1
নতুনদের / Re: altcoinstalks এর গুপ্ত ধন !
« on: March 11, 2019, 05:39:16 PM »সত্যি যদি আপনার উপকারে এসে থাকে এই পোস্টটি তাহলেই কষ্ট করে লেখার স্বার্থকতা! দোয়া করবেন যেনো আপনাদের উপকারে আসতে পারি সব সময়।altcointalk সম্পর্কে আজ পরিপূর্ণ ধারণা পেলাম আপনার এই পোস্টটি পড়ে থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটি পোষ্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকেযেকোনো গুপ্ত ধন এর ব্যাপারে আমাদের অবচেতন মন সব সময় সজাগ! তাই বলে এই altcoinstalks ফোরামে গুপ্ত ধন আছে?
প্রশ্ন যদি আপনার হয় তাহলে আমি বলবো, হা। এইটা টোটাল ক্রিপটো রিলেটেড সাইট। আর ক্রিপটোর রাস্তায় চলতে এই সাইট যদি হয় আপনার প্রথম, তাহলে খালি চোখে এবং জ্ঞ্যানের চোখে খুজে দেখুন পেয়ে যাবেন সেই আনলিমিটেড গুপ্ত ধনের সন্ধ্যান।
যদি কেউ প্রথম থেকে ক্রিপটো সমন্ধে জেনে এখানে আসেন তার অভিজ্ঞতার আরও বিস্তার ঘটাতে, তাদের কথা আলাধা। আর আপনি যদি ”কিছুটা ভুল জেনে” শুধু মাত্র ইন্সট্যান্ট আয়ের জন্য এখানে এসে থাকেন তাহলে বলবো, এসেই যখন পরেছেন তাহলে ইন্সট্যান্ট কিছু পাওয়ার আসা বাদ দিয়ে একটু সময় নিয়ে ফোরামটাকে জানার চেষ্টা করুন।
ধরে নেই আপনি এখনও মনে করছেন সাইটটা শুধু মাত্র ইনকাম করার জন্যই। প্রথমে তাহলে আপনি কি করবেন? পোস্ট করবেন, পয়েন্ট নিবেন, সেই পয়েন্ট এর বদলে টোকেন নিয়ে তা বিক্রি করে আয় করবেন? আরও তো ওয়ে আছে সেইগুলোর দিকে একটু নজর কি দিবেন না? ঐ জায়গাতেই তো আপনার খোজের গুপ্ত ধন রয়ে গিয়েছে।
তাহলে কি করবেন? বাংলার এক সুবিশাল জগত আছে এখানে, সব টপিক/পোস্ট পড়ে ফেলুন। তারপরে ইংরেজি বিভাগে জান, এখন দেখবেন এই ইংরেজি গুলাও বুঝতে অসুবিধা হচ্ছে না। আরও অনেক কিছুর সন্ধ্যান পাবেন যা বাংলাতে সব পান নি। পড়তে পড়তে কি আইসিও তে কাজ করা যায়, গিভওয়ে অথবা এ্যায়ারড্রপ খুজে পেয়েছেন? তাহলে এর মাঝে গুপ্ত ধন খোজার চেষ্টা করুন।
আইসিও এর ভিতরে প্রতিটা বাউন্টি ক্যাম্পেনে নজর দিন। কি ভাবে কাজ হয়, আপনি কি ভাবে কাজ করবেন, কতো আয় হবে সব বুঝতে পারবেন। গিভওয়ে কি ভাবে কাজ করে এ্যায়ারড্রপ গুলাতে কি ভাবে কাজ করবেন সব কিছু খুজে বাহির করুন। এক সময় দেখবেন একটা গুপ্ত ধন আপনার দিকে উকি দিয়ে চেয়ে আছে। এখন এই গুলার কথা বললাম বলে প্রথমেই এইগুলার দিকে ঝুকে পরবেন না। জানার চেষ্টা করুন এই সমস্ত ব্যাপার গুলা কেনো ঘটায়, তারা কি পায় আর আমরা কি পাবো। এর আগে আর কতো গুলো কয়েন/টোকেন বাজারে আসছে। তাদের অবস্থা কি। তাদের উঠা নামা কেনো হয়। ২০১৬/২০১৭ এর দিকে কি অবস্থা ছিলো, এখন একটু খারাপ মনে হচ্ছে কেনো, আগামীতে গিয়ে কি ঠিক হবে। এই সমস্ত বিষয় গুলাও খুজে বাহির করুন। প্রয়োজনে সাইট এর বাহিরে গিয়ে সার্চ করুন। তাহলে এই সাইট আরও বুঝতে আরও সুবিধা হবে।
এই সমস্ত ব্যাপার গুলা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন এর বাহিরে আসলেই আরও কিছু আছে কি না, এর চাইতে বড় গুপ্ত ধন, তাকে খুজার চেষ্টা করুন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, এই ফোরামে ক্রিপটো রিলেটেড যা কিছু খালি চোখে দেখতে পাচ্ছেন তার বাহিরে কিছু হিডেন বিষয় রয়ে গিয়েছে। আর এইটার কথা আপনাকে কেউ বলবে না। আপনাকে নিজেই খুজে বাহির করে নিতে হবে। শুধু এইটুকুই বলবো যা দেখতে পাচ্ছেন তার চাইতেও অনেক বেশি কিছু আছে এই ক্রিপটো দুনিয়াতে।
আর এর সব কিছু পাওয়ার জন্য এইটার পিছনে লেগে না থাকলে কখনই পাবেন না। হুট করে এসেই যদি ইন্সট্যান্ট ইনকাম চান এবং এ্যানি হাও না পেয়ে আবার এখান থেকে ব্যাক করলে শুধু সময়ের অপচয় ছাড়া কিছুই হবে না। তাই আপনাকে বলছি, এই সাইটের মডারেটর যতোটুকু ক্রিপটো ব্যাপারে জানেন তার মতোন আপনিও জানার চেষ্টা করুন। হয়তো যতোটুকু আপনার আশায় ছিলো তার চেয়ে কয়েকগুন বেশি পাবেন। ক্রিপটো দুনিয়াতে আপনার যাত্রা শুভ হোক !