follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - kulkhan

Pages: 1 ... 89 90 [91] 92 93 ... 101
1351
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে।  এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।

এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
আপনি ঠিকই বলেছেন নতুনরা অনেক কিছু শিখে এখানে আসে না। তারা সকল নিয়ম কানুন জানেনা। ফলে তারা অনেক সময় উল্টা পাল্টা পোস্ট বা কমেন্ট করে থাকে। তাদের জন্য আপনার এই দিকনির্দেশনা মূলক পোস্ট অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

1352
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা  কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের?  বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আসলে আমরা সবাই কেন জানি কারমা দিতে কুন্ঠা বোধ করছি। আসলে কারমা দিতে কুন্ঠা বোধ করা ঠিক না। যারা ভালো এবং তথ্য ভিত্তিক পোস্ট করছে এবং ভালো কিছু লিখছে তাদের কারমা দেওয়া উচিৎ। ভালো লেখায় কারমা দিলে তারা আরে ভালো কিছু লিখতে উৎসাহিত হবে।

1353
বিটকয়েন বর্তমান সময়ে 17 হাজার ডলার ক্রোস করেছে। 2020 সালে বিটকয়েন 20 হাজার ডলারে পৌঁছাতে পারে । বিটকয়েনের দাম যত বৃদ্ধি পাবে ক্রিপ্টোকারেন্সি দের জন্য তো মঙ্গল।
হ্যা ভাই আপনি ঠিকই বলেছেন। বিটকয়েনের দাম ১৭০০০$ এ পৌঁছেছে। আর এটার মূল্য যত বৃদ্ধি পাবে ততই অন্য টোকেন বা কয়েন গুলোর মূল্য বৃদ্ধি পাবে। আর এটা আমরা যারা বাউন্টি হান্টার বা ট্রেডার তাদের জন্য এটা মঙ্গল।

1354
আমি মনেকরি বিটকয়েন সকল রেকর্ড ভেঙে ২৫০০০$ এ যেতে পারে। এখনি ১৭০০০$ এ প্রবেশ করেছে ইতিমধ্যে। এর যে গতি তাতে করে ২০২০ সালের মধ্যেই ২৫০০০$ এ যেতে পারে। আপনাদের মতামত কী?

1355
আমি আপনার সাথে পুরো পুরি একমত। সম্প্রতি সময়ে লক্ষ করছি খুব বেশি পরিমাণ গ্যাস ফী কাটছে বিশেষ করে erc-20 বেশি পরিমান কাটছে। এটা একটা করন হতে পরে টোকেন না দেওয়ার ক্ষেত্রে বলে আমি মনেকরি। তবে trust wallet trc-20 তে কম কাটতে দেখা যাচ্ছে।

1356
সম্প্রতি শুনতে পাচ্ছি ফোরামে নতুন নিয়ম করা হবে। যেখানে শুধুমাত্র পোষ্ট করলেই প্রমোশন আর হবে না। এটা কতটা যুক্তিযুক্ত হবে?  আমি মনেকরি আরো কিছুদিন সময় নেওয়া উচিৎ। ফোরাম আরো জনপ্রিয় হলে এটা করা উচিৎ, কারন আমাদের এই ফোরামটা আরো জনপ্রিয় করতে হলে নতুনদের পারিয়ে নিতে হবে। এখনি কঠিন নিয়ম করলে নতুনরা আগ্রহ হারাবে বলে আমি মনেকরি।  আমি মডারেটর সহ সিনিয়রদের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।
আপনি ঠিকই বলেছেন। যেখানে বিটকয়েনের মত জায়গায় 28 লক্ষাদিক ইউজার আর আমাদের এখানে মাত্র 1 লক্ষ পার হয়নি সেক্ষেত্রে কিভাবে এটা সম্ভব। আমার মনে হয় এডমিনদের এখানে আর একটু ভাবার প্রয়োজন আছে। কারন এত কঠিন হলে অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দিবে। তাই এই ফোরামের প্রশাসনিক কাজে যারা দ্বায়িত্বে আছেন তাদের কে অবশ্যই বিষয় টি মাথায় রাখতে হবে।
ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েনটকের ইউজার এর তুলনায় আমাদের আলটকয়েনটক এর ইউজার অনেক কম আমরা এখনো ১ লক্ষ ইউজার বানাতে পারলামনা না। এখনি কঠিন নিয়ম করা  ঠিক হবেনা।

1357
এই নিয়ম দরকার আছে তবে ঠিক এই মুহূর্তে এটি বর্জনীয়। কারণ আমরা জানি যে এই ফোরাম তেমনটি পরিচিত নয়। যারা এখানে কাজ করছেন অনেকেই এই নিয়ম হলে আমার মনে হয় তারা হতাশ হয়ে কাজ ছেড়ে দিবেন। এখানে আরও কিছু ইউজার দরকার আছে আমি মনে কির ফোরাম টিকে একটি ভাল জায়গায় স্থান দিতে।
আমি আপনার সাথে পুরো পুরি একমত। এখনো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় হয়নি। যখন আমাদের এই ফোরাম আরো জনপ্রিয় হবে আরো সমৃদ্ধ হবে তখনি নেওয়া যাবে। এখন নিলে সেটার নেগেটিভ প্রভাব পড়বে।

1358
হ্যাঁ এই নিয়মটা করাই উত্তম কারণ যত তাড়াতাড়ি নিয়মটা করা হবে তত তাড়াতাড়ি স্পামার ধ্বংস হবে। কারণ সবাই শুধু আইডির রাঙ্ক বাড়ানোর জন্য পাগল হয়ে গেছে কোন কাজ না করে শুধু আজেবাজে পোস্ট করে রেঙ্ক বৃদ্ধি করে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেঙ্ক বাড়ানো বন্ধ করে দিক এই নিয়মটা করা অবশ্যই অবশ্যই জরুরি বলে মনে করি।
শুধু নিয়ম করে রেঙ্ক বন্ধ করে কাভ কি? কেউ যদি স্পার্মিং করে তার জন্য তো আলাদাভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ তো আছেই। আর আমি মনেকরি নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে কিন্তু সেটার সময় এখনো হয়নি।

1359
● Facebook Report ●
Week 2 (16/11/20 - 22/11/20)

Facebook Profile: https://www.facebook.com/tkulkhan90
Share Link #1: https://www.facebook.com/tkulkhan90/posts/2094385070691986
Share Link #2: https://www.facebook.com/tkulkhan90/posts/2094384910692002
Share Link #3: https://www.facebook.com/tkulkhan90/posts/2095358480594645
Share Link #4: https://www.facebook.com/tkulkhan90/posts/2095358077261352
Share Link #5: https://www.facebook.com/tkulkhan90/posts/2097198407077319
Share Link #6: https://www.facebook.com/tkulkhan90/posts/2097198290410664
Share Link #7: https://www.facebook.com/tkulkhan90/posts/2098062106990949
Share Link #8: https://www.facebook.com/tkulkhan90/posts/2098061510324342
Share Link #9: https://www.facebook.com/tkulkhan90/posts/2099106476886512
Share Link #10: https://www.facebook.com/tkulkhan90/posts/2099105800219913

Custom Post #1: https://www.facebook.com/tkulkhan90/posts/2099105520219941
Custom Post #2: https://www.facebook.com/tkulkhan90/posts/2099927473471079

--------------------------------------------------------------------------------------


● Twitter Report ●
Week 2 (16/11/20 - 22/11/20)

Twitter Profile: https://twitter.com/torikulkhan08   
Retweet Link #1: https://twitter.com/torikulkhan08/status/1328378227253932032?s=20
Retweet Link #2: https://twitter.com/torikulkhan08/status/1328378198757785603?s=20
Retweet Link #3: https://twitter.com/torikulkhan08/status/1328730107125526528?s=20
Retweet Link #4: https://twitter.com/torikulkhan08/status/1328730322595287042?s=20
Retweet Link #5: https://twitter.com/torikulkhan08/status/1329461234123624449?s=20
Retweet Link #6: https://twitter.com/torikulkhan08/status/1329461199759663107?s=20
Retweet Link #7: https://twitter.com/torikulkhan08/status/1329810000689070082?s=20
Retweet Link #8: https://twitter.com/torikulkhan08/status/1329809960209764352?s=20
Retweet Link #9: https://twitter.com/torikulkhan08/status/1330210882060767232?s=20
Retweet Link #10: https://twitter.com/torikulkhan08/status/1330210815119659017?s=20

Tweet  Link#1: https://twitter.com/torikulkhan08/status/1330210738879787015?s=20
Tweet  Link#2: https://twitter.com/torikulkhan08/status/1330544643029786625?s=20

1360
সম্প্রতি শুনতে পাচ্ছি ফোরামে নতুন নিয়ম করা হবে। যেখানে শুধুমাত্র পোষ্ট করলেই প্রমোশন আর হবে না। এটা কতটা যুক্তিযুক্ত হবে?  আমি মনেকরি আরো কিছুদিন সময় নেওয়া উচিৎ। ফোরাম আরো জনপ্রিয় হলে এটা করা উচিৎ, কারন আমাদের এই ফোরামটা আরো জনপ্রিয় করতে হলে নতুনদের পারিয়ে নিতে হবে। এখনি কঠিন নিয়ম করলে নতুনরা আগ্রহ হারাবে বলে আমি মনেকরি।  আমি মডারেটর সহ সিনিয়রদের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।
হ্যাঁ ভাই ঠিক বলছেন আল্টকয়েন তো আর বিটকয়েন এর মতো এতো জনপ্রিয় না আর আমার মনেও হয় এখানে সব মিলেয়ে মেম্বার হবে ৮০ হাজার আর বিটকয়েনে প্রায় ৩লাখ তাই আমারও মনে  হয় আখন নিয়ম টা করা ঠিক হবে না তা হলে ছোটমেম্বার দের আগ্রহ কুমে যাবে এ নিয়ে সিনিয়র মেম্বারদের মতামত করলে মনে হয় ভালো হয়           
ভাই আপনি ঠিকই বলেছেন। আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। আশাকরি এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুন্দর সুন্দর মতামত ভবিষ্যতে আরো প্রদানে উৎসাহিত হবেন।

1361
আমি মনে করি ইথারের দাম কমার বিশেষ কোন কারণ নেই। দাম বাড়বে দাম কমবে এটাই ক্রিপ্টোকারেন্সির ধর্ম। আর এটা সাময়িক আশাকরি এটা দ্রুত ইউটারন করবে।

1362
আমি সকল লিজেন্ডারী মেম্বারদের অভিনন্দন জানাই। আর এই তথ্য গুলি আমাদের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশাকরি এই তালিকা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

1363
আমি অনেক গুলো হাইপ সাইডে কাজ করেছি। এবং অনেক লচ করেছি। আমি মনেকরি এখানে কাজ না করাই ভালো। আমরা যখন ১/২ টা পেমেন্ট উঠাতে পেরেছি তখন মনেকরছি এটা মনেহয় খুব ভাল তখন আমরা আরে বেশি বিনিয়োগ করেছি এবং সর্বশ্বো হারিয়েছি। তাই আমি মনেকরি এখানে বিনিয়োগ না করাই ভালো।

1364
বাংলা (Bengali) / Re: ব্রেকিং নিউজ
« on: November 16, 2020, 02:16:44 PM »
এটা আমাদের সবার জন্য বিশেষ করে আমরা যারা DIA বাউন্টি করেছি বা যারা এটা হোল্ড করেছি তাদের জন্য। এটা এমনিতেই মোটামুটি ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আশাকরি এই ঘোষণার মাধ্যমে DIA আরো ভালো অবস্থানে যাবে।

1365
বাংলা (Bengali) / Re: Feedback এর কাজ কি?
« on: November 16, 2020, 02:12:50 PM »
আমাদের সকলের প্রোফাইলেই Feedback নামে একটা অপশন রয়েছে, কিন্তু এর কোন ব্যবহার বা অন্য কোনো কিছু আমার জানা নেই।
*Positive Feedback
*Neutral Feedback
*Negative Feedback
এই গুলোর মুলত    কাজ কি?
আর এগুলো কখন count করা হয়?

সিনিয়র ভাইদের কাছে থেকে মতামত আশা করছি।         

বিটকয়েনটকে যদি আপনার একাউন্ট থাকে তাহলে দেখবেন কারো নামের পাশে ট্রাস্ট এ শো করে গ্রিন কালারে। যতজন Positive Feedback দেয় সে সংখ্যা শো করে।
Negative Feedback দিলে যাকে বলি রেড ট্রাস্ট। সেটাও ট্রাস্টে দেখা যায়। আর রেড ট্রাস্ট খেলে তো আইডিই ভেল্যুলেস হয়।
Neutral Feedback এটা পজিটিভও না আবার নেগেটিভও না এমন ফিডব্যাক।এটার কারণে আইডিতে কোন প্রভাব পড়েনা।

অলটকয়েনটক ফোরামে নেগেটিভ ফিডব্যাক দেখা যায়না তেমন তবে ভবিষ্যতে চিটিং বাড়তে দেখা যেতে পারে। পজিটিভ ফিডব্যাক দেখা যায় এটা বিটকয়েনটকের মত গ্রিন কালারে শো করে। Neutral Feedback টা  এই ফোরামে এখনও দেখিনি।

সতর্কতাঃ এই ফোরামে নেগেটিভ ফিডব্যাক আপাতত তেমন না দেখলেও নেগেটিভ কারমা দেখা যায় যেটা ও নেগেটিভ ফিডব্যাকের চেযে কম নয়। তাই নেগেটিভ কারমা যাতে কেউ না খান সে বিষয়ে সতর্ক থাকবেন।
ভাই আমি আপনার সাথে পুরো পুরি একমত। আর আপনি সব বিষয়গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই সবাই ফোরামের নিয়ম কানুন মেনে চলব। এবং সবাই সবাইকে সহযোগিতা করব। কেউই আমরা যেন - ফিটব্যক না পাই সে বিষয়ে সবাই সতর্ক থাকব।

Pages: 1 ... 89 90 [91] 92 93 ... 101
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod