follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Goblin

Pages: 1 ... 13 14 [15]
211
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের বাংলা বোর্ডের মেম্বারদের পোস্ট কোয়ালিটি কম স্পাম বেশি করে। তার মধ্যে কিছুদিন ধরে বাংলা সেকশনে কপি পেস্ট বেশি বেশি হচ্ছে। আমার একটি কথা আছে ভাই কাউকে নেগেটিভ কারমা দেওয়ার আগে তাকে একবার সতর্ক করে দেওয়া ভালো কারন একটা নেগেটিভ কর্মের কারণে আজকে হয়তো আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র পারসন গোলা free ton বাউন্টিতে জয়েন হতে পারছে না। আপনি একটি ভাল উদ্যোগ নিয়েছেন লো কোয়ালিটি পোস্টগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আমার মতে ভালো পোস্ট করলে তাকে কারমা দেওয়া উচিত সবার আমাদের উপর লেভেলের যতগুলা সিনিয়র মেম্বার আছে তাদের 80 প্লাস কার মাঁ আছে। আমরা জুনিয়র মেম্বার যারা আছি সবাই সিনিয়র ভাইদের হেল্প করবেন কারমা দিয়ে কারমা দিলে কখনো শেষ হয় না। ধরেন আপনি এক সিনিয়র ভাই কে একটা কারমা দিলেন সেই কার মার কারণে সেনিয়রিটি বাউন্টিতে জয়েন করতে পারল। মিষ্টি আবার সেই সিনিয়র ভাই আপনাকে উপকার করবে। তবে যদি আমরা সবার পাশে থাকি তাহলে আমাদের কোন অসুবিধা হবে না।

212
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বর্তমানে বান্টি সাইট গুলো 2017 সালের মতো হতে চলছে। কারণ বর্তমানে বাউন্টি গুলো ভালো পরিমাণে সাকসেস হচ্ছে। আমরা সবাই চাই সব বাউন্টি যেন সাক্সেস হয়। বান্টি গুলো সাকসেস হলে আমাদের কাজের উৎসাহ বারে। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট সবাই এ লোট কয়েন ফোরাম থেকে বাউন্টি গুলোতে জয়েন করবেন কেননা এখান থেকে জয়েন করলে নেক্সটে যতগুলো বাউন্টি আসবে সবগুলা বাউন্টি এলট কয়েন ফোরামে ছাড়া হবে। আর আমরা দেখতে পারছি যে সব বাউন্টি এ লোট কয়েন ফোরামে ছাড়া হয়না। তাই সবার কাছে রিকোয়েস্ট সবাই এলট কয়েন ফোরামে থেকে জয়েন করবেন।

213
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$  এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।

বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন। আমাদের বাংলাদেশের ভাইয়েরা যদি এক না থাকে তাহলে উন্নতি করতে পারবে না। আজকে যেমন আপনি কারমার জন্য Free TON এ জয়েন করতে পারছেন না এটা হল আমাদের নিজেদের ভুল কারণ যতগুলো সিনিয়র ভাই আছে সবাই যদি কাউকে নেগেটিভ কারমা না দিয়ে পজেটিভ কারমা দিত তাহলে হয়তো আপনি এই বাউন্টিতে এ জয়েন করতে পারতেন। পোস্ট খারাপ হলে নেগেটিভ কারমা দেওয়ার দরকার নেই বলে আমি মনে করি। তাকে একটু বুঝিয়ে বললেই চলে। এই কার মার কারণে অনেক সমস্যা ফেস করতে হয়। যেমনটা আজকে আপনি করছেন। মেম্বার থেকে শুরু করে উপুর লেভেল পর্যন্ত যতগুলো ভাই-বোন আছে তারা যদি সবাইকে সবাই হেল্প করত তাহলে হয়তো সবার ইনশাল্লাহ 100+ কারমা থাকতো। আমি মনে করি আপনারা কোন সময় কোন পোস্টে নেগেটিভ কারমা দিলে তার ক্ষতি হয়। আমি চাই সিনিয়র ভাইরা জুনিয়র ভাইদের একটু পাশে থাকবেন আর সবাইকে কমবেশি কারমা দিয়ে দিবেন। কারমা দিলে তো ভাই কোন অসুবিধা নাই। আর কারমা দিলে তো আপনার শেষ হবে না কারমা। আপনি যদি কারো পাশে থাকেন ইনশাল্লাহ আমি মনে করি সেও আপনার পাশে থাকবে। যদি কোন ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

214
বাংলা সেকশনের মডারেটর অনেক সৎ ও জ্ঞানী একজন মানুষ। তার পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। তিনি সব সময়  ক্রিপ্টো রিলেটেড নিয়ে আলোচনা করেন। সব সময় সবার পোস্ট চেক করেন কে কি রকম পোস্ট করতেছে। বাংলা সেকশন টা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু স্প্যামারদের কারণে বাংলা সেকশনে এখন অনেক কপি পোস্ট দেখা যাচ্ছে।

215
আপনি কি যানেন কয়েনের দাম কি ভাবে বৃদ্দি পায় বা হ্রাস পায়।  যানলে বলুন
ভাইয়া ফোরামে একদমই নতুন। কয়েন সম্পর্কে আমার কোন ধারণা নাই। যদি কোনো সিনিয়র ভাইয়ের ধারণা থাকে একটু জানাবেন অথবা পোস্টের লিংক দিবেন।

216
General Discussion / Re: What is the best social media platform?
« on: October 19, 2020, 03:29:41 PM »
Twitter is at the forefront of the social media world

217
Bitcoin Forum / Re: The Bitcoin bubble perception
« on: October 19, 2020, 03:18:04 PM »
everyone does have different perceptions and you have to be able to tolerate that, let people have their own opinions, it just might be strange from some people's opinions.
Yes brother you are right.  Everyone has a different idea.

218
Bitcoin Forum / Re: Bitcoin as a store of value?
« on: October 19, 2020, 02:47:37 PM »
What do you think what cryptocurrency is the best for store of value.

Bitcoin is the most popular and a lot of people use it, but there are other cryptocurrencies too with different benefits.

For example Monero is private coin that can not be traced.

 

And what other assets do you prefer as a store of value?

Gold has been traditionally used for hundreds of years for example.
I have a question, brother.  I'm brand new.  What is Moniro?

219
Forum related / Re: Hi, introduce yourself
« on: October 19, 2020, 01:40:51 PM »
Peperest4guys
what is this?? I can not understand.

220
Forum related / Re: Hi, introduce yourself
« on: October 19, 2020, 01:37:04 PM »
Hallo all i am nikolas. How are you all?? I am a new membar

Pages: 1 ... 13 14 [15]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod