1
বাংলা (Bengali) / Re: লং-টার্ম এবং শট-টার্ম এর জন্য কি কি টোকেন বাই করা যায়??
« on: September 20, 2024, 05:13:27 AM »হ্যা তা আপনি ঠিক বলেছেন। কিন্তু আমি Notcoin হোল্ড করে ভালো একটা প্রফিট করেছিলাম এর জন্য আমি এই Dogs coin ক্রয় করি।এখনো অনেক লসে এ আছি। আমি মনে করছিলাম Notcoin যেভাবে পাম্প করেছিলো এই Dogs কয়েনও সেই ভাবে একটা পাম্প করবে। কারন এখন bull run চলে। আর এই bull run এর সময় আল্ট টোকেন গুলো একটু ভালো প্রফিট দেয়। Dogs coin নিয়ে এখনো একটা পাম্পের আশায় আছি দেখা যাক কি করে। বাকি যে রিজার্ভ টা ছিলো আমার ওই গুলো দিয়ে Ton,near ক্রয় করে রেখেছি। সেগুলা থেকে ভালোই প্রফিটে আছি।আজকে দুপুরের পর থেকে মার্কেট এর অবস্থা অনেক খারাপ। আমি কয়েকটা টোকেন ক্রয় করেছি। তার মধ্যে Ton, Near, Dogs আছে কিছু এগুলো থেকে ভালো পরিমাণে লসে আছি।Dogs হচ্ছে meme কয়েন এগুলো দিয়ে কোন বিশ্বাস নেই আমি নিজেও বোকামি করছি আমি অনেকগুলো Dogs হোল্ড করেছিলাম এখন অনেক লসে আছি। আর এখন এমন পরিস্থিতিতে আছি যে সেগুলো বিক্রিও করতে পারতেছি না আবার বিক্রি না করলে অনেক ভালো ভালো সুযোগ মিস করতেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এর পর আর কোনোদিন meme কয়েন হোল্ড করবো না। শর্ট টাইমের জন্য আমি কোনো পরামর্শ দিতে পারতেছি না তবে লং টার্ম এর জন্য কিছু কয়েনের উপর নজর রাখতে পারেন তার মধ্যে আছে TON এটা এখনো অনেক কম মার্কেটক্যাপ বহন করতেছে। আমি মনে করি এটা ভবিষ্যতে BNB বা SOL এর মতো হবে কারন এর পেছনে আছে Telegram। অন্যদিকে এটা নিয়ে ইতিমধ্যেই অনেক হাইপ চলছে। TON চেইন অনেক ভালো পারফর্ম করতেছে এবং ভবিষ্যতে আরো অনেক ভালো করবে। এবং এর সাথে bull run এর জন্য BTC, BNB, SOL, LTC এগুলোর উপর নজর রাখতে পারেন। আর অবশ্যই নিজে এগুলো নিয়ে রিসার্চ করেন তারপর বিনিয়োগ করতে মন চাইলে করতে পারেন।
আমার রিজার্ভে কিছু ডলার আছে তাই আমি এখন কিছু ভালো টোকেন ক্রয় করতে চাচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কিছু এখন টোকেন ক্রয় করবো নাকি আরো কিছু দিন দেখবো?
আর কি কি টোকেন ক্রয় করলে ভালো হয়? সবাই একটু জানাবেন। যাতে আমি লস রি-কভার করতে পারি।
দেখা যাক সামনের দিকে আল্লাহ কি লিখে রেখেছেন।