Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Sumaia20201 on February 25, 2019, 01:17:17 PM

Title: ইথারিয়ামের দাম অস্থিতিশীল কেন?
Post by: Sumaia20201 on February 25, 2019, 01:17:17 PM
গতকাল ইথারিয়ামের দাম ছিল $১৭০ আজ $১৩৫  কেন হচ্ছে ?
কোনো কারনে জালিয়াতি হলে বা ধরা পড়লে ইথারিয়ামের দাম কমে যায় । আবার কোনো দেশ আগে অবৈধ ঘোষণা করলে মুহূর্তেই দাম অনেক কমে  যায় আবার কোনো দেশ ইথারিয়ামের পক্ষে অবস্থান নিলে মুহূর্তেই দাম অনেক বেড়ে যায়। দাম বাড়া-কমা অনেকটাই মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। তারপর আছে অন্যান্য কয়েনের অবস্থান। যদি খবর রটে, ইথারিয়াম হবে ভবিষ্যতের মুদ্রা, তাহলে ইথারিয়ামের দাম বেড়বে। এসব নানা কারণে ইথারিয়ামের দাম বাড়ে-কমে। এর মধ্যে মুনাফালোভী বড় বড় কুমিররূপী বিনিয়োগকারী হঠাৎ অনেক বিনিয়োগ করে ইথারিয়ামের দাম বাড়াতে পারে, আবার হঠাৎ সব টাকা তুলে নিয়ে ইথারিয়ামের ধস নামাতে পারে।
Title: Re: ইথারিয়ামের দাম অস্থিতিশীল কেন?
Post by: Nostoman on February 26, 2019, 05:34:56 AM
আপনার ধারণা পুরোপুরি ঠিক না। কারণ বাজার বর্তমান স্হিতিশীল কেননা বাজার এর অবস্থা অনেক উন্নতি হয়েছে। বাজার ভাড়া কমা নির্ভর করে কিছু অসচেতন মানুষের অপর। যারা বিনিয়োগ করেতে পারে না। আবার এরা রেট না জেনে wallets বিক্রি করে কম দামে। এ জন্য বাজার কমে বাড়ে।   
Title: Re: ইথারিয়ামের দাম অস্থিতিশীল কেন?
Post by: Malam90 on February 28, 2019, 02:33:48 AM
ক্রিপ্টো মার্কেট কিন্তু বর্তমানে অনেকটা  স্থিতিশীল। পতন টা থেমে গেছে। আস্তে আস্তে মার্কেট একটু স্থিতিশীলতার দিকে যাচ্ছে। ইথারিয়ামও গত কিছুদিন আগেও ১০০ ডলারের কাছাকাছি ছিলো। একটু বেড়ে সামান্য একটু কমেছে। সামনে হার্ডফোক সেই কারনে একটু বাড়া কমার মধ্যে আছে। হার্ডফোর্কের পরে তাদের নেটওয়ার্ক সিস্টেমে কিছু পরিবর্তন আসতেছে তখন আরো ভালো হবে তাদের মার্কেট।
Title: Re: ইথারিয়ামের দাম অস্থিতিশীল কেন?
Post by: Mr.T on March 02, 2019, 02:08:25 PM
গতকাল ইথারিয়ামের দাম ছিল $১৭০ আজ $১৩৫  কেন হচ্ছে ?
কোনো কারনে জালিয়াতি হলে বা ধরা পড়লে ইথারিয়ামের দাম কমে যায় । আবার কোনো দেশ আগে অবৈধ ঘোষণা করলে মুহূর্তেই দাম অনেক কমে  যায় আবার কোনো দেশ ইথারিয়ামের পক্ষে অবস্থান নিলে মুহূর্তেই দাম অনেক বেড়ে যায়। দাম বাড়া-কমা অনেকটাই মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। তারপর আছে অন্যান্য কয়েনের অবস্থান। যদি খবর রটে, ইথারিয়াম হবে ভবিষ্যতের মুদ্রা, তাহলে ইথারিয়ামের দাম বেড়বে। এসব নানা কারণে ইথারিয়ামের দাম বাড়ে-কমে। এর মধ্যে মুনাফালোভী বড় বড় কুমিররূপী বিনিয়োগকারী হঠাৎ অনেক বিনিয়োগ করে ইথারিয়ামের দাম বাড়াতে পারে, আবার হঠাৎ সব টাকা তুলে নিয়ে ইথারিয়ামের ধস নামাতে পারে।
va ami apnar sathy akmot