follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Crypto_Somrat

Pages: 1 2 3 [4] 5 6 ... 76
46
Dogecoin Forum / Re: Doge coin pump
« on: April 19, 2021, 11:34:04 AM »
Today the price of Dogecoin is 0.37 dollars. Even a few days ago, the price was much lower. I think Dogecoin are a much better coin in cryptocurrency. The price should have gone up earlier but now it is a little late but the price has started going up. There will be ups and downs in the crypto market. It is difficult to say what happens here. I think the price of Dogecoin will increase further in the future.

47
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 

ভাই শুধু ইন্ডিয়াতে নয়, এখন বিশ্বের অনেক রাষ্ট্রেই বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি বৈধ। সে দিক থেকে শুধু আমরা বাঙালিরা পিছিয়ে রয়েছি। আশা করছি যেখানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দিয়ে এর সুবিধা ভোগ করছে, সেখানে আমাদের বাংলাদেশও পিছিয়ে থাকার নয়। আশা করছি খুব দ্রুতই বাংলাদেশ সরকার এটি নিয়ে ভাববেন।

48
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তে ডগি কয়েন অনেক ভালো একটি কয়েন। যার দাম আগেই বৃদ্ধি হওয়া উচিত ছিল কিন্তু এখন একটু দেরি হলেও দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। ক্রিপ্টো মার্কেটে উত্থান-পতন থাকবেই। এখানে কখন কি হয়ে যায় বলা মুশকিল। তাই ডগি কয়েন এর দাম বৃদ্ধি পেয়েছে এটা অস্বাভাবিক কিছু নয়। ভবিষ্যতে ডগি কয়েন এর দাম আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।

49
Basic questions about this forum / Re: you know about teleported?
« on: April 18, 2021, 05:52:05 AM »
I haven't seen teleported account yet. Now i have got to see the teleported account. I wanted to see the teleported account. Teleported account known but not seen. I think this teleported system will bring a lot of benefits for Bitcointalk users. Because they can work in two forums at the same account.

50
Forum related / Re: What is the future for crypto forums?
« on: April 18, 2021, 05:45:10 AM »
I definitely believe that the future of crypto forums is bright because slowly people all over the world are becoming crypt related. Everyone loves to trade in cryptocurrency. The number of users in crypto forums is constantly increasing. This forum will go further when everyone is working on it, so I think the future of crypto forums is definitely bright.

51
করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ শুরু হলেও, আমি মনে করি এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে করোনাভাইরাস এর কোনো প্রভাব পড়েনি। মার্কেট এখনো তার আপন গতিতে চলছে। ক্রিপ্টো মার্কেট এখনো খুব ভালো অবস্থানে রয়েছে, আশা করছি করোনাভাইরাস এর প্রভাব সারাবিশ্বে ফেললেও ক্রিপ্টো মার্কেটে তেমন কোন প্রভাব ফেলতে পারবে না। কারণ আমরা গত বছর ও এটা হতে দেখেছি। গতবছর করোনাভাইরাস এর প্রভাবে সারা বিশ্ব উলটপালট হয়ে গিয়েছিল কিন্তু ক্রিপ্টো মার্কেট এর ওপর করোনার প্রভাব তেমন একটা পড়েনি। আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।

52
নিঃসন্দেহে একটি অত্যন্ত সময়উপযোগী সিদ্ধান্ত। আমি মনে করি প্রত্যেক বাবা মার জন্য বিশাল স্বস্তির নিঃশ্বাস। কারন আমরা লক্ষ করি বাবা মা সন্তানের হাতে ফোন দিয়ে মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে থাকেন না জানি কখন কোন আপত্তিকর বিষয়টি সামনে চলে আসে যাতে সন্তানের মনমানষিকতার উপর বিশাল নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এটি সত্যিই প্রসংসার দাবিদার। তবে আমার মনে হয় বিশেষ করে ফেসবুক, ব্রাউজার ও ইউটিউব এ এটি কার্যকর করতে হবে। তাহলেই আমরা সকলে শিশুদের থেকে একটি সুন্দর আগামী দেখতে পাব।
ঠিক বলেছেন এটি প্রত্যেক বাবা মার জন্য একটি স্বস্তির নিঃশ্বাস, কারণ তারা তাদের সন্তানকে নেট ব্রাউজিং করতে দিয়ে স্বস্তিতে থাকতে পারে না কখন কোন আপত্তিকর ভিডিও সামনে চলে আসে। এই আপত্তিকর ভিডিও গুলো শিশু সমাজকে ধ্বংস করে দিতে পারে। সময়ের প্রয়োজনে যুগোপযোগী একটি প্রযুক্তি চালু হয়েছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ধীরে ধীরে প্রয়োজনীয় সব প্রযুক্তি আমাদের সামনে আসবে কিন্তু একটু সময়ের অপেক্ষা মাত্র।

53
Bitcoin Forum / Re: Where will Bitcoin break in this year??
« on: April 17, 2021, 07:15:16 PM »
Bitcoin's price has started to rise at a rate that I think this year Bitcoin will touch the milestone of 100k dollars and set a high record. These are all my guesses. It is impossible to predict the market in advance. It is difficult to say which way the market will go. Again, the market may go down.

54
Bitcoin Forum / Re: Suggestion about future of Bitcoin?
« on: April 17, 2021, 07:05:20 PM »
I believe that cryptocurrency will go a long way. And Bitcoin is the world's number one cryptocurrency. Bitcoin's popularity and prices continue to rise. Many believe that Bitcoin will be the future international currency of the world. However, the cryptocurrency market is always changing, so it is difficult to predict what the price of Bitcoin will be in 2030.

55
বাংলা (Bengali) / Re: বিটকয়েন।
« on: April 16, 2021, 07:10:52 AM »
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মধ্যে এক নম্বর একটি কয়েন। বিটকয়েনের দাম এখন যেভাবে বাড়ছে তা বলার বাইরে। কিন্তু বিটকয়েন এর দাম এত বৃদ্ধি পাওয়ার কারণ কি। ক্রিপ্টোকারেন্সি তে আরো অনেক কয়েন আছে কিন্তু বিটকয়েন তাদের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পায়। আমি আশা করছি সিনিয়র ভাইরা আমাকে বলে সাহায্য করবেন।
ভাই আপনি একজন সিনিয়র মেম্বার। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরো বেশি জানার চেষ্টা করুন। আর বিশেষ করে ফোরামের রুলস গুলো অনুসরন করুন। ফোরামে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার চেষ্টা করুন। আমাদের মডারেটর ভাই এত বেশি সতর্ক করছেন তার পরেও আপনি একজন সিনিয়র মেম্বার হয়ে এরকম কমন একটা টপিক তৈরি করা আপনার উচিত হয়নি। বিটকয়েন হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান ক্রিপ্টো এবং প্রথম সফল ক্রিপ্টোকারেন্সি। এটি গোল্ড এর বিপরীতে বিনিয়োগ হচ্ছে তাই এটির মূল্য আরো আকাশছোঁয়া হলেও বলার কিছু নেই। এগুলো আপনি গুগলে সার্চ করেই জানতে পারেন। আমাদের মডারেটর ভাই অনেক সুযোগ দিয়েছেন কিন্তু তিনি এখন ধৈর্য্য হারা হয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আশা করছি বিষয়টি মাথায় রাখবেন। তিনি আমাদের জন্য এবং এই ফোরামের জন্য যা কিছু করবেন সবকিছু ভালোর জন্যই করবেন। তাই বলছি ফোরামের রুলস মেনে মানসম্মত টপিক তৈরি করার চেষ্টা করুন।

56
আমার একটু জানার বিষয়, আমাদের এই ক্রিপ্টোকারেন্সি ফোরামে কিছু সেকশন রয়েছে । সেকশন গুলো হল :

ক্রিপ্টো ডিসকাশন ফোরাম
এলার্টকয়েন টক ফোরাম
ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেম
ক্রিপ্ত প্রজেক্ট
ফেদারড প্রজেক্ট
মার্কেটপ্লেস
ট্রেডিং এন্ড ট্রেডার্স
ফেদার ডিসকাশন
লোকাল বোর্ড
এখন আমার কথা হচ্ছে সিগনেচার এর জন্য এবং ব্যাঙ্ক আপ করার জন্য  আমি কি এইসকল সেকশনে পোস্ট করতে পারবো নাকি শুধু ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমে পোস্ট করতে হবে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরবেন। আমি আশা করব এই বিষয়গুলো যদি সবার জানা থাকে তাহলে আমাদের ফোরামে স্পামিং হবে না ধন্যবাদ ।
আপনি সিগনেচার ক্যাম্পেইন এর জন্য কোন কোন সেকশনে পোস্ট করতে হবে সেটা জানতে চেয়েছেন। এর জন্য আপনাকে সিগনেচার ক্যাম্পেইন এর রুলস ভালো ভাবে ফলো করতে হবে। সব সিগনেচার ক্যাম্পেইন এর রুলস এক নয়। কোন কোন সিগনেচার ক্যাম্পেইনের রুলস-এ বলা হয়ে থাকে যে, সর্বোচ্চ 10 টা পোস্ট লোকাল বোর্ডে করতে পারবেন আর বাকি 5 টা পোস্ট গ্লোবাল বোর্ডে করতে হবে। আবার অনেক সিগনেচার ক্যাম্পেইন রুলস ও বলা হয়ে থাকে যে, লোকাল বোর্ডে সর্বোচ্চ 5 টা পোস্ট কাউন্ট হবে, বাকী 10 টা গ্লোবাল বোর্ড এ করতে হবে। কোন কোন ক্যাম্পেইনে লোকাল বোর্ড পোস্ট একেবারেই কাউন্টেড নয়। আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, আপনার লোকাল বোর্ড বাদে সবগুলোই গ্লোবাল বোর্ড। আর যে কোন সেকশনে পোস্ট করলেই আপনার রেংক বৃদ্ধি পাবে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।

57
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  আমি বিটকয়েন অথবা ইথেরিয়াম কয়েন  অথবা যে কোন কয়েন যদি হোল্ড করি  তাহলে কি সেটা সেল করতেই হবে নাকি সেটা হোল্ড থেকে ফিরিয়ে আনা যাবে  50 পার্সেন্ট হোল্ড  বা 100 পার্সেন্ট হোল্ড বলতে কি বুঝায় দয়াকরে সিনিয়র ভাইয়েরা একটু বুঝিয়ে বলবেন ।
আপনি যে কোন কয়েন হোল্ড করতে পারেন। হোল্ড করলেই যে সেল করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি যে কোন টোকেন হোল্ড করার পর, আপনি যদি দেখেন আপনার প্রফিট হয়েছে কিছুটা পরিমাণ আপনি চাইলে তখনই সেল করে দিতে পারেন। কিন্তু আপনি যদি স্টেকিং করেন। তাহলে তাদের দেয়া কিছু রুলস ফলো করতে হবে। যেমন আপনাকে ষ্টেকিং এর জন্য কিছু ওয়ালেটে টোকেন লক করতে হতে পারে, সে ক্ষেত্রে আপনি চাইলে যখন তখন সেল করতে পারবেন না। তাদের রুলস অনুযায়ী নির্দিষ্ট সময় পর আনলক  করতে পারবেন  এবং তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্টেকিং রিওয়ার্ডসও পেয়ে যাবেন।

58
প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইলো malam90 ভাই এর জন্য। তিনি এখন গ্লোবাল সেকশনে মোডারেটর এর দায়িত্ব পালন করবেন এটি আমাদের বাংলাদেশি সবার জন্য গর্ভের বিষয়। তিনি এই ফোরামের জন্য অনেক কিছুই করেছেন, অনেক ত্যাগও শিকার করেছেন তিনি। আমি মনে করি, এটা তার প্রাপ্য ছিলো। 

59
বিটকয়েন হলো একটি বুলেট গতির ক্রিপটো মুদ্রা, বিটকয়েন এর দাম হঠাৎ করেই বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে বিটকয়েন নতুন করে রেকর্ড গড়েছে। বিটকয়েন এর দাম 64 হাজার ডলারে উঠেছিলো। তবে আমার মতে বিটকয়েন এর দাম এই বছরে ১০০হাজার ডলারে টাচ করবে
বিটকয়েন কে লাগামহীন ঘোড়ার সাথে তুলনা করলেও ভুল হবেনা, কারণ আমরা দেখেছি যে, 2020 সালের শুরু থেকেই বিটকয়েন একের পর এক, তার নিজের করা রেকর্ড নিজেই ভেঙ্গে ফেলছে এবং প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়ছে। বিটকয়েন এর প্রাইস 64k ডলার স্পর্শ করেছিলো কিন্তু এখন আবার কিছুটা নিচে নেমে এসেছে। অদ্ভুত একটা জগত হচ্ছে এই ক্রিপ্টো মার্কেট, এই মার্কেট সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করা একেবারেই অসম্ভব, এখানে কখন কি হয়ে যায় বলা মুশকিল। বিটকয়েন যেভাবে লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে আমি মনে করি বিটকয়েন এর পরবর্তী টার্গেট হতে চলেছে 70k ডলার

60
আমি দেখছি যে প্রতিটি ক্যাম্পেইন ই কিন্তু সাকসেস হচ্ছে। কেউ যদি তাদের প্রজেক্ট ডেভলোপ করতে চাই তাহলে পারবে আর যদি মনে করে যে স্ক্যাম করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি কেউ বাউন্টি সাকসেস করতে চায় তাহলে আমি মনে করি এটি উপযুক্ত সময়।
আপনি ঠিক বলেছেন, প্রজেক্ট সাকসেসফুল হবে নাকি আন সাকসেসফুল হবে সেটি নির্ভর করে মার্কেটের পজিশন এর উপর। 2018 সাল থেকে 2020 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত মার্কেটের অবস্থা খুব খারাপ ছিলো, তখন অধিকাংশ প্রজেক্ট আন সাকসেসফুল হতো, তাই কোন প্রজেক্ট থেকে পেমেন্ট ও পাওয়া যেত না, সে সময় অনেকে হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু 2020 সাল থেকে যখন মার্কেট এর উন্নতির অগ্রযাত্রা শুরু হয় তখন থেকেই প্রজেক্টগুলো সাক্সেস হওয়া শুরু করে, এবং এখন পর্যন্ত মার্কেট এর পজিশন খুব ভালো তাই এখন প্রজেক্ট গুলো সাকসেস হবে এটাই স্বাভাবিক।

Pages: 1 2 3 [4] 5 6 ... 76
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod