follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - LazY

Pages: 1 ... 23 24 [25] 26
361
নতুনদের / Re: কেন Altcoinstalks ফোরাম?
« on: February 01, 2021, 08:11:44 AM »
Altcoinstalks ফোরাম যেখানে সমস্ত ALtcoin সম্পর্কিত আলোচনা করা হয়। Altcoinstalks ফোরাম নির্মাণের অন্য মহান কারণ আছে। আমার ব্যক্তিগত মতামত এবং অভিজ্ঞতা থেকে, সেই কারণগুলি নীচে দেওয়া হয়েছে:

- সব Altcoin ICO খুব ভালভাবে এখানে প্রচারিত করা যেতে পারে। (altcoinstalks কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা  হয়)


- সমস্ত Altcoin তাদের পৃথক বিভাগ এবং ব্যক্তিগত ফোরাম থাকতে পারে। (altcoinstalks কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা  হয়)

- রয়্যালটি, পার্টনস ইত্যাদি সদস্য হিসাবে অবদান দ্বারা প্যাসিভ আয় উপার্জন একটি মহান জায়গা। নীচের ছবিটি দেখুন->

   

- কমিউনিটি Support এর গ্রেট জায়গা। (সকল উচ্চ স্থানধারী সদস্য এবং প্রশাসক সম্প্রদায়ের জন্য খুব সহায়ক)

- নিয়ম এবং প্রবিধান খুব ভাল। (এটি অন্যান্য ফোরাম থেকে খুব ন্যায্য বলে মনে হয়)

- Bounty Hunter এর জন্য একটি মহান জায়গা।

-  কেউ একজন স্বাধীন Bounty Manager হতে পারে।
  ** (Bounty আরম্ভ করার আগে নিয়ম অনুসরণ করা আবশ্যক) **

- সমস্ত যাচাই ক্রিপ্টো খবর ভাল উৎস। (জাল খবর মডারেটর এবং ব্যবহারকারী দ্বারা সরানো হয় জাল খবর জন্য শাস্তি দেওয়া হবে)

- এই ফোরামের সব প্রধান নেটিভ ভাষার জন্য বিভিন্ন স্থানীয় বিভাগ রয়েছে।

যদি কেউ Altcinstalks ফোরাম সম্পর্কে আরও অন্তর্ভুক্ত করতে চায় তবে নীচে লিখুন।

এই পোস্টটি আমাদের নতুন সদস্যদের এবং অতিথিদের সাহায্য করবে আশা করি।

ধন্যবাদ
ঠিক বলেছেন আপনি এই পোস্ট টি আমাদের নতুন সদস্যদের এবং অতিথিদের সাহায্য করবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি শেয়ার করেছেন।

362
নতুনদের / Re: Altcoin কয়েন কি?
« on: February 01, 2021, 08:10:59 AM »
উত্তরঃ
Altcoins দুটি শব্দ সমন্বয়ে তৈরি: "Alt" এবং "coin" ; alt=alternative  মানে 'বৈকল্পিক' এবং 'coin' অর্থ  ডিজিটাল টাকা বা ক্রিপ্টোকারেন্সি । অল্টারনেটিভ ক্রিপ্টোকারেন্সি চালু করা হয়েছে বিটকয়েনের সফলতার পর। Altcoins এর উদাহরণ হল এথেরিয়াম, রেপল, লাইটকোইন, কার্ডানো, মেনরো এবং অন্যান্য অনেকগুলি কয়েনের একটি ভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ব্যবহার আছে।
আমি এই ফোরামের একজন নতুন ইউজার। আমি জানতাম না এ লোট কয়েন মানে কি। আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

363
নতুনরা খুব সহজেই টকেন আয় করতে পারবেন আর জন্য যা করতে হবে তা হলো আয়ার ড্রপ করে টোকেইন আয় করা.
আর এর  জন্য আই ফোরাম আর বিভিন্য সেকসন এ দেয়া আয়ারড্রপ করতে পারেন আর আই জন্য আপনাদের ফোরাম টা ভালোমতো ঘুরে দেকতে হবে আর সাহাজ্য প্রয়োজন হলে রিপ্লে করে সাহাজ্য চাইতে পারেন ...
কোথায় থেকে এয়ার্ড্রপ করতে পারব।যদি একটু লিংক গুলো দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমরা খুব সহজেই টোকন আয় করতে পারতাম।

364
আমাদের ফোরামে নিউ সেকশন add করা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=373.0
নিউ সেকশনে গিয়ে কি আমরা পোস্ট করতে পারব। আমরা যারা নতুন মেম্বার আছি তারা কি নিউ সেকশনে পোস্ট করতে পারব।

365
আমি মনে করি নবাগত এবং অন্যদের জন্য ক্রিপ্টো তথ্য সম্পর্কে জানতে এটি গুরুত্বপূর্ণ। কারণ তারা কিছু সামাজিক গ্রুপ বা চ্যানেল বা ব্যক্তি দ্বারা বিপথে চালিত হতে পারে। আমি কিছু গুরুত্বপূর্ণ সাইট বা লিঙ্ক সংগ্রহ করার চেষ্টা করেছি যাতে কেউ এটি থেকে উপকৃত হতে পারে। ক্রিপ্টোক্রেজেন্সি নিউজ এবং অন্যান্য প্রয়োজনীয় উৎস নামগুলির কিছু গুরুত্বপূর্ণ উৎসগুলি নীচে দেওয়া হয়েছে:

- coinmarketcap***

- tradingview .com  (ট্রেডভিউ এবং .com মধ্যে ফাঁকা করুন)***

- cryptopanic .com  (Cryptopanic এবং .com মধ্যে ফাঁক অপসারণ করুন)***

-Coinmarketcal - সর্বশেষ ক্রিপ্টো ঘটনা ট্র্যাক রাখতে***

-CrypformationBot - একটি সত্যিই দরকারী টেলিগ্রাম বট যা তালিকা সতর্কতা এবং অনেক বেশি দেয়.***

- CoinTelegraph

-Bitcoinist

-Reddit***

-tokenmarket  .net

-coindesk  .com***

-etherscan .io ( আপনি এখানে কোন ERC20 টোকেন বিবরণ খুঁজে পেতে পারেন )***

-strategiccoin .com  ( টোকেনের প্রকার সম্পর্কে জানতে সাহায্য করবে )

-***** অবশেষে, Altcointalks.com তথ্যের জন্য একটি মহান উৎস। দিন দিন এটি বৃদ্ধি এবং bitcointalk মত একটি মহান উৎস হবে।

সবাইকে ধন্যবাদ. :)


[অস্বীকৃতি: আমি এখানে কোনও সাইটের জন্য কোনও বিপণন করছি না এবং বিনিয়োগের পরামর্শও দিচ্ছি না এই পোস্টটি শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্য জন্য]
আপনাকে ধন্যবাদ। এটি আমাদের সবার জন্য প্রয়োজনীয়। ক্রিপ্টোকারেন্সি তথ্য আমাদের জেনে রাখা প্রয়োজন। কারণ প্রতিনিয়ত আমাদের এটি প্রয়োজন পড়ে।

366
নতুনদের / Re: বিটকয়েন?
« on: February 01, 2021, 08:06:12 AM »
২০২১ সালে কি বিটকয়েন এর দাম বার বে না কমবে যদি কেউ যানেন বলেন সেই অন্য যায় আমি কিছু বিটকয়েন কিনে রাখবো
আমার মনে হচ্ছে 2021 সালে বিটকয়েনের দাম বাড়বে। কারণ বিটকয়েন সবাই পছন্দ করে। অন্যদিকে বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি রাজা।

367
বিটকয়েন মাইনিং হল বিটকয়েন উপার্জনের একটি ভাল ক্ষেত্র।

বিটকয়েন যখন সবাই ব্যাবহার করা শুরু করল তখন বিটকয়েনের হিসাব রাখার প্রয়োজনীয়তা বাড়ল। প্রথমদিকে সিপিইউ দিয়ে এই কাজটি করা শুরু হল। কিন্ত ধীরে ধীরে সাশ্রয়ীটা ও কর্মক্ষমতার জন্য জিপিইউ সিপিইউ এর জায়গা দখল করে নিল। কিন্তু আস্তে আস্তে হিসাবের চাপ বাড়তে থাকায় ইলেক্ট্রিসিটির বিল এর পর লাভের পরিমাণ খুব কমে গেল। তখন খুব গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হল। নতুন একধরনের চিপ বের হল যা হিসাব করার জন্যই প্রোগ্রাম করা হয়েছে। এগুলো সিপিইউ ও জিপিইউ এর প্রায় ৫০ গুণ বেশি সাশ্রয়ী। তাই এখন এগুলো দিয়ে হিসাব করা হয়। তবে বাংলাদেশে এ চিপগুলো পাওয়া যায় না আর চিপগুলো বেশ দামী। তবে লাভ বেশ ভালই হয়।
বিটকয়েন মাইনিং কি সবাই করতে পারবে। বিটকয়েন মাইনিং করতে কত টাকা লাগবে। বিটকয়েন মাইনিং এর ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে।

368
এই খানে যেই সেকসনে পোস্ট করতে আপনাদের বিষেস করে নতুনদের সহজ হবে সেটা হলো নিজেদের ফোরাম http://www.altcoinstalks.com/index.php?board=95.0
কিংম্বা জেনারেল ডিসকাসন সেকসন
http://www.altcoinstalks.com/index.php?board=1.0
আসা করি আই ২টি সেকসন এ পোস্ট করলে আপনারা খুব সহজে নিজের পদ উন্নতি করতে পারবেন...
এটি আমাদের জন্য খুবই কার্যকরী একটি পোস্ট। আমরা যারা নতুন আছি তারা জানিনা কোথায় পোস্ট করতে হবে আমাদের। এখান থেকে জানতে পারলাম কোথায় আমাদের পোস্ট করতে হবে।

369
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
সিগনেচার ক্যাম্পিয়ান এ কি আমি জয়েন করতে পারব। সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে কি মেম্বার লাগে। কোন রেংকে পেলে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে পারব।

370
উক্ত র‌্যাংকগুলো অর্জন করতে বা কোন র‌্যাংক অর্জন করতে কত একটিভিটি লাগে সেটার একটা তালিকা দিলাম।

১-৪ একটিভিটি = নিউবি
৫-৪৪ একটিভিটি= বেবি স্টেপস
৪৫-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৬ একটিভিটি= মেম্বার
১৩৭-৩১০ একটিভিটি= ফুল মেম্বার
৩১১-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি= লিজেন্ডারী মেম্বার
৫০০০-৯৯৯৯ একটিভিটি=  মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান


এই তথ্যটি অনেকের জেনে রাখা দরকার তাহলে র‌্যাংক সম্পর্কে প্রাথামিক ধারণা পাবেন তারা।
আমি জানতাম না কতগুলো পোস্ট করলে কোন কোন ব্যাংক পদোন্নতি করা যায়। আপনি এ বিষয় নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আমি এখনই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলাম।

371
গত পোস্টে দেখিয়েছিলাম কিভাবে মেটামাস্কে একাউন্ট করতে হয়। ( https://www.altcoinstalks.com/index.php?topic=110342.msg665289#msg665289)
 আপনি চাইলে মাইইথারওয়ালেট না খুলেও শুধু মেটামাস্ক ব্যবহার করতে পারবেন। তবে আমরা যেহেতু প্রথম থেকেই মাইইথারওয়ালেট এর সাথে পরিচিত তাই আজকে দেখাবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেটকে কানেক্ট করতে হয়? আগেই বলে রাখছি- মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করলে আর মাইইথারওয়ালেটে লগইন করা লাগবেনা, শুধু মেটামাস্কে লগইন করলেই হবে। সুতারং এটা খুবই একটা সিকিউরড পদ্ধতি। তাহলে চলুন জেনে নেই কিভাবে কি করতে হবে-
১। প্রথমে গতপবের পোস্টটি পড়ে সেভাবে একাউন্ট করে নিন এবং শেসে দেখিয়েছি কিভাবে লগইন করতে হয় মেটামাস্কে সেটা অনুসরণ করুন।
২। লগইন করার পরে ড্যাশবোডে বক্স চিহ্নিত স্থানে ক্লিক করুন।
৩। এরপরে  Import Account এ ক্লিক করুন।

৪। এরপরে আপনি প্রাইভেট কি অথবা কিস্টোরফাই দুটির যে কোন একটি সিলেক্ট করুন  ( এটা অবশ্যই আপনার মাইইথারওয়ালেট এর প্রাইভেট কি বা কিস্টোরফাইল হবে) এবং যেটা সিলেক্ট করবেন সেটা কপি করে পেস্ট করুন।
৫। এখন Import এ ক্লিক করুন। বাস ইমপোট হওয়া মানেই আপনার মাইইথারওয়ালেট মেটামাস্কের সাথে কানেক্ট হয়ে গেলো।
এখন থেকে আপনাকে আর মাইইথারওয়ালেটে লগইন করতে হবেনা, মেটামাস্কে লগইন করেই সব কাজ করতে পারবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করতে  ভুলবেন না।
এর আগের পোস্ট এ মেটামাস্ক একাউন্ট কিভাবে খুলতে হয় সে সম্পর্কে জানতে পেরেছি। এখন আবার জানতে পারলাম কিভাবে মাই ইথেরিয়াম ওয়ালেট কানেক্ট করতে হয় মেটামাস্ক এর সাথে। অনেক ধন্যবাদ।

372
নতুনদের / Re: altcoinstalks এর গুপ্ত ধন !
« on: February 01, 2021, 07:59:49 AM »
:) যেকোনো গুপ্ত ধন এর ব্যাপারে আমাদের অবচেতন মন সব সময় সজাগ! তাই বলে এই altcoinstalks ফোরামে গুপ্ত ধন আছে?

প্রশ্ন যদি আপনার হয় তাহলে আমি বলবো, হা। এইটা টোটাল ক্রিপটো রিলেটেড সাইট। আর ক্রিপটোর রাস্তায় চলতে এই সাইট যদি হয় আপনার প্রথম, তাহলে খালি চোখে এবং জ্ঞ্যানের চোখে খুজে দেখুন পেয়ে যাবেন সেই আনলিমিটেড গুপ্ত ধনের সন্ধ্যান।

যদি কেউ প্রথম থেকে ক্রিপটো সমন্ধে জেনে এখানে আসেন তার অভিজ্ঞতার আরও বিস্তার ঘটাতে, তাদের কথা আলাধা। আর আপনি যদি ”কিছুটা ভুল জেনে” শুধু মাত্র ইন্সট্যান্ট আয়ের জন্য এখানে এসে থাকেন তাহলে বলবো, এসেই যখন পরেছেন তাহলে ইন্সট্যান্ট কিছু পাওয়ার আসা বাদ দিয়ে একটু সময় নিয়ে ফোরামটাকে জানার চেষ্টা করুন।

ধরে নেই আপনি এখনও মনে করছেন সাইটটা শুধু মাত্র ইনকাম করার জন্যই। প্রথমে তাহলে আপনি কি করবেন? পোস্ট করবেন, পয়েন্ট নিবেন, সেই পয়েন্ট এর বদলে টোকেন নিয়ে তা বিক্রি করে আয় করবেন? আরও তো ওয়ে আছে সেইগুলোর দিকে একটু নজর কি দিবেন না? ঐ জায়গাতেই তো আপনার খোজের গুপ্ত ধন রয়ে গিয়েছে।

তাহলে কি করবেন? বাংলার এক সুবিশাল জগত আছে এখানে, সব টপিক/পোস্ট পড়ে ফেলুন। তারপরে ইংরেজি বিভাগে জান, এখন দেখবেন এই ইংরেজি গুলাও বুঝতে অসুবিধা হচ্ছে না। আরও অনেক কিছুর সন্ধ্যান পাবেন যা বাংলাতে সব পান নি। পড়তে পড়তে কি আইসিও তে কাজ করা যায়, ‍গিভওয়ে অথবা এ্যায়ারড্রপ খুজে পেয়েছেন? তাহলে এর মাঝে গুপ্ত ধন খোজার চেষ্টা করুন।
আইসিও এর ভিতরে প্রতিটা বাউন্টি ক্যাম্পেনে নজর দিন। কি ভাবে কাজ হয়, আপনি কি ভাবে কাজ করবেন, কতো আয় হবে সব বুঝতে পারবেন। ‍গিভওয়ে কি ভাবে কাজ করে এ্যায়ারড্রপ গুলাতে কি ভাবে কাজ করবেন সব কিছু খুজে বাহির করুন। এক সময় দেখবেন একটা গুপ্ত ধন আপনার দিকে উকি দিয়ে চেয়ে আছে। এখন এই গুলার কথা বললাম বলে প্রথমেই এইগুলার দিকে ঝুকে পরবেন না। জানার চেষ্টা করুন এই সমস্ত ব্যাপার গুলা কেনো ঘটায়, তারা কি পায় আর আমরা কি পাবো। এর আগে আর কতো গুলো কয়েন/টোকেন বাজারে আসছে। তাদের অবস্থা কি। তাদের উঠা নামা কেনো হয়। ২০১৬/২০১৭ এর দিকে কি অবস্থা ছিলো, এখন একটু খারাপ মনে হচ্ছে কেনো, আগামীতে গিয়ে কি ঠিক হবে। এই সমস্ত বিষয় গুলাও খুজে বাহির করুন। প্রয়োজনে সাইট এর বাহিরে গিয়ে সার্চ করুন। তাহলে এই সাইট আরও বুঝতে আরও সুবিধা হবে। 

এই সমস্ত ব্যাপার গুলা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন এর বাহিরে আসলেই আরও কিছু আছে কি না, এর চাইতে বড় গুপ্ত ধন, তাকে খুজার চেষ্টা করুন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, এই ফোরামে ক্রিপটো রিলেটেড যা কিছু খালি চোখে দেখতে পাচ্ছেন তার বাহিরে কিছু হিডেন বিষয় রয়ে গিয়েছে। আর এইটার কথা আপনাকে কেউ বলবে না। আপনাকে নিজেই খুজে বাহির করে নিতে হবে। শুধু এইটুকুই বলবো যা দেখতে পাচ্ছেন তার চাইতেও অনেক বেশি কিছু আছে এই ক্রিপটো দুনিয়াতে।
আর এর সব কিছু পাওয়ার জন্য এইটার পিছনে লেগে না থাকলে কখনই পাবেন না। হুট করে এসেই যদি ইন্সট্যান্ট ইনকাম চান এবং এ্যানি হাও না পেয়ে আবার এখান থেকে ব্যাক করলে শুধু সময়ের অপচয় ছাড়া কিছুই হবে না। তাই আপনাকে বলছি, এই সাইটের মডারেটর যতোটুকু ক্রিপটো ব্যাপারে জানেন তার মতোন আপনিও জানার চেষ্টা করুন। হয়তো যতোটুকু আপনার আশায় ছিলো তার চেয়ে কয়েকগুন বেশি পাবেন। ক্রিপটো দুনিয়াতে আপনার যাত্রা শুভ হোক ! :)
আমি এই ফোরামে একদম নতুন। ধন্যবাদ আপনাকে।এলোট কয়েন এর গুপ্তধন সম্পর্কে জানতে পারলাম। খুবই সুন্দর একটি পোস্ট করেছেন।

373
মেটামাস্ক ওয়ালেট দিয়ে কি বাউন্টি করা যাবে। আর এই ওয়ালেট দিয়ে কি করা হয়। এখান থেকে কি ইনকাম করা যাবে। আমি এ বিষয়ে সম্পর্কে জানিনা।

374
টোকন কনভার্ট কিভাবে করে। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। আমাকে বিষয় সম্পর্কে বিস্তারিত জানান। তাহলে আমি খুব উপকৃত হব। এ বিষয়ে সম্পর্কে আমি জানিনা।

375
রিপোর্ট দিলে কি আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। রিপোর্ট কিভাবে দেয় এ বিষয়ে সম্পর্কে আমি জানিনা। যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন।

Pages: 1 ... 23 24 [25] 26
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod