1
বাংলা (Bengali) / Re: একটা ঝরে পড়ার গল্প।।।নতুন হলে যা হয়...!!!
« on: January 23, 2018, 09:18:54 PM »
Need a lot study about cryptocurrency broo

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
অনেকদিন পর আমি থ্রেডটি অপেন করছি। আশাকরি আমার পোস্টটি আপনার সামান্যতম হলেও উপকারে আসবে। আজকের থ্রেড crypto trading নিয়ে। অনেকেই ট্রেডিং বলতে শুধু বাইনারি ট্রেডিং বা ফরেক্স বুঝে থাকে। আমার কাছে ফরেক্স গেমবলিংএর মতই রিসকি মনে হয়।Think positive..... dont greedy
আমি বিটকয়েনটকে বাউন্টি করে 48989 ETN কয়েন পেয়েছিলাম। এরপর অনেক ঘাটাঘাটি করে জানতে পারি যে, ETN এর ফিউচার অনেক উজ্জল। একজন অভিজ্ঞ ভাই বলেন যে, আপনি ETN হোল্ড করেন। যে পরিমান পাইছেন তার বর্তমান মূল্য ৪ ইথারাম। তখনও ইথারামের মূল্য ছিল 700$+, উনি আরো বললেন এই টোকেন আপনাকে কোটিপতি বানাইবে। আমার কথাকে মার্ক করে রাখেন। অনলি ৬ থেকে ৮ মাস হোল্ড করেন।
আমার সহজে বিশ্বাস হচ্ছিলনা। তথ্য পেলাম যে ETN বর্তমানে cryptopia নামের একটি ট্রেডিং সাইটে এক্সচেন্জ করা যাচ্ছে। আমি সেখানে একাউন্ট অপেন করে ETN deposite করলাম। সিদ্ধান্ত নিলাম ১০৮৯৮ বাদ দিয়ে বাকি গুলো এখনি একচেন্জ করব। অবিশ্বাস আর সন্দেহের কারনেই এমন সিদ্ধান্ত গ্রহণ করি। আমার মন বলছে বেশি লোভের দরকার নাই। বর্তমান রেটে সেল দিলে তো 0.1788 বিটিসি পাচ্ছি যার বর্তমান বাজার 3300$! সেদিন ছিল ১ বিটিসি =19000$! আমি এক্সচেন্জ করে ফেসবুকে বিজ্ঞপ্তি দিলাম বিটিসি সেল দেওয়ার জন্য। গ্রাহকও পেয়ে গেলাম। রেট মিল্ল না তাই সেল দিলাম না। বাট পরেরদিন থেকেই বিটিসি ধ্বস নামা শুরু। সম্ভাবত দিনটি 19 ডিসেম্বর হবে। আমি সিদ্ধান্ত নিলাম বিটিসির রেট না বাড়লে সেল করব না। যেহেতু একাউন্টে বিটিসি আছে তাই ট্রেডিংএ মনোযোগী হলাম। ট্রেডিং করতে গিয়ে জানুয়ারীর ১ তারিখে আমি 400+ ডলার প্রফিট করি।
এর পরে আমি লক্ষ্য করলাম যে, ETN যেটা আমি 0.00000৪৭৪ বিটিসিতে সেল দিয়েছিলাম প্রতি কয়েন। সেটার বর্তমান মূল্য 0.0000800+ বিটিসি। প্রায় ডাবল হয়েছে। তার পরে হঠাৎ করে দেখি রেট নামে গেছে। রেট নামা দেখে আমি সব বিটিসি দিয়ে আবার ইটিএন টোকেন কিনলাম। এবং সেটার বিক্রয় রেট দিলাম 750 সাতসী। গতকাল আমার সব টোকেন সেল হয়ে রেট দেখছি 1399 পর্যন্ত উছেগেছে। বর্তমানে আমার টোটাল বিটিসি হয়েছে 0.21+। আশা করছি ২/৩ দিনের মধ্যেই এটি 0.24 বিটিসিতে নিয়ে যেতে সক্ষম হবো।
আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাত্র 5 টি অল্টকয়েন কিনে রাখতে বলব। সেগুলো যদি কিনে রেখে দিয়ে মার্কেটের দিকে তাকিয়ে থাকেন হালকা এনালাইজ করেন। তাহলে আশা করি। ভাল কিছু প্রফিট করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন যানা যাক কয়েন গুলি সম্পর্কে ।
1. Waves এর মূল্য কিছুদিন পূর্বে্ও তথা গত সেপ্টেম্বরেও ছিল মাত্র 3$ আমি ৫ দিন আগে কিনলাম প্রতিটি কয়েন 12.77 ডলারে। ২/৩ মাসের মধ্যেই ৩০ ডলারে চলে যাবে বলে আমার বিশ্বাস। মজার ব্যপার হলো আগামী বছর Waves এর ২ বছর পুর্তি হবে। ক্রিপ্টকারেন্সি প্রতি বছর ২ বছর পর পর ইতিহাস তৈরি করে বলে আমার এক বড় ভাই তার অভিজ্ঞতা থেকে বলেছেন। কারো কারো মতে Waves এর মূল্য 2000 ডলারে চলে যাবে প্রতি কয়েন।
একবার চিন্তা করেন? আমি যেখানে ১৫ টা কয়েন কিনেছি প্রায় ২০০ ডলারে। প্রতিটির মূল্য যদি ২ বছরে ১০০০ ডলারও হয় তবুও তখন আমি হবো ১৫,০০০ ডলারের মালিক। বাংলাদেশী টাকায় ১২ লক্ষ টাকা। যদি মূল্যটা এমন স্থানে নাও পৌছায় তবে কি আপনার খুব বেশি ক্ষতি হবে? কোন ক্ষতি হওয়ার তো প্রশ্নই আসেনা। কিছুটা হলেও তো বাড়বে। ২/৩ মাসের মধ্যে যখন প্রতিটির মূল্য ৩০ ডলার হবে। তখন না হয় অর্ধেক সেল দিয়ে আসল টাকাটা উঠিয়ে নিলেন।
২. ARK- এটি গত সেপ্টেম্বরেও ছিল প্রতি কয়েন ৪ ডলার। আজকের রেট ৮ ডলার +।
৩. OMG- এটিকে মিস করলে হয়ত সত্যি-সত্যি-ই এর মূল্য দেখে অমাই গড বা OMG বলে ফেলবেন। এই কয়েনটির বর্তমান মূল্য 0.00132128 বিটিসি বা 21.77 ডলার। এটিও খুৃব ভাল একটি কয়েন।
৪. WTC- বর্তমান মুল্য ১৪ ডলার 4 থেকে ৫ মাসের মধ্যে এটি আপনাকে 5 থেকে 6 গুন লাভ দিতে পারে বলে আমি মনে করি।
5. ALT- এই কয়েনটি আমাদের অত্র ফোরামের নিজিস্ব কয়েন। ইথারডেল্টায় অনেক কম রেটে পাবেন। পারলে কিছুটা কিনে রাখেন। এই ফোরামকে আপনি যতটা বিশ্বাস করেন কয়েনটাও ততটাই বিশ্বাসী। কারণ ফোরামের এডমিন-ই সম্বাবত কয়েনটির আবিস্কারক। এই কয়েনটির মূল্যও খুবদৃুত বেড়ে যেতে পারে।
ট্রেড যদিও রিসকি। বাট অতিত অভিজ্ঞতা বলে ক্রিপ্ট ট্রেড কাওকে একেবারে ফতুর বানাইনি। বরং সবাইকে লাভবান করেছে। ট্রেড সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই লিংকে ভিজিট করবেন। http://www.altcoinstalks.com/index.php?board=48.0
http://www.altcoinstalks.com/index.php?board=132.0