follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - kulkhan

Pages: 1 ... 91 92 [93] 94 95 ... 101
1381
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareauxএটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirlএটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310 এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।  Emerphesis এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানতাম না যে আমাদের পূর্বসুরী কারা। জানতে পেরে খুব ভাল লাগল। আমি আশাকরি ভবিষ্যতে ফোরামের আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে জানতে পারব।

1382
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
আমি আপনার সাথে একমত ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে মুভ করবে বলা মুশকিল। কিন্তু এখন সব কারেন্সির দাম বাড়তেছে এ জন্য বলতে পারি ইথারের দাম ও বাড়বে। এবং ইথারের মূল্য ১০০০$ এ যেতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়।

1383
আমার মনে হয় আমেরিকার নির্বাচন বিটকয়েনের ওপর কোনো প্রভাব ফেলবে না। করণা ভাইরাসের কারণে সারা বিশ্বের সকল মার্কেট এবং সকল মিল ফেক্টরী সবকিছুই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই মহামারী করোনাভাইরাস যেহেতুবিটকয়েনের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি আমার বিশ্বাস আমেরিকার নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
হ্যা ঠিক কিন্তু ট্রাম্প কোনো নেগেটিভ বক্তব্য দিলে বিটকয়েনে উপর সামান্য হলেও প্রভাব পরে। তাই আমার মনে হলো যে নির্বাচনে জন্যও বিটকয়েনের পাম্প হতে পারে।
আমি আপনার সাথে পুরো পুরি একমত, আমেরিকার নির্বাচন এর প্রভাব আছে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে। আমরা অনেক সময় লক্ষ্য করেছি ট্রাম্প ভাষন দিলে বিভিন্ন মার্কেট যেমন ফরেক্স মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউন হয়, কারন সে এই ক্রিপ্টোকারেন্সির ঘোর বিরোধী, যেহেতু সে পরাজিত হয়েছে তাই বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।

1384
আমি গত দুই দিন আগে BNB কয়েন 31$ করে কিনেছি। কিন্তু এখন বর্তমান দাম 26$. সত্যি আমি খুব হতাশ। এই মাসে যে কয়টি বিনিয়োগ করেছি, সবগুলোতে ক্ষতির সম্ভাবনা বেশি। এভাবে চলতে থাকলে আমি বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আপনি কি মনে করেন BNB সম্পর্কে।
ভাই আপনি ঠিকই বলেছেন, BNB এর দাম কিছুটা কমেছে। কিন্তু আমি মনেকরি এটার মূল্য বৃদ্ধি পাবে, এটা থেকে ক্ষতির সম্ভাবনা কম, কারন BNB  অনেক স্টাবল কয়েন,যেহেতু এখন মার্কেট উদ্ধমুখি তাই এর দাম থেমে থাকবে না।

1385
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
আপনি ঠিকই বলেছেন আমরা বাংলা লিখতে গিয়ে অনেক ভুল করে থাকি। বাংলা লেখা তুলনামূলক ভাবে ইংরেজির থেকে বেশি কঠিন। এ জন্য আমরা বাংলা লেখার জন্য বিভিন্ন কিবোর্ড ব্যবহার করতে পারি যেমন অভ্র কিবোর্ড, রিদমিক কিবোর্ড ইত্যাদি এগুলো ব্যবহার করলে বাংলা লিখতে অনেক সহজ হয়। আর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

1386
বর্তমানে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম দেখেন, তাহলে দেখতে পারবেন বেশিরভাগই ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে bitcoin, ethereum , Litecoin ,BNB এগুলোর দাম গত কয়েক দিনের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। তবে এগুলো বৃদ্ধির সাথে সাথে কিছু‌ টোকেন এর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তবে আমি গতকালকে আমার binance এবং Kucoin এক্সচেঞ্জ একাউন্টে ভিজিট করে দেখতে পেয়েছি, যে কয়েন গুলো আমি কিনে রেখেছিলাম সেগুলোর দাম এখনো বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই বিষয়টি সব বিনিয়োগকারীদের জন্য সুখবর। যারা ইতোমধ্যেই বিষয়টি সম্পর্কে অবগত ও বিনিয়োগ করেছেন, তারা টোকেন এর দাম কিছুটা বৃদ্ধি পেলে, কিছুটা লাভ হলে বিক্রি করে দিবেন। আপনার মতামত কি?
হ্যা ভাই আপনি ঠিকই বলেছেন বেশির ভাগ কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের সবার জন্য অনেক ভালো সংবাদ। কারন এর সাথে প্রায় সব টোকনের ও দাম বাড়তেছে। আমরা যারা বিভিন্ন টোকেন হোল্ড করেছি তারা ইতোমধ্যে প্রফিট পেতে শুরু করেছি। আশাকরি আরো প্রফিট করতে পারব এখান থেকে।

1387
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম কিছু বলা অসম্ভব। তবে মার্কেটে এখন উন্নতির দিকে। ইথেরিয়াম এর দাম এখন অনেকটা কম হলেও। ভবিষ্যতে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম এর দাম বর্তমান সাড়ে চারশ ডলার এ অবস্থান করছে। এর দাম বাড়তে একটু সময় লাগতে পারে। তবে আশা করা যাচ্ছে 2021 সালের মধ্যে এর দাম 1000 ডলার স্পর্শ করতে পারে।
ভাই আমি আপনার সাথে পুরো পুরি একমত। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগাম কিছু বলাটা মুশকিল। কারন এটা কখন কোন দিকে মুভ করবে বলা যায় না। তবে ২০১৭-১৮ তে আমরা দেখেছি ইথারের মূল্য ১০০০$ এ যেতে। এবং আমি আপনার সাথে একমত যে এটা ২০২১ সাল নাগাদ আবার ১০০০$ এ যেতে পারে।

1388
আমি রাত বারোটার দিকে খবর পেয়েছি বাইডেন নির্বাচনে জয়লাভ করেছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি এর সাপোর্ট করত না। তবে বাইডেন ভবিষ্যতে করবে কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে। তবে অনেক ইউজারগন বলাবলি করছে বাইডেন ক্রিপ্টোকারেন্সি এর সাপোর্টার ও ভালো একজন বিনিয়োগকারী। এ বিষয়ে‌ আপনাদের মতামত প্রকাশ করবেন?
জী ভাই আপনি ঠিকই শুনেছেন জো বাইডেন নির্বাচিত হয়েছে। ট্রাম্প যুগের অবসান হল। এটা আমাদের সবার জন্য সুসংবাদ, কারন ট্রাম্প ক্রিপ্টোর উপর খুবি কঠোর ছিল। আর জো বাইডেন পজিটিভ আছে শুনেছি। যার প্রমাণ ও কিছুটা লক্ষ্য করা গেছে জো বাইডেন ভোটে এগিয়ে থাকা দেখে, জো বাইডেন এগিয়ে থাকাতে মার্কেটে বেশ পজিটিভ প্রভাব লক্ষ্য করা গেছে কয়েন মার্কেটে এবং ফরেক্স মার্কেটে। অন্য কারেন্সির বিপরীতে ডলারের চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। তই আমি মনেকরি জো বাইডেন এটা উপলব্ধি করবে, এবং তার জয়টা ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ হবে। বাকিটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

1389
তিন বছর পরিপূর্ণ হয়েছে আমাদের এই ফোরামের বয়স। ধীরে ধীরে আমাদের এই ফোরাম প্রানবন্ত হয়ে উঠছে। এখান থেকে ৭/৮ মাস পূর্বেও এই ফোরাম এত প্রান চঞ্চল ছিল না। আস্তে আস্তে আমাদের ফোরাম যৌবনে পদার্পণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের ফোরামের বয়স এবং সদস্য সংখ্যা জানতে পেরে খুশি হলাম। আমি আপনার সাথে একমত আমাদের ফোরামে সদস্য সংখ্যা বাড়াতে হবে। যত সদস্য বাড়বে ততই এর জনপ্রিয়তা বাড়বে। আর যেহেতু এখনো আমাদের ফোরামের সদস্য সংখ্যা ১ লক্ষ এর কম তাই এটা বৃদ্ধির জন্য রেফার ট্যকনিক এপ্লাই করা যায়। আমরা প্রত্যেকে যদি ৪/৫ জন করে রেফার করও তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের ফোরামের জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পাবে। আপনাকে আবারও ধন্যবাদ এই প্রয়োজনীয় তথ্য শেয়ার করার জন্য।

1390
Ethereum Forum / Re: The trend of Eth
« on: November 09, 2020, 06:18:42 AM »
Ethereum is still on uptrend although nearly 5% fluctuates regular interval but i think this is normal process. If this trend continues or stables for few days, we can see $420 for its next point. If BTC remains Bullish trend, Ethereum price will be stable at $370-$410.
Yes Ethereum is still on uptrend now Ethereum price is 440$. It Gradually increasing. I think it will go next 620$ point within 1/2 weeks. Bitcoin will hit 18000$ point and Ethereum will hit 620$ point hitbi think that. But Cryptocurrency prediction is very tuff. So we have to wait for it, what happening .

1391
এই ফোরামে একসময় লিজেন্ডারী মেম্বার খুঁজে পাওয়া যেতনা তেমন বিশেষ করে যখন আমি ফোরামে এসেছিলাম তখন মাত্র ৪-৫ জন ছিলো। আমাদের বাংলাদেশী কোন ভাই ছিলেন না। মডারেটর গোকু ভাই ছিলেন তখন হিরো মেম্বার। এরপর আমি সর্বপ্রথম বাংলাদেশেী হিসেবে আপনাদের সহযোগীতায় লিজেন্ডারী মেম্বার হলাম। বর্তমানে লিজেন্ডারী মেম্বার কত জন হয়েছেন এবং কতজন অপেক্ষমান আছেন তাদের একটি তালিকা দিলাম। নতুনদের জন্য অপেক্ষায় রইলাম।

১. Malam90
২. Nostoman
৩. Coin63@
৪. Altcoin1998$

আরো যারা অপেক্ষায় আছেন হিরো মেম্বার থেকে লিজেন্ডারী মেম্বার হওয়ার জন্য তাদের তালিকা। আপনাদের জন্য অপেক্ষা করছি আগামী কয়েকমাসের মধ্যে আরো লিজেন্ডারী পাব আনপাদের মধ্য থেকে।
১. Paglamon
২. Rakin
৩. Ranaprime
৪. ALEX FARID
৫. highnayem34
৬. Fawpac2

এছাড়া babu10 এবং Rafiq দুজনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হিরো মেম্বার হতে যাচ্ছেন।

অন্যরাও মান সম্মত পোস্ট করবেন, ফোরামকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা করি।
মহাজ্ঞানী মহাজন যে পথ করে গমন সেই পথ লক্ষ্য করে শিয় কৃত্বী ধজ্বা ধরে আমরাও হব বরনীয়। আজ খুশিতে আমার মনটা ভরে গেল কৃত্তিমান দের দেখে। এই মাঝিরা আমাদের ফোরাম নামের নৌকা টাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই অবদানের কথা আমরা কখনো ভূলব না। আপনাদের সাথে আজ নতুন ভাবে পরিচিত হতে পেরে নিজের মধ্যে একধরনের শক্তি সঞ্চর হল। আপনাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আশাকরি নব উদ্যমে আরো অনেক দূর এগিয়ে যেতে পারব এবং ফোরামের পথ চলাতে ছায়া হিসেবে আপনাদেরকে পাব।

1392
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।

1393
বর্তমানে ইথেরিয়াম এর দাম এমন একটি পর্যায়ে রয়েছে যেটি 440-465 ডলার এর মাঝামাঝি। 500 ডলার হলে হয়তো মার্কেটার একটু উপরের দিকে যেতে চাইবে। কিন্তু সেই 500 ডলার হচ্ছে না। হয়তো 1000 ডলার হবে কিন্তু একটু সময় লাগতে পারে। তবে মার্কেট এর পরিস্থিতি কিন্তু অনেক ভালো।
মার্কেট সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন,  কখন কোন দিকে মুভ করে বলা যায় না। কিন্তু যেহেতু এখন ধীরে ধীরে বাড়ছে এর দাম সেহেতু সহজে এর মূল্য ফলট করবে বলে মনে হয় না। যদি হটাৎ করে ১ দিনেই বেড়ে যেত তাহলে তখন স্টাবল হত না, কিন্তু ধীরে ধীরে বাড়াতে এর মূল্য স্টাবল হবে বলে আমি মনেকরি।

1394
তারা প্রতিনিয়ত তাদের নেটওয়ার্ক সিস্টেম কে আপডেট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আগামী মাসে নেটওয়ার্ক 2.0 সিস্টেম চালু হবে সে জন্য দাম বাড়ছে । আশা করা যায় এই নিউজের কারনে দাম 1000 ডলারের কাছাকাছি পৌছাবে।
হা ভাই আপনি ঠিকই বলেছেন ইথার প্রতিনিয়ত তাদের নেটওয়ার্ক সিস্টেম কে আপগ্রেড করছে। সম্প্রতি তারা তাদের সিস্টেম কে ২.০ সিস্টেমে নিয়ে যাচ্ছে যেটা তাদের মূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে আমি মনেকরি।

1395
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন কিছু বলাটা ঠিক হবে না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেউ যদি ভবিষ্যদ্বাণী করে সেটা ভুল হবে। কিন্তু বর্তমানের ইথেরিয়াম এর অবস্থা দেখে বলা যাচ্ছে 2021 সালের মাঝামাঝি টাইমে 1000 ডলার ছাড়িয়ে যেতে পারে।
আসলে আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টো জগতে প্রিডিকশন করা খুব কঠিন। কখন কি হয়ে যায় বলা মুশকিল। তব টেকনিক্যাল এনালাইসিস এ বলে এটার মূল্য এখন বৃদ্ধি পেতে পারে। এবং ২০২১ সালের শুরুর দিকে এটাতে বড়ো ধরনের পরিবর্তন আসতে পারে ।

Pages: 1 ... 91 92 [93] 94 95 ... 101
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod