follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Mrkadir85

Pages: 1 2 [3] 4 5 ... 40
31
শুধু ফোরামে পোস্ট না দিয়ে একটু coinmarketcape.com যে ঘুরে আসুন দেখবেন মার্কেটের বিশাল পরিবর্তন হয়েছে। আগের তুলনায় বেশি বা কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য মার্কেটের অবস্থা পরিবর্তন হওয়া খুবই জরুরী। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোন গুলোর দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। একটি কয়েনের দাম যেমন বিটকয়েন এর দাম বৃদ্ধি পাবে অতঃপর কমবে। পুনরায় নতুনভাবে বিটকয়েনের দাম আগের তুলনায় আরো বেশি বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক।

32
ইলন মাস্ক যখনই বলেছেন তেলসা কোম্পানি বিটকয়েন লেনদেন গ্রহণযোগ্যতা আর পাবে না। ঠিক তারপর থেকেই বিটকয়েন প্রাইস কমে যেতে শুরু করেছে এবং সেই সাথে অন্য সমস্ত কয়েন গুলোর প্রাইস ডাম্পিং হচ্ছে। আসলে আমি বুঝতে পারিনা তিনি একসময় ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে পজেটিভ কথা বলে আবার কোন এক সময় নেগেটিভ কথা বলে। কিছুদিন আগে DoGE coin নিয়ে তার টুইটার পেজে যখন টুইট করল তারপরে ডগি কয়েন এর প্রাইস রাতারাতি বৃদ্ধি পেয়েছে। আবার বিটকয়েন প্রাইস নিয়ে যখন বলল তার কোম্পানি তেলসা বিটকয়েন লেনদেন গ্রহণযোগ্য তারপরে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পেল। এখন আবার তিনি নেগেটিভ কথা বলার জন্য বিটকয়েনের প্রাইস এরকম ভাবে কমে যাচ্ছে।

আপনাদের কি মনে হয় দয়া করে অবশ্যই সবার মতামত প্রকাশ করবেন??


ঠিক বলেছেন ইলন মাস্কের সে ট্যুইটের পর থেকে বিটকয়েনের দাম দ্রুত ডাম্প হতে থাকে। বর্তমানে কিন্তু মার্কেটের বিশাল পরিবর্তন হয়েছে। coinmarketcap.com করলে দেখবে বিটকয়েনের দাম পুনরায় পাম্প করছে। যা খুবই পজেটিভ। একটি সময় সবার ধারণা করেছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেট হয়তোবা ঈদের মাস্ক এর সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাচ্ছে কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে।

33
বিটকয়েনে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী ব্যক্তিরা ইনভেস্ট করছে। যেখানে ইলন মাস্ক এর মত টপ বিজনেসম্যানরাও রয়েছে। বিশ্বের বড় বড় বিজনেসম্যান তা বিটকয়েনে বর্তমানে বিনিয়োগ করছে এ কারণে বিটকয়েনের জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। এখানে যত বেশি বিনিয়োগ হবে ততই তা বৃদ্ধি পাবে। আমারও বিটকয়েনে  ইনভেস্ট করার স্বপ্ন ছিল কিন্তু আমার সেরকম সামর্থ্য নেই ।সামর্থ্য থাকলে ক্রিপ্টোকারেন্সি যত কয়েন গুলোর মধ্যে সর্বপ্রথম বিটকয়েনে ইনভেস্ট করতাম।

34
বিটকয়েনের দাম যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় খুব শীঘ্রই বিটকয়েনের দাম 100k ছাড়িয়ে যাবে। যদিও বর্তমানে কিছুটা দাম হ্রাস পেয়েছে। কিছুদিন আগে বিটকয়েন প্রায় 70k পর্যন্ত গিয়েছিল।  দাম কিছুটা কমলেও বিটকয়েনের দাম খুব একটা কমেনি। আগামী কয়েকদিনের মধ্যেই মার্কেটে ক্রিপ্টোকারেন্সি নতুন রানিং শুরু হতে পারে। এবং সে রানিং 90k কিংবা 100k হতে পারে।

35
আমি অনেক লক্ষ করেছি আমাদের এই ফোরামে সকল দেশের একটি করে নিজস্ব সেকশন রয়েছে। সেখানে তারা অহরহ পোস্ট করছে কিন্তু আমরা আমাদের এই বাংলা ফোরামে বর্তমানে কোন সিনিয়র ইউজারদের দেখতে পাচ্ছি না। আমি সবাইকে অনুরোধ করবো আমাদের বাংলা সেকশন টা আরো অনেক এগিয়ে নিয়ে যেতে হবে এজন্য ছোট বড় সকল ইউজারদের প্রয়োজন রয়েছে। আমাদের এই ফোরামে অনেক সিনিয়র ইউজার রয়েছে যারা বিভিন্ন সেকশনে মডারেটরের দায়িত্ব পালন করছে আমি তাদের অনুরোধ করবো আমাদের এই বাংলা সেকশনে যেন ফিরে আসেন। তাহলে সম্ভব উন্নত শিখরে পৌঁছাতে অল্প কিছুদিনের মধ্যেই।


আমরা বাঙালিরা  দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনা। altcoinstalk ফোরামের বিভিন্ন দেশের ইউজারদের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের নিজস্ব সেকশনগুলোতে বেশি কাজ করে। কারণ আমরা সকলেই যে যার মাতৃভাষা গুলোতে বেশি পারদর্শী এবং সে বাসাতেই সকল বিষয় গুলো সঠিক ভাবে বুঝতে পারি। অন্যদিকে আমাদের বাংলাদেশ ইউজাররা বাংলা সেকশনে কাজ না করে অন্যান্য ফোরামে গিয়ে কাজ করে থাকি যাতে করে আমাদের অনেক বিষয়ে অজানা থেকে যায়। আশা করি সকল ইউজার মাতৃভাষার প্রতি গুরুত্ব  অনুধাবন করবে এবং নিজ নিজ সেকশনে বেশি বেশি কাজ করবে বিশেষ করে আমরা বাংলাদেশিরা।

36
Tron কয়েন মূলত একটি গেমিং প্ল্যাটফর্ম। এই কয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেভাবে অগ্রসর হওয়ার কথা ছিল সেটা হয়নি। আমার মনে হয়  Tron কয়েনের টিম ম্যানেজমেন্ট খুবই দুর্বল এবং তারা তাদের সঠিক কর্মদক্ষতা সক্রিয়ভাবে পরিচালনা করছে না। তাই তাদের লক্ষ্যে বিচ্যুতি ঘটেছে। তাদের থেকে অনেক পিছনের কয়েন গুলো তাদের কর্ম দক্ষতার মাধ্যমে কি প্রকারে জনপ্রিয়তা লাভ করেছে।

37
যখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের নিউজ পোর্টাল গুলোতে কোন পজেটিভ নিউজ দেখি তখন মনের ভিতর একটা ভালো লাগা কাজ করে। বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে আমাদেরকে আর লুকিয়ে লুকিয়ে কাজ করতে হবে না। কারণ বাংলাদেশ কারেন্সি পর্দা না থাকার কারণে বিভিন্ন সংবাদমাধ্যমে কয়েকদিন পরপর দেখতে পাই বিভিন্ন জায়গায় আমাদের অনেক  ক্রিপ্টো রিলেটেড ভাইদের পুলিশি হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশ এটাকে বৈধতা দিলে পুলিশি হয়রানি থেকে সকলে রক্ষা পাবে এবং  আমাদের লুকিয়ে কাজ করতে হবে না।

38
১. আমি বাউন্টি আনতে চাইলে আমাকে সর্ব প্রথম আমাকে কি করতে হবে?
২. বাউন্টি manager  কোথায় পাবো?
৩. বাউন্টির  আনতে manager  এর সাথে কি ধরনের কথা বলতে হবে?
৪. বাউন্টির কাজ যদি পাই তাহলে আমার সর্ব প্রথম কি করতে হবে?


ফোরামে বাহনটি আনতে হলে সর্বপ্রথম আপনাকে বাউন্টি ম্যানেজমেন্ট করতে যে সকল বিষয় ভাল হবে জানতে হবে সেসব বিষয় গুলো সঠিকভাবে আয়ত্তো করতে হবে। অতঃপর আপনি আইসিওতে যে দেখবেন সেখানে অনেক পান্টি রয়েছে আইসিওর ম্যানেজারের সাথে কথা বলে আপনি সেখান থেকে যে কোন বাউন্টি এনে ফোরামে বাউন্টি চালাতে পারবেন।

39
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে  বর্তমান সময়টা ভীষণ ভালো যাচ্ছে। বিভিন্ন কয়েনের দাম আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটি অবশ্যই ইনভেস্টরদের জন্য খুবই খুশির বিষয়। আবার কিছু কিছু কয়েন রয়েছে যেগুলো এখনও পাম্পিং শুরু হয়নি সেসব কয়েন এর জন্য আমাদেরকে আরো সময় অপেক্ষা করতে হবে। যারা ট্রেড করেন তাদের জন্য এখনই উপযুক্ত সময় মার্কেটে অনেক ভালো ভালো কয়েন রয়েছে সেগুলো সংগ্রহ করা ।কারণ খুব শীঘ্রই প্রায় সকল কয়েনের দাম বৃদ্ধি পেতে পারে।

40
আপনার সাথে আমিও সহমত পোষণ করি। এই মাত্র কয়েকদিন আগে বিটকয়েন তার অতীত রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেছে। বিটকয়েন কয়েকদিন আগে 67 k ডলার হয়েছিল সেখান থেকে দাম কমে বর্তমানে 58 হাজার ডলারে নেমে এসেছে। খুব শীঘ্রই বিটকয়েন আবারো পাম্পিং শুরু করবে কারন সবার ধারণা করছে এই বছরেই বিটকয়েন 100k স্পর্শ করতে পারে।

41

42
Bitcoin Forum / Re: Will Bitcoin replace Gold someday?
« on: October 21, 2021, 06:47:01 AM »
I think it is better not to compare bitcoin and gold.  Because the way and features of these two coins are different.  But we can save both for our future generations.  So that our future generations can adapt to the future environment.  The higher the price of Bitcoin, the higher the price of gold.  So if we try to hold on to both gold and bitcoin to the best of our ability for the future, that will bring us good.

43
Cardano Forum / Re: Cardano investment is Safe for new investors?
« on: October 21, 2021, 06:36:31 AM »
ADA Coin is a good platform for new investors.  These coins have some basic features of their own in the market.  And it has built a good community in cryptocurrency.  The team is always active and working hard to take it forward.  So this coin is a safe platform for new investors to invest.

44
Cardano Forum / Re: Should You Invest in Cardano?
« on: October 21, 2021, 06:21:57 AM »
Cardano coin is a very good cryptocurrency.  These coins are very popular in the market.  Coin is ranked No. 4 in the marketcap.  The coin has some good features of its own that will help it move forward at this point in the future.

45
Ethereum Forum / Re: Reason why you hold Ethereum
« on: October 21, 2021, 06:09:45 AM »
Ethereum currently occupies a special place in cryptocurrency.  Ethereum is the second most popular coin in the cryptocurrency market.  Etherium represents 13% of the total value of the  cryptocurrency market.  Currently the market has started bullish running again.  Ethereum could touch 5k very soon.  Now if you hold Etherium, there is a possibility of getting a good amount very soon.

Pages: 1 2 [3] 4 5 ... 40
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod