follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - C 98

Pages: 1 ... 12 13 [14] 15 16
196
 এই বাউন্টিতে প্রথম সপ্তাহের কাজ জমা দিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় সপ্তাহ চলছে।  দ্বিতীয় সপ্তাহের কাজ জমা দেওয়ার শেষ তারিখ হল 19 তারিখ। যারা যারা কাজ করেছেন তাদেরকে অবশ্যই 19 তারিখের মধ্যে গুগোল ফরমে কাজ গুলো জমা দিতে হবে।

197
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা মুসলিমরা সবাই পবিত্র ঈদুল ফিতর পালন করেছি অনেক আনন্দের সাথে। পরিবারের সবাই আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব মিলে আমরা এই দিনটা উপভোগ করেছি।

198
একটু একটু করে ইথেরিয়াম অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। ইথেরিয়াম 4 হাজার ডলার ক্রস করেছিল। সেখান থেকে অবশ্যই ইথেরিয়াম এর দাম কমেছে। কিন্তু ইথেরিয়াম এর দাম স্বাভাবিক অবস্থায় আছে। ইথেরিয়াম এর দাম আবারও বারতে পারে।

199
একটু ক্লিয়ারলি ভাবে বললে ভালো হতো। আপনি কোন লিংক পোস্ট করতে চান সেটা তো বলতে হবে। আপনি যদি কোন টপিকে কমেন্ট করতে চান তাহলে রিপ্লে বাটনে চাপ দিয়ে তারপর সেই পোষ্টের কমেন্ট করতে হবে।

200
আপনার টোকেন গুলোর মধ্যে আপনি চাইলে সবগুলোই হোল্ড করতে পারেন। কারণ এখন সবগুলো কয়েনের দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। হোল্ড করতে চাইলে বুঝেশুনে হোল্ড করবেন। XRP কয়েন কিনে আপনি দীর্ঘ দিনের জন্য হোল্ড করে রাখতে পারেন।

201
আমরা যেহেতু ফোরামের সবাই বাঙালি তাই সবারই উচিত বাংলাতে পোস্ট করা। আমরা লক্ষ্য করে দেখব যে অনেকেই ইংরেজিতে পোস্ট করছে। এটা ঠিক না। সবারই উচিত বাংলায় পোস্ট করা। কারণ বাংলা বোর্ড আমাদের সকলের জন্য উপযোগী একটি সাইট।

202
Cryptocurrency Price Speculations / Re: BAT price updates
« on: May 18, 2021, 07:11:19 AM »
The live Basic Attention Token price today is $1.12 USD with a 24-hour trading volume of $407,455,184 USD. Basic Attention Token is up 4.71% in the last 24 hours. The current CoinMarketCap ranking is #73, with a live market cap of $1,671,220,356 USD. It has a circulating supply of 1,495,931,132 BAT coins and a max. supply of 1,500,000,000 BAT coins.
Link: https://coinmarketcap.com/currencies/basic-attention-token/

203
এটিএম প্রযুক্তির পর আর্থিক প্রযুক্তি খাতে দীর্ঘদিন নতুন উদ্ভাবন ছিল না। ২০০৮ সালের আর্থিক সংকটের পর ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান পল ভোকার অনেকটা আক্ষেপ নিয়েই এ কথা বলেছিলেন। এরপর গত দেড় দশকে ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের দৃশ্যমান উন্নতি হয়েছে। উদ্যোক্তারাও আর্থিক খাতের বিকেন্দ্রীকরণ করেছেন, যার সবচেয়ে জলজ্যান্ত নজির হচ্ছে বিটকয়েন। বিটকয়েন ব্যাপারটা ভার্চ্যুয়াল হলেও প্রথাগত আর্থিক খাতের সঙ্গে নানামাত্রায় তার সম্পর্ক আছে।

শুধু বিটকয়েন নয়, গত এক দশকে বিভিন্ন ধরনের পেমেন্ট প্ল্যাটফর্মের উদ্ভব হয়েছে। আর্থিক বাজারে এরাও এখন বড় খেলোয়াড়। এই ই-ওয়ালেট এবং পেমেন্ট অ্যাপের গ্রাহকসংখ্যা এখন ৩০০ কোটি ছাড়িয়ে গেছে।

আর্থিক প্রযুক্তি খাতের পরবর্তী সংযোজন হতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তিত ডিজিটাল মুদ্রা। কিন্তু এই ব্যাপারটা অত সহজ-সরলভাবে আসবে না। ধারণা করা হচ্ছে, এতে রাষ্ট্রের ক্ষমতা বরং আরও বাড়বে, কমবে না। এমনকি বেসরকারি খাতেও একচেটিয়াতন্ত্র সৃষ্টি হবে না। এর পেছনের চিন্তাটা অবশ্য বেশ সরল। ডিজিটাল মুদ্রার যুগে গ্রাহককে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে হিসাব খুলতে হবে না, বরং তখন মানুষ সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করবে। মাঝখানে থাকবে আলি পে বা ভেনমোর মতো অ্যাপ। চেক লেখা বা অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার বদলে কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা ডিজিটাল মুদ্রায় সরাসরি লেনদেন হবে তখন।

টাকার নিরাপত্তা দেবে কেন্দ্রীয় ব্যাংক—ভুঁইফোড় কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। ব্যাপারটা হলো, রেস্তোরাঁয় খেয়ে বিল দেবেন বা ভগ্নহৃদয় আত্মীয়কে সহযোগিতা করতে অনলাইনে কমান্ড বা এসএমএসের এজেন্টের কাছে যেতে হবে না, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই তা পাঠানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংক এভাবে ধীরে ধীরে ধরায় নেমে আসবে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্বের ৫০টি মুদ্রানীতি প্রণয়নকারী সংস্থা এখন ডিজিটাল মুদ্রা প্রবর্তনের চিন্তা করছে। বাহামা দ্বীপপুঞ্জ ইতিমধ্যে ডিজিটাল মুদ্রা ছেড়েছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক ই-ইউয়ানের পাইলটিং শুরু করেছে—পাঁচ লাখ মানুষের মধ্যে এই মুদ্রা ছেড়েছে তারা। ইউরোপীয় ইউনিয়ন ২০২৫ সালের মধ্যে ভার্চ্যুয়াল ইউরো নিয়ে আসতে চায়। ব্রিটেন টাস্কফোর্স গঠন করেছে। আর বিশ্বের আর্থিক ব্যবস্থার শিরোমণি হাইপোথেটিক্যাল ই-ডলার ছেড়েছে।

সরকারি ডিজিটাল মুদ্রার ধারণার পেছনে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর ভয়ও কাজ করছে। এখন দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির প্রভাব বৃদ্ধিতে ব্যাংকিং ব্যবস্থা কাজে লাগায়। পেমেন্ট, আমানত ও ঋণ ব্যাংকিং ব্যবস্থা থেকে বেসরকারি ডিজিটাল জগতে চলে গেলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে অর্থনৈতিক চক্র বজায় রাখা কঠিন হবে। সংকটের সময় তারা ব্যাংকিং ব্যবস্থায় টাকা ঢুকিয়ে যেভাবে তা মোকাবিলা করে, তা করা আরও কঠিন হবে। এ ছাড়া অনিয়ন্ত্রিত ডিজিটাল জগৎ জালিয়াতির স্বর্গরাজ্য হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা মোটেও অমূলক নয়।


তবে ডিজিটাল মুদ্রার কল্যাণে আর্থিক খাতের উন্নয়ন হতে পারে। আদর্শিকভাবে মূল্য সংরক্ষণের খুবই নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে অর্থ, তাতে যেমন হিসাব রাখা সুবিধা, তেমনি পেমেন্টের সুবিধাজনক মাধ্যম। টাকার ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া মিশ্র। ব্যাপারটা হলো, ব্যাংকে গচ্ছিত অর্থের বিমা না থাকলে ব্যাংক পড়ে গেলে মানুষের টাকাও হারিয়ে যাবে। বিটকয়েন সবখানে গৃহীত হয় না। আর ক্রেডিট কার্ড তো হাতি পালার মতো ব্যাপার। সে কারণে সরকারি ডিজিটাল মুদ্রা হালে পানি পাবে, এমন সম্ভাবনাই বেশি।

সব মিলিয়ে বলা যায়, সরকারি ডিজিটাল মুদ্রার কল্যাণে বৈশ্বিক আর্থিক খাতের পরিচালন ব্যয় কমতে পারে। দ্য ইকোনমিস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যয় পৃথিবীর সব মানুষের মাথাপিছু বার্ষিক ৩৫০ ডলার। বিশ্বের ১৭০ কোটি মানুষের ব্যাংক হিসাব নেই, এই বেঁচে যাওয়া টাকা দিয়ে তাঁদের আর্থিক খাতের আওতায় নিয়ে আসা যায়। এ ছাড়া ডিজিটাল মুদ্রা থাকলে সরকার তাৎক্ষণিকভাবে জনগণকে টাকা পাঠাতে পারে এবং সুদহার কমিয়ে শূন্যের নিচে নামিয়ে আনতে পারে। আর মানুষের কাছে ডিজিটাল মুদ্রার আবেদন তো চিরন্তন—তাৎক্ষণিক, নিরাপদ ও সর্বজনীন।

আবার ঠিক এ কারণেই ডিজিটাল মুদ্রা বিপদ ঘটাতে পারে। নিয়ন্ত্রণহীন এই মুদ্রা খুব তাড়াতাড়ি অর্থায়নের মূল উৎস হয়ে যাবে। নেটওয়ার্কের কারণে মানুষের পক্ষে এই নেটওয়ার্ক থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে উঠলে পরিস্থিতির আরও অবনতি হবে। এতে ব্যাংকিং ব্যবস্থা অস্থিতিশীল হয়ে যেতে পারে।

দ্য ইকোনমিস্ট অবলম্বনে প্রতীক বর্ধন

Source Link: https://www-prothomalo-com.cdn.ampproject.org/v/s/www.prothomalo.com/amp/story/feature/pro-business/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16213141146397&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Ffeature%2Fpro-business%2F%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B2-%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A7%259F-%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%259A%25E0%25A7%258D%25E0%25A6%259B%25E0%25A7%2587-%25E0%25A6%2585%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%2595-%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580%25E0%25A7%259F-%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%2595

204
DeFi tokens / Re: Maker (MKR) price daily Update,,?
« on: May 17, 2021, 05:50:26 AM »
The live Maker price today is $4,385.19 USD with a 24-hour trading volume of $402,162,071 USD. Maker is down 7.66% in the last 24 hours. The current CoinMarketCap ranking is #39, with a live market cap of $4,361,187,080 USD. It has a circulating supply of 994,526 MKR coins and a max. supply of 1,005,577 MKR coins.
Link: https://coinmarketcap.com/currencies/maker/

205
DeFi tokens / Re: My recent 10 special Defi coin.
« on: May 17, 2021, 05:47:05 AM »
Yes,


Uni
Susi
Pancake
Luna
Mkr
Is the most popular Defi token in cryptocurrency market.

206
DeFi tokens / Re: Decentralized finance (DeFi)?
« on: May 17, 2021, 05:45:33 AM »

DeFi is an open and global financial system built for the internet age – an alternative to a system that's opaque, tightly controlled, and held together by decades-old infrastructure and processes. It gives you control and visibility over your money. It gives you exposure to global markets and alternatives to your local currency or banking options. DeFi products open up financial services to anyone with an internet connection and they're largely owned and maintained by their users. So far tens of billions of dollars worth of crypto has flowed through DeFi applications and it's growing every day.
Source
Thank you so much for discussing Daffy Coin in detail.Now the demand for Defy Token is the highest.Because the price of these coins is much higher now.

207
DeFi tokens / Re: Wbtc price daily
« on: May 17, 2021, 05:43:14 AM »
The live Wrapped Bitcoin price today is $43,709.83 USD with a 24-hour trading volume of $201,556,522 USD. Wrapped Bitcoin is down 8.89% in the last 24 hours. The current CoinMarketCap ranking is #24, with a live market cap of $7,700,119,289 USD. It has a circulating supply of 176,164 WBTC coins and the max. supply is not available.
Link: https://coinmarketcap.com/currencies/wrapped-bitcoin/

208
DeFi tokens / Re: UNI price daily update
« on: May 17, 2021, 05:40:44 AM »
UNI Price   $33.31
Market Cap   $17,541,900,381
Market Cap Dominance   0.85%
Trading Volume   $1,073,687,910
Volume / Market Cap   0.0608
24h Low / 24h High   $33.20 / $39.45
7d Low / 7d High   $36.43 / $40.23
Market Cap Rank   #11
All-Time High   $44.92 -23.9%
May 03, 2021 (14 days)
All-Time Low   $1.03 3217.6%
Sep 17, 2020 (8 months)
Link: https://www.coingecko.com/en/coins/uniswap

209
DeFi tokens / Re: Aave(AAVE) price daily
« on: May 17, 2021, 05:39:01 AM »
The live Aave price today is $486.48 USD with a 24-hour trading volume of $912,870,576 USD. Aave is down 8.26% in the last 24 hours. The current CoinMarketCap ranking is #28, with a live market cap of $6,203,144,468 USD. It has a circulating supply of 12,751,004 AAVE coins and a max. supply of 16,000,000 AAVE coins.

Link: https://coinmarketcap.com/currencies/aave/

210
DeFi tokens / Re: DIA price daily update news
« on: May 17, 2021, 05:35:47 AM »
DIA Price   $3.45
Market Cap   $143,197,394
Market Cap Dominance   0.01%
Trading Volume   $25,825,574
Volume / Market Cap   0.1803
24h Low / 24h High   $3.52 / $4.12
7d Low / 7d High   $3.80 / $4.45
Market Cap Rank   #298
All-Time High   $5.73 -38.3%
May 05, 2021 (12 days)
All-Time Low   $0.801169 341.4%
Aug 03, 2020 (10 months)
Link: https://www.coingecko.com/en/coins/dia

Pages: 1 ... 12 13 [14] 15 16
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod