follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - DYING_S0UL

Pages: 1 2 [3] 4 5
31
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Phil Zimmermann's thoughts about PGP - We all should read them




ইতিপূর্বে আমি এবং bitmover, যথাক্রমে The Crypto Anarchist ManifestoThe Cypherpunk Manifesto টপিক দুটি উপস্থাপন করেছি। এই টপিক দুটি ছাড়াও আরো একটি টপিক যা সবার পড়া উচিত বলে আমি মনে করি। এই টপিকটিতে PGP (Pretty Good Privacy) এর সৃষ্টিকর্তা Phil Zimmermann নিজেই বর্ণনা করেছেন: কেন আমি PGP তৈরি করেছি

এই প্রবন্ধটা ১৯৯১ এর জুনের দিকে লেখা হয়েছিল এবং ঠিক আট বছর পর ১৯৯৯ এ এটার সংস্করণ করা হয়।

এই প্রবন্ধটা Phil এর উদ্বেগ প্রকাশ করে সকল ধরণের প্রাইভেসি নিয়ে - ব্যক্তিগত আলোচনা থেকে শুরু করে ব্যক্তিগত ইমেইল, পোস্টকার্ড এবং আরো যা আছে।

"প্রাইভেসির অধিকার বিল অফ রাইটস্ এ অস্পষ্টভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সংবিধান প্রণয়ন করে তখন এর প্রতিষ্ঠাতারা ব্যক্তিগত কথোপকথনের অধিকার নিয়ে তেমন কিছুই উল্লেখ করেননি।", Phil শুরু থেকেই এটি বলে আসছিলেন।

তিনি তার বুদ্ধিমত্তার মাধ্যমে সবাইকে দেখান যে প্রাইভেসির অধিকার সবার রয়েছে! কিন্তু দুঃখের বিষয় অনেকেই তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়না। এই প্রবন্ধটি যারা পড়বে তারা এ বিষয়ে উৎসাহ হবে বলে আমি মনে করি। এটা আমাদের বুঝায় যারা আমাদের প্রাইভেসি নষ্ট করতে চায় তাদের জন্য আমাদের দরজা কেন বন্ধ রাখা উচিত। এটা আমাদের দেখায়, মানুষের কোনো কিছু লুকানোর না থাকলেও, কেন তার "না!" বলার অধিকার থাকা উচিত। এটা আমাদের নিজস্ব প্রাইভেসি রক্ষায় আমাদের চোঁখ খোলার চেষ্টা করে যা কিনা আমাদের নিজেদের দেহের মতোই মূল্যবান।

"যদি আপনি আসলেই একজন আইন মেনে চলা নাগরিক হয়ে থাকেন যার কোন কিছু লুকানোর নেই, তাহলে আপনি কেন আপনার পেপার মেইল পোস্টকার্ডে পাঠান না? যখন ড্রাগ টেস্টের দাবি করা হয় তখন কেনো সেটা স্ব-ইচ্ছায় গ্রহন করেননা? বা পুলিশদেরই বা কেন একজনের ঘর তল্লাশিতে ওয়ারেন্ট লাগে? আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? আপনি যদি আপনার মেইল খামের মধ্যে লুকিয়ে রাখেন, এর মানে এই কি আপনি নাশকতায় জড়িত বা মাদক কারবারি বা আপনি কি পাগল? আইন মেনে চলা নাগরিকের কি তাদের ইমেইল এনক্রিপ্ট করার প্রয়োজন আছে?"

উপরের প্রশ্নগুলো সবই তাত্ত্বিক প্রশ্ন। এসত্ত্বেও প্রশ্নগুলো করার প্রয়োজন ছিল যেনো মানুষ তাদের পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারে - এটা এমন একটি অবস্থা যেখানে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো (যা অভিজাতদের হাতিয়ার) ব্যক্তিগত তথ্যের জন্য ক্ষুধার্ত, সাথে তাদের আর্থিক তথ্য এবং তাদের এই ক্ষুধা মেটানোর জন্য তারা বিভিন্ন নজরদারি প্রতিষ্ঠা গড়ে তুলেছে যা প্রযুক্তির বিকাশের সাথে সাথে আরো আরো বিকাশিত হয়েছে। অন্যের কথোপকথন শোনা থেকে শুরু করে ফোন লাইন বাগিং করা বা ইমেইল ইন্টারসেপ্ট করা সবই সম্ভব। এগুলোর মাঝে কোন পার্থক্যই নেই: হ্যাঁ হয়তো পদ্ধতিতে পরিবর্তন এসেছে, কিন্তু উদ্দেশ্য আগেরটাই রয়ে গেছে - সরকার তাদের নাগরিকের সবকিছু জানতে চায়, হোক সেটা ভালো বা খারাপ

"PGP মানুষদের তাদের নিজস্ব প্রাইভেসি তাদের নিজেদের হাতে তুলে নেয়ার ক্ষমতা দেয়। বর্তমানে এটার সামাজিক প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। এজন্য আমি এটা লিখেছি", Phil সবশেষে এটা বলেন। আমাদের সবার উচিত তার কথাগুলো শোনা!

"যদি প্রাইভেসিই বেআইনি করা হয়, তাহলে বহিরাগতদের শুধুমাত্র প্রাইভেসি থাকবে" -- Phil Zimmermann.



P.S: PGP সম্পর্কে আরো জানতে চাইলে, nullius এর লেখা চমৎকার পোস্ট দুটি (এখানে এবং এখানে) দেখতে পারেন।

ধন্যবাদ, nullius, আপনাকে আপনার লেখাগুলোর জন্য! আপনি আমাকে এই পোস্টটি লিখতে অনুপ্রাণিত করেছেন।

32
নাহ, এরকম হবে কেনো? হতে পারে আপনার নেট সমস্যা। কিছুক্ষন অপেক্ষা করেন। নট কয়েন এর সাপ্লাই কমানো হয়েছে। লিষ্টিং এর পরে ক্লেইম অপশন এভেইলেবল হবে।

হ্যাঁ ভাই, প্রথম প্রথম যখন মাইনিং অফ হয় তখন এমন হইছিল। কালো স্ক্রিন হয়ে থাকতো। আমি তো ভাবছিলাম বট ডিলিট করে দিবো, করিনি। কাল ওপেন করলাম। দেখি কাজ করতেছে। নিচের দুই ছবি একটু বুঝায় দিবেন? এখন কি এগুলো হোল্ডে রাখবো? পরবর্তী স্টেপ টা কি?


33
Forum related / Re: AltcoinsTalks Telegram Notifier !!!
« on: April 29, 2024, 10:54:39 AM »
Yes just now (At that time of my writing). After deleting the Bot and starting anew, from,
So it's good to say that the bot works for you now? What username did you put before if you don't mind telling?
Same username (DYING_S0UL) unless I wrote incorrectly the previous time. But I don't think that's the case.

Edit: Just now.. got a positive karma notification. :D

34
Forum related / Re: AltcoinsTalks Telegram Notifier !!!
« on: April 29, 2024, 10:50:48 AM »
I submitted it exactly how it should be! Copy paste from my altcoinstalks account.
Is it just now or since you used the telegram bot? @DYING_S0UL. Because i didn't touch the code yet, just asking questions here first to get more info of the issue.
Yes just now (At that time of my writing). After deleting the Bot and starting anew, from,
Forum time: April 29, 2024, 09:20:31 AM
Local time: April 29, 2024, 01:20:31 PM

Note: After starting anew, I was mentioned 3 times and I got notified for all 3 of them, meaning it's working.

35
Forum related / Re: AltcoinsTalks Telegram Notifier !!!
« on: April 29, 2024, 10:09:10 AM »
...
Can you tell what you're registered username input in telegram because that what it matters, it should be "DYING_S0UL" as what shows always when you post.
It finally WORKED! :D

Yes it is "DYING_S0UL", I submitted it exactly how it should be! Copy paste from my altcoinstalks account. BTW The read marked is a mathematical ''Zero'' not alphabet ''O''.



36
c - DYING_S0UL

Quick question, What did you meant by "Cards number 7 to 19 are not supplied loaded" ?

Thanks,
-DS

37
Forum related / Re: AltcoinsTalks Telegram Notifier !!!
« on: April 29, 2024, 09:13:28 AM »
No, I did not got any kind of notification for this mention. I had to check manually :'(
But the mention works before for you, right?
Let me check then, there should be a problem. I never update the code for several months now so i wonder whats the problem.
PX-Z this is not only single problem. I am getting notifications fine but only from global board posts. But when someone is quoting my post from local board, no notification is coming.  Hope you will solve all these problems by updating the code of the bot.
Thank you very much for launching such a bot among us.....
NOOO!!!

It "never" worked for me. I even checked all of my notifications. And among those 500–1000 notifications, all of them were from "TRACKED TOPICS".

I'll try to delete the bot and restart everything from the beginning. I don't know the proper way to do this but I'll try anyway, let's see if it works.
(Deleted and started anew)

Forum time: April 29, 2024, 09:20:31 AM
Local time: April 29, 2024, 01:20:31 PM

Note: I did not get notification for this mention either, hence the late reply.

38
Gambling & Crypto Casinos / Re: STAY AWAY FROM 1XBIT
« on: April 28, 2024, 08:45:23 PM »
So, you must always show this topic to your friends if they try to use this casino.
Thanks for the timely warning; it will surely be of help to someone who may have been considering starting to gamble on 1XBIT.

 The fact that 1XBIT has very good marketing and promotion tells you that not everything you see advertised online is legit. You always have to verify and double-check.

Speak of the devil, Voila!!! The devil actually came. I was scrolling through an app, and suddenly 1xBet showed himself. Lol! :o

Fact: I don't use any kind of casino or gambling related apps, nor do I ever search for this kind of stuff. So this is totally irrelevant to my advertisement preference. But it still showed up.



39
Forum related / Re: AltcoinsTalks Telegram Notifier !!!
« on: April 28, 2024, 07:43:17 PM »
You guys are getting notifications for mentions and quotes? I am only getting notifications on tracked topics. Other than that, no notification whatsoever! Even karma is not working for me! Weird. Nobody replied to my issue. Does anyone know the fix to this? Or should I just delete everything, refresh the bot, and start over? I would really appreciate it if anybody helped me. It's very inconvenient to check every comment, whether anyone replied or not! :'(
Let me know if you get a notification on this. Sometimes when a post is edited and just added your username after few minutes, you will not get a notification.
No, I did not got any kind of notification for this mention. I had to check manually :'(

40
Forum related / Re: AltcoinsTalks Telegram Notifier !!!
« on: April 28, 2024, 05:54:09 PM »

Admin and specific staff can give karma more than one at a time. The following is an example of karma that I have received:


since only the administrator and the president can give more than 1 karma to the same user.
Never thought that sending more Karma at once is possible until I saw your replies.

Thanks, I learned something new today.

You guys are getting notifications for mentions and quotes? I am only getting notifications on tracked topics. Other than that, no notification whatsoever! Even karma is not working for me! Weird. Nobody replied to my issue. Does anyone know the fix to this? Or should I just delete everything, refresh the bot, and start over? I would really appreciate it if anybody helped me. It's very inconvenient to check every comment, whether anyone replied or not! :'(

41
If that's the case, it is indeed hard to convince someone in your location about Bitcoin. I don't know what happened or what situation your government in to come to the point of banning crypto in your country just like in some other countries but the situation wherein they will think of you doing any illegal activities once you are into crypto, it's awful and sad at the same time.

Do you mind telling what country you came from?
Yes, it's awful! Our government hasn't yet accepted Crypto as a legal form of monetary system! But that doesn't stop us from using it, though. A lot of guys are using it at this very moment, mostly the young generation (but in secrecy). Although it's banned, it isn't that well regulated. They are aware that people are already into crypto space. But doesn't take any strict action. Millions of dollars worth of crypto are being laundered through various MLM sites and scam apps. But they can't or are unable to take measures, simply because of their imcompetence and corrupted minds. 

I am from Bangladesh, brother! ;)



You can't introduce cryptocurrencies to them, but you can teach them investing in general though. The pros, and cons, the risks involved, types of investment, etc.
At this moment, I only try to teach those who won't get the wrong idea or mixed feelings about my work (crypto). Basically my family! :D

42
যেহেতু এসব এয়্যারড্রপ অনেক লম্বা সময় নিয়ে কাজ করতে হয়, বেশিরভাগ মানুষ একটা সময় এসে ধৈর্য্য হারিয়ে ফেলে। আর ১০ টা প্রজেক্ট এ কাজ করলে ১ টা প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায়। সত্যি বলতে আমি চাই না মানুষ আমাকে বিশ্বাস করে এমন প্রজেক্ট এ কাজ করুক যারা পেমেন্ট দিবে না। তবুও এটা চাইলেও আমি পারবো না। ইন্টারনেটে বেশিরভাগ প্রজেক্ট পেমেন্ট করে না। আমি দেড়ি করেছিলাম কারন আমি জানতাম ই না যে আপনি ইন্টারেষ্টেড কি না।

ভাউচার আমিও একটাও মিন্ট করি নাই। তবে আমি নট হিসেবেই রেখে দিছি যেটা লিষ্টিং হওয়ার পর হয়তো ক্লেইম করা যাবে। এখনো মনে হয় ক্লেইম অপশন এভেইলেভল হয় নাই। তাছাড়া আমি বেশ কিছু এয়ারড্রপ এখনো ফার্ম করছি। আশা করছি এগুলো থেকে পেমন্টে পাবো।
আরেহ মিয়া চিল! আপনার রিপ্লাই সিরিয়াস মুডের মনে হচ্ছে। আমি একটু মজার ছলেই বলছি। যদিও এইসব এয়ারড্রপ গুলো (ফারমিং বেসড্) যারা একেবারে প্রথম থেকে করে তারাই লাভ করে। আমাদের মতো শেষের দিকের লোক আম আটি কিছুই পায়না।

আমার টায় কিছুই হয় না, কালো স্ক্রিন হয়ে থাকে।

43
From where I live, it isn't that easy. That's why I don't try to. I am mainly based in rural areas, and here, the adults aren't that aware of Bitcoin or any other crypto currency or any related stuff. If I try to, they will think I'm doing something illegal or bad. My relatives, my neighbors, and even my friends don't know what I do. I don't want them to have mixed feelings. I tried once, but it didn't work. And the biggest issue is that crypto is banned here. So nobody wants to mess with the authority. You sure understand my place isn't that convenient to discuss or convince people about Bitcoin.

44
মিয়া আপনি অনেক দেরিতে দিসিলেন এটা আমারে। যেই কয়দিন করছিলাম সেই কয়দিয়ে যে পরিমাণ নটকয়েন জমা হইছিল তা দিয়ে একটা ভাওচারও মিন্ট করার মতোও এমাউন্ট করতে পারিনাই। রিসেন্ট একটা পোস্টে দেখলাম একেকজন নাকি ১০০০-২০০০ ডলার সমপরিমাণ টোকেন মিন্ট করছে, লল।

45
৪। আমি সিনিয়র হলে কয়টা কারমা অন্যদের দিতে পাড়বো
=> আপনার ইচ্ছামত কারমা দিতে পাড়বেন। তবে একজনকে একবার দেওয়ার পড় ১০০ ঘন্টা বড় আবার দিতে পাড়বেন। তবে যদি তাকে বাদ দিয়ে অন্যকে দিতে যান তবে তার জন্য কোনো দেরি করতে হবে না। তবে আবার বলতেছি কারমার অপব্যবহার করা যাবে না।
আসসালামু ওয়ালাইকুম ভাই! আপনার এখানে একটা টাইপো মিসটেক চোঁখে পড়লো।

Pages: 1 2 [3] 4 5
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod