follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Crypto Library

Pages: 1 ... 16 17 [18] 19 20 21
256
নতুনদের / Re: নতুনদের জন্য।
« on: February 10, 2024, 07:43:36 PM »
নতুনরা অনেকেই জানে না যে ক্রিপ্টোকারেন্সি খবর কোথায় তাদের জন্য আমি একটি সহজ করে দিচ্ছি আপনারা এই লিংক এর ভেতর ঢুকে দেখতে পারেন।
https://www.altcoinstalks.com/index.php?board=206.0
ভাইরে ভাই আপনি বহুৎ উপকার কইরা ফালাইছেন তো কারেন্সি এর খবর কোথায় এটি লিংক দিয়ে উদ্ধার করে ফেলেছেন।
বাংলা লোকাল বোর্ডের মধ্যে প্রবেশ করলেই চাইল্ড বোর্ডের মধ্যে ৪ নম্বরে ক্রিপ্টোকারেন্সি খবর দেখাই যাচ্ছে আর তাছাড়া ভাই আপনি যেভাবে বলেছেন ক্রিপ্টো কারেন্সি এর খবর এখানে পাওয়া যায় তেমনটা নয় এটা অতটাও এক্টিভ নয়। ক্রিপ্ত কারেন্সি এর নিয়মিত খবর এর জন্য আপনি https://t.me/cointelegraphhttps://t.me/CryptoPotato এদেরকে ফলো করতে পারেন এখানে রেগুলার আপডেট পাবেন ক্রিপ্টো কারেন্সি নিউজ সম্পর্কে

257
in my point of view, it is Plagiarism, he copied and pasted without writing his/her perspective. we don't allow the kind of post like that (full copy-paste). what happens if many members are doing the same act?

IMO it's better to create your own words, you can use references from other sources but don't fully copy-paste
I have written some topics about tricks and tips on bitcointalk forum and also have some translations about this kind of things.
So now my question is if I copied paste here those post of mine from others forums with the source links is that also act like plagiarism?
Yes, I will include some new word to posting here but it won't be too big.

258
Forum related / Re: What do You Call Altcoinstalks?
« on: February 10, 2024, 06:33:32 PM »
I prefer using "altcointalk" without the "s", it makes me mutter talking with "s".

I don't usually use the abbreviation (ALTT) when talking because it sounds like a coin or an altcoin when it's not, well, there's the token, but we're talking about the forum itself. I only use the abbreviation if I don't like typing the whole word, the same thing in bitcointalk of btt.
The real truth is, I used to search Google by writing altcointalk forum, to enter this forum. But last week I typed altcointalk.com for entering to this forum but I got the error interface, I realized that I have made a mistake of two s. And now it seems it is also makes me mutter too to talking with s.
So I also prefer this to altcointalk without s.

259
Cryptocurrency Price Speculations / Re: Will Bitcoin Really Go Above 100k?
« on: February 09, 2024, 08:22:01 PM »
I am totally new to this forum, before coming to this forum I did a lot of research about Cryptocurrencies. I heard that Bitcoin will generate new ATH at the next halving which could be over 100k. Currently the price of Bitcoin is above 44k. Do you think bitcoin will really go above 100k in the next halving? Please correct me if I am wrong.
The first thing I have to say on your this question is that, No one can say with the 100% guarantee that how will the future price of Bitcoin. But for 100k yes I think bitcoin will obviously cross 100k I wanna say that bitcoin will cross more than 1 million, but the main thing is that I and no one don't know the time when bitcoin will touch or cross this price.
But if you think from the general knowledge, then So only around 10-15% of the world's population currently knows about this cryptocurrency or Bitcoin, and the increasing speed of this percentage suggests that it will spread to more people in the coming years, along with the number of Bitcoin adoption, and the result is similar. The price of Bitcoin will increase. And this is how the price of Bitcoin will go above 1 million in the future.

260
কয়দিন আগে আমার ওয়ালেটে একটি চমক দেখা গেল সেটি হল আমি কিছু দিন ধরে একটা জিনিস খেয়াল করলাম যে আমার ওয়ালেটে কিছু BTC ছিল একদিন হঠাৎ করে দেখি আমার যে পরিমাণ ওয়ালেটে BTC ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে কয়দিন এভাবেই দেখলাম আবার হঠাৎ করে দেখি আমার সেই আগের পরিমাণ শো করতেছে মানে হল আমার ওয়ালেট যে পরিমাণ আগে ছিল সেটুকুই হয়ে গেছে। এটা কি শুধু আমার ক্ষেত্রেই হয়েছে নাকি আপনাদেরও হয়েছে আর এটা কেনই বা হয় যদি কারো এ বিষয়ে জানা থাকে তাহলে এখানে একটু জানাবেন। এরকম হলে ওয়ালেট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা এ নিয়ে আমি একটু চিন্তিত।
আপনি কি আপনার বিটকয়েন এর এমাউন্ট বেড়ে যেতে দেখেছেন নাকি বিটকয়েন এর এমাউন্ট ঠিক রেখে ডলারের পরিমাণ বেড়ে যেতে দেখেছেন ? যদি এটি দেখে থাকেন তাহলে এটা নরমাল কারণ দাম বাড়ার এবং কমার কারণে এই ডিফারেন্সটি দেখা যায় । তবে আপনি যদি বিটকয়েন এর এমাউন্ট এর কথা বলে থাকেন তাহলে আপনি হয়তো বিষয়টা ট্রাস্ট ওয়ালেটে দেখেছেন তাই না? ট্রাস্টলেটের মাঝেমধ্যে বাগ বা ত্রুটি থেকে এরকম এরকম ইন্টারফেস শো করে। আমি নিজেও দেখেছিলাম অ্যামাউন্ট এর নির্দিষ্ট সংখ্যাটি আমার বর্তমান মনে নেই তবে এটা ছিল মাথা নষ্ট করা একটা অ্যামাউন্ট মানে সেই পরিমাণে মন দিয়ে বাংলাদেশ হাই ক্লাস লাইফ লিড করা যেত। সো এটা নিয়ে বেশি চিন্তার কোন কারণ নেই যদিও এটা অনেক আগে সবার ওয়ালেটে হয়েছিল।

261
@ hadi97bd ভাই এটা আমাদের বাংলা লোকাল বোর্ড, তাই আমি বলতে চাই যে আমাদের বাংলা ভাষাকে সম্মানের জন্য হলেও এখানে বাংলা ভাষায় পোস্ট করবেন। আর যদি ইংরেজিতে পোস্ট করার ইচ্ছা হয় বা ইংরেজি ছাড়া পোস্ট করতে পারেন না তাহলে গ্লোবাল অনেক বোর্ড রয়েছে সেখানে পোস্ট করতে পারেন। দয়া করে এখানে বাংলা এবং ইংরেজি পোস্টের সংমিশ্রণ করবেন না।
তাছাড়া আপনি যেসব সাজেশন দিয়েছেন এটাই শুধু একমাত্র কাজ নয় যেটা এই ফোরামে করা যাবে এখানে  এডভারটাইজিং ওয়ার্ক সিগনেচার ক্যাম্পেইন ছাড়াও আপনি market & Bitcoin services বোর্ডে গিয়ে আপনি আপনার যেকোনো সার্ভিস যেমন গ্রাফিক্স ডিজাইন নিয়ে, ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট, ক্যাম্পেইনমেন্ট ইত্যাদি এর জন্য সার্ভিস থ্রেড করে আপনি ইনকাম করতে পারবেন।  ;)

262
যারা ক্রিপ্ত কারেন্সি মাইনিং করেন বা ফোরামে কাজ করেন তারা অবশ্যই কিছু কারেন্সি আর্ন করেন। অনেকেই আছে যারা নতুন আর্ন করার পরে কোথায় সেল করবে এই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। অনেক সময় তাদের কষ্টে অর্জিত ক্রিপ্টো কারেন্সি সেল করতে যেয়ে স্ক্যামে পড়েন ফলে ক্রিপ্টো কারেন্সি হারিয়ে ফেলেন বা লস করেন। এই লস থেকে বাঁচার জন্য বিশ্বস্ত মাধ্যম এখানে যদি সবাই মতামত শেয়ার করেন তাহলে যারা নতুন আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন আশা করি।

অনেক সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর ইউজার এগ্রিমেন্ট গুলো পড়লে মাথা নষ্ট হয়ে যায় বা মাথা খারাপ হয়ে যায়। এরা কি কারনে, কখন কোন একাউন্ট বন্ধ করে দিবে, কোন রকম নোটিশ ছাড়া এবং কেন বন্ধ করেছে তার কোন রকম ব্যাখ্যাও কাউকে দেয় না। এই সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো খুব ভয়ঙ্কর, কারো যদি পূর্বের অভিজ্ঞতা থাকে এই ধরনের, তাহলে গ্রুপে শেয়ার করলে সবাই সেই সাইট গুলা থেকে সাবধান হয়ে যাবেন বলে মনে করি।
আসলে ক্রিপ্টো কারেন্সি আবিষ্কারের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্রাইভেসি এবং মানুষের হাতে তাদের অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করা। কিন্তু আপনি যে পোল তৈরি করেছেন এর মধ্যে সবগুলোই হলো  সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এক প্রকারের ভন্ডামী যদিও আমাদের নতুন চুনোপটি নিকট এগুলো ব্যবহার করতে কোন সমস্যা হয় না।
আর যেহেতু আমরা বাংলাদেশে তাই আপনার অপশন গুলোর মধ্যে আমি বলব কুকয়েন ব্যবহার করাই সবচাইতে উত্তম হবে, তবে যারা অল্টারনেটিভ করেন মাইনিং করে তারা ডিপোজিটের পূর্বে অবশ্যই দেখে নিবেন আপনার কয়েনটি এক্সেঞ্জারে লিস্টেড রয়েছে কিনা।
তা ছাড়া আমার সাজেশন থাকবে যে বাইন্যান্স এবং কুকয়েন এই দুটোই বেস্ট একচেঞ্জার হবে সেন্ট্রালাইজ একচেঞ্জার হিসেবে ব্যবহার করার জন্য আমি এই দুটোই ব্যবহার করি। তাছাড়া MEXC এক চেঞ্জারও আমার নিকট ভালো লাগে। আর কয়েনবেস কিন্তু ভাই বাংলাদেশের সাপোর্ট করে না।

263
আজাকে খুলনা ও কুমিল্লার একটা আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে। দুপুর ২ টায় শুরু হবে। দুই দলই বর্তমানে দারুন ফর্মে রয়েছে, আশা করি আজকে অনেক প্রতিদ্বন্দিতাপূর্ণ একটি ম্যাচ দেখতে পাবো।
যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হার দিয়ে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল এবং অনেকেই মনে করতে ছিল যে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরুতেই বাদ পড়ে যাবে সেই কুমিল্লা  ভিক্টোরিয়ান্স তাদের পারফরমেন্সে উন্নতি এনে বর্তমানে তৃতীয় স্থান দখল করে নিল।
আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা ভিক্টোরিয়ান্সকে খুবই বাজে ভাবে হারিয়েছে তারা মাত্র ১১৫ রানে অলআউট হয়ে গিয়েছে। এই ম্যাচে লিটন দাস মোটামুটি ভালো পারফরমেন্স করেছে 30 বলে 45 রান নিয়ে অপরদিকে বোলিং এর ক্ষেত্রে আমের জামাল ভালো করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জেতার পেছনে অনেকটাই সাহায্য করেছে মোহাম্মদ রিজওয়ান এবং লিটন দাস এর ৬৯ রানের পার্টনারশিপ। যাই হোক কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে অভিনন্দন এই জয়ের জন্য ৩৪ রানের একটি বিশাল  জয়।

264
To be honest, my investment experience in altcoin or memecoin is not very good. So currently I have completely turned off my investment on meme coins. And because of the stopping investment on memecoin, my exploration of this has also decreased, so it is very difficult for me to say which coin will pump in the Bullrun ahead.
But if we notice what works as the main reason behind pumping a memecoin. Then we will find that behind that coin is the support of a person who has a big economic influence. As we have seen in doge coin, due to the support of Elon Musk, dogecoin has been able to reach this level today. And I think no one knows when and which whale will support which coin in the future. ::)

265
<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>

"What things you are mentioning those all activities I have done with my cryptocurrencies"
So, which one did you vote for CL?  :D
The Idia you have mentioned Unite Cost Averaging investment strategy seems new name for me, I will say this I idea is also good and it will work if the person is stuck to his strategy. Thank you for mentioning the link, found kindda details about the Unite Cost Averaging investment.
But for me I think Dollar cost average (DCA) strategy is more friendly for my investment because I don't have the large fund to invest at once. So for me I it is easy to do regular investment with small fund. So I will choose DCA regular invesment for the vote. :)

266
There is people who only come to bitcoin investment with the mindset to instantly double their money within the period of change in bitcoin without knowing what the price of bitcoin could turned out to be within next moment. So before discussing with anyone about bitcoin or to invest in bitcoin carefully pass the knowledge about the volatility level before they could finally take their decisions to investment in bitcoin or any other cryptocurrency because whatever that happens to the person's fund you could held responsible for misleading them to invest in cryptocurrency that leads to their lost.
I think this happens to the new commer on trading specially who thought that it a quick rich scheme. I have also face loss to my trading in the beginning time for this reason and also I invested on a alt-coin.
But for bitcoin invest if anyone wanna start short-term trading and thinks that they will invest today and the investment or profit will be double then they are in a wrong. Bitcoin has also the risks those all are in alt-coin. But it guaranted it will not scam. Bitcoin has riskses but for long-term investment choose I don't see any other coin rather that bitcoin.

267
Forum related / Re: Who else knows this?
« on: February 06, 2024, 08:42:58 PM »


So, I mistakenly tapped the green icon that is usually close to a member's username. I mean the green icon that indicates if a user is online or offline. After I tap the icon, it opens up a text box to send the user a personal message.

For example, if you click the green icon next to my user name, you will see a text box to send me a personal message.

I know that this thing has been there for a long time, but I bet that most people are not aware of it, mostly teleported members.

How many of you are aware about this?
May it can be true or may it can also be wrong.
Because I was also known this feature already from BitcoinTalk forum . Where the process are same like this if I wanna pm any user just click on the green indicator it will take there for pm'ing . Even then the indicator is white is the same. I think you are going lost your bet because here most of the people are from bitcoin teleported account so it may also can be true that those people are known this features.

268
India U19 এখন মোটামুটি অনেক ভালো পজিশন এ আছে। তাদের জেতার জন্য ১৭ ওভারে ৯৮ রানের প্রয়োজন এবং হাতে আছে ৬ উইকেট।
যদি বড় কোনো সমস্যা না হয় তাহলে অনায়াসে ইন্ডিয়া ম্যাচটি জিতে নিতে পারে।

তবে আমি একজন বাংলাদেশি হিসাবে কখনোই ভারত কে সাপোর্ট করি না। আমি অবশ্যই চাইবো সাউথ আফ্রিকা ম্যাচটি জিতে ফাইনাল এ উঠুক।
ম্যাচটিতে অবশেষে ভারতের অনূর্ধ্ব ১৯ দলই জয় অর্জন করেছে অতএব সেমিফাইনাল ম্যাচ কমপ্লিট করে ভারত এখন ফাইনালে টিকিট হাতে পেয়ে গিয়েছে। আজকের এই ম্যাচটা ভালোই প্রতিদ্বন্দ্বিতা মূলক হয়েছে আমি দুই দলের পারফরমেন্স কে ভালো বলবো তবে সাউথ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দল যদি ব্যাটিং এর সময় আরো কিছু রান বেশি দিতে পারতো তাহলে ইন্ডিয়ার জন্য এই ম্যাচটি যেটা কঠিন হতো ।
কারণ ইন্ডিয়া অনেকটা ম্যাচের শেষের দিকে জিতেছে কারণ বল আর মাত্র সাতটি বাকি ছিল আর অন্যদিকে তাদের উইকেট আটটি পড়ে গিয়েছিল যাই হোক এবারের ওয়ার্ল্ডকাপে মোস্ট ফেভারিট টিম ইন্ডিয়া অনূর্ধ্ব 19 আর আমি মনে করি এবারে কাপটিও ইন্ডিভিরা নিতে পারবে।

269
Saving... Investing... Speculating... Gambling... what's the difference?
Does it matter anyway?

And if it does, how would you describe your activity with cryptocurrencies?
What things you are mentioning those all activities I have done with my cryptocurrencies. But I am not that kind of hardcore gambler but I have played it with cryptocurrency.
And if I talk about the saving and Investing then I wanna say that I doing doing both at once on crypto currency like I have already make a long-term strategy for bitcoin holding. I am trying to invest at least 40$ in a month and that's the amount I have also saving in bitcoin.

270

ভারত অনূর্ধ্ব ১৯ বনাম সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু দুই দলই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ভালো খেলে আসছে। এবং শক্তির বিচারে আমি মনে করি ভারত অনূর্ধ্ব ১৯ দলের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। আপনারা কি মনে করতেছেন? এই দুই দলের মধ্যে কোন দল জিতবে?
খারাপ বলেন নি আপনি আজকে ভারতের অনূর্ধ্ব ১৯ এবং সাউথ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দুইটি দলই প্রায় শক্তি মাত্রা দিক থেকে কাছাকাছি। দুই দলই তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে এসেছে। তবে সাউথ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ তাদের তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় অর্জন করেছিল এবং একটিতে ইংল্যান্ডের সাথে ডি এল এস মেথড এর কারণে হেরেছিল। যদিও ভারতের বর্তমান পারফরমেন্স অন্যান্য টিমগুলোর থেকে ভালো তারপরেও আমি বলব আজকের ম্যাচটি অনেকটাই  অনেকটাই আনপ্রেডিক্টেবল। 
দেখা যাক আজকে কে যেতে তবে আজকের ম্যাচে যে টিম জিতবে সেই টিমই মনে হচ্ছে এবারের আই সি সি অনূর্ধ্ব ১৯ কার্ডটি নিতে যাচ্ছে।

Pages: 1 ... 16 17 [18] 19 20 21
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod