follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Triple333

Pages: 1 2 [3] 4 5 ... 17
31
বিটকয়েন বাংলাদেশ বৈধতা পেলে অবশ্যই আমাদের জন্য অনেক অনেক ভালো হবে। বাংলাদেশ বিটকয়েন অনুমোদন পেলে আমরা কোন চুক্তি ছাড়াই ভালো হবে এখানে কাজ করতে পারব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ ।এখানে অনেক বেকার সমস্যা রয়েছে। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ বৈধতা দিলে  বেকার সমস্যার সমাধান হবে। এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।

32
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব সময় যেকোনো কয়েনের দাম ওঠানামা করে। যদি সব সময় কয়েন   গুলোর দাম বাড়তে থাকে তবে নতুন ইনভেস্ট করা মার্কেটে ইনভেস্ট করতে হবে না। যখন কোন কয়েনের দাম কমতে থাকে তখন ওই নতুন নতুন ইনভেস্ট করা সকল কয়েনে ইনভেস্ট করে। বিটকয়েনের দাম যেহেতু বেশ কিছুদিন শুধুই বৃদ্ধি পাচ্ছিল তাই বর্তমানে দাম কিছুটা কমে যাওয়া অস্বাভাবিক কিছু নয় ।খুব শীঘ্রই হয়তো আবার আমরা কারেন্সি মার্কেটে বিটকয়েনের গুডনিউজ দেখতে পাবো।

33

34
Litecoin Forum / Re: Litecoin and others coin now
« on: October 14, 2021, 07:15:28 PM »
Investors have not yet achieved the results they expected with light coins.  Many thought that Light Coin might get a good movement like Etherium with the increase in the price of Bitcoin.  It didn't happen.  It goes without saying that there is no such campaign with light coins in different cases.  Maybe that's why the light coin is still lagging behind.  Light coins still hold their top spot.  I think if a lot of later lobbying can be done like a unique coin with light coins, then success is inevitable.

35
Cardano Forum / Re: Is Cardano better than ethereum?
« on: October 14, 2021, 07:04:25 PM »
The Cardano network is by no means the equivalent of Etherium.  The Etherium platform was the most used platform for any project.  However, due to the high gas fees, people are leaving Etherium to move to the Binance platform.  However, the popularity of Etherium has not diminished a bit, but the price of Etherium is much higher now than before.  Cardano coins are far behind. Cardano coins have a long way to go to gain the same popularity and acceptance as Etherium.

36
ইলন মাস্কের প্রতিটি কোথায় বর্তমানে ক্রিপ্টোকারেন্সি জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ তার প্রতিটি কথার পরিপেক্ষিতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রভাবিত হচ্ছে। তিনি যখন যে কয়েনের পজিটিভ দিক তার টুইটারে টুইট করে সঙ্গে সঙ্গে সে কয়েনের মোমেন্ট পরিবর্তন হয়ে যায়। এ কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ইলন মাস্কের নিয়ন্ত্রণে যাচ্ছে এ বিষয়টি অনেকেই বিশ্বাস করে। কিন্তু আদৌ কি কোন ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে  সক্ষম হবে এটাকে কোনভাবে সম্ভব। আমরা অতীতে দেখেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। সাময়িকভাবে এটা মনে হতে পারে যে ক্রিপ্টোকারেন্সি ইলন মাস্কের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখব এটা কোনভাবেই সম্ভব নয়।

37
বিটকয়েন কে আবিষ্কার করেছে এটি নিয়ে মানুষের মাঝে কৌতুহল রয়েছে। কিছুদিন আগে সাতোশি নাকামোতো নামে এক ভদ্রলোক বিটকয়েন আবিষ্কার করেছে বলে দাবি করেছে। আসলে তিনি বিটকয়েন আবিষ্কার করেছে কিনা সেটি নিয়েও অনেকে প্রশ্ন করে থাকে। কিছুদিন আগে স্পেনের সরকার তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে এবং তার কয়েক মাস পরে খবর প্রচারিত হয় যে তিনি কারাগারে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আরো তথ্য জানতে গুগোল এ গিয়ে সার্চ দিলেই জানতে পারবেন।

38
বিটকয়েনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলে এটা প্রতীয়মান হয় যে বিটকয়েনের আগামী দিনের ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময় ও গতিশীল। বিটকয়েনের জন্মের পর থেকে কেউ ভাবেনি বিটকয়েন এত দ্রুত সকলের মাঝে এভাবে সারা ফেলবে। আমরা গত একটি বছর বিটকয়েনের বিশাল একটি পাম্প দেখেছি। মাঝখানে বিটকয়েনের দাম কিছুটা কমলেও পুনরায় তা বাড়তে শুরু করেছে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে বিটকয়েন 100k স্পর্শ করবে।

39
দিন যতই গড়াচ্ছে বিটকয়েনের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন হচ্ছে পৃথিবীর প্রথম আধুনিক ডিজিটাল মুদ্রা। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বিটকয়েন নিয়ে ব্যাপক আলোচনা  হচ্ছে। সেটা নেগেটিভ আলোচনা হোক আর পজেটিভ আলোচনা হোক। বর্তমানে ফেইসবুক টুইটার টেলিগ্রাম ইনস্টাগ্রাম গুগোল যেখানেই চোখ রাখা যায় সেখানেই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ তাই বাংলাদেশ আনাচে-কানাচে যেখানেই ক্রিপ্টোকারেন্সি রিলেটেডদের  পুলিশ হয়রানি করছে আমরা তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। সঠিক কথা হল বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ ধারণায় আলোচনা করা হয়।

40
আসলামুআলাইকুম

আমরা অনেকেই আছি যারা একাধিক আইডি ব্যবহার করতেছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছি বাউন্টিতে প্রতারণা করতেছি এই মন মানসিকতা থেকে আমরা সবাই বেরিয়ে আসি তাহলে এক সময় কিন্তু বাংলাদেশীদের জন্য একটি বড় বিপদ ডেকে আনবো কখন আমরা নিজেরাই বুঝতেই পারব না।
বিশেষ করে আমরা বাংলাদেশীরা ছাড়া আছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছে তাদেরকে চিটার উপাধিতে ভূষিত করা হচ্ছে অনেক বাউন্টিতে দেখতে পাচ্ছি ইদানিং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় টা খুবই লজ্জাজনক যে আমরা বাংলাদেশীরা এরকম চিটারি বাটপারি তে আছি বর্তমানে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।
এর সাথে সাথে আমাদের মন-মানসিকতার কিন্তু পরিবর্তন আনতে হবে তা না হলে কিন্তু আমরা এই ফোরাম কে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না এই ফোরামকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে আমাদের অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু ফোরামকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেজন্য আমাদেরকে ভালো এবং মানসম্মত পোস্ট করতে হবে যাতে করে অন্যরা উপকৃত হয় এরকম পোস্ট করতে হবে ।

সবশেষে আমি বলব যে আমাদেরকে অবশ্য অবশ্যই ফোরামের নিয়মকানুন রুলস কিন্তু মেইনটেইন করে চলতে হবে এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে তাহলে আমরা একদিন এই ফোরামকে অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ।


সর্বশেষে একটি কথা না বললেই নয় বর্তমান পরিস্থিতিতে বাংলা ফোরামকে যে কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটা অবদান শুধুমাত্র নতুন মডারেটর ভাইদের তারা নতুন হিসেবে ফোরামে এসে তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে ফোরামকে জঞ্জালমুক্ত রেখেছেন এবং ফোরামের  কোয়ালিটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


ফোরামে কোন বাংলাদেশী যদি ফোরামের নিয়মবহির্ভূত কোন কাজ করে এবং সেটা ধরা পড়ে স্কামার হিসাবে সবার কাছে পরিচিত লাভ করে তবে এটি আমাদের বাংলাদেশীদের জন্য লজ্জাজনক। অবশ্যই আমরা বাংলাদেশে যারা রয়েছে তারা ফোরামে কোন প্রকার স্কামিং করা থেকে বিরত থাকবো।

41
যদি আমরা এই ফর্মে সবাই ভালভাবে কাজ করি,
তাহলে আমরা সবাই অনেক লাভবান হবো,
তাই আমার সবাই মনোযোগ দিয়ে কাগ করি,
আর একজনের সমস্যা আর একজনের মিটিয়ে দিতে চেষ্টা করি।


ভাই আপনি ফোরামে নতুন এটা না হয় মেনে নিলাম। কিন্তু আপনি যে টপিকটি তৈরি করেছেন তাকি আপনি কখনো পড়ে দেখেছেন আপনি কি লিখেছেন প্রতিটি বানান ভুল ভাসার কোন সামঞ্জস্যতা নেই। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না আপনি একজন বাংলাদেশী একজন বাঙালি ।আপনি যদি নিজের ভাসা সঠিক ভাবে লিখতে ও বলতে না পারেন তাহলে কি করে হয়। আপনি আগে ফোরামে অন্যান্যদের পোস্টগুলো ভাল হবে পড়ে কিভাবে পোস্ট করতে হয় সেগুলো শিখে নিয়ে তারপর ফোরামে পোস্ট করুন।

42
Ethereum Forum / Re: Ethereum Coin
« on: October 13, 2021, 04:42:21 AM »
Bitcoin is the world's first electric currency.  It is called the father of cryptocurrency.  Most people in the world are aware of bitcoin.  Bitcoin is the most popular of all cryptocurrencies.  Kanai is the most invested.  Reviewing the cryptocurrency market in the past, it is seen that Bitcoin affects all other points, when the price of Bitcoin increases, the price of other coins including Etherium increases and when the price of Bitcoin decreases, the price of all coins decreases.

43
Ethereum Forum / Re: When Will Ethereum Double?
« on: October 13, 2021, 04:23:29 AM »
The price of etherium not only doubled a few days ago but also increased several hundred times.  Although the price of aquariums has come down a bit now, it is still several times higher than in the past.  We see from the coin market that even at the end of 2020 Ethereum was far from 1k.  Which was about 250  to 300.  Growing from there, Ethereum exceeds  4,000.  ETH is currently trading at 3512.  Its price will increase further in the coming days.

44
Bitcoin Forum / Re: Will ethereum overtake Bitcoin?
« on: October 13, 2021, 03:57:26 AM »
The first song that comes to mind when someone starts talking about cryptocurrency is Bitcoin.  Bitcoin is the most accepted and popular of all the coins in the cryptocurrency.  Currently the world's top institutions and the top rich people are investing in Bitcoin.  Although Etherium is the second most popular and traded coin, it is not considered the first choice by many new investors.  Ethereum lags far behind Bitcoin in terms of price and identity, so it is not possible for Ethereum to overtake Bitcoin in any way.

45
Bitcoin Forum / Re: Will Bitcoin rise again?
« on: October 12, 2021, 09:22:58 PM »
The price of Bitcoin is fluctuating a lot now.  This is a normal process in the cryptocurrency market.  Although I saw the news pumping of Bitcoin a few days ago, the price of Bitcoin has come down a bit but now it is rising again.  Hopefully soon the past record will be surpassed and Bitcoin will exceed 100k.

Pages: 1 2 [3] 4 5 ... 17
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod