follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Malam90

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 61
61
বাংলা বোর্ডে কিছু নতুন স্পামার ও শিটপোস্টার যুক্ত হয়েছে। যারা ক্রিপ্টোতে কোনদিন কাজ করেনি, কোন রকমে সন্ধান পেয়েই লেজ উঠিয়ে দৌড় দিয়েছে। তারা কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে একই ধরনের পোস্ট করে যাচ্ছে। জানেনা, জানার চেষ্টাও করেনা, শুধু শিট পোস্ট করেই যাচ্ছে। তাদের জন্য চুড়ান্ত শাস্তি সামনে অপেক্ষা করতেছে। ধৈর্য্যের বাঁধ ও ভেঙ্গে যাচ্ছে। এরা শিট পোস্ট বন্ধ না করলে এদেরকে ফোরাম থেকে বিতাড়িত করতে আমার সময় লাগবেনা। নতুন অবস্থায় ফোরামে সময় দিয়ে বেশি বেশি জানবে তারপর কমেন্ট করবে তানা করে  আজে বাজে কমেন্ট করে পরিবেশ নষ্ট করে যাচ্ছে। আরে ক্রিপ্টো সম্পর্কে না জানো, না জানার আগ্রহ না থাকলে বাড়িতে গিয়ে কামলা দেও কাজে লাগবে, ফোরামের পরিবেশ নষ্ট করবেনা।

নিচে কিছু লোকের কমেন্টের ধরণ দিলাম-

Rice Daddy লিখেছেন-
1. ইনভেস্ট সাইট কিভাবে ছাড়া যায় সে বিষয়ে আমার কোন ধারনা নেই। কেননা এই সাইডে আমি নতুন জয়েন হয়েছি ।যদি গ্রুপের সিনিয়র ভাইরা এই বিষয়ে কিভাবে ইনভেস্ট করা যায় এই বিষয়ে সাহায্য করতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো ।এবং এ কাজটি ভালোভাবে করতে পারতাম তাই সিনিয়র ভাইদের কাছে এ বিষয়ে সাহায্য চাচ্ছি যাতে করে এ কাজটি করতে আমার অনেক সহজ হয়।
2. D0ge coin কি এর অবস্থান কেমন এ বিষয়ে আমার কোন ধারণা
নেই। যদি গ্রুপের কোন সিনার ভাইয়েরা এ বিষয়ে আমাকে সাহায্য করতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো। কেননা এই গ্রুপে আমি নতুন জয়েন হয়েছি।
3. এই বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র কোনটি এই বিষয়ে আমার কোন ধারণা নেই ।যদি গ্রুপের সিনিয়র ভাইরা এবিষয়ে আমাকে সাহায্য করতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো। কেননা এই গ্রুপে আমি নতুন জয়েন হয়েছি।
4. ট্রেড ও বিনিয়োগ কি এ বিষয়ে আমার কিছু জানা নেই। যদি গ্রুপের সিনিয়র ভাইরা এ বিষয়ে আমাকে একটু সাহায্য করত তাহলে আমার জন্য অনেক ভাল হত। কেননা এই গ্রুপে আমি নতুন জয়েন হয়েছি। 

তার সব কমেন্টই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে।


M1014 নামের একজনের কিছু কমেন্ট
1.আমি ফোরামের নতুন হওয়ায় Altcoin সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না। কিন্তু আপনারে মূল্যবান পোষ্টটি লক্ষ্য করে Altcoin সম্পর্কে আমি অনেকটাই ধারণা পেয়েছি। অনেক ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে আমার মত নতুন ইউজার যারা রয়েছে তারা যদি Altcoin সম্পর্কে না জেনে থাকে আপনার পোস্টটি লক্ষ করলে অবশ্যই জানতে পারবে।
2. আমি ফোরামে নতুন হওয়ায় বাউন্টি সম্পর্কে আমার কোন ধারণা নেই। আমি কিভাবে বাউন্টির যে মধ্যে ভালো প্রজেক্ট চিনতে পারব। বাউন্টি সম্পর্কে ও বাউন্টির মধ্যে কোনটি ভালো প্রজেক্ট এর দুটি বিষয় সম্পর্কে শীনা রীদের সাহায্য কামনা করছি। আপনার আমাকে বলবেন যে এ দুটি আমি কিভাবে ভাল করে চিনতে পারি।
3. আমি ফোরামে নতুন হওয়ায় ICO সম্পর্কে আমার কোন ধারণা নেই। আপনার মূল্যবান পোষ্টটি লক্ষ্য করে ICO সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। আপনারা যদি নতুন নতুন টুপি তৈরি করে ফোরামে উপস্থাপন করেন তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো ও শিখতে পারবো ধন্যবাদ।
4. আমি ফারামের নতুন একজন মেম্বার ট্রেড ও বিনিয়োগ সম্পর্কে আমার কোন ধারণা নেই। ট্রেড ও বিনিয়োগ এ দুটো কি? সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয় সর্ম্পকে আমারে একটু বিস্তারিতভাবে আলোচনা করে বুঝাবেন ধন্যবাদ।
তার সব কমেন্টও েএকই কথা ঘুরিয়ে ফিরিয়ে। আরে যদি না জানো তাহলে জানার চেষ্টা করো। এরকম শিট পোস্ট করে ফোরামের পরিবেশ নষ্ট করোনা।

আরো কিছু শিট পোস্টার হচ্ছে-
forhad90
Pasa Vai
Irfan12@
Angel julian
Niloy
Rothi roy
sky01
lonypink
tubelite
sohel10
Cz Rock
Fariwala

সহ যে সব শিট পোস্টার আছে এবং নতুন আসবে তাদের জন্য বলছি-আপনারা জেনে বুঝে তারপর কমেন্ট করবেন। আন্দাজে কমেন্ট করবেন না। যে বিষয়ে জানেন সে বিষয়ে কমেন্ট করবেন, না জানলে জেনে বুঝে তারপর কমেন্ট করবেন। ফোরামে বেশি টাইম দিয়ে শিখে তারপর কমেন্ট করবেন। অযথা শিট পোস্ট করে ফোরামের পরিবেশ নষ্ট করলে তাদের কঠিন শাস্তির আওতায় আসতে হবে সামনে। তাই কমেন্ট করার আগে দশবার ভেবে চিন্তে তারপর কমেন্ট করবেন। পাকনামি কিংবা গরু চরানো রাখালের মত জানিনা কেউ জানলে সহায়তা করবেন টাইপের কমেন্ট পেলে তাকে শাস্তি পেতেই হবে সামনে।

62
মঙ্গলবার সকালে দ্বিতীয় বৃহৎ ডিজিটাল মুদ্রা ইথারের দাম ছিলো ২ হাজার ১৫১ দশমিক ২৫ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮০ ভাগ বেশি। এদিন ইথারের লেনদেন হচ্ছে ৫৮ হাজার ৮০০ ডলারে। সিএনবিসি

ইথেরিয়াম প্রোগ্রামেবল ব্লকচেইনের ক্রিপ্টোকারেন্সি হলো ইথার। প্রথম কোনো বৃহত্তর কোম্পানি হিসেবে চীনের অ্যাপ প্রস্তুতকারক কোম্পানি মেইতু গত মাসে ২ কোটি ২১ লাখ ডলারের ইথার কিনেছে। এরপরই ইথারের কদর অন্য কোম্পানিগুলোর কাছেও বাড়তে শুরু করে।

 
তবে ক্রিপ্টোকারেন্সির বাজারে মূলধনের ৫০ ভাগের বেশি দখল করে আছে বিশ্বের শীর্ষ ডিজিটাল মুদ্রা বিটকয়েন। চলতি বছর বিটকয়েনের দর ১০০ ভাগের বেশি বেড়েছে। মার্কিন শীর্ষ ধনী ইলন মাস্কের টেসলা এ মুদ্রায় বিনিয়োগের পর গত মাসে বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬১ হাজার ডলার ছাড়িয়ে যায়।
তথ্যসূত্র: আমাদের সময়

63
টেসলা তার বিক্রি হওয়া গাড়ির মূল্য বিটকমেয়েনে নেবে সেটি নিঃসন্দেহে এই ক্রিপ্টোকারেন্সির জন্য সুখবর। ব্যক্তিগত জীবনেও লেনদেনে বিটকয়েন চলে এলে সেটিও নিশ্চয়ই এই ডিজিটাল মুদ্রার জন্য ভালোই হওয়ার কথা। কিন্তু তাই কি?

সাবেক সঙ্গিনীকে পিটিয়ে শারীরিকভাবে অক্ষম করে ফেলতে এবং মুখে এসিড ছুড়তে ডার্ক ওয়েবের মাধ্যমে লোক ভাড়া করেছিলেন এক ব্যক্তি। এ কাজের জন্য ১২ হাজার ডলার দিয়েছিলেন তিনি বিটকয়েনের মাধ্যমে।

কিন্তু পুলিশ টের পেয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। ইতালিয়ান কর্তৃপক্ষ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অপরাধ এজেন্সি খুঁজে বের করেছে তাকে। আক্রমণের ঝুঁকিতে থাকা নারীরও কোনো ক্ষতি হয়নি। এদিকে, আক্রমণের জন্য যাকে অর্থ দেওয়া হয়েছিল, তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

“গোটা ঘটনাটিকে আধুনিক রোমাঞ্চ প্লট বলা যায়।” – এক বিবৃতিতে জানিয়েছে ইতালির ‘পোস্টাল অ্যান্ড কমিউনিকেশন পুলিশ’।

পুলিশের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির বসবাস লমবার্ডি এলাকার দক্ষিণাঞ্চলে, বয়স ৪০ বছর, পেশায় আইটি বিশেষজ্ঞ। ২০২০ সালের জুলাইয়ে সঙ্গিনীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। এর কয়েক মাস পরে ডার্ক ওয়েবের মাধ্যমে একজনকে খুঁজে বের করেন সঙ্গিনীর মুখে এসিড ছুড়ে মারা এবং পিটিয়ে শিরদাঁড়া ভেঙে পক্ষাঘাতগ্রস্থ করে ফেলার জন্য।

পুলিশ বলছে, আক্রমণকারীকে গোটা অর্থ কয়েক ভাগে দেন তিনি। প্রথম চার ধাপে অর্থ দেওয়ার পরও সঙ্গিনীর সঙ্গে যোগাযোগ থামাননি ওই ব্যক্তি। উল্টো এ সময়টিতে তাকে ফুল এবং বার্তা পাঠিয়েছেন।

গ্রেপ্তারি পরোয়ানাতে লেখা রয়েছে, অভিযুক্ত ব্যক্তি গোটা আক্রমণটিকে ছিনতাইয়ের রূপ দিতে চেয়েছিলেন।

প্রায় দুই বছর ওই নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিযুক্ত ব্যক্তি। বিবিসি প্রতিবেদনে উঠে এসেছে, সাবেক সঙ্গিনীর বাসার ঠিকানা এবং ফেইসবুক প্রোফাইল আক্রমণকারীকে দিয়েছেন তিনি।

ইতালিয়ান কর্তৃপক্ষ বলছে, ফেব্রুয়ারিতে অন্য এক ইউরোপিয়ান দেশের পুলিশের হাতে আসে আক্রমণকারীকে পাঠানো বার্তা। পরে এ বিষয়ে ইতালীয় কর্তৃপক্ষকে অবহিত করে ওই দেশের পুলিশ।

আক্রমণকারী নিয়োগ দিতে গোপনতা নির্ভর সফটওয়্যার টর নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন অভিযুক্ত ব্যক্তি।

ইউরোপিয়ান অপরাধ দমন এজেন্সি ‘ইউরোপোল’ বলছে, “জরুরি এবং জটিল এক ক্রিপ্টো বিশ্লেষণের মাধ্যমে” ইতালিনির্ভর বিটকয়েন সেবাদাতাকে “খুঁজে বের করা এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।” পরে ওই ক্রিপ্টো-কারেন্সি সেবাদাতার কাছ থেকে বিস্তারিত আরও তথ্য জানতে পারে ইতালিয়ান পুলিশ।

ইতালির গণমাধ্যম বলছে, অভিযুক্তের মিলানে অবস্থিত বাড়িতে ফেব্রুয়ারির শেষে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় অবশ্য অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি আক্রমণকারীকে আক্রমণ করতে মানা করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে ‘চরম মাত্রার হয়রানি এবং ব্যক্তিগত আঘাত চেষ্টা’র অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিডিনিউজি২৪


64
Tether is set to go live on Polkadot following a launch on the network’s cousin, Kusama.

The aim is for USDT (-0.17%) to be the first-ever stablecoin on the Polkadot network, according to an announcement Tuesday.
Polkadot is a network that supports various interconnected blockchains called parachains. It is set to go fully live later this year.
Polkadot’s DOT token is currently the fourth-largest cryptocurrency by market cap, according to CoinGecko.
Kusama launched in 2019 as a pre-production environment to Polkadot, known as a “canary network.”
Tether is the world’s largest stablecoin with a market capitalization of over $40 billion.
It recently launched on its eighth blockchain, Solana. Source of info

65
State Street-owned FX platform Currenex will provide its infrastructure for the Pure Digital cryptocurrency exchange.
State Street, the second-oldest operating bank in the United States, is moving into the cryptocurrency industry by agreeing to provide its technology for a new crypto trading platform.

Currenex, a forex technology provider owned by State Street, has entered into an agreement with crypto firm Puremarkets to provide its trading infrastructure and tech for the new crypto trading platform Pure Digital. Announcing the news Thursday, Pure Digital said that it will also collaborate with State Street to further explore the digital currency trading industry.

According to the announcement, Pure Digital will be a fully automated over-the-counter market for digital assets and cryptocurrencies with physical delivery and bank custody. Scheduled for launch in mid-2021, the new platform will reportedly allow institutional investors to trade using bilateral credit and multiple custody solutions. “Trading participants will be free to leverage their preferred digital asset custody solutions and manage risk through a smart custody routing mechanism,” the announcement notes. Source Link

66
আজকে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ২০ ডলারের মত গ্যাস ফি দিলাম, ১২০ জিউয়ি। ট্রানজেকশন করার আগে ইস্টিমেশন টাইম দেখালো মাত্র ৫-৬ মিনিট। ২ ঘন্টা হয়ে গেছে এখনো ট্রানজেকশন কম্পিলিট হয়নি। এভাবে এত গ্যাস ফি দিয়ে তাও যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাহলে কেমনটা লাগে। ফি দিব আবার এত টাইম লাগলে। আসলে ইথারিয়াম নেটওয়ার্ক এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। হার্ড ফোর্ক না হওয়া পর্যন্ত গ্যাস ফি কমতেছে না। মানুষ এখন ইথারিয়াম নেটওয়ার্ক বাদ দিয়ে বিকল্প হিসেবে বিএসসি ব্যবহার শুরু করেছে। আমাদের বাউন্টি টোকেনের জন্য সুযোগ থাকলে আমরাও তাই করতাম।

67
যেভাবে মাসে ৫০০ টাকা থেকে আজকের বিশ্বের এক নাম্বার ধনী হলেন ইলন মাস্ক । ইলন মাস্কের জীবনীর উপরে একটি সুন্দর ভিডিও। বহু প্রতিষ্ঠানের মালিক তিনি। সফল উদ্যোক্তা তিনি।
এটি সবার উপকারে আসবে, উৎসাহ পাবেন, হতাশার মাঝে আশার আলো দেখতে উৎসাহিত হবেন।


68
ক্রিপ্টোকারেন্সির বাজার এখন দুই ট্রিলিয়ন ডলারের। সোমবার (৫ এপ্রিল) দ্বিতীয় শক্তিশালী ডিজিটাল মুদ্রা ইথারের দর বাড়ায় ক্রিপ্টোকারেন্সির বৈশ্বিক মূল্য প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত দুই মাসে ক্রিপ্টোকারেন্সির বাজার বাড়তির দিকে। এ সময় ডিজিটাল মুদ্রার বাজারের আকার দ্বিগুণ হয়েছে। খবর সিএনবিসি।

বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্যের দ্রুত উল্লম্ফনের ফলে সামগ্রিক ডিজিটাল মুদ্রার বাজারের আকার বেড়েছে। ক্রিপ্টোকারেন্সির বাজারের ৫০ শতাংশই বিটকয়েনের দখলে। বিটকয়েনের উল্লম্ফনে অন্যান্য ক্রিপ্টোকারেন্সিরও মূল্য বাড়তির দিকে। গত মাসে বিটকয়েনের মূল্য বৃদ্ধির রেকর্ড গড়ে ৬১ হাজার ডলার পর্যন্ত পৌঁছায়। ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার ওয়েবসাইট কয়েনডেস্কের তথ্য অনুসারে মঙ্গলবার এ ডিজিটাল মুদ্রা ৫৮ হাজার ডলারে বেচাকেনা হয়।

তবে বিটকয়েনের মূল্য বৃদ্ধির পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল মুদ্রা ইথারের মূল্যও বাড়তির দিকে। মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ইথারের মূল্য সর্বকালের রেকর্ড ২,১৫১.২৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পায়। সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সির বাজারের আকার দুই ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। সোর্স লিংক

69
অনলাইন মার্চেন্টদের অর্থ পরিশোধ করার ক্ষেত্রে এখন থেকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা যাবে বলে ঘোষণা দিয়েছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল। তবে এ সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই পেয়ে থাকবেন বলেও জানানো হয়।  খবর রয়টার্স।

কোম্পানিটি জানায়, যেসব ব্যবহারকারী তাদের পেপাল ওয়ালেটে বিটকয়েন, বিটকয়েন ক্যাশ ও লাইটকয়েন সংযুক্ত করেছেন, তারা এগুলোকে প্রচলিত মুদ্রায় পরিবর্তন করে কেনাকাটার অর্থ পরিশোধ করতে পারবেন।  সামনের মাসগুলোতে পেপালে সংযুক্ত ২ কোটি ৯০ লাখ মার্চেন্ট এ সেবার আওতাভুক্ত হবেন বলেও জানায় কোম্পানিটি।

পেপালের প্রেসিডেন্ট ও সিইও ড্যান শুলম্যান বলেন,  প্রথমবারের মতো আপনি আপনার পেপাল ওয়ালেটে সংযুক্ত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মতো আপনার ক্রিপ্টোকারেন্সিও নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাবেন।

কিছুদিন আগে ইলেকট্রনিক কার জায়ান্ট টেসলা তাদের গাড়ি বিটকয়েনের মাধ্যমে ক্রয় করা যাবে বলে ঘোষণা দিয়েছিল। পেপাল জানায়, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনে পেপাল ব্যবহারকারীদের থেকে কোনো ধরনের অতিরিক্ত চার্জ কাটবে না। বণিক বার্তা

70
অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |


71
A New Jersey man pleaded guilty in federal court to running the defunct crypto exchange “Destination Bitcoin” without proper licensure.

William Green, 53, told a federal judge he illegally converted clients’ cash into crypto between August 2017 and February 2019. He pleaded guilty Monday to running an unlicensed money-transmitting business.

The guilty plea wraps up an Internal Revenue Service (IRS) investigation into Green’s crypto business that began in December 2018 and led to a criminal indictment eight months later. Agents brokered an undercover deal with Green that ultimately led to his arrest.
Department of Justice officials did not say how much bitcoin Green bought for his clients, nor did they specify how much he made in fees amassed through the endeavor. Federal law requires money-transmitting businesses to acquire the appropriate licenses.

Source

72
Owner Vivek Ranadivé announced the plan Monday on Clubhouse. The NBA franchise has long been one of the most crypto-forward teams in professional sports.
The Sacramento Kings are set to become the first major sports franchise to offer a bitcoin payment option to all players and staff, team chairman Vivek Ranadivé said on Clubhouse on Monday.

CoinDesk confirmed with a fellow speaker on the Clubhouse program, which was hosted by Tim Draper, that Ranadivé had previewed his announcement scheduled for later this week. News of the announcement first circulated on Twitter.

The move would strengthen the Kings’ longstanding claim to being one of the most crypto-forward teams in professional sports. The California NBA team began selling everything from tickets to hot dogs for bitcoin in 2014 and in 2019 launched rewards token for fans.  Source Link

73
আজ সোমবার হতে সারা দেশে ৭দিনের লকডাউন শুরু। দেশে করোনার প্রকোপ যেভাবে বাড়া শুরু হয়েছে, প্রতিদিন এখন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সরকারও লকডাউন দেওয়া ছাড়া নিরুপায়। তাই সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, বিনা প্রয়োজনীয় চায়ের দোকানে, মহল্লায় আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই সচেতন হউন। নিজে বিপদ থেকে রক্ষার জন্য চেষ্টা করুন, অন্যকেও নিরাপদ রাখার ক্ষেত্রে সহযোগীতা করুন।

75
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 61
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod