follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Mr.Corol

Pages: 1 [2] 3 4
16
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিটকয়েন হারাম না হালাল তা এখনো আমরা কি সঠিক করে বলতে পারি না কারণ পৃথিবীতে অনেক আলেম আছে যারা ঔজ নসিয়ত করে থাকে তাদের মুখ থেকে এখন পর্যন্ত আমরা এই বিটকয়েনের বিষয় ।কোন ওয়াস শুনতে পাই নাই এই জন্য আমরা এখনো সঠিক করে বলতে পারি না তবে মনে হয় এটা হালালি হবে। কারণ যদি হারামী হত তাহলে অনেক হাদিস বই থেকে কিছুটাও আমরাও খুঁজে পেতাম
এই বিষয় নিয়ে আপনি ইউটিউবে কয়েকটি ভিডিও সার্চ করে দেখতে পারেন। আপনি হয়তো youtube এ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিভিন্ন উলামায়ে কেরামের ভিডিও পেতে পারেন। আমি বেশ কিছু দিন আগে ভিডিও দেখেছিলাম, সেখানে তার বয়ানে হালালি শুনেছি। এখন ভিডিওটার লিংকটা পাচ্ছিনা। পেলে এখানে শেয়ার করার চেষ্টা করবো।

17
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত মোট ১৪ টি ম্যাচ খেলা হয়েছে। এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে খুলনা। খুলনা ৪ ম্যাচ খেলেছে এবং ৪ ম্যাচেই জয়লাভ করে পয়েন্ট টেবিল এর শীর্ষ এক নাম্বারে উঠেছে। অপরদিকে চট্টগ্রাম পাঁচ মাসের মধ্যে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই নাম্বারে রয়েছে।

এবারের বিপিএলে খেলা দেখে মনে হচ্ছে, খুলনা চট্টগ্রাম কুমিল্লা এই তিন দল কোয়ালি ফাই করবে, চতুর্থ দল হিসেবে রংপুর অথবা বরিশাল এই ২ দলের মধ্যে যে কোন কোয়ালিফাই করতে পারে। এখনো অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, যারা বর্তমানে খারাপ পারফর্ম করতেছে তারাও ঘুরে দাঁড়াতে পারে।

18
গতকালকে আমি দুটি পোস্ট করেছিলাম, কিন্তু একটিভিটি বৃদ্ধি হলো না কেন? এটিও কি নতুন আপডেট করা হয়েছে। নাকি শুধু আমার ক্ষেত্রে এরকম হয়েছে বুঝতে পারছি না। আপনাদেরও কি এরকম সমস্যা হয়েছে?

19
বাংলা (Bengali) / Re: signature campaign
« on: January 24, 2024, 05:52:41 AM »
হাই ব্রো যারা সিগনেচার ক্যাম্পেইন শুধু তাদের বলছে.এই ভাই আপনারা যেভাবে সিগনেচার ক্যাম্পেইন করে। এই ধরনের একটি সাজেশন দিয়ে যাবেন যাতে করে আমরা নতুন যারা ইউজার এ তারা তারা সুন্দরভাবে সাইনআপ ক্যাম্পেইন করে ভাল লাভ অর্জন করতে পারে।
সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে প্রথমত আইডি এর রেংক বৃদ্ধি করতে হবে এবং আপনার পোস্ট এর মান ভালো করতে হবে ও যোগ্যতা থাকতে হবে। যখন আপনি আপনার অ্যাকাউন্টের সবকিছু স্টেবল করতে পারবেন তখনই আপনি একটি সিগনেচার ক্যাম্পেইনে সিলেক্ট হবেন এবং আপনি এখান থেকে আয় করতে পারবেন।
আপাতত বড় র‍্যাংকের একাউন্টগুলো আগে সিগনেচারে কাজ করার সুযোগ পাবে এবং পরে ছোট একাউন্টের ইউজারগুলো কাজ করার সুযোগ পেতে পারে। তবে পোস্ট কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে তা না হলে সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজাররা লো কোয়ালিটির পোস্টগুলো দেখলে সিলেক্ট নাও হতে পারে। তবে সিগনেচার ক্যাম্পেইনে যোগ দেওয়ার আগে অবশ্যই লিজেন্ডারিও হিরো মেম্বার হলে কাজ করার পসিবিলিটি বেশি পাওয়া যাবে।
এখানে সিগনেচার ক্যাম্পেইন গুলো নির্দিষ্ট স্লট নির্ধারণ করে এখনো আনা হয়নি। এখানে সিংনেচার আনা হয়েছে ফুল মেম্বার প্লাস বা সিনিয়র মেম্বার প্লাস, তাই যারা উচ্চ রেংকের রয়েছে তাদেরকে বেশি সিলেক্ট করা হচ্ছে। যদি এরকম করে সিগনেচার ক্যাম্পেইন আনা হতো,  ফুল মেম্বার ১০ টা, সিনিয়র ১৫ হিরো লিজেন্ডারি ২০ ইত্যাদি। তাহলে অবশ্যই ফুল মেম্বার রাঙ্কের ১০ জনকেই সিলেক্ট করা হতো। তবে ভবিষ্যতে আশা করা যায় এরকম নিয়ম করে সিগনেচার ক্যাম্পে আনা হবে।

20
এটা কি হলো । আপনি হুবহু OP এ কথাটুকু তুলে ধরেছেন এর মানে সরাসরি আপনি কপি পেস্ট করে পোস্ট মেরে দিয়েছেন। এখানে কিন্তু অনেক জ্ঞানীগুণী ইউজার আস্তে শুরু করেছে তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। আপনার একটু বেখেয়ালিপনা আপনার একাউন্টে যথেষ্ট ক্ষতি করে দিতে পারে। এই সমস্ত জিনিস মানে কপি পেস্ট করা বাদ দেন কোন এক সময় দেখবেন পিলাগ্রিজম আইনের আওতায় এসে আপনার অ্যাকাউন্ট Tag খেয়ে যাবেন।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার অনিচ্ছাকৃত লেখার মিল মেনশন করে দেওয়ার জন্য। তবে আপনি খেয়াল করলে দেখতে পাবেন টপিকটা ২০১৯ সালের। আমি OP পোস্ট খেয়াল না করে শুধুমাত্র আমি তার প্রশ্নের উত্তর দিয়েছি।

এখানে কপি পেস্ট এর কোন কারন নেই ভাই। শুধুমাত্র  MVL~$ এর উত্তর করেছি। তার পরও অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
আপনারা যেহেতু op নাম উল্লেখ করেছেব। আপনার কি এই বিষয়ে দেখেছেন, কোথাও কি আলোচনা হচ্ছে, যে কেউ যদি টপিক ওপেন করেন তার ইউজার নেমের সাথে OP লেখা এই বিষয়ে কি আলোচনা হচ্ছে। এই আপডেট টাও যদি শিগ্রই হতো, তাহলে মনে হয় ভালো হতো।

21
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপডেট করা হলে অবশ্যই অনেক ভালো হবে। আমরা দেখতে পারিনা যে কে নেগেটিভ কারমা বা কে পজিটিভ কারমা দিলেন। বিটকয়েন টক ফোরামে যেমন মেরিট দিলে পোস্ট এর উপরেই বোঝা যায়, এরকম একটা আপডেট আসলে অনেক ভালো হতো।
আমার বোধগম্য হচ্ছে না কারমা আসলে কি কাজে লাগে। অনেকেই দেখছি অনেক অনেক কারমা অথচ এই ফোরামের এডমিনেরও এতো বেশি কারমা নেই।আমার মনে হয় একসময় এই কারমা সিস্টেমের পরিবর্তন আসবে বিশেষ করে অনেক হায়ার রেঙ্কের মেম্বাররাই কেবলমাত্র কারমা দিতে পারবে। এখন হয়তো সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যায় এক সময় আসতে পারে শুধুমাত্র লিজেন্ডারি হলে কারমা দেওয়া যাবে। তাছাড়া কারমা মনে হয় ১০ ঘন্টা পর পর দেওয়া যায় কিন্তু এমন এক সময় আসবে সপ্তাহে একদিন হয়তো কারমা দেওয়া যেতে পারে। কারমা বিষয়ে আপডেট অতি শীঘ্রই আমরা পেয়ে যাব।
হতে পারে এমনো আপডেট আমরা দেখতে পাবো, বিষয়টি হলো ধরে নিন উদাহরণ হিসেবে, ১০ কারমা মেম্বার বা কম বেশি, আবার ১০০ কারমা হলে ফুল মেম্বার, ২৫০-৩০০ কারমা হলে সিনিয়র মেম্বার।

তবে এই আপডেট অনেক দেরিতে হবে, কারন এখানে বেশি মেম্বার নাই সারাদিনে কয়টাই বা পোস্ট হয়। আরো বেশি মেম্বার এক্টিব হলে মনে হয় এই সিস্টেম চালু হতে পারে।

22
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপডেট করা হলে অবশ্যই অনেক ভালো হবে। আমরা দেখতে পারিনা যে কে নেগেটিভ কারমা বা কে পজিটিভ কারমা দিলেন। বিটকয়েন টক ফোরামে যেমন মেরিট দিলে পোস্ট এর উপরেই বোঝা যায়, এরকম একটা আপডেট আসলে অনেক ভালো হতো।

23

আমি আমার হোল্ডিং সম্পর্কে উল্লেখ করতে চাই না ।
এই টপিক টা ওপেন করা হয়েছে হালবিং সম্পর্কে কিন্তু আপনি হোল্ডিং উল্লেখ করেছেন। হালবিং এবং হোল্ডিং একই জিনিস নয়। হালবিং হলো বিটকয়েন মাইনিং রিওয়ার্ড ভেঙে গিয়ে অর্ধেকাও কি বুঝায়। তো আপনি হোল্ডিং বলেছেন, হোল্ডিং হল কোন কিছু দীর্ঘ সময়ের জন্য ধরে রাখাকেই বোঝায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন।।

24
আজকের দুরন্ত ঢাকা কে ৬ উইকেটে পরাজিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে রয়েছে। দিনের দ্বিতীয় খেলায় বরিশাল ফরচুনের ব্যাটিং করছে এবং খুলনা টাইগার্স বোলিং করছে। অবশ্য ম্যাচটিতে রেজাল্ট আসলে নতুন করে আপডেট নিয়ে আসব।
কত কাল রাত্রের খেলায় বরিশাল হেরে গিয়েছে। খুলনা ব্যাটিংরা ভালো ব্যাটিং করে,৮ উইকেটের বিনিময়ে জয়লাভ করেছে। বরিশাল আগে ব্যাটিং করে যথেষ্ট রানের লক্ষ্য রাখলেও, শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। বরিশালের বোলিং বিভাগে ভালো করতে পারেনি।

25
এই ফর্মটা দীর্ঘদিন অজনপ্রিয় থাকায় অনেক মডারেটর এখন পর্যন্ত একটি হয়নি। তবে তারা অতি শীঘ্রই একটিভ হবে। তারা একটিভ হলে অবশ্যই অনেক নতুন নতুন টপিক তারা খুলে দেবে। এখানে এক সময় তারা খুবই অ্যাক্টিভ ছিল এবং তাদের দ্বারা অনেক জ্ঞানগর্ভ মূলক পোস্ট আমরা দেখতে পেয়েছিলাম। অবশ্য সেইরকম সময় ভবিষ্যতে আসতে শুরু করেছে আমরা এই দুই মডারেটর ভাইকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব ইনশাআল্লাহ।
মডারেটরা একটিভ না হলে কিছু সমস্যা সমাধান করা যাবে না। এমনও ব্যবহারকারী আছেন এক্টিভিটি বৃদ্ধি করার জন্য স্প্যাম পোস্ট করে যাচ্ছেন। আমার চোখে এমন একজন ব্যবহারকারী নজর এসেছে, আর পোস্ট দেখলাম তিনি একই পোস্ট বিভিন্ন টপিকে পোস্ট করতেছে, মানে একটি পোস্ট কপি করে বারবার ওই পোস্টটি বিভিন্ন টপিকে পেস্ট করে করে পোস্ট করতেছে। তাই যত দ্রুত সম্ভব বাংলা ভোটের লোকাল মডারেটরদের যত দ্রুত সম্ভব একটিভ হওয়ার আহ্বান জানাচ্ছি।

26
আমি কুকয়েন ও বাইন্যান্স এই দুটি এক্সচেঞ্জ বিশ্বস্ত মনে করি, আমি বেশ কয়েকবার এই দুই এক্সচেঞ্জে ডলার p2p সেল করেছি। আমি আজ পর্যন্ত কোন জালিয়াতির সম্মুখীন হই নাই। তবে অনেকেই অন্য এক্সচেঞ্জ বেশি বিশ্বস্ত মনে করবে, আমার মত আমি প্রকাশ করলাম।

27
বর্তমানে বিশ্বের প্রতিটি দেশেই প্রায় ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হচ্ছে। তাই বাংলাদেশেও ক্রিপ্টোকারেন্সি মুদ্রা চালু করা উচিত। কারণ বর্তমানে বিশ্বের প্রতিটি দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ও উন্নতির দিকে এগিয়ে আছে। আর বিশেষ করে বাংলাদেশ এখন ডিজিটাল দেশে পরিণত হয়েছে। তাই ডিজিটাল দেশে ডিজিটাল মুদ্রার প্রচলন থাকা আবশ্যক। তাই আমি আশা করি অচিরেই ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা চালু করা উচিত।
ভাইয়ে আমি তো ভাবছি ২০৪০ এর আগে মনে হয় না ক্রিপ্টো মুদ্রা বাংলাদেশ বৈধ করা হবে না। হবে এমনটা নয় যে ক্রিপ্টো মুদ্রা বাংলাদেশ জীবনে বৈধ করবেনা, বিশ্বাস সাথে তাল মিলিয়ে অবশ্যই বৈধ করে দেওয়া হবে। তবে অনেক সময় লাগবে, আপনি আমি দেখতে পাবো কি না সেটাই ভেবে দেখেন।

28
রাতারাতি ভাবে বিটকয়েন এর দাম বৃদ্ধি পায় শুধুমাত্র একটি সময় যখন মার্কেটে ষাঁড়ের দৌড় শুরু হয়। যখন বিটকয়েন এর মূল্য অনেকটা কমে যায় তখন যদি আপনি এটি বিনিয়োগ করতে পারেন তাহলে আবার যখন মার্কেটে প্রচুর পরিমাণ বৃদ্ধি পায় বিটকয়েনের মূল্য তখন বিক্রি করেন তবে অবশ্যই আপনি প্রচুর পরিমাণে অর্থ লাভ পাবেন। আর আমরা জানি যখন মার্কেটে ষাঁড়ের মৌসুম আসে ঠিক তখনই রাতারাতি ভাবে বিটকয়েন এর মূল্য দ্রুতগামী বৃদ্ধি পায়।
২০২৫ সালেই বিটকয়েনের দাম রাতারাতি ভাবে বৃদ্ধি পারে। আসছে আগামী এপ্রিল মাসেই বিটকয়েন হালবিং হতে যাচ্ছে। হ্যাভিং এর পরেই বিটকয়েন রাতারাতিভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালে রাতারাত এভাবে দাম বেড়ে গিয়ে সর্বোচ্চ ATH স্পর্শ করে ফেলবে।

29
ইথেরিয়াম প্ল্যাটফর্ম এর স্থানীয় মুদ্রার নাম হচ্ছে ETH এই কয়েনটি বর্তমানে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে শুধুমাত্র তাদের সিকিউরিটি জন্য। এই প্লাটফর্মে আপনি যেকোন কয়েন কিনলে ভবিষ্যতে এটি ভালো অবস্থানে যাওয়ার সুযোগ রয়েছে এবং এখান থেকে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। তাছাড়া আপনি এই কয়েনটি শুধুমাত্র যেকোনো মার্কেট থেকে ক্রয় করতে পারেন তবে আপনাকে অবশ্যই এখান থেকে লাভ করতে হলে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে।
হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর পোস্ট তৈরি করেছেন। আমি ফোরামের নতুন যার কারণে আমার আগে ইথার সম্পর্কে তেমন কোন ধারনা ছিল না। কিন্তু আপনার তথ্যবহুল গুরুত্বপূর্ণ পোস্ট দেখে আমি অনেক উপকৃত হয়েছি। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর পোস্ট দিয়ে জুনিয়রদের সাহায্য করবেন।
ইথার বর্তমানে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, বিটকয়েনের পর পরই এই ইথারের সর্বোচ্চ দাম। বিটকয়েন মার্কেটে যদি দাম বৃদ্ধি পায় তাহলে ইথারের দাম সাথে সাথে পাম্প হতে শুরু করে। ইথার (ETH) বিনিয়োগ করা যুকিমুক্ত। অন্যান্য কয়েনে বিনিয়োগ করলে অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকতে হয়, অন্যান্য অল্ট কয়েনে বিনিয়োগ করলে যদি লস খেয়ে বসেন দেখবেন সহজে ক্ষতিপূরণ উঠানো যায় না। তবে, বিটকয়েন ও ইথার এ দুটিতে বিনিয়োগ করলে লস খেলেও, যদি ধৈর্য ধরে হোল্ড করতে পারেন তাহলে অবশ্যই রিকোভার করতে পারবেন।

30
আমাদের এই বাংলাদেশে দিন দিন লোকাল কারেন্সির মান কমতে চলেছে। আমরা সকলেই অবগত আছি বিগত কয়েক মাস আগেও ১ ডলার ৮৬ টাকা ছিলো বর্তমানে ১০৫+ হয়েছে। এতেই বোঝা যাচ্ছে টাকার মান অনেকটাই কমে গেছে।

আমি মনে করি অবশ্যই বিটকয়েন মুদ্রাস্ফীতির বিরুদ্ধে মোকাবেলা করবে। বিটকয়েনে বিনিয়োগ করলে দীর্ঘ দিন হোল্ড করলে অবশ্যই লাভবান হওয়া যায়। এখন ২০২৩ সালে শুরুতে বিটকয়েনে বিনিয়োগ করেছিলেন, তারা অনেক লাভবান হয়েছেন। আর যারা ২০২৩ সালে ব্যাংকে টাকা রেখেছিলেন টাকা কি এতটা লাভবান হয়েছেন? অবশ্যই না কারন আজকের ১ টাকা ১ বছর আগের ১ টাকা সমান নয়।

এই বিষয়ে আপনার মতামত কি? বিটকয়েন কি মুদ্রাস্ফীতির বিরুদ্ধে মোকাবেলা করবে?
এ বিষয়ে আমি মনে করি বিটকয়েন বিনিয়োগ করলে নিজের টাকা মুদ্রাস্ফীতি থেকে রক্ষা পাবে। বিটকয়েন এমন একটি মুদ্রা যা দিন দিন এর দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, ২০১০- ২০১৫ সালে এর দাম অনেক কম ছিলো কিন্তু বর্তমানে ৪০ হাজার ডলারের উপরে। ভবিষ্যতেও এমন একটি পর্যায়ে আসবে দেখা যাবে বিটকয়েন এর দাম ১ মিলিয়ন ডলারে যাবে। তাই আমি মনোযোগের বিটকয়েন বিনিয়োগ করলে নিজের টাকা মুদ্রাস্ফীতি থেকে সেভ থাকবে।

Pages: 1 [2] 3 4
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod