follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - roksana.hee

Pages: 1 [2] 3
16
বাউনটি করতে যা যা লাগে তা আপনি পরিস্থিতির মধ্যে পড়লেই বুঝতে পারবেন। ইদানিং সময়ে বাউন্ডটি অনেক ক্যাটাগরি ভিত্তিক হয়ে থাকে তাই ফেসবুক টুইটার লিংকডিন অর্থাৎ সোশ্যাল মিডিয়া ছাড়াও সিগনেচার ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন, tiktok ক্যাম্পইন, কয়েন মার্কেট ক্যাপ, ও বর্তমানে আরো কিছু ক্যাম্পেইন রয়েছে যেগুলো আপনি সময়ের সাথে অভিজ্ঞ হলেই বুঝতে পারবেন। এর জন্য কোন নির্ধারিত বিষয়বস্তু বেধে দেওয়া যায় না বরং প্রয়োজন হলে আপনি নিজে নিজে শিখে যেতে পারবেন।

আপনার এই পোষ্টটি সত্যি অনেক মূল্যবান একটি পোস্ট। আসলে পরিস্থিতির মধ্যে পড়লেই মানুষ কাজ শিখতে পারে, এটা সত্য কথা। কিন্তু পরিস্থিতির মধ্যে পরেও অনেকে কাজ না শিখেই বাউন্টিতে ঝাঁপিয়ে পড়ে যার কারণে তারা বাউন্টিগুলো সঠিকভাবে করতে পারেনা এবং এর বিরূপ প্রভাব পড়ে অন্য কোন ব্যক্তির উপর। আপনি বেশ কিছু সোশ্যাল মিডিয়া বা সিগনেচার ক্যাম্পেইনের নাম উল্লেখ করেছেন এগুলা বর্তমান সময়ে জন্য ভালো একটি সিগনেচার ক্যাম্পেইন বা বাউন্টি প্ল্যাটফর্ম। আশা করি আপনার এই পোস্টটি নতুনদের জন্য ভালো হবে।

17
এখানে কি নতুন কোন বাউন্টি ক্যাম্পেইন আর যুক্ত হয়নি?

18
বর্তমানে Ordi এবং SOLANA দুটি কয়েন মার্কেটে একটি বৃহৎ অংশ জুড়ে জনপ্রিয়তা লাভ করছে। আপনার উপরের দুটি কয়েন এর মধ্যে কোনটিকে সেরা বলে মনে হয়? আমি ইদানিং এই দুটো কয়েনেই ট্রেডিং করছি এবং কয়েকদিন ধরে ভালই প্রফিট পাচ্ছি। এই দুটো কয়েন কি কোন এক সময় সিট কয়েনে পরিণত হওয়ার গ্যারান্টি আছে?

SOLANA ইনভেস্ট করা বা ট্রেডিং করা রিক্সমুক্ত মনে হয। Ordi বর্তমানে ভালো একটা মার্কেট দখল করে আছে কিন্তু Ordi সম্পর্কের তেমন বিশদ জানিনা। যদিও আর ডি সম্পর্কে আমি রিসার্চ করতেছি।

দ্য নিউইয়র্ক টাইমস এন্ড ফিনান্সিয়াল টাইমসের মতে SOLANA কে ইথারিয়াম এর অল্টারনেটিভ হিসেবে প্রকাশ করেছে। আর যেহেতু ইথারিয়ামের মার্কেট ক্যাপিটলাইজড অনেক বড়, বিটকয়েনের পরেই তার অবস্থান। তাই আমার মনে হয় সোলনা ট্রেডিং রিক্স মুক্ত।

অন্যদিকে, ফাস্ট হ্যাশিং ক্রিপ্টোকারেন্সি হিসেবে লাইটকয়েন ভালো অবস্থায় ছিল কিন্তু লাইট কয়েন এর বর্তমান মার্কেট ভ্যালু কতটা আছে। এটা কখনো ভালো হবে কিনা, যদিও এটা অনেক পুরাতন একটা ক্রিপ্টোকারেন্সি।

19
আল্টকয়েনটকের রেপুটেশন সিস্টেমটা আমার সত্যিই ভালো লেগেছে। কেউ যদি এখানে নিজের কাজ দিয়ে, নিজের পোস্ট দিয়ে, বিভিন্ন তথ্য শেয়ারিং এর মাধ্যমে, অন্য কারো উপকার করে থাকেন। তাহলে যে ব্যক্তি উপকৃত হচ্ছেন, সে একটা পজিটিভ ফিডব্যাক বা গ্রিন ফিডব্যাক যেটা দিচ্ছেন সেটা সত্যি নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ বা যে তথ্য শেয়ার করছেন তার জন্য এই নেটওয়ার্কে কাজ করা সৌভাগ্যের বিষয়। এই পজেটিভ ফিডব্যাক বা গ্রিন ফিডব্যাকের মাধ্যমে নিঃসন্দেহে তাকে বিশ্বাস করতে পারে এবং তার প্রতি আস্থা রেখে তার সাথে কাজ করতে পারে।

অন্যের থেকে পাওয়া সুনাম আপনার কাজের গতিকে আরও বেশি বাড়িয়ে দেয়। তাই সবার প্রতি অনুরোধ রইল, ভুল তথ্য বা খারাপ কোনো কার্যকলাপ এর মাধ্যমে কারো অনলের শিকার হবেন না মানে নেগেটিভ ফিডব্যাক এর শিকার হবেন না। তাহলে বিষয়টা এমন হবে যে, আপনার ক্যারিয়ার শুরু করার আগেই শেষ হয়ে যাবে।



এটা আমার নিজের জীবন দিয়েই পরীক্ষিত, অতীতের কিছু ভুল আমার জীবনকে অনেকটা বেদনাদায়ক করে তুলেছিল।

20
তবে এর মধ্যে যে কোম্পানি আগে মাইনিং করে বিটকয়েন নিতে পারবে সে বিটকয়েন এর মালিক হবে এবং আরেকজন এর মাইনিং ইনভ্যালিড হয়ে যাবে

ডাবল স্পেন্টিং এর বিষয়টা সত্যিই আমার ভালো লাগছে। যে একই খরচে দুইটা জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু একি সাথে বিষয়টা খারাপও লাগছে। একজনের সাথে তো তাহলে চিট করা হচ্ছে কারণ আপনি জানেন, যে মাইনিং প্রথমে করতে পারবে সে টাকাটা পাবে আর যে করতে পারবে না, সে পাবে না।

তাহলে এই বিষয়টা কিন্তু রীতিমতো একজনকে ঠকানো হলো। আমার কাছে এটা মনে হইছে। আপনারা জ্ঞানী মানুষ আপনারাই ভালো বুঝবেন, যে বিষয়টা আসলে কি! আমি এটুকু বুঝতে পারছি সেটা শেয়ার করলাম মাত্র। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

21
আমি ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত ২০১৬ সাল থেকে। বিটকয়েনের সাথে তখন থেকে আমি পরিচিত। কিন্তু বিটকয়েন সম্পর্কে খুব ভালো রিসার্চ তখন করা হয়নি। বন্ধুর পরামর্শে কিছু ডগিকয়েন স্টক করেছিলাম ২০১৮ সালে। আমার একটা ছোট্ট ভুলে আমি প্রায় দুই লাখ ডগিকরেন হারিয়ে ফেলেছি। আমি আমার রুমমেটের সাথে এই বিষয়টা শেয়ার করেছিলাম। আমার এই রুমমেট আমার অনুপস্থিতিতে আমার ল্যাপটপ থেকে কুকিসের মাধ্যমে পাসওয়ার্ড নিয়ে আমার সবগুলা কয়েন হ্যাক করে নেয়। তাই যারা নতুন আছেন তাদের প্রতি পরামর্শ হলো কারো সম্পদের তথ্য কাউকে বলবেন না প্লিজ। :) :) :)

22
Have you already got the video content creator?

If not then I can help you to build video content. Because I have a familiar who builds video professionally. If need then PM me here.

23
@yahoo62278 is an Honest Manager and he is dedicated to a helping hand to his participants.

24
Altcointalks Username: roksana.hee
Bech32 address: bc1q6f0w65xuyvxsgg9wncpv2ry3n2rw2kh40v99j7

25
Signature Campaigns / Re: Altcoinstalks Signature Campaign Observer
« on: January 16, 2024, 05:08:53 PM »
I hope this forum will be more helpful and useable than other bitcoin conversation groups from the past. Also, this forum will be the information house for crypto conversations. Best of luck Altcointalks and this thread. In the future, there will be publishing more and more signature campaigns. Keep it up in this forum.

26
আমি দেখেছি আরটিভিতে ব্লকচেইন নিয়ে খবর প্রকাশ করেছে এবং সরকার বৈধতা দেবে বলে বলেছে। কিন্তু এখন পর্যন্ত এর কাজ শুরু হয়েছে কিনা তা আর জানা নাই যদি আপডেট কোনো তথ্য জানা থাকে তাহলে প্লিজ পোস্ট দিয়ে জানাবেন।

গত ডিসেম্বরের ২৭ তারিখ, ২০২৩। আমি বাংলাদেশে আইসিটি টাওয়ারে গেছিলাম। আইসিটি প্রজেক্ট ডিরেক্টর হুমায়ুন কবুর স্যারের সাথে দেখা করতে।হুমায়ুন কবির স্যার বললেন, খুব তাড়াতাড়ি আইসিটি ডিপার্টমেন্ট থেকে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, যেখানে ব্লকচেইন প্রযুক্তিটা থাকবে। তার মানে বাংলাদেশ বুঝতে পেরেছে যে, ব্লকচেইন প্রযুক্তি একটা দেশের উন্নতিতে কতটা প্রভাব বিস্তার করে। যাই হোক, ক্রিপ্টোকারেন্সি যদি বাংলাদেশে বৈধতা লাভ করে তাইলে এটা বাংলাদেশের জন্য একটি বড় ধরনের আশীর্বাদ হয়ে থাকবে।

27
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এমন একটা খারাপ পর্যায়ে রয়েছে তা কখনো কেউ কল্পনাও করতে পারে নাই। হঠাৎ করেই মার্কেটের এরকম দর পতন হয়। মার্কেটের এমন অবস্থা হওয়ায় শত শত বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি লাভ লোকসান নিয়েই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। কোন সময় এখান থেকে কোটিপতি বানিয়ে দিবে, আবার কোন সময় এখান থেকে একবারে ক্ষতিগ্রস্ত বানিয়ে ফেলবে। এটা হল ধৈর্যের ব্যাপার, যে ধৈর্য ধরে টিকে থাকতে পেরেছে সেই অনেক লাভবান হচ্ছে। তাই মার্কেটের অবস্থা আবারও ভালো হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারো ব্যাপক পাম্প করবে।

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে আপনি ক্রিপ্টোকারেন্সিকে একটা লটারি মনে করতেছেন। ক্রিপ্টোকারেন্সি কোন লটারি না। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে রিসার্চ করার অনেক ব্যাপার থাকে। ক্রিপ্টোকারেন্সির আইকন তারা যারা ক্রিপ্টোকারেন্সির বড় বিনিয়োগকারী। ক্রিপ্টোকারেন্সি মার্কেট টেন্ড না বুঝে, না জেনে যদি ঝাপিয়ে পড়েন ক্ষতিগ্রস্ত হবেনই, এটাই স্বাভাবিক। ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভ্যালু গ্রিন সিগনাল, রেড সিগন্যাল সবগুলো জেনে-বুঝে রিসার্চ করে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে এই সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি করতে চান? তাহলে দেখা যাবে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না।

28
সন্ত্রাসবাদ বা জঙ্গি অর্থায়নেও ব্যবহৃত হচ্ছে বিটকয়েন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিটকয়েনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। এছাড়া অস্ত্র ও মাদকের বড় বড় চালানের পেমেন্টও করা হচ্ছে বিটকয়েনের মাধ্যমে। বাংলাদেশে জঙ্গি অর্থায়নেও বিটকয়েন ব্যবহৃত হচ্ছে। ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি টিম ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আউয়াল নেওয়াজ ওরফে সোহেল নেওয়াজ এবং ফজলে রাব্বী চৌধুরী নামে দুই জঙ্গিকে গ্রেফতার করেছিল। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এই সদস্যরা বিটকয়েনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছিল।

কাউন্টার টেরোরিজম কর্মকর্তারা বলছেন, গ্রেফতার হওয়া দুই জঙ্গি ২০১৪ সাল থেকে বিটকয়েনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আসছিল। আগে প্রথাগত পদ্ধতি বা হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে জঙ্গি অর্থায়নের জন্য অর্থ আনা হতো। কিন্তু প্রথাগত পদ্ধতি বা হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি গোয়েন্দারা নজরদারি করায় এখন পুরোপুরি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থায়ন হচ্ছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ) আহমেদুল ইসলাম বলেন, এখন জঙ্গি অর্থায়ন পুরাটাই বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হচ্ছে। এগুলোতে নজরদারি করা কঠিন বলে জঙ্গি গোষ্ঠীগুলো অর্থ লেনদেনের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে। জঙ্গি প্রতিরোধে দীর্ঘ দিন কাজ করে আসা এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অদূর ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জঙ্গি অর্থায়ন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’
আপনাদের মতামত আশা করছি।
Source link
https://beanibazartimes.com/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AA/

যেহেতু বিটকয়েন কাউকে ট্যাক্স দেয় না বা পরোয়া করে না। বিটকয়েন এর উপর কোন প্রতিষ্ঠান বা সংগঠন বা অন্য কারও নজর দাড়ি নাই বিধায় অনেকেই বিটকয়েনকে পছন্দ করে। যেহেতু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি একটি নিরাপদ এবং সুরক্ষিত মাধ্যম। তাই সবাই ক্রিপ্টোকারেন্সিকে মনে প্রানে ট্রাস্ট করে। নিজের সম্পদের ভাগ যেহেতু কাউকে দেয়া হচ্ছে না বা দিচ্ছে না। আর যেহেতু এটি খুব সিকিওর একটা বিষয়। তাই যে কেউ চাইলে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারে। এখানে কোন ধরা বাধার প্রতিষ্ঠান গত নিয়ম নীতি নেই।

কেউই চায় না আমার সম্পদ অন্য কেউ বাজেয়াপ্ত করুক বা নজরদারি করুক। তাই সন্ত্রাস বা জঙ্গিবাদীরা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে নিজেদের সম্পদকে রক্ষা করার জন্য বা কারো নজরদারি এড়িয়ে চলার  জন্য।

তার মানে এই নয় যে, ক্রিপ্টোকারেন্সি অবৈধ বা ক্রিপ্টোকারেন্সি খারাপ বা ক্রিপ্টোকারেন্সি খারাপ উদ্দেশ্যে পরিচালিত হয় বা ক্রিপ্টোকারেন্সির জন্ম হয়েছে খারাপ স্বার্থকে চরিতার্থ করার জন্য। আমার মনে হয় সবাই আমার মতামতের সাথে একমত হবেন।


29
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্কের ভূমিকা অন্যতম। ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে ইলন মাস্ক। বর্তমানে সারাবিশ্বে সবগুলো ধনী ব্যক্তিদের মধ্যে ইলন মাস্ক অন্যতম। ইলন মাস্ক যদি কোনো কয়েন নিয়ে পজিটিভ কথা বলে তাহলে ওই কয়েনের দাম হুহু করে বৃদ্ধি পেতে থাকে। ঠিক তেমনি বিটকয়েন নিয়ে যদি কোনো পজিটিভ কথা বলে থাকে তাহলে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে।

হ্যাঁ এটা সত্যি যে ইলন মাস্ক পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিরা সবসময় একটা আইকন হয়ে থাকে। যেহেতু ইলন মাস্ক একটা আইকন। তাই তিনি যা বলবে, প্রেস-মিডিয়া সেদিকেই দৌড়াবে। আমরা হয়তো খুব দ্রুতই বিটকয়েনের বাম্পের কথা শুনবো।

30
এটা সত্যি একটা ট্রেন্ড যে ধৈর্য ধরে পরে থাকে সে সত্যিই লাভবান হন।বিটকয়েনের এমন দরপর্ত্তন সত্যিই মানুষকে হতাশ করেছে।

অনেক জ্ঞানী গুণী মানুষের মুখে শুনেছি যে, যেখান থেকে সবকিছু শেষ, সেখান থেকেই নতুন করে শুরু হয় জীবনের পথ চলা। তাই এটা মেনে নিয়ে জীবনকে শুরু করতে হবে, খুব দ্রুতই আবার বাম্প করতে শুরু করবে।

Pages: 1 [2] 3
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod