follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Review Master

Pages: 1 ... 46 47 [48] 49
706
It's better to look into those altcoins which are in the toplist and going have some major events just like mainnet or big exchange list etc. If i don't findout any trustworthy altcoins to invest for making good amout of profits, i'll go for Bitcoin and Ethereum to invest.

707
Indeed, now we should focus on when is the next bullish. Last halving takes months to pump up, this time we could see if there is the miracle by the end of this year.
Yeah, i am also waiting for that and hope to see the bull run at the end of 2020 or start of 2021. But  bitcoin needs some minor correction to follow the previous halving pattern and need a correction which will lead the price of bitcoin in $7.5k to $8k zone, imo. As previously there was a correction of 20-30% from the halving time price and after that correction , bitcoin started it's bull run. If bitcoin follow that pattern , i won't be surprised to see bitcoin in $7.5k-$8k price zone. This is just my opinion and i might be wrong in these points. ;) :D

708
Litecoin Forum / Re: Do you think lite coin will last forever ?
« on: July 17, 2020, 03:07:12 PM »
Litecoin is more popular for it's transection fee and speed, but it's need more improvement because there are more competitive in this point, IMO. As there are more investors who believe on it and so much support from the community, it'll be surely pump in the alt markets. So, all crypto lovers especially litecoin lovers need to wait for the right moment, i mean for the btc bull and than sideways movement just like now in future.  ;) :D

709
Forum related / Re: How to get a positive Karma point fast
« on: July 15, 2020, 09:36:02 AM »
Hope all the admins/moderators are well and i publish an article for Bangladeshi users where i describe "How they will benefited from this forum and easy to use, also important for new users". Thanks to all admins/moderators/members in advanced for your forgiveness for my mistakes and giving me another chance.

Publish Link: https://medium.com/@SonofSultan/%E0%A6%85%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%9F%E0%A6%95%E0%A6%B8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A7%80-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-765fe75eca7e

Note: The publish link is more longer than usual links because of Bangla converted into numeric words. I aslo want to know" Can i make videos in English Language because i am willing to make a in-dept video on it for all ( As i want to upload my videos on youtube in basic english so that everyone can understand)".

710
আমি ক্রিপ্টোকারেন্সিতে ২০১৭ এর শেষ সময় থেকে আছি এবং অন্যান্য ফোরামে একই নামে ( Review Master ) একাউন্ট আছে। আর এই ফোরামে কিছুদিন হলো যোগদান কিংবা একাউন্ট তৈরি করেছি এবং আমি ফোরামের প্রোফাইলে নিজস্ব একটি সিগনেচার দেয়ার জন্য একটি পোষ্ট তৈরি করে যেয়ে প্রিভিউ দেখার জন্য আমার সর্বশেষ করা পোষ্টটির রিপ্লাই সেকশনে কোডগুলো লেখতেছিলাম আর প্রিভিউ করতেছিলাম । কিন্তু আমার ভুলের কারণে প্রিভিউ বাটনে ক্লিক না করে , পোষ্ট বাটনে ক্লিক করাতে পোষ্ট হয়ে যায়। আর আজকে আমি যখন ফোরামে প্রবেশ করি, তখন দেখি আমার দুইটি নেগেটিভ কারমা রয়েছে। এখন আমার মনে কিছু প্রশ্ন জাগ্রত হয়েছে, যেগুলোর উত্তর আমি সার্চ করে না পাওয়ায় এখানে পোষ্ট করলাম এবং উচ্চপদের ব্যবহারকারীরা একটু উত্তর দেয়ার মাধ্যমে সহযোগিতা করবেন।

পোস্টটির লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=124989.msg874381#msg874381

আমার প্রশ্ন হলো যে, আমি কেন এই নেগেটিভ কারমা পেলাম?
(1)  একই সেকশনে নিজের পোষ্টে আবার উক্তি করার জন্য
(2) কিছুদিন নিয়মিত পোষ্ট করার পর নিয়মিত পোষ্ট না করার জন্য
(3) নিজের সিগেনচারে আমার টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলের প্রোমাট করার জন্য

সকলকে অগ্রিম ধন্যবাদ জানাই, যারা এটির সঠিক কারণ কিংবা উত্তর দিবেন এবং অন্যান্য সকল ফোরাম মেম্বারদেরকে।


আপডেট: সমস্যার সমাধান হয়েছে এবং আমি আমার উত্তর পেয়েছি। তাই এই পোষ্টিক লক করলাম।



711
বাউন্টি করতে সব মিলায়ে তথ্য প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে বেশি।এবং কম্পিউটার নেট সংযোগ তো থাকতেই হবে।আর ফোরামে বেশি বেশি নিয়ম কানুন পড়তে হবে।
যদি কেউ সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে চায়, তাহলে তথ্যপ্রযুক্তি নিয়ে অবশ্যই জ্ঞান থাকতে হয়। অন্যক্ষেত্রে তথ্যপ্রযুক্তি নিয়ে তেমন জ্ঞান না থাকলও চলবে। শুধুমাত্র ইন্টারনেটে ব্রাউজিং এবং বিভিন্ন সোশাল মিডিয়ার ব্যবহার জানলেই হবে।

712
সমস্যা হচ্ছে জেগুলা প্রজেক্ট ভালো হয় সেগুলার বাউন্টি ম্যনেজার ভালো হয় না। ম্যনেজাররা টোকেন মেরে দেয়। আর আর জেগুলা প্রজেক্ট স্কাম সেগুলা টোকেন পাওয়া যায় কিন্তু বিক্রি করা জায় না   

ঠিক কথাই বলেছেন, সকল ম্যানেজার ভালো হয় না। এখন তো কিছু কিছু বাউন্টি ম্যানেজার ক্রিপ্টোমার্কেটে প্রবেশ করছে , যারা নিজেরা স্ক্যাম প্রজেক্ট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে বাউন্টি লঞ্চ করতেছে এবং সকল নিউবিরা না বুঝে কিংবা কোনো ধরনের বিচার-বিশ্লেষণ ছাড়াই ওইসব বাউন্টিতে যোগদান করতেছে । আর ওইসব স্ক্যামার বাউন্টি ম্যানেজারদেরকে স্বার্থ হাসিলে না জেনেই সহযোগিতা করতেছে।

713
এইসব বিবেচনায় আমার মনেহয় আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম বড়জোর ৩০০-৩৫০ ডলার হতে পারে।
যদি ইথিরিয়াম ২.০ এই বছরের শেষে পাবলিশ করা শুরু করে , তাহলে এর থেকে ভালো মূল্যে উন্নিত হতে পারে। এই বছর অর্থ্যাৎ ২০২০ সালের শেষের দিকে অবশ্য ইথিরিয়াম ২.০ এর প্রথম পর্যায় চালু করার কথা রয়েছে, যেটি আনুমানিক একেবারেই হবে এমন না। সকলের অবগতির জন্য বলে রাখি, ইথিরিয়াম ২.০ হলো স্টকিং বা Proof of Stake (POS) সিস্টেমে চলবে এবং এখন যেটি চলতেছে সেটি হলো Proof of Work (POW) সিস্টেমে। আর ইথিরিয়াম ২.০ যদি সফলভাবে লঞ্চ হয়, তাহলে আশা করা যায় ইথিরিয়াম পূর্ববর্তী সর্বোচ্চ মূল্যকে অতিক্রম করতে পারে।

714
আমার মতে ক্রিপ্টোমার্কেটের উপর এই করোনার তেমন প্রভাব নেই, তবে বিভিন্ন ভুয়া খবরের কারণে অনেকে নিজেদের ক্রিপ্টো বিক্রি করে দিয়েছে । কিন্তু পরবর্তীতে যখন মার্কেট একটু ভালো হয়েছে , তখন তারা না জেনেই করোনা কিংবা মহামারীর দোষ দেয়া শুরু করে। তাই যেকোনো খবর ছড়িয়ে পড়লেই যে সেটি সত্য হবে এমন না , অনেক সময় ফোমো তৈরীর জন্য অনেকে ভুয়া খবর ছড়ায়। তাই ক্রিপ্টোমার্কেটে বিশ্বাস রাখতে হবে, কারণ এখন যারা ক্রিপ্টো বিক্রি করতেছে তারাই বুল মার্কেটের সময় আফসোস করবে। তবে এটি সত্য যে করোনা কিংবা মহামারীর কারণে সেন্ট্রালাইজ সকল ব্যবস্থার উপর একটি খারাপ প্রভাব পড়েছে।

715
আপনি যদি ফোরামের নিজস্ব টোকেন মানে অল্ট টোকেনের কথা বলে থাকেন । তাহলে নিচের লিংকে গিয়ে সকল বিষয়গুলো জানতে পারবেন যে, কিভাবে অল্ট টোকেন ( ফোরামের নিজস্ব টোকেন ) আপনি নিজের ওয়ালেটে নিতে পারবেন এবং তার জন্য কি কি করতে হবে।
কিছু গুরুত্বপূর্ণ নিয়ম:
(১) কমপক্ষে জেআর মেম্বার হতে হবে।
(২) অত্যন্ত ১০০০ পয়েন্ট থাকতে লাগবে।
আরো কিছু নিয়ম রয়েছে , যা নিচের লিংকে পেয়ে যাবেন।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=9231.0

716
সত্যিকথা বলতে আমার কাছে মনে হয় যে, ক্রিপ্টোমার্কেটে এখনো কিছুটা নিম্নগতি দেখার বাকি আছে কারণ এর আগে যতবার বিটকয়েনের হালভিং হয়েছে ততবারে বিটকয়েনের মূল্যে একটু কারেকশন দেখা দিয়েছে । কিন্তু ২০২০ সালের এই হালভিং এর পর সেই কারকশন এখনো দেখা যায়নি। বিটকয়েনের মূল্য শুধুমাত্র ৯-১০ হাজারের মধ্যেই উঠা-নামা করতেছে । তাই যদি পূর্ববর্তী প্যাটার্ন অনুসরণ করে ,তাহলে বিটকয়েনের মূল্য ৭.৫-৮ হাজার ডলারের কাছাকাছি যেতে পারে । আর এরপর শুরু হতে পারে , বিটকয়েনের বুল রান কিংবা বলা যায় ক্রিপ্টোমার্কেটের উর্ধ্বগতি। কারণ বিটকয়েনের মূল্য যদি বৃদ্ধি পায়, তাহলে ক্রিপ্টো মার্কেটের ভলিউম বৃদ্ধি পায় । এছাড়াও অন্যান্য অল্টকয়েনও বৃদ্ধি পায়।

717
এখনকার নিউজ মিডিয়াগুলো যেভাবে একেক সময় একেক খবর দেখাচ্ছে , এতে মনে হয় এই পরিস্থিতি আরো অনেকদিন থাকবে। করোনারকালে অর্থ সঞ্চয়ের পাশাপাশি সাধারণত আমি বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়তেছি। যদি আপনারা বিটকয়েন সম্পর্কে আরো ভালো করে জানতে চান, তাহলে নিচে একটি গিটহাবের লিংক দিলাম। যেখান থেকে বিটকয়েনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন।
লিংক: https://github.com/bitcoinbook/bitcoinbook/blob/develop/README.md

718
সাধারণত বিটকয়েন ও ইথিরিয়াম হলো বেশি সময়ের জন্য হোল্ড করা যায়। কিন্তু কিছু কিছু অল্টকয়েনে গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুযায়ী যদি ট্রেড করি , তাহলে ভালো লাভ পাওয়া যায়। এইজন্য অবশ্যই ভালো বিশ্লেষণ হওয়াটা তেমন জরুরি না হলেও সঠিক সময়ে ট্রেডের ক্রয়-বিক্রয়টি করতে হবে। অর্থ্যাৎ ইভেন্ট ট্রেডিং এ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে লাভের বিপরীতে ক্ষতি হবে।

719
বাংলাদেশে করনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। বেড়েই চলেছে কারন বাংগালিরা করনাকে অবহেলা করে করনাকে কেও কেও বিশ্বাস করে না। তাই অনেকে কোনো রকম সেফটি ব্যবহার না করে বাহিরে বের হচ্ছে। আর এর কারনেই বাংলাদেশের করনার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে       
সঠিক কথা বলেছেন। এক কেউ মাস্ক এবং সুরক্ষা নিয়ে কোনো গুরুত্ব দেয় না ,বরং কারো সাথে অনেকদিন পর দেখা হয়েছে বলে কোলাকুলি করে এবং কোনো দূরত্ব বজায় না রেখে আলোচনা করে। এসব অবহেলাকারী মানুষদের জন্য এখন বাড়ি থেকে বাহির হতে ভয় লাগে কারণ দেখা হলেই হাত মেলাতে লাগবে। আর হাত না মেলালে কি না কি ভাবে। এসব মন-মানসিকতার জন্যও করোনা বৃদ্ধি পাচ্ছে।

720
Cryptocurrency Price Speculations / Re: Could we see $20k next month?
« on: July 06, 2020, 02:24:36 PM »
there was a around 15-30% correction in the bitcoin's price. After the correction of bitcoin's price, bitcoin started to take off for moon.
Probably, this correction is going to be happened in the upcoming days or weeks or maybe not. But if it's happened than we might face a little dump from 9k to 8k or 8.5k usd. As of now, bitcoin's price is straggling in the 9k supports zone. Let's see what happen next because everything is possible in the crypto space.  ;) :D

Pages: 1 ... 46 47 [48] 49
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod