follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Em00n01

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 12
61
মূলত অল্প সময়ে অধিক মুনাফার জন্যই মানুষ নতুন কয়েনের দিকে ঝুঁকে। তারা চায় তাড়াতাড়ি কয়েন থেকে প্রফিট করতে। পুরাতন কয়েন থেকে প্রফিট নিতে হলে একটু অপেক্ষা করা লাগে। তবে এক্ষেত্রে রিস্ক নাই বললেই চলে।

62
এটা অনেক খুশির সংবাদ। অনেকেই ক্রিপ্টো নিয়ে ইন্টারেস্টেড থাকলেও না জানার কারণে কিনতে পারেনা। এখন পেপ্যালের মাধ্যমে সহজেই কিনতে পারবে। এখন শুধু বাংলাদেশে পেপ্যাল চালুর অপেক্ষায়।

63
আপনি হয়তো খবর নেননি। আগের চেয়ে এখন অনেক ভালো অবস্থানেই আছে এবং জনপ্রিয়তা ও বেড়েছে। আগে একটা বাউন্টি পাওয়াও যেতনা। এখন তো ভালোই আসছে ভবিষ্যতে আরো বাড়বে সেই আশা করছি।

64
আপনাদেরকে আগে নিজেদের জ্ঞান বাড়াতে হবে ক্রিপ্টো সম্পর্কে। শুধু বললেই হয়ে যাবে না। কারণ যথাযথ জ্ঞান না থাকলে আপনারা কাজ করতে পারবেন না। বা দেখা গেল কাজ করলেন কিন্তু পেমেন্ট নিতে পারলেন না। ভালো র্যাঙ্কের কয়েকজন মেম্বারকে ফলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন।

65
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আসলে এখানে বিকাশের কোনো ক্রেডিট আছে বলে মনে হয়না। বিকাশ শুধু পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করছে। সাথে আপনি চাইলে নগদ আর রকেট ও ব্যবহার করতে পারবেন। তবে অফিসিয়াল ভাবে এমন কিছু দেখে সত্যিই অবাক হয়েছি। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। সাথে সামনে বাংলাদেশে পেপ্যাল পাবো বলেও আশাবাদী।

66
আপনি ঠিক বলেছেন। অনেকেই অলসতা দেখায় কেন বুঝিনা। কারমা দিলে অন্যদেরও আগ্রহ বাড়বে ভালো পোস্ট করতে। নিজেদের এক্টিভিটি ও বাড়াবে। সাথে সাথে এই কারমা আমাদের সামনে বাউন্টি গুলোতে জয়েন করতেও কাজে দিবে। সবার কাছে অনুরোধ আপনারা ভালো পোস্ট দেখলেই কারমা দিয়ে যাবেন।

67
আজ বললে কাল হয়ে যাবে এমন না। এর জন্য পুরো বিশ্বে এর ব্যাপারে পজিটিভ কিছু ছড়াতে হবে। পজিটিভ নিউজ গুলা বিটকয়েনের দাম বাড়ার অন্যতম একটা কারণ। তবে আমার বিশ্বাস ২০২১ সালে বিটকয়েন নতুন অল টাইম হাই প্রাইসে যাবে।

68
আস্তে আস্তে বিটকয়েনের দাম উপর দিকে উঠতে শুরু করেছে। তবে এই 2020 সালের মধ্যেই মনে হয় বিটকয়েনের দাম 20000 ডলারের মধ্যে থাকতে পারে। এই মাসের মধ্যেই কিন্তু অলরেডি 13 হাজার ডলারের মধ্যে অবস্থান করছে।

২০২০ সালেই ২০ হাজার ডলারে চলে যাবে এটা বলা মুশকিল। তবে সাধারণত নভেম্বর ডিসেম্বরে বিটকয়েনের দাম বাড়ে। সেটা অনেক গুলা ফ্যাক্টরের উপর নির্ভর করবে । সামনে ইউএসএ এর নির্বাচন। এটাও মার্কেটে প্রভাব বিস্তার করবে।

69
ভাইজান এই রকম অনেক এনালাইসিস দেখেছি 2017 সাল থেকে এই মার্কেটে কোন এনালাইসিস ও কাজ করেনি। তাই আপনার এনালাইসিস এর উপর ও ভরসা করতে পারছিনা আপাতত কারন আপনি কোন সূত্র বা কারো রেফারেন্স এখানে ফলো করেননি বা লিংঙ্ক দেননি। তাই যারা পূর্বে লিংক দিয়েও বলেছিলো তাদেরটাও কাজ করেনি এখন দেখি আপনারটা করে কিনা ;D ;D

ভালো কিছুর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ

এই ধরণের এনালাইসিস মূলত শর্ট টার্মের জন্যই কাজে লাগে। আর এখানে তো বিস্তারিত বলাই আছে যে বর্তমানে যে লাইনে আছে সেটা ভেঙে গেলে নীচে নেমে যাবে।

তবে আপনার এনালাইসিস কখনোই নিউজ/রুমর এর ক্ষেত্রে কাজ করবেনা। ২০১৭ এর মার্কেট রিসার্চ করলে দেখবেন টানা ভালো নিউজ এসেছে ক্রিপ্টো আর বিটিসি নিয়ে। তেমনি সামনে এমন কিছু হলেও অবাক হওয়ার কিছু নেই। আবার করোনা ওয়েব ২ এর কথা ভুলে গেলেও চলবেনা।

70
Bitcoin Forum / Re: Price Momentum of btc !!!
« on: October 24, 2020, 05:32:10 PM »
15k$+ is possible within next month. If we check the analysis of other people's it's clearly shows that there is a huge chance of go up. I still believe BTC will touch new ATH in 2021.

71

বিটকয়েনের প্রাইস এনালাইসিস

বর্তমানে যে জায়গায় আছে (১২৫০০-১৩০০০) এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি এর ব্যতিক্রম হয় বা এই সাপোর্ট ভেঙে যায় তাহলে প্রাইস নীচে নেমে যাবে। অন্যথায় ১৩৫০০-১৪০০০ ডলারের দিকে অগ্রসর হবে।

72
নিঃসন্দেহে এটা আমাদের জন্য খুশির সংবাদ। এতদিন অন্যান্য দেশের কারেন্সি গুলা দেখে আফসোস লাগতো। অবশেষে নিজেদের দেশের কারেন্সি দেখছি। ক্রিপ্টো জগতে এভাবে আমাদের বাংলাদেশীদের গ্রহণযোগ্যতা বাড়বে এই আশা রইলো।

73
হা, এমনিতেও নতুন যারা আছে তারা না বুঝেই ফোরামের পরিবেশ কিছুটা নষ্ট করে দিয়েছিলো। কিন্তু কতক মেম্বার আর মডারেটরদের সহযোগিতায় আমরা আবার একটা সুন্দর লোকাল ফোরাম ফিরে পেয়েছি। উপরের র্যাংকে যারা আছে তারা নিয়মিত পোস্ট করলে অচিরেই আমাদের কোয়ালিটি পোস্ট বেড়ে যাবে।

74
ধন্যবাদ এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। ফোরাম যেহেতু আমাদের তাই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা একটা সুন্দর সেকশন গড়তে পারবো। আর এই রকম ব্যবস্থা নিলে গ্লোবলেও আমাদের ভাবমূর্তি রক্ষা পাবে।

75
বাংলা (Bengali) / Re: বাংলাদেশ সরকার
« on: October 21, 2020, 08:48:05 AM »
আপাতদৃষ্টিতে নিষিদ্ধ মনে হলেও এটা অতটা না। বাংলাদেশে মানি লন্ডারিং বিভিন্ন ভাবেই হচ্ছে। আমরা যেটা ইনকাম করি সেটা একদম লিগ্যাল। কিন্তু যে পদ্ধতিতে ক্যাশ করি সেটা সরকারের দৃষ্টিতে ইলিগ্যাল। কারণ এখানে ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে। আমাদের সরকার এতটা উন্নত কোনো প্রযুক্তি আনতে পারেনি যেটা দিয়ে তারা সব নজরদারি করবে। তবে সুদূর ভবিষ্যতে হয়তো লিগ্যাল করার একটা পদ্ধতিও বের হবে। সর্বশেষ যেটা বলা যায়, সরকার পুরোপুরি বিটকয়েন এর পক্ষেও না, আবার বিরুদ্ধেও না।

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 12
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod