar e rokom somossa hoto ekhon bujte parlam vai apnake onek donnobad.
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Mrkadir85 on August 16, 2020, 01:13:18 PM
আমি এখন বিষয়টিতে একদম ক্লিয়ার। আগে অনেকবার এরকম সমস্যায় পড়েছি। আশা করছি এরপর আর সমস্যা হবে না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Btceth01 on August 18, 2020, 03:27:44 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

হ্যাঁ আপনাকে ধন্যবাদ পোস্ট দেওয়ার জন্য। এ বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না আমরা ভাবি যে লাল হয় কেন এজন্য আজকে আমাদের পোস্ট টি পড়ে আমরা জানতে পারলাম যে কারণ। আরো ভাল ভাল পোস্ট নিয়ে আমাদের মাঝে দিবেন।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: SALMA000 on August 18, 2020, 05:37:01 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
হ্যা আমিও এই সমস্যায় পরেছিলাম। কিন্তু আপনার পোস্ট দেখে এখন বিষয়টি বুঝতে পারলাম। ধন্যবাদ ভাই। আমি ফোরামে একদমি নতুন। তাই আমার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ পোস্ট ছিলো
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: JISAN on August 18, 2020, 06:16:15 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
হ্যা আমিও এই সমস্যায় পরেছিলাম। কিন্তু আপনার পোস্ট দেখে এখন বিষয়টি বুঝতে পারলাম। ধন্যবাদ ভাই। আমি ফোরামে একদমি নতুন। তাই আমার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ পোস্ট ছিলো
আপনি যদি বিটয়েন টকে কাজ করে থাকেন বা আপনার একাউন্ট থেকে থাকে তাহলে সেখানেও এই একি নিয়মি দেখতে পাবেন ১২০ দিন এর উপরে একটা থ্রেড এক্টিভ না থাকলে সেখানে পোস্ট করা জায় না আর। 
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Salman Hasan on August 18, 2020, 12:15:02 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার পোস্টটি পড়ে অনেক জ্ঞান অর্জন করেছি বুঝতে পেরেছি কি জন্য লাল কালার হয়ে থাকে। আমিও এই সমস্যায় পড়েছিলাম কিন্তু আপনার পোস্টটি দেখে এখন বিষয়টি বুঝতে পেরেছি ধন্যবাদ ভাই আপনাকে আমি ফোরামে একদম নতুন। তাই আমার জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ ছিল
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: JISAN on August 18, 2020, 02:24:03 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার পোস্টটি পড়ে অনেক জ্ঞান অর্জন করেছি বুঝতে পেরেছি কি জন্য লাল কালার হয়ে থাকে। আমিও এই সমস্যায় পড়েছিলাম কিন্তু আপনার পোস্টটি দেখে এখন বিষয়টি বুঝতে পেরেছি ধন্যবাদ ভাই আপনাকে আমি ফোরামে একদম নতুন। তাই আমার জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ ছিল
ঠিক আছে বুঝেছেন সেইটা ভালো। তবে আপনার  জতটুকু ক্রিপ্টো সম্পর্কে  জ্ঞান আছে। সেগুলা পোস্ট করেন তাইলে আমাদের বাংলা বোর্ড অনেক সুন্দর হবে। এক্টিভ হবে
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Em00n01 on August 18, 2020, 05:53:35 PM
আমি একাধিক পোস্ট করার চেষ্টা করছি কিন্তু পোস্ট করতে পারছিনা। তাই আমি sr. যারা আছেন তাদের সাহায্য কামনা করছি। আমি কিভাবে পোস্ট করবো বুঝিয়ে দিন ধন্যবাদ সবাইকে।           

আপনার সমস্যা টা বিস্তারিত বললে কেউ সমস্যা টা ধরে ওই বিষয়ে বলতে পারতো। যেহেতু সমস্যা পুরোটা খুলে বলেননি এতে কেউ রিপ্লাই দিতে সমস্যা হবে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Power420 on October 15, 2020, 04:32:12 AM
হ্যাঁ ভাই আমি এ ধরনের সমস্যায় পড়েছিলাম পোস্ট করতে গেলে লাল কালারের লেখা উঠে 120 ডেস লেখা উঠে। সেটা কি পোস্ট হবে না এবং যদিও পোস্ট হয় কাউন্ট কি হবে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Rakin343 on October 15, 2020, 06:18:03 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
হ্যাঁ এটা অবশ্যই ঠিক কথা বলেছেন। টপিকের বয়স 120 দিন ওই টপিকে পোস্ট করলে পোস্ট আর হবেনা।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Psycho on October 16, 2020, 12:11:13 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
অনেক ধন্যবাদ। পোস্টটি করার জন্য। আমি অনেক প্রবলেম ফেস করেছি সমস্যা নিয়ে। আমি বুঝতে পারছিলাম না কি জন্য লাল কালারের লেখা আসে। আপনার পোষ্টটি পড়ে পুরোপুরি ধারণা পেলাম যে টপিকের বয়স 120 দিন হলে পোস্ট করা যাবে না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: sky20 on October 21, 2020, 12:44:08 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
এটা আমি মনে করি কোন সমস্যা নয়। কারণ আপনি যদি বেশি পুরোনো টপিকের উপর পোস্ট করেন তখনই শুধু এই লাল কালি দেয়া ওয়ারনিং টা আসবে তাছাড়া না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Goblin on October 21, 2020, 03:34:37 PM
হ্যাঁ ভাই আমি এ ধরনের সমস্যায় পড়েছিলাম পোস্ট করতে গেলে লাল কালারের লেখা উঠে 120 ডেস লেখা উঠে। সেটা কি পোস্ট হবে না এবং যদিও পোস্ট হয় কাউন্ট কি হবে।
হ্যাঁ ভাই আমিও এধরণের সমস্যায় পড়েছিলাম আপনার মত। পরে সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে পারি যে কোন টপিক এর বয়স যদি 120 দিন হয় অথবা 120 দিনের বেশি হয় তখন সেই লেখাটা আসে। তবে এটা কোন সমস্যা না আপনারা পোস্ট করতে পারেন।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Chita76 on October 21, 2020, 04:03:36 PM
পোস্ট করা এক ধরনের সমস্যা কারণ ফোরাম রিলেটেড না হলে পোস্ট কাউন্ট হলে নেগেটিভ কারমা দেবে যার কারণে পোস্ট ভালো মান সম্মত হতে হবে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Fawpac2 on October 21, 2020, 05:38:42 PM
তাছাড়াও কিছু কিছু সময় পোস্ট করতে গেলে বিভিন্ন সমস্যা আছে। দেখা গেছে 90 সেকেন্ড এর আগে পোস্ট করা যায় না। একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট এর মিনিমাম দূরত্ব 90 সেকেন্ড থাকে। এবং চেয়ে ট্রাফিকের বয়স 120 দিনের আভার হয়ে যায় সেই টপিকে  কিন্তু আলোচনা করা যায় না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Anjel Tisha on October 22, 2020, 05:47:36 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
ধ্যনবাদ আপনাকে... কারন অনেক সময় আমার পোষ্ট দিতে এই রকমের সমস্যা হতো।অনেক সময় এই সমস্যার জন্য পোষ্ট দিতে পারিনাই।আমি এখন এই বিষয়ে একদম ক্লিয়ার।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: mahid on October 22, 2020, 05:59:36 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
ধন্যবাদ আপনা কে আমি কিছুদিন এই সমস্যার সম্মুখিন  হয়েছি। এখন প্রবলেম সলভ হয়ে গেছে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Rubel007 on October 23, 2020, 01:31:19 AM
পোস্ট করা টা প্রথমে একটু সমস্যা থাকলে এখন যারা নিয়মিত পোস্ট করে তাদের আর সমস্যা হচ্ছে না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: ranaprime on October 28, 2020, 05:54:52 AM
ধ্যনবাদ আপনাকে... কারন অনেক সময় আমার পোষ্ট দিতে এই রকমের সমস্যা হতো।অনেক সময় এই সমস্যার জন্য পোষ্ট দিতে পারিনাই।...
যারাই এই সমস্যার একবার সম্মুখিন হয়েছে তারাই এটার সমাধান খুজে পেয়েছে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Crypto_Somrat on October 28, 2020, 12:36:47 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
ধন্যবাদ ভাইয়া এটা বুঝিয়ে দেওয়ার জন্য আসলে আমি নতুন আমি অনেকগুলো পোস্টে রিপ্লে দেয়ার চেষ্টা করেছি কিন্তু হয়নি তখন থেকে এটা নিয়ে চিন্তিত ছিলাম এখন বুঝতে পারলাম অনেক ধন্যবাদ আপনাকে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Casual on October 28, 2020, 12:52:57 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।অনেক নতুন ইউজার আছে যারা আসলে বুঝতে পারেনা পুরাতন টপিকের আনসার দেওয়া যাবেনা। না বুঝে তারা সে টপিকের উত্তর দেয় যার ফলে নেগেটিভ কারমা খায় বায়াত হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি এই পোস্টটি পড়ে এ ধরনের ভুল আর কেউ করবে না কোনদিন।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Mayajal on October 28, 2020, 12:59:33 PM
পোস্ট করা এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে পোস্ট করতে গেলে উপরের লেখা আসে যার কারনে পোষ্ট নিচ্ছে না আমরা সে ক্ষেত্রে কি করতে পারি প্লিজ একটু সাহায্য করুন।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: ranaprime on October 29, 2020, 03:27:15 AM
ধ্যনবাদ আপনাকে... কারন অনেক সময় আমার পোষ্ট দিতে এই রকমের সমস্যা হতো।অনেক সময় এই সমস্যার জন্য পোষ্ট দিতে পারিনাই।...
পোস্ট এ যদি আপনার সমস্যা হয় তা হলে আই পি পরিবর্তন করে নিলে আর পোস্টিং  এ কোন সমস্যা হবে না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Nusrat on October 29, 2020, 03:35:20 AM
পোস্ট করার নিয়ম যার যার নিজের মতামত প্রকাশ করা। কেউ যদি কারো পোস্ট কপি করে তাহলে চলবে না তাকে নেগেটিভ কারমা দেওয়া হবে। যে যাই পোস্ট করেন না কেন তাতে মানসম্মত কথা লিখতে হবে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Casual on October 29, 2020, 08:45:31 AM
তাছাড়াও কিছু কিছু সময় পোস্ট করতে গেলে বিভিন্ন সমস্যা আছে। দেখা গেছে 90 সেকেন্ড এর আগে পোস্ট করা যায় না। একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট এর মিনিমাম দূরত্ব 90 সেকেন্ড থাকে। এবং চেয়ে ট্রাফিকের বয়স 120 দিনের আভার হয়ে যায় সেই টপিকে  কিন্তু আলোচনা করা যায় না।

মূল্যবান পোষ্টটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এক সময় পোস্ট করেছিলাম সেখানে দেখেছিলাম নিচে লাল হয়েছে। তারপর প্রোফাইলে যে দেখি সেই পোষ্টটি কাউন্ট করা হয়নি। আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। এখন বুঝতে পেরেছি আসলে মূল কারণ কোনটি ছিল।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Jaya60 on October 30, 2020, 10:20:44 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

এরকম সমস্যা  আমিও অনেকবার পড়েছি। কিন্তু তখন বুঝতে পারিনি কিসের কারণে আসলে এরকম হয়। আপনার এই পোস্টে সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।এরকম ভালো ভালো পোস্ট আপনার কাছ থেকে আরো আশা করি।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Blue_sea on November 01, 2020, 06:57:36 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
আমি একটা পোস্ট দেখতে গিয়ে আমার এই অভিজ্ঞতা হয়েছে। দেখি লাল রং এর লেখা আসে। তারপর পোস্ট টি পড়ে রেরিয়ে  এসেছি।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: sky20 on November 03, 2020, 05:23:54 AM
আমি একাধিক পোস্ট করার চেষ্টা করছি কিন্তু পোস্ট করতে পারছিনা। তাই আমি sr. যারা আছেন তাদের সাহায্য কামনা করছি। আমি কিভাবে পোস্ট করবো বুঝিয়ে দিন ধন্যবাদ সবাইকে।           
একাধিক পোস্ট করেন কিন্তু আপনা কে মিনিমান সময় টা পর পর করতে হবে। যেমন 90 সেকেন্ডের ভিতরে একাধিক পোস্ট করতে পারবেন না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: JISAN on November 03, 2020, 07:20:55 AM
পোস্ট করার নিয়ম যার যার নিজের মতামত প্রকাশ করা। কেউ যদি কারো পোস্ট কপি করে তাহলে চলবে না তাকে নেগেটিভ কারমা দেওয়া হবে। যে যাই পোস্ট করেন না কেন তাতে মানসম্মত কথা লিখতে হবে।
ভাই এই টপিকে এই ধরনের পোস্ট চলে না এরকম মত প্রকাশের জন্য আলাদা টপিক আছে। টপিকের সাবজেক্ট দেখে পোস্ট পরে তারপর কমেন্ট করবেন৷ টপিকের সাথে মিল রেখে পোস্ট না করলে -কারমা পাবেন
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: ttcsalam on November 03, 2020, 05:13:21 PM
আপনি অনেক মেধাবী একজন মানুষ তাই আপনার পোষ্ট গুলো আমি ফলো করি । বিষয়টা যদিও জানতাম পুনরায় জানতে পারলাম।ভালো লাগলো।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Ak600 on November 03, 2020, 05:19:15 PM
অনেক অনেক ধন্যবাদ আপনাকে কারণ এটা একটি গুরুত্বপূর্ণ কথা কারন অনেকেই জানিনা যে কোন একটা পোস্ট করার সময় লাল কালি আসে কেন তাই আমরা আপনার এই পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম এরকম গুরুত্বপূর্ণ পোস্ট আরো করবেন এবং আমরা যারা নতুন ইউজার আছি আমরা সবাই উপকৃত হব ধন্যবাদ
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: salukhe on November 03, 2020, 05:52:34 PM
আমি একজন নতুন ইউজার। আর নতুন ইউজারদের প্রথম প্রথম পোস্ট করতে একটু সমম্যা হয়। কিন্তু আপনাদের পোস্ট পড়ে অনেক অনেক উপকারিত হইছে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Psycho on November 03, 2020, 05:55:12 PM
আমি একাধিক পোস্ট করার চেষ্টা করছি কিন্তু পোস্ট করতে পারছিনা। তাই আমি sr. যারা আছেন তাদের সাহায্য কামনা করছি। আমি কিভাবে পোস্ট করবো বুঝিয়ে দিন ধন্যবাদ সবাইকে।           
একাধিক পোস্ট মানে বুঝতে পারলাম না। একটার বেশি পোস্ট করতে পারতেছেন না। নাকি একসাথে দুইটা পোস্ট করতে পারতেছেন না।প্রত্যেক 90 সেকেন্ড পরপর একটি করে পোস্ট দেওয়া যাবে তার আগে পোস্ট দিলে সেগুলো কাউন্ট হবে না পোস্ট হবে না। আশা করি বুঝতে পারছেন।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Psycho on November 03, 2020, 05:58:07 PM
আমি একজন নতুন ইউজার। আর নতুন ইউজারদের প্রথম প্রথম পোস্ট করতে একটু সমম্যা হয়। কিন্তু আপনাদের পোস্ট পড়ে অনেক অনেক উপকারিত হইছে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Magepai on November 03, 2020, 06:26:38 PM
এভাবে আমি অনেক পোস্ট করেছিলাম এবং পরে দেখিস এই পোস্টগুলো কাউন্ট হয়নি।কিন্তু এখন আসলেই বুঝতে পারি কিসের কারণে আসলে পোস্টগুলো কাউন্ট করা হয়নি। আপনার এই পোস্টটি পড়ে অবশ্যই জুনিয়র ইউজাররা সুন্দরভাবে বুঝতে পারবে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Crypto_Somrat on November 04, 2020, 04:12:23 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
জি ভাইয়া আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন, আমার সাথে ও কয়েকবার এরকম হয়েছে। তখন আমার এ সম্পর্কে কোন ধারণা ছিল না। যে কোন টপিক এর বয়স 120 দিন হলে সেটাতে আর রিপ্লে দেয়া যায় না। আমি তখন অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কেন পোস্ট হচ্ছে না। আশা করি আপনার পোস্ট পড়ার পর আমাদের জুনিয়ররা আর এই প্রবলেম ফেস করবে না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Greatwall on November 04, 2020, 04:16:25 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

এটা একটা ব্যাপার। তবে আরেকটা ব্যাপার আছে ভাই। পোস্ট করার সময় যদি ফোরামের একাধিক মেম্বার একই সময় পোস্ট করে তবে কারও না কারো পোস্ট তখন লাল কালির লেখায় দেখাবে যে-যখন আপনি পোস্টটি করছেন একই সময় আরো অনেকে পোস্ট করছে (ই্ংরেজিতে)।

পোস্ট করলে লাল কালারের দেখা যায় সেটা অনেকদিন আগেকার পোস্ট করলে এটা জানতাম। কিন্তু আপনার এই পোস্টটি থেকে আরেকটা বিষয় শিখতে পারলাম যে একই সময় অনেকেই পোস্ট করলে এরকম সমস্যা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Triedboy on November 26, 2020, 01:33:51 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

বিশেষ করে এই ফোরামে যারা নতুন তারা এই সমস্যা বেশি সম্মুখিন হয়। অতএব কেউ যদি পোস্ট করেন তাহলে সেই পোস্টটা দেখতে হবে 120 দিন এর আগের কিনা। তারপরও যদি করেন তাহলে এ ধরনের সমস্যা দেখা দিবে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: XM8 on December 05, 2020, 05:41:30 PM
আমি যতবার এই সমস্যার মুখোমুখি হয়েছি ততবার আমি মোবাইলটি রিফ্রেশ মেরে অথবা পাওয়ার বাটন একবার টিপ দিয়ে পরের বার অন করে যখনই পোস্ট করেছি তখন আমি এই সমস্যার মুখোমুখি হয়নি।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Ricky on December 06, 2020, 12:42:41 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রয়োজনীয় একটা বিষয় জানতে পারলাম আপনার পোষ্ট থেকে। আসলে অনেক সময় পোস্ট করতে দেখা যায় পোস্ট হচ্ছে না লাল কালারের কিছু লেখা আসে। তখন বিভিন্ন রকমের টেনশন হয় কি হলো। আপনার পোস্ট থেকে বুঝতে পারলাম এর সমস্যা সম্পর্কে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Herry on December 07, 2020, 05:17:52 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
হ্যাঁ ভাই আমারও একই সমস্যা আমিও অনেকগুলো টপিক এ পোষ্ট করতে গেলে উপরে লাল কালারের লেখা আসে আর বাড়াবার এগেইন পোস্ট করার চেষ্টা করলে সাবমিট হয় আমিও জানতাম না এমন কেন হয় আপনার এই পোস্টটি থেকে জানতে পারলাম যে কেন পোস্ট করার সময় লাল লেখা আসে ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Monster5 on December 07, 2020, 10:36:27 AM
জি ভাই আপনার কথাটি আমি বুঝতে পেরেছি 120 দিন কোন টপিক এর বয়স হলে সেখানে পোস্ট করা যায় না লাল চিহ্ন উঠে তাই আমরা ওখানে পোস্ট করব না আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Ricky on December 07, 2020, 11:55:41 AM
আমি যতবার এই সমস্যার মুখোমুখি হয়েছি ততবার আমি মোবাইলটি রিফ্রেশ মেরে অথবা পাওয়ার বাটন একবার টিপ দিয়ে পরের বার অন করে যখনই পোস্ট করেছি তখন আমি এই সমস্যার মুখোমুখি হয়নি।
ভাই আপনি না বুঝে ভুল করেছেন। আপনি 90 সেকেন্ড এর মধ্যে দুইটা পোস্ট আপলোড করতে চাইলেও এইরকম লাল অক্ষরের কিছু লেখা আসবে। এতে মোবাইল ফোনের কোন দোষ নেই। অথবা টপিকের বয়স 120 দিন অবার হয়ে গেলেও এই সমস্যা দেখা যায়। আমি মনে করি এতে ফোনের কোন দোষ নেই।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Markuri33 on December 10, 2020, 02:48:24 AM
মূলত দেখা যায় কোন পোস্ট যদি তিন মাস আগের থাকে সে সকল পোষ্ট গুলোতে পোস্ট করতে নিলে লাল লেখা উঠে। আমরা সেই সকল পোস্ট থেকে বিরত থাকব এবং নতুন টপিক গুলোতে আনসার দেওয়ার চেষ্টা করব।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Apower$ on December 10, 2020, 05:13:46 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্ট এর জন্য। অনেক সময় পোস্ট করতে দেখা যায় যে পোস্ট হচ্ছে না কিংবা লাল কালারের কিছু লেখা আসছে তখন বিভিন্ন রকম টেনশন হয় কিছুই বুঝতে পারিনা। কিন্তু আপনার এই মূল্যবান পোষ্ট থেকে এ সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছি আশাকরি ভবিষ্যতে আরো অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Salauddin on December 10, 2020, 05:17:11 AM
কিন্তু এখানে অই ধরনের তেমন কিছুই নাই, অনেক দিন আগের পোস্ট হলেও এখানে পোস্ট করা যায় আমার মনে হয় এই নিওম গুলা পরিবর্ত্ন করা দরকার যে ১২০ দিন হলে কেউ আর পোস্ট করতে পারবেনা ।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: labonikhatun on December 10, 2020, 05:28:41 AM
পোস্ট এ তেমন কোনো সমস্যা দেখা যায় না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক পুরোনো পোস্ট গুলোর রিপ্লায় দেওয়া। এগুলো পোস্ট এর কোনো মূল্য থাকে না এবং অনেক অফ টপিক হয়ে যাই এইজন্য অনেক পুরোনো পোস্ট থেকে বিরত থাকায় ভালো.
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Salauddin on December 10, 2020, 05:37:03 AM
পোস্ট এ তেমন কোনো সমস্যা দেখা যায় না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক পুরোনো পোস্ট গুলোর রিপ্লায় দেওয়া। এগুলো পোস্ট এর কোনো মূল্য থাকে না এবং অনেক অফ টপিক হয়ে যাই এইজন্য অনেক পুরোনো পোস্ট থেকে বিরত থাকায় ভালো.

আসলে আমরা যখন কনো পোস্ট করি তখন সেটা না বুঝেই করে থাকি এই কারনে অঙ্কে দিন আগের পোস্ট গুলাতে রিপ্লাই দিয়ে থাকে আরো বড় কথা চচ্ছে যে আমরা ক্রিপ্টো কারেন্সি নিয়ে এখোনো তেমোন দক্ষ না ।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: AGM on December 10, 2020, 05:48:56 AM
মাঝে মাঝে এই সমস্যা টা হয়ে যায়। এছাড়ও আর একটি সমস্যা হল যে পোস্ট করার পর 90 সেকেন্ডে সময় নিতে বলে। সেক্ষেত্রে মাঝেই মাঝেই দেখা যায় যে 2-3 মিনিট হলেও 90 সেকেন্ড এর কথা বলে। এটা মনে করি একটি সমস্যা।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Irfan12@ on December 10, 2020, 06:00:52 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
[/quote]
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমিও অনেক সময় প্রশ্নের সময় দেখি যে উপরের লাল কালারের একটা লেখা আসে এবং পোস্ট হয়না আবার চেষ্টা করলে তখন পোস্ট হয় আমিও জানিনা এ পোস্ট করার সময় এমন হয় কেন আমি আপনার এই পোস্ট থেকে বুঝতে পারলাম যে কেন এমন হয় ধন্যবাদ ভাই এমন শিক্ষনীয় পোষ্ট করার জন্য
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: bmr on December 10, 2020, 07:56:49 AM
যে সমস্যাই হোক তা দীর্ঘ নয়। তাই সবার প্রতি অনুরোধ যে একটু ধোর্য ধারন করুন। দেখবেন ঠিক হয়ে গেছে। এটি মূলত স্বল্প সময়ের জন্য আসে। আপনি সময় নিয়ে পোস্ট কুরন সব ঠিক হয়ে যাবে। আর 120 দিন আগের পোস্টে কেউ কমেন্ট করবেনা।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Token@ on December 10, 2020, 07:59:41 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
আমরা অনেকে হয়তো পোস্ট করতে গিয়ে এই রকম সমস্যায় পড়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সমস্যাটি সমাধান করে দেয়ার জন্য। আমরা যারা জানতাম না কেন লাল কালারের একটি লেখা আসতো। তারা এখান থেকে জানতে পারবে কেন এই লেখাগুলো আসতো। আপনি খুবই সুন্দর ভাবে তথ্যটি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: M2hsl on December 10, 2020, 11:54:52 AM
আমরা কিছু কিছু সময় দেখে থাকি পোস্ট করার সময় অনেক লাল লেখা আসে।আসলে এর সম্পর্কে আমরা বেশি কিছু জানি না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টপিকের বয়স 120 দিনের উপরে হলে কয়টি পোস্ট করতে গেলে লাল লেখা আসে।আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পোস্ট হয় না এমনিতেই লাল লেখা আসে তারপর রিপ্লে আবার পোস্ট করলে হয়ে যায়।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Magepai on December 10, 2020, 03:56:57 PM
আমি যতবার এই সমস্যার মুখোমুখি হয়েছি ততবার আমি মোবাইলটি রিফ্রেশ মেরে অথবা পাওয়ার বাটন একবার টিপ দিয়ে পরের বার অন করে যখনই পোস্ট করেছি তখন আমি এই সমস্যার মুখোমুখি হয়নি।

যে সমস্যাটা আসলে হয়েছে মোবাইলে রিপ্লেস করলে যে আবার ঠিক হয়ে যাবে সেটা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে 90 সেকেন্ড এর মধ্যে যদি আপনি দুটো পোস্ট করতে চান তাহলে কিন্তু লাল অক্ষরের লেখাগুলো আসে। কিছু কিছু পোষ্ট এক বছর আগের সেই পোস্টে যদি পোস্ট করা যায় তাহলে লালগড় আসতে পারে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Maxtel on December 10, 2020, 07:09:06 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
।   

আপনি যে বিষয়টি নিয়ে টপিক খুলেছেন তা নতুন ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক নতুন ইউজার আছে যারা এ সমস্যা সামনে আসলে গাভরে যায়। কিন্তু এটি কোন সমস্যা নয়। কয়েক সেকেন্ড পর পুনরায় পোস্ট করলে এ সমস্যা আর হবেনা।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Magepai on December 14, 2020, 01:48:30 AM
আপনি যদি অনেক সময় পোস্ট করেন তাহলে সেখানে দেখা যায় ওয়ার্নিং লেখা উঠে লাল অক্ষরে।এবং সেখানে লেখা থাকে 120 দিন আগের পোস্ট এজন্য এ রকমের লাল বর্ণের লেখা উঠে। তাই সেখানে পোস্ট না করাটাই ভালো। বাংলা সেকশনে অনেক টপিক রয়েছে সেখানে আপনি আলোচনা করতে পারেন।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Clearman on December 14, 2020, 01:09:50 PM
হ্যাঁ ভাই পোস্ট করলে উপরের লেখাটা আসার মূল কারণ হলো যে প্রশ্নের বয়স অথবা টপিকঃ এর বয়স 120 দিনের উপরে হয়ে গেছে এবং 120 দিন ধরে কেউ পোস্ট করেনা ওই পোস্টে আপনি যদি পোস্ট করেন তাহলে ওপরে লাল লেখা আসবে। তাই আমরা পুরনো টপিকে পোস্ট না করে নতুন টপিক তৈরি করে পোস্ট করতে হবে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Akhi600 on December 14, 2020, 03:42:26 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি টপিক তৈরি করেছেন। এবং আপনি আমাদেরকে বোঝাতে সুন্দর একটি গাইডলাইন দিয়েছেন। আমি আশা করি যারা নতুন আছে তাদের বুঝতে সক্ষম হয়েছে ধন্যবাদ তোমাকে
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Akhi600 on December 14, 2020, 03:44:12 PM
এবং আমি যখন নতুন অবস্থায় পোস্ট করি তখন এই সমস্যাগুলি হয়েছিল তখন বুঝতে পারি নাই তাই আজকে ভালোভাবে বুঝতে পারলাম। কি কি কারনে এই সমস্যা গুলো হয়
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Headshot on December 14, 2020, 04:19:35 PM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
ধন্যবাদ ভাই আপনাকে এ বিষয়ে আলোচনা করার জন্য। আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমাদের সব সময় লক্ষ করতে হবে। সবদিক লক্ষ্য করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: bmw1 on December 14, 2020, 06:49:25 PM
পোস্ট করা একটি সমস্যা কারণ পোস্ট করার সময় যদি ১০০ দিন হয় বা এর চেয়ে অনেক বেশি হয়, তাহলে ১০০ দিন এর আর কোনো পোস্ট করা যাবে না।               
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:00:51 AM
এরকম কি কারনে হয় এখানে অনেক সিনিয়র মেম্বার আছে যারা অনেক ধরনের কথা বলেছে আমি বুঝতে পেরেছি যে আসলে কি কারনে পোষ্ট করতে ধরনের সমস্যা দেখা যায়। মূলত যে কারণে লালবর্ণ আসে সেটা হচ্ছে 120 দিন আগের টপিক এ পোস্ট করলে লাল বর্ণ হয়ে থাকে।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:02:37 AM
আপনারা অনেক সময় কোনো টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পাড়েন না। পোস্ট হয় না উপরে লাল কালারের কিছু লেখা থাকে। সেটার কারন হলো। যে টপিকের বয়স ১২০ দিন এর বেশি হবে বা ১২০ দিন আনএক্টিভ থাকবে সেই টপিকে ১২০ দিন পর আর পোস্ট করা যাবে না। আসা করি বোঝাতে পেড়েছি।
জি ভাইয়া আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন, আমার সাথে ও কয়েকবার এরকম হয়েছে। তখন আমার এ সম্পর্কে কোন ধারণা ছিল না। যে কোন টপিক এর বয়স 120 দিন হলে সেটাতে আর রিপ্লে দেয়া যায় না। আমি তখন অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কেন পোস্ট হচ্ছে না। আশা করি আপনার পোস্ট পড়ার পর আমাদের জুনিয়ররা আর এই প্রবলেম ফেস করবে না।

আপনি ঠিক বলেছেন আশা করি এই ভাইয়ের পোস্টটি পড়ে সবাই বুঝতে পারবে কি কারনে লাল বর্ণের লেখা আসে। এবং সেই কাজগুলো আর না করলে অবশ্যই পোস্ট করতে আর সমস্যা হবে না।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Cz Rock on December 18, 2020, 01:13:00 PM
পোস্ট করা এক ধরনের সমস্যা হলে চলে। আমরা অনেক সময় অনেক টপিকে পোস্ট করতে গেলে পোস্ট করতে পারিনা। আবার অনেক সময় কি পোস্ট করব সেটাও বুঝতে পারিনা। কিছু কিছু বিষয় পোস্ট করতে গেলে উপর দিকে লাল লেখার কিছু বাক্য দেখা যায় এইসব পোস্টে কমেন্ট করা উচিত নয়।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Perfect540 on December 18, 2020, 01:20:52 PM
বর্তমান ফোরামে খুব একটা বেশি অফটপিকে আলোচনা করা হয় না। কারণ রোজার অনেক বেশি সচেতন। তাই পোস্ট করা আমি সমস্যা অনুভব করি নি।
Title: Re: পোস্ট করার এক ধরনের সমস্যা
Post by: Tubelight on March 24, 2021, 11:22:31 AM
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। এই ধরনের সমস্যায় আমি দুই একবার পড়েছি।তবে আপনার মাধ্যমে জানতে পারলাম আসলে এই লাল হওয়ার কারণ কি। 120 প্লাস দিনের বেশি পোস্টগুলোতে কমেন্ট না করাই ভালো। কারণ এতে নতুন টপিক তৈরি হবে না।