follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Dilshan

Pages: 1 [2] 3 4 5
16
ভাইয়া অন্য সবার মত আমার মনে হচ্ছে ভার্চুয়াল জগতের সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা বিটকয়েন। কেননা এই কয়েন সকল কয়েনের রাজা আর বড় বড় বিনিয়োগকারীরাও এই কয়েনের ওপর বেশি বিনিয়োগ করছে। তবে ভার্চুয়াল জগতে ইথারিয়ামেরও অনেক ভালো অবস্থান রয়েছে। বিটকয়েনের পরেই এই কয়েনের অবস্থান। তাই আমি মনে করি ভার্চুয়াল জগতে এই দুটি কয়েনি বেশি ব্যবহৃত হয়।

17
এক মেম্বার একটা টপিক খুলে জানতে চেয়েছে লেখার ভিতরে লিংক প্রবেশ করাবেন কিভাবে।  অকানে কমেন্ট করেছি আবার সবার দেখার জন্য এখানে পোস্ট করলাম কেউ যদি বুজতে না পারেন তা হলে মেসেজ দিয়েন।   

প্রথমত আপনি [ url= ওয়েবসাইট লিংক ] আপনি যে নাম বা কোনো অক্ষর ব্যবহার করবেন[color][ /color][/url] এই খানে আপনি কালার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এটা একান্তই আপনার বেপার।  যদি আপনি কালার ব্যবহার করেন  তা হলে আমি নিচে ফরমেট করে দিছি ওই ভাবে করবেন। 
বোঝার জন্য আমি লিংক ভাবে বুজিয়ে দিচ্ছি।
Code: [Select]
[url=https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655][color=green]HALKPRO[/color][/url]HALKPRO

আশা করি কিছু হলেও বুজতে পেরেছেন সবাই যদি আর কিছু জানার থেকে বলবেন সবাই আমি উত্ত্র দেয়ার চেষ্টা করবো। কিন্তু আমি চাই সবাই একটু ভালো ব্যবহার করেন।  একে অন্যকে হেল্প করেন যাতে সবাই কিছু হলেও শিখতে পারে। আর ফোরামে কেউ কাউকে - কারমা দিবেন না যদি সে বেশি ভুল করে তখন সর্তক হওয়ার জন্য দিতে পারেন তাও আমার মতে না দেয়াটাই ভালো কারণ তখন তার মনবল হারিয়ে যায়।
আর সবাই কে একটা কথা বলা সবাই সবার জন্য কেও কিপ্টেমি করবেন না শেখার জন্য।     
ধন্যবাদ ভাই এরকম একটি হেল্পফুল পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সময় অনেক পোস্ট এর মধ্যে বিস্তারিত ভাবে বোঝানোর জন্য মাঝেমধ্যে লেখার মধ্যে লিংক প্রবেশ করানোর দরকার হয়। কিন্তু ক'জন আছে যে লেখার মধ্যে লিংক প্রবেশ করাতে পারে। এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। আমার মনে হয় সকল ইউজাররা আপনার পোস্ট পড়ে বুঝে গেছেন যে কিভাবে লেখার মধ্যে লিংক প্রবেশ করাতে হয়। তাই আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

18
Tha great news. এটা বাংলাদেশি ইউজারদের জন্য খুব খুশির সংবাদ। বাইনান্স যদি বাংলাটা কাকে সাপোর্ট করে তাহলে তো আমাদের কোনো সমস্যায় থাকতে পারে না।  বাইনান্স অনেক বড় এক্সচেঞ্জার হওয়া সত্ত্বেও বাংলা টাকাকে স্বীকৃতি দিয়েছে। তাই আমার মনে হয় বাংলাদেশ সরকারেরও খুব তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশের বৈধ করতে পারে। তাই এটা বাংলাদেশিদের জন্য খুবই আনন্দের খবর।

19
বিটকয়েন অবশ্যই মানুষকে রাতারাতি পরিবর্তন আনতে পারে। বিটকয়েনের দাম 2020 সালের শুরুর দিকে যতটা ছিল। এখন তারচেয়ে তিনগুণ বেড়ে গেছে। আর যারা ওই সময়ে এই বিটকয়েন হোল্ড করে রেখেছিল আমার মনে হয় তারা রাতারাতি কোটিপতি হয়েগেছেন। এভাবে চলতে থাকলে আমার মনে হয় মানুষ আর গরিব থাকবে না তারা রাতারাতি কোটিপতি হতে পারবে।

20
ভারত আমাদের প্রতিবেশী দেশ। আর এ দেশ অনেক আগে ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে বৈধ করেছিলো। তবুও বাংলাদেশ সরকার বাংলাদেশে এটা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে। আর আমার মনে হয় বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি কখনোই ইন্ডিয়ার উপর নির্ভর করে থাকে না। তাই আমার মনে হয় ভারত যদি ক্রিপ্টোকারেন্সি কে বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে এর বিশেষ কোনো প্রভাব পড়বে না।

21
ধন্যবাদ মডারেটর ভাই আপনাক। আসলে আমি এই ফোরামের একজন নতুন ইউজার। তাই D. T member কি এটা আমি জানতাম না। আর এদের কাজ কি সে সম্পর্কেও আমার ধারণা ছিলনা। তবে আপনার এই পোস্ট থেকে D. T member কি, এদের কাজ কি আর এদের তালিকাটাও জানতে পারলাম। আমি আশা করি এখন স্পামার স্পামিং করার আগে দশবার ভেবে নেবে ।         

22
আজকাল বেশ কিছু ইউজার রয়েছে যারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজেবাজে পোস্ট করে। যেটা অনেক সময় শিক্ষনীয় হয়না। এজন্য আমাদের মত নতুন ইউজাররা কিছু শিখতে পারে না। তাই সিনিয়র ভাইদের কাছে আমার অনুরোধ মানসম্মত পোস্ট করুন। যেন আমাদের মত নতুন ইউজাররা কিছু শিখতে পারে।

23
আসসালামু আলাইকুম। আমি সকল সিনিয়র বড় ভাইদের কাছে সাহায্য চাচ্ছি যে তিন মাস আগে টপিক আমি কিভাবে চিনবো। বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। এই বিষয়ে আমার জানার খুব ইচ্ছা। সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ যে আমাকে তিন মাসের আগের টপিক আমি কিভাবে চিনবো এই বিষয়টা জানিয়ে যাবেন।
ভাইয়া, আমি এই ফোরামের ছোট মেম্বার হওয়া সত্ত্বেও আগে সিনিয়র ভাইদের পোষ্ট পড়ে বুঝতে পেরেছি আমি তিন মাস আগের টপিক কিভাবে বুঝব। আর আপনি এই ফোরামের একজন ফুল মেম্বার। আপনার তো সবার আগে কথাটা বোঝার কথা। যাহোক এ ব্যাপারে কথা না বলে আমি সিনিয়র ভাইদের পোস্ট থেকে যা বুঝতে পেরেছি তা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 3 মাস আগের পোস্টে আমরা কমেন্ট করতে পারিনা। সেহেতু আমাদের তিন মাসের নিচে যে পোস্টগুলো রয়েছে সেই পোষ্টে আমাদের কমেন্ট করা উচিৎ। তাই অনেকের এ ব্যাপারে জানা থাকে না যে তিন মাস আগের পোষ্ট আমি কিভাবে চিনবো। আমি সিনিয়র ভাইদের পোস্ট থেকে যা বুঝতে পেরেছি তা থেকেই বলছি যে কোন কোন আগের পোস্টে আমরা কমেন্ট করতে যাব তখন অবশ্যই আমাদের লক্ষ্য করা উচিত পোষ্টের নিচে যে তারিখ রয়েছে সেই তারিখটা। তাহলে বুঝতে পেরে যাব যে এই পোস্ট টা কতদিন আগের। আশা করি বুঝতে পেরেছেন।

24
•> আপনাকে একটি বাউন্টি সিলেক্ট করতে হবে যে বাউন্টিতে আপনি জয়েন হতে চান
•> তারপর সুন্দর ভাবে জেনারেল রুলস গুলো পড়তে হবে। বাউন্টির নিয়মকানন সেখানে লেখা আছে।
•> তারপর POA পোস্ট করতে হবে এবং POA পোস্ট লিংকটি কপি করতে হবে
•> তারপর আপনি যে ক্যাম্পিং এ জয়েন হতে চান সেই ক্যাম্পিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে
•> রেজিষ্ট্রেশন ফ্রমে যে যে ডিটেইলস চায় সমস্ত ডিটেইলস  দিতে হবে। সব ডিটেইলস দেওয়ার পরে ভালো করে একবার চেক করে নিবেন।  যাতে কোথাও ভুল না হয়ে।
•> রেজিষ্ট্রেশন কমপ্লিল হয়ে গেলে।  নোটপ্যাড এ weekly রির্পোট সাজাতে হবে।
•> প্রত্যেক সপ্তাহ শেষে তাদের শর্তানুযারী কাজ করে thread এ বা report জমা দিতে হবে।

আমার মনে হচ্ছে আপনি Michael 173 ভাইয়ের পোস্টেটি কপি পেস্ট করেছেন। কেননা আমি লক্ষ্য করেছি যে Michael 173 ভাইয়ের পোস্টে যা উল্লেখ করা আছে তাই আপনার পোষ্টে লেখা আছে। তো এরকমটি অন্য কোন সময় আর করবেন না এটা এক ধরনের স্পামিং। স্পামিং করা থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত। আশা করি বুঝতে পেরেছেন।

25
 মাতৃভাষা বাংলা ফোরাম পেয়ে আমি অনেক আনন্দিত এবং অনেকটা খুশি। কারণ অনেক ভাষাতেই  ক্রিপ্টোকারেন্সি ফোরাম রয়েছে। কিন্তু বাঙালির জন্য খুবই কষ্টের বিষয় এটাই ছিল যখন আমরা কোন ধরনের বাংলা ফোরাম পায়নি। এখন আমি খুবই আনন্দিত যে এই বাংলা ফোরাম আমি পেয়েছি। এটা আমার মাতৃভাষা। আর কোন আছে বাঙালি যে মাতৃভাষাকে পছন্দ করেনা। আর তাই আমি মাতৃভাষা বাংলা ফোরাম পেয়ে অনেকটা আনন্দিত আর খুশি হয়েছি।

26
অনলাইনে আপনি যদি বিটকয়েন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই একটি বিটকয়েন ওয়ালেট লাগবে। এখন প্রশ্ন হলো বিটকয়েন ওয়ালেট কি?

সাধারণভাবে বলতে গেলে বিট কয়েন ওয়ালেট হলো আপনার একাউন্ট নাম্বার। ব্যাংকে টাকা লেনদেনের ক্ষেত্রে যেমন ব্যাংক একাউন্ট নাম্বারের প্রয়োজন হয়, বিটকয়েন ওয়ালেট ঠিক সেরূপ।

১। Sign Up Coinbase Account এ ক্লিক করুন। ( https://www.coinbase.com/ )
২। আপনার নাম, ই-মেইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে নিচের ফরমটি সঠিকভাবে পূরণ করুন।
৩। Captcha Verify করুন, অতঃপর I Agree এবং Sign Up এ ক্লিক ক্রুন।
৪। এবার আপনার ই-মেইল চেক করুন এবং ই-মেইল ভেরিফাই করুন।

হয়ে গেল আপনার বিট কয়েন একাউন্ট।

এখনো কিন্তু আপনার Wallet নাম্বার পান নি। Wallet নাম্বার পেতে কি করবেন?
১। Tools এ ক্লিক করুন।
২। Create New Address এ ক্লিক করুন।

এবার আপনাকে একটা নাম্বার দেওয়া হবে। সেটাই আপনার Wallet নাম্বার। নতুন নতুন ওয়েবসাইটের জন্য নতুন নতুন Wallet খুলতে হবে।
ধন্যবাদ ভাইয়া এরকম একটি গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য। আসলে আমি ফোরামের একজন নতুন ইউজার। তাই বিটকয়েন ওয়ালেট খোলার নিয়ম সম্পর্কে আমি কিছুই জানতাম না। তবে এবার আপনার পোষ্ট থেকে আমি বুঝতে পেরেছি কিভাবে বিটকয়েন ওয়ালেট খোলা যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

27
নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলবোঃ

*একাউন্ট করেই আজে বাজে কমেন্ট করবেন না। 
*আগে ঘন্টার পর ঘন্টা ফোরামে সময় দিন, বেশি বেশি পোস্ট পড়ুন।
*বিভিন্ন সেকশনের রুলস গুলো মনোযোগ সহকারে পড়ুন।
*অন্যান্য মেম্বাররা কিভাবে কমেন্ট করে সেটা ফলো করুন।
*কারো কোন লেখা কপি পেস্ট করবেন না, তাই গুগল থেকে হোক ফেসবুক থেকে হোক।
*কোন ধরনের চিটিং করবেন না।
*একাধিক আইডি খুলবেন না।
*দিনে মাত্র ১-২ টা করে কমেন্ট করুন সহজ যেটা আপনার কাছে মনে হয়। প্রশ্ন সেখানে করবেন না।
*কাউকে অযথা আক্রমনমূলক কমেন্ট করবেন না।
*পড়তে গিয়ে যে প্রশ্নটা আপনার মনে উকি দেয় সেটা গুগলে, ইউটিউবে সার্চ করুন।
*কয়েনমার্কেটক্যাপ, বিভিন্ন একেচেঞ্জ, ক্রিপ্টোনিউজ এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন।

ফলাফলঃ

*দেখবেন মাসখানেক ঘাটাঘাটি করলে আপনি কিছু প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবেন।
*তারপর আস্তে আস্তে কাজ শুরু করুন।
*একদিনেই বিশ্বজয় করার চিন্তা বাদ দিন।
* সফলতা আসবেই ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই, এরকম একটি হেল্পফুল পোস্ট করার জন্য। আমি এই ফোরামের নতুন ইউজার। তাই কি ভাবেন এই ফোরামে এসে উন্নতি করতে পারব এটা ভালো করে জানা ছিল না। তবে আপনার এই পোস্ট থেকে বুঝতে পারলাম। আমি আপনার কথা গুলো অনুসরণ করে চলব যাতে জীবনের সাফল্য অর্জন করতে পারি।

28
আমরা জানি বিটকয়েনের জনক সাতোষি নাকামুতো। তিনি ২০০৯ সালে বিটকয়েন আবিষ্কার করেন। তার নামানুসারে বিটকয়েনকে সাতোষিতে হিসাব করা হয়। আমরা জানি ১০ কোটি সাতোষিতে ১ বিটকয়েন হয়। তাহলে দেখি তালিকা অনুযায়ী


১ সাতোষি  = ০.০০০০০০০১ বিটিসি
২ সাতোসি  = ০.০০০০০০০২ বিটিসি
৫ সাতোষি  = ০.০০০০০০০৫ বিটিসি
১০ সাতোষি  = ০.০০০০০০১০ বিটিসি
১০০ সাতোষি  = ০.০০০০০১০০ বিটিসি
১০০০ সাতোষি  = ০.০০০০১০০০ বিটিসি
১০০০০ সাতোষি  = ০.০০০১০০০০ বিটিসি
১০০০০০ সাতোষি  = ০.০০১০০০০০ বিটিসি
১০০০০০০ সাতোষি  = ০.০১০০০০০০ বিটিসি
১০০০০০০০ সাতোষি  = ০.১০০০০০০০ বিটিসি
১০০০০০০০০ সাতোষি  = ১ বিটিসি
ধন্যবাদ ভাইয়া, এরকম একটি গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য। আসলে বিটকয়েন কিভাবে হিসাব করতে হয় সেটা আমি জানতাম না। তবে আপনার পোষ্ট থেকে আমিন স্পষ্ট ভাবে বুঝে গেছি কিভাবে বিটকয়েন সাতোষিতে হিসাব করতে হয়। আমার মনে হয় আপনার এই পোস্টটি সকলে অবশ্যই ফলো করবে।

29
নতুনদের / Re: নতুনদের জন্য
« on: May 03, 2021, 01:38:17 PM »
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমানে বেশ কিছু ইউজারদে দেখা যায় যারা বারবার একই পোস্ট করা শুরু করে বা কপি পেস্ট করে। এইসব ইউজাররা প্রথম অবস্থায় শুধু তাদের আইডির বয়সের জন্য অপেক্ষা করে থাকে। আইডির বয়স হলে এরা শুরু করে দেয় তার পাগলামী। বারবার একই পোস্ট করে যায়। কপি পেস্ট করে। যেগুলো স্প্যাম হিসেবে ধরে নেওয়া হয়। আর ক্রিপ্টোকারেন্সিতে স্পামিং করা অপরাধমূলক কাজ।আর এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে।   

30
আমার ১২ বাতারি এই একাউন্ট না নষ্ট করবো এক বারে ডিলেট করে দিতে চাই কেমনে করো বলেন কারো জানা থাকলে
ভাই আমি যতটুকু জানি, কোন অ্যাকাউন্ট ডিলিট করার কোন পারমিশন এই ফোরাম থেকে আপনাকে এবং আমাকে দেয়া হয়নি। তাই একাউন্ট ডিলিট করার কোন অপশন আমাদের কাছে নেই।  তাই আপনি এটা পারবেন না।
 আমার মনে হয় আপনার আগে ফোরামের রুলস গুলো ভালোভাবে জানা দরকার। আপনি বলেছেন আপনার এই অ্যাকাউন্ট ডিলিট করতে চান, তারমানে যাই হোক, এ বিষয়ে আপনি আমাদের সম্মানিত মডারেটর ভাইয়ের সাথে কথা বলতে পারেন।
আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত। কারণ আইডি ডিলিট করার জন্য আমাদের কোনো অপশন দেওয়া হয়নি। কারো যদি তার আইডি নষ্ট করার থাকে তাহলে সুযোগ্য মডারেটর ভাইদের যোগাযোগ করতে হবে তারাই সঠিক পথ দেখিয়ে দিবে।

Pages: 1 [2] 3 4 5
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod