follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Malam90

Pages: 1 2 3 [4] 5 6 ... 61
46
আইপিএল, বিপিএলের জুয়া খেলায় ব্যবহার হচ্ছে বিটকয়েন, এথেরিয়াম!  সোর্স: সময় টিভি


47
সতর্কীকরণ!! সঠিক সেকশনে পোস্ট করুন। রং সেকশনে পোস্ট করবেন না।

বাংলা সেকশনের মেইন সেকশন সহ আরো ৮টি সাব সেকশন আছে। যে যে বিষয়ে পোস্ট করবেন, পোস্ট করার আগে সঠিক সেকশনে পোস্ট করুন। রং সেকশনে পোস্ট করবেন না। পোস্ট করার আগে বুঝুন কোন সেকশনে হবে সেই পোস্টটি তারপর সেখানে গিয়েই পোস্টটি করুন। রং সেকশনে পোস্ট করবেন না। কেউ যদি রং সেকশনে পোস্ট করেন তাহলে মডারেটরগণ ব্যবস্থা নিবেন। তাই সবাইকে সাবধান করে দিলাম। সবাই বিটকয়েনটকের মত একটু সাবধানি হউন নতুবা এই ফোরামে বাংলাদেশীদের অবস্থা আস্তে আস্তে উপরে নিয়ে যাওয়া কঠিন হবে। সবাই গ্লোবাল সেকশনে গিয়ে স্পাম করে, রং সেকশনে পোস্ট করে। কারণ তারা জানেই না কোন পোস্ট বা টপিক কোন সেকশনে করতে হবে। তাই আবারো সাবধান করে দিলাম।

বাংলা ফোরামের সাবসেকশন গুলো হলো-
1. Altcoins(অন্যান্য কয়েন)= এখানে বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করবেন। কয়েনের আপডেট, কয়েনের খুঁটিনাটি আলোচনা এখানে।

2. নতুনদের= এখানে বিভিন্ন প্রাথমিক বিষয় যেগুলো নতুনদের জন্য সহায়ক সেই ধরনের টপিক নিয়ে আলোচনা করবেন।

3. এএনএন ও অন্যান্য অনুবাদ = এখানে বিভিন্ন প্রজেক্টের জন্য যদি অনুবাদ করতে পারেন তাহলে করবেন টপিক খুলে। তবে অনুবাদ না করে কেউ যেন আবার টপিক খুলেন না। তবে কমেন্টস করতে পারবেন।

4. ক্রিপ্টোকুরেন্সি খবর= এখানে ক্রিপ্টোকারেন্সির কোন খবর যেমন অমুক যায়গায় বিটকয়েন লেনদেন করার জন্য ৩ জনকে গ্রেফতার, ২০০ বিটকয়েন চুরি হয়ে গেছে, অমুক একচেঞ্জ হ্যাক হয়েছে ইত্যাদি।

5. ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি = এখানে ক্রিপ্টো ট্রেডিং এবং বিভিন্ন একচেঞ্জ নিয়ে আলোচনা করবেন, টপিক খুলবেন। কোন কয়েন কেন বাড়ছে, কেন কমছে, সিগন্যাল সহ ট্রেডিং নিয়ে আলোচনা।

6. রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ = এখানে ছাড়া কেউ অন্য কোথায় রেফারেল লিংক শেয়ার করবেন না। এখানে রেফারেল লিংক ও এয়ারড্রপ নিয়ে আলোচনা করবেন।

7. স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা= এখানে বিভিন্ন নতুন পুরাতন বাউন্টি নিয়ে আলোচনা করবেন। কোন প্রজেক্ট স্কাম করলো কিনা, পেমেন্ট কবে দিবে সহ বিভিন্ন বাউন্টি রিলেটেড আপডেট আলোচনা করবেন এখানে।

8. অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি = ক্রিপ্টোকারেন্সির সাথে অর্থনীতির সম্পর্ক আছে এমন বিষয় নিয়ে এখানে আলোচনা। যেমন কয়েনবেজ মার্কিন শেয়ার বাজারে নাম লেখালো-এটা ক্রিপ্টোকারেন্সির খবর তবে এটা অর্থনীতির সাথে সম্পর্কিত তাই এমন ধরনের টপিক নিয়ে এখানে আলোচনা করবেন।


48
 rahi14 ও yihac52478 এই দুই স্পামার গ্লোবাল সেকশনে গিয়ে মারাত্নক আকারে স্পাম করতেছে। আমি পোস্ট ডিলিট করে পারছিনা তাদের। এদের ফোরামে জন্মই কি হয়েছে স্পাম করার জন্য? দোহাই লাগে ভাইয়েরা আপনারা গ্লোবাল সেকশনে গিয়ে স্পাম কইরেন না। আরো যারা স্পামার আছে তাদের ও বলছি-এবার ক্ষ্যান্ত দিন স্পাম করার কাজ থেকে। নতুবা আপনাদের জন্য আমাদের বাংলাদেশীদের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। সবাই বলে বাংলাদেশী মানে স্পামার, স্কামার, চিটার। এই সব কতিপয় ইউজারের জন্য আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে।

49
বিটকয়েনের দাম এ ধাক্কায় নেমে এসেছে ৫০ হাজার ডলারের নীচে। বিটকয়েনের ওপর আসন্ন মার্কিন বাজেটের প্রভাব অনুমানের ফলে মূল্যপতন ঘটেছে প্রায় সবগুলো ক্রিপ্টোকারেন্সির।
বাইডেন প্রশাসন আসন্ন মার্কিন বাজেটে করের হার পূনর্বিন্যাস করবে এবং বেশি আয়ের ব্যক্তিদের করের হার প্রায় দ্বিগুণ করা হতে পারে এমন জল্পনার ধাক্কা ক্রিপ্টোকারেন্সির গায়ে এসে লেগেছে বলে প্রতিবেদনে বলছে রয়টার্স।

বড় গুজবটি হলো, বছরে ১০ লাখ ডলারের ওপরে যারা কামাই করবেন, কর কাঠামো নতুন করে বিন্যাসের ফলে তাদের ওপর প্রায় ৩৯.৬ শতাংশ কর ধরা হতে পারে। এমন জল্পনার পরপরই বিটকয়েনের দাম নেমে আসে ৪৮ হাজার আটশ' ৬৭ ডলারে। গেল মার্চে রকেট গতিতে দাম বাড়ার পর এই প্রথম সবচেয়ে জনপ্রিয় এই ডিজিটাল মূদ্রার দাম ৫০ হাজার ডলারের নিচে নামল।

সম্ভাব্য কর পরিকল্পনা বাজারে ভালোই নাড়া দিয়েছে। বিনিয়োগকারীরা ঝটপট স্টক এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ খাতে নজর দিলেন। লেভি এবং বিনিয়োগ থেকে আয় রেকর্ড ছাড়াবে বলে ইঙ্গিতও মিলছে।

বিটকয়েনের দাম এ ধাক্কায় নেমে এসেছে ৫০ হাজার ডলারের নীচে। বিটকয়েনের ওপর আসন্ন মার্কিন বাজেটের প্রভাব অনুমানের ফলে মূল্যপতন ঘটেছে প্রায় সবগুলো ক্রিপ্টোকারেন্সির।

বাইডেন প্রশাসন আসন্ন মার্কিন বাজেটে করের হার পূনর্বিন্যাস করবে এবং বেশি আয়ের ব্যক্তিদের করের হার প্রায় দ্বিগুণ করা হতে পারে এমন জল্পনার ধাক্কা ক্রিপ্টোকারেন্সির গায়ে এসে লেগেছে বলে প্রতিবেদনে বলছে রয়টার্স।

বড় গুজবটি হলো, বছরে ১০ লাখ ডলারের ওপরে যারা কামাই করবেন, কর কাঠামো নতুন করে বিন্যাসের ফলে তাদের ওপর প্রায় ৩৯.৬ শতাংশ কর ধরা হতে পারে। এমন জল্পনার পরপরই বিটকয়েনের দাম নেমে আসে ৪৮ হাজার আটশ' ৬৭ ডলারে। গেল মার্চে রকেট গতিতে দাম বাড়ার পর এই প্রথম সবচেয়ে জনপ্রিয় এই ডিজিটাল মূদ্রার দাম ৫০ হাজার ডলারের নিচে নামল।

সম্ভাব্য কর পরিকল্পনা বাজারে ভালোই নাড়া দিয়েছে। বিনিয়োগকারীরা ঝটপট স্টক এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ খাতে নজর দিলেন। লেভি এবং বিনিয়োগ থেকে আয় রেকর্ড ছাড়াবে বলে ইঙ্গিতও মিলছে।


"প্রেসিডেন্ট জো বাইডেন যখনই আভাস দিলেন যে আর্থিক আয়ের ওপর তিনি কর বাড়াতে আগ্রহী অমনি বিটকয়েন যেন দক্ষিণযাত্রা শুরু করল।" - বলছিলেন ওনাডা'র এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ্য বিশ্লেষক জেফরি হ্যালি।

"এখন সেটা আসলেই হবে কি না, সেটি পরের কথা, কিন্তু যারা বেশ কিছুদিন ধরে বিটকয়েনের কারবার করছেন তারা বেশ পুরু একটা লাভের তোষকে বসে আছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিণত বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা কর বদলানোর বিষয়টি কিপ্টোকারেন্সি বাজারের একটি দুর্বল দিক হিসেবেই আচরণ করবে।"

এই সপ্তাহে বিটকয়েন প্রায় ১৫ শতাংশ ক্ষতিতে আছে, যদিও বছরের শুরু থেকে হিসেব করলে এর মূল্য বেড়েছে শতকরা ৬৫ ভাগ। বিডিনিউজ২৪


50
Usogui Network  বাউন্টিতে জয়েন করুন।
মাত্র ৪ সপ্তাহের বাউন্টি।
দ্রুত জয়েন করুন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=206721.0

51
A flurry of activity on the decentralized cryptocurrency exchange PancakeSwap has helped to push the number of transactions on Binance’s smart-contract blockchain, Binance Smart Chain (BSC), to five times that of the perceived industry leader, Ethereum.

While the Ethereum blockchain processed a record 1.56 million transactions on Wednesday, BSC registered a total transaction volume of 9.13 million, according to data provided by EherScan. BSC-based PancakeSwap, which generates liquidity from traders who stake tokens, known as “farmers,” alone processed more transactions than Ethereum. PancakeSwap contributed more than 2 million of BSC’s transactions on the day, or some 20% of the total.

The PancakeSwap coin price (CAKE), representing the upstart platform’s own tokens, has jumped 46-fold this year, for a market capitalization of about $4.2 billion. Source

52
আজকে প্রায় সকল ক্রিপ্টোকারেন্সির আবারও অনেক দর পতন হল। বিটকয়েন গত ২৪ ঘন্টায় দাম হারালো প্রায় ১০% । ফলস্বরুপ, অন্যান্য কয়েনগুলোর দর পতন শুরু হয় ব্যাপক হারে। এতে ক্রিপ্টোকারেন্সির মোট মার্কেট ক্যাপিটাল ১০% কমে বর্তমানে ১.৮ ট্রিলিয়নে নেমেছিল যা গতকাল ছিল ২.২ ট্রিলিয়নের কাছাকাছি। এতে মার্কেট হারায় প্রায় ৪৪ বিলিয়ন ডলার।

এর আগে গতকাল ব্লুম্বার্গের একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, জো বাইডেন তার পরবর্তী অর্থনৈতিক পরিকল্পনায় মূলধনী আয়ে ট্যাক্সের হার বাড়িয়ে দেবে যা সর্বোচ্চ ৪৩.৪% হতে পারে। এই সংবাদের ভিত্তিতে স্টক মার্কেটে দর পতন হয়েছিল, ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও তার একই প্রভাব পরে।
বিটকয়েন এর দাম সকালের দিকে একটানা পতন হতে থাকে যা সর্বনিন্ম ৪৮২৭৭ ডলারে পৌছায়, যা গত ৫০ দিনের মধ্যে সর্বনিন্ম। এর আগে মার্চের ০৩ তারিখে বিটকয়েন এর দাম সর্বনিন্ম ছিল ৪৭০০০ ডলারে। এর আগে গতকাল বিটকয়েন এর দাম দিনের শুরুতে ছিল ৫৩৮২৫ ডলার যা সর্বোচ্চ উঠেছিল ৫৫৫০০ ডলার। বাংলাদেশ সময় সকাল ৪/৫ টা থেকে অনেক বেশি পরিমাণ মানুষ বিটকয়েন সেল দেয় যার কারনে মার্কেট খুব দ্রুত পতন হয় যদিও এখন সেটা অনেক রিকভার করেছে।


যদিও এই সংবাদের ভিত্তিতে মার্কেট খুব দ্রুত পতন হয়েছে, এইটা প্রকৃতপক্ষে সবার জন্য প্রযোজ্য নয়। ব্লুম্বার্গের প্রতিবেদন মতে, মূলধনী আয়ে নতুন এই ট্যাক্স শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য হবে যাদের মূলধনী আয় ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলার ও তার বেশি এবং সমপরিমাণ বিনিয়োগ উক্ত সময়ের যাদের ছিল।
তথ্যসূত্র

53
মধ্য এপ্রিলে একটি নিঃশব্দ বিপ্লব ঘটিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ-এ। ক্যালিফর্নিয়ার এক স্টার্ট-আপ সংস্থা ‘কয়েনবেস’ শেয়ার বাজারের খাতায় নাম লিখাইল, এবং তাহার আইপিও বাজারে পড়ামাত্র জটায়ুর উপন্যাসের ন্যায় বিক্রয় হইয়া গেল। স্মরণকালের মধ্যে এমন তুঙ্গ সফল আইপিও বাজারে আনিয়াছে ফেসবুক ও এয়ারবিএনবি। এই দুইটি সংস্থার সহিত কয়েনবেস-এর একটি মিল আছে— ইদানীংকালের পরিভাষায় যাহাকে বলা হয় ‘ডিসরাপশন’, তিনটি সংস্থার ব্যবসাই চরিত্রে সেই রকম। অর্থাৎ, বাজার যে পথকে কখনও প্রত্যক্ষ করে নাই, সেই পথে হাঁটিয়া বাজারের চরিত্রটি সম্পূর্ণ বদলাইয়া দেওয়া। বিপ্লব-এর নিরিখে ‘কয়েনবেস’ আরও এক ধাপ আগাইয়া আছে, কারণ তাহার ব্যবসা যাহা লইয়া, সেই বস্তুটিই বৈপ্লবিক— ক্রিপ্টোকারেন্সি। এমন ডিজিটাল মুদ্রা, যাহার কোনও ভৌগোলিক সীমানা নাই, যাহার উপর কোনও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নাই। অর্থব্যবস্থা বস্তুটিকে রাষ্ট্রের অধিকারসীমার বাহিরে লইয়া আসাই এই ডিজিটাল মুদ্রার এক মৌলিক উদ্দেশ্য ছিল। প্রশ্ন উঠিয়াছে, ক্রিপ্টোকারেন্সি সাম্প্রতিক অতীতেই যত বার বিভিন্ন বিতর্কে জড়াইয়াছে— কখনও ড্রাগ ও অস্ত্রের কৃষ্ণ-বাজারের মুদ্রা হিসাবে, কখনও অবৈধ লেনদেনের মাধ্যম হিসাবে, তাহার পরও কি এই মুদ্রার বৈষয়িক ভবিষ্যৎ থাকিতে পারে? দীর্ঘমেয়াদের কথা বলিতে পারে, সাধ্য কাহার— কিন্তু, স্বল্পমেয়াদে এই মুদ্রার ভবিষ্যৎ সম্বন্ধে বাজার নিজের আস্থা জানাইয়া দিয়াছে। এই মুদ্রার অন্তর্নিহিত বিপদের কথা অস্বীকার করিয়া নহে, সে বিপদ সত্ত্বেও।

তবুও প্রশ্ন থাকে— এই মুদ্রার নৈতিকতা বিষয়ক প্রশ্ন। যে অর্থব্যবস্থায় কোনও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নাই, চরিত্রগত ভাবেই তাহা নৈরাজ্যপন্থী। সুস্থ বিশ্বব্যবস্থার সহিত সেই নৈরাজ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক কি না, এই তর্কটি অতি জরুরি। এই মুদ্রার সর্বাপেক্ষা বিপজ্জনক দিক হইল, তাহার সম্বন্ধে স্পষ্ট তথ্যের কাঠামোগত অভাব। ফলে, অনিশ্চয়তা তাহার অবিচ্ছেদ্য অঙ্গ। অন্য দিকে, এই মুদ্রাটি সম্পূর্ণ কম্পিউটার-নির্ভর, এবং আবিশ্ব তাহার চলাচল হওয়ায় প্রবল ভাবে ‘সার্ভার’-নির্ভরও বটে। এই মুদ্রাব্যবস্থা সচল রাখিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। পরিবেশের উপর তাহার প্রভাবও মারাত্মক। এই মুদ্রা লইয়া নৈতিকতার প্রশ্নটি বহুস্তরীয়।

নাম নথিভুক্ত হওয়া ইস্তক কয়েনবেস-এর শেয়ার যে গতিতে দৌড়াইয়াছে, তাহাতে স্পষ্ট যে, ক্রিপ্টোকারেন্সির সহিত জড়িত নৈতিকতার প্রশ্ন লইয়া বাজার ভাবিত নহে। কথাটি শুধু কয়েনবেস নামক সংস্থা, বা ক্রিপ্টোকারেন্সি নামক সম্পদ সম্পর্কে প্রযোজ্য নহে— সর্ব ক্ষেত্রেই বাজারের ধর্ম হইল মুনাফা অর্জন করা। নৈতিকতার বিচার করা বাজারের কাজ নহে। ক্রিপ্টোকারেন্সি যদি তাহার লাভযোগ্যতা হারায়, তবে এই সম্পদকে ছুড়িয়া ফেলিতেও বাজারের সময় লাগিবে না— শতাব্দীর শুরুতে ‘ডট কম বাব্‌ল’-এর ঘটনাক্রম স্মর্তব্য। সুতরাং, এখানেই রাষ্ট্রের দায়িত্ব। যে পণ্যের নৈতিকতা লইয়া প্রশ্ন রহিয়াছে, তাহাকে কী ভাবে ব্যবহার করিতে পারিলে সমাজের সর্বাধিক মঙ্গল, রাষ্ট্রকেই ঠিক করিতে হইবে। তাহাকে নিষিদ্ধ ঘোষণা করিয়া কৃষ্ণ-বাজারের দিকে ঠেলিবে, না কি তাহার বাণিজ্যকে এমনই মূলধারায় আনিয়া ফেলিবে যে, পণ্যটি ক্রমে সমাজের অনুসারী হইয়া উঠে— সেই সিদ্ধান্ত রাষ্ট্রকেই করিতে হইবে। তথ্যসূত্র: আনন্দবাজার

54
বাংলাদেশে আপাতত কোনো ধরনের ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল কারেন্সি বাজারে ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক। কোনো প্রতিষ্ঠানকে এ ধরনের মুদ্রা বাজারে ছাড়ার অনুমোদনও দেবে না। এমন কী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের মুদ্রার প্রচলন ঘটালে বা ঘটানোর চেষ্টা করলে অথবা লেনদেন করলে তাদের প্রচলিত আইনের আওতায় আনা হবে।


সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে চলমান ডিজিটাল মুদ্রা বাংলাদেশে লেনদেনের বিষয়ে কথা উঠলে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে ডিজিটাল মুদ্রার বিকল্প হিসাবে দেশে চলমান ব্যাংক নোটগুলোর অনলাইনভিত্তিক (প্লাস্টিক মানি বা ইলেকট্রনিক মানি) লেনদেন আরও বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়। একই সঙ্গে নগদ টাকার ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, এতে মুদ্রা জাল করার প্রবণতা কমে যাবে এবং নোট ছাপানো, ব্যবস্থাপনা ও স্থানান্তরের খরচ কমে যাবে। একই সঙ্গে কমবে ব্যাংকগুলোর নোট ব্যবস্থাপনার চাপ। 

জানা গেছে, ডিজিটাল মুদ্রা বিটকয়েনের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই, নেই লেনদেনের কোনো গ্যারান্টি, নিয়ন্ত্রণের জন্য নেই কোনো কর্তৃপক্ষ, মুদ্রা খোয়া গেলে বা দরপতন ঘটলে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগ নেই। এরপরও বিশ্বব্যাপী ডিজিটাল মুদ্রা বিটকয়েনের চাহিদা এখন তুঙ্গে। হু-হু করে বাড়ছে দাম। ২০০৯ সালে মুদ্রাটির যাত্রার শুরুতে প্রতি বিটকয়েনের দাম ছিল এক ডলার বা ৭৯ টাকার নিচে। ১২ এপ্রিল এর দাম সর্বোচ্চ বেড়ে প্রায় ৯৪ লাখ টাকায় উঠেছিল। ১৯ এপ্রিল আবার কমে ৪৭ লাখ ৩৮ হাজার টাকায় নেমে এসেছে।

সূত্র জানায়, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে বিটকয়েন কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও থেমে নেই এর লেনদেন। আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে তাল মিলিয়ে এর ব্যবসা বেআইনিভাবে বাংলাদেশেও প্রসারিত হচ্ছে। আবার প্রতারণার ঘটনাও ঘটছে। বিদেশে কেনা পণ্যের দাম যেমন বিটকয়েনের পরিশোধ করা হচ্ছে, তেমনি এতে বিনিয়োগ হচ্ছে। বেআইনি এ মুদ্রা নিয়ে ব্যবসা করার দায়ে ইতোমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কয়েকটি মামলা হয়েছে।

এ প্রসঙ্গে সরকারের ই-গভর্মেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সার্ট) প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, বিটকয়েন বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় বৈধভাবে এর লেনদেন করার সুযোগ নেই। তবে বিদেশে যাদের অ্যাকাউন্ট আছে বা আত্মীয়স্বজন রয়েছে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে এ মুদ্রা কেনাবেচা করছে। যেহেতু অনেক দেশে এটি লেনদেন করতে কোনো বাধা নেই, সে কারণে বিদেশের অ্যাকাউন্টে লেনদেন করলে কিছু করার থাকে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের পার্শ^বর্তী কোনো দেশ ডিজিটাল মুদ্রা এখনও চালু করেনি। উন্নত দেশগুলোর কোনো কেন্দ্রীয় ব্যাংক এ মুদ্রার স্বীকৃতি দেয়নি। সে অবস্থায় বাংলাদেশে এ ধরনের মুদ্রা চালু বা লেনদেনের অনুমতি দেয়া হবে না। প্রতিযোগী দেশগুলো এ ধরনের মুদ্রা চালু করলে তার ফলাফল দেখে পরে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জিডিটাল লেনদেন জ্যামিতিক হারে বাড়ার কারণে বিহিত মুদ্রার (ব্যাংক নোট) ব্যবহার কমছে। ফলে সাধারণ জনগণ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এটা কেন্দ্রীয় ব্যাংককে ডিজিটাল মুদ্রা সরবরাহের সমাভাবনা তৈরি করছে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (সিবিডিসি) ব্যবহারের পুরোভাগে রয়েছে। সিবিডিসি স্কিমকে বর্তমানের ব্যাংকনোটের সঙ্গে তুলনা করা যেতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকের ওপর একটি দাবি।

সূত্র জানায়, দেশে এখন মোট লেনদেনের প্রায় ৪০ শতাংশ ইলেকট্রনিক মানি পদ্ধতিতে হয়। একে আরও শক্তিশালী করতে গ্রাহক পর্যায়ে বিভিন্ন ধরনের কার্ড, পস মেশিন, অনলাইনে দেনা-পাওনা পরিশোধ পদ্ধতিকে জনপ্রিয় করতে হবে। সে লক্ষ্যে কার্যক্রম হাতে নেওয়ার জন্য ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আর্থিক খাতের ডিজিটাল প্ল্যাটফরমকে নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। তথ্যসূত্র: দৈনিক যুগান্তর



55
Quote
First payment was promised in 10 days.
We will be paying all Bounty Twitter participants for 3 months as per sheet in next 24 hours. 150 $AME will be deducted as Gas fee for speedy transfer of bounty to all participants.
Thank you for the patience. Date of Next payment will be notified to all users.

After a long time, Amepay team has started AME distribution today and done payment for Twitter Campaign participants. Although they have deducted 150 AME for meet up transaction fees not matter. They will let us know the next payment distribution date soon. A lot of participants participated in social media and few of us for Signature. After negotiation with team by Small Rabbit, we have received twitter payment today and hope to get the rest soon. Please keep an eye on telegram for the next update as it is a good project and good market rate token.

56
BitNorm বাউন্টিতে জয়েন করুন।
মাত্র ৪ সপ্তাহের বাউন্টি এটা।
বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=205919.msg1151196#msg1151196
৩০০কে ডলার সমমূল্যের টোকেন বাজেট।

Twitter              22%
Linkedin           18%
Telegram          16%
Article               24%
Video                20%

57
Ask Me Anything or AMA is now getting popular trend for any crypto project. Project team arrange AMA on Youtube, Telegram or social media for the ask of holders, users or investors and they try to answer their questions. Sometimes, project team arranges AMA with popular person in their community to solve the users' questions. AMA helps users to find out the pros and cons of a project, knows latest information of blockchain, different aspects of these technology, prospectus etc. That's why AMA is getting popularity among the crypto projects. What do you think about AMA?

58
The approval comes just over two months after Canada approved its first bitcoin ETF.
Purpose Investments and CI Global Asset Management both received approval to launch an exchange-traded fund (ETF) in Canada that offers exposure to ether.

Purpose is the manager of Purpose Ether ETF and Ether Capital Corporation will consult. The ETH will be kept in cold storage with Gemini acting as the sub-custodian and CIBC Mellon Global Securities acting as the fund administrator.

CI Global Asset management will launch CI Galaxy Ethereum ETF on April 20 on the Toronto Stock Exchange (TSX), subject to TSX approval. It will charge a 0.4% management. CI GAM is the manager of the ETF and Galaxy Digital Asset Management (“GDAM”) serves as the sub-advisor.

The approval comes a little over two months after Canada approved the Purpose Bitcoin ETF which held 10,064 BTC in the first week of trading. Meanwhile, in the U.S., bitcoin ETF approvals have been piling up in the hope that new Securities and Exchange Commission (SEC) Chief Gary Gensler could change the regulatory agency’s attitude to the novel investment product.

“While bitcoin tends to get a lot of attention as it was the first major cryptocurrency, what ether and the Ethereum ecosystem represent is one of the most exciting new technology visions today in society,” Som Seif, founder and CEO of Purpose Investments, said in a statement.  “By launching the first ETF in the world that directly owns and provides exposure to ether, we are enabling every investor to have access to this unique opportunity and ecosystem.”  Source

59
ডিজিটাল মুদ্রার ব্যাপক চাহিদার কারণে শেয়ারবাজারে লেনদেন শুরু করেই হু হু করে বেড়েছে কয়েনবেসের বাজারমূল্য। গতকাল বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু করার প্রথম দিনই কোম্পানিটির বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছে। ওয়াল স্ট্রিটের নাসডাক সূচকের সঙ্গে এটি তালিকাভুক্ত হয়েছে। গতকাল লেনদেনের একপর্যায়ে সংস্থাটির শেয়ারের দর ৩৮১ ডলার পর্যন্ত ওঠে। পরে ৩৩০ ডলারে লেনদেন শেষ হয়। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, কয়েনবেস তেল জায়ান্ট ব্রিটিশ পেট্রোলিয়ামের মতো অনেক নামী প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে গেছে।

কয়েনবেস হল একটি ডিজিটাল মুদ্রা বিনিময় সিস্টেম। বিশ্বব্যাপী ১০০টির বেশি দেশে বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, এথেরিয়াম, এথেরিয়াম ক্ল্যাসিক, লাইটকয়েন
ব্রোকার এক্সচেঞ্জার এবং স্টোরেজ হিসেবে কাজ করে। ৫০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে কয়েনবেসের। গত মার্চের শেষ পর্যন্ত এর ব্যবহারকারীদের কাছে প্রায় ২২৩ বিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা ছিল। সংস্থাটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল পুঁজিবাজারে লেনদেন শুরু করার পর কয়েনবেসের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ব্রায়ান আর্মস্ট্রং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির তালিকায় ঢুকে গেছেন। ৩৮ বছর বয়সী এয়ারবিএনবির সাবেক এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কয়েনবেসের প্রায় ২১ শতাংশ শেয়ারের মালিক।

আসলে বিনিয়োগকারীদের কাছে এখন ক্রিপ্টেকারেন্সির ব্যাপক চাহিদা। ২০২০ সালে ডিজিটাল মুদ্রার দাম বেড়েছে ৩০০ শতাংশ। আবার ২০২১ সালে টেসলা, মাস্টারকার্ড, ব্ল্যাকরকের মতো কোম্পানি এই মুদ্রায় বিনিয়োগ করায় এর দাম বেড়েই যাচ্ছে। তবে শুধু বিটকয়েন নয়, অন্যান্য ডিজিটাল মুদ্রার দামও বেশ বাড়ছে। বিটকয়েনের পর সবচেয়ে বহুল ব্যবহৃত ডিজিটাল মুদ্রা হচ্ছে ইথেরিয়াম। ২০২০ সালে এই মুদ্রার দাম বেড়েছে ৪৬৫ শতাংশ।

গত মঙ্গলবার বিটকয়েনের দাম বেড়ে ৬৩ হাজার ডলারে পৌঁছেছে। এর আগে গত ১৩ মার্চ বিশ্বের বৃহত্তম এই ক্রিপ্টোকারেন্সির মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলার ছাড়ায়।

সূত্র: প্রথম আলো

60
মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় লেনদেন এক্সচেঞ্জ কয়েনবেইজ। আর, এর ঠিক আগমুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ দাম উঠল বিটকয়েনের। ৬২ হাজার ৭৪১ ডলারে উঠেছে সবচেয়ে জনপ্রিয় এই মুদ্রার দাম।
বুধবার নিউ ইয়র্কের ন্যাসডাক এক্সচেঞ্জে নাম লেখানোর বিষয়টি ক্রিপ্টোকারেন্সি সমর্থকদের জন্য বিশাল এক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি ক্রম‍শ মূলধারার লেনদেনে জায়গা করে নিচ্ছে। মঙ্গলবারই এর দাম বেড়েছে পাঁচ শতাংশ। আরেক ডিজিটাল মুদ্রা ইথেরিয়ামেরও দাম রেকর্ড পর্যায়ে গিয়েছে। এক ইথেরিয়ামের দাম এখন দুই হাজার দুইশ' পাঁচ ডলার।

বিএনওয়াই মেলন, মাস্টারকার্ড এবং টেসলার মতো বড় প্রতিষ্ঠান এখন ডিজিটাল মুদ্রায় হয় বিনিয়োগ করেছে বা এই মুদ্রাবান্ধব অবস্থান নিয়েছে।

গত মাসেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা প্রায় দেড় বিলিয়ন ডলারের বিটকয়েন কেনে। ওই সময়েই বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলারের মাইলফলক পেরোয়। তবে, গত দুই সপ্তাহে এই মুদ্রার দামে তেমন হেরফের হয়নি।

"বিটকয়েনের দাম যখনই নতুন উচ্চতায় পৌঁছায় তখনই এই মুদ্রাভিত্তিক নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হয় এবং আমরা এক দফা লাভ অর্জনের সাক্ষী হই।" - বলেন কয়েনশেয়ারের ডিজিটাল সম্পদ ব্যবস্থাপক জেমস বাটারফিল।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪

Pages: 1 2 3 [4] 5 6 ... 61
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod