1
বাংলা (Bengali) / Re: Altcointalks আর bincointalk এই দুইটাই কি এক নাকি ভিন্ন?
« on: February 15, 2020, 04:05:14 AM »ঠিক কথা বলেছেন। আসলে দুইটা আলাদা বলতে বিটকয়েনটক পুপুলার আর আলটকয়েনটক নতুন।Altcoinstalks আর Bitcointalk দুটিই ভিন্ন ফোরাম। Bitcointalk হচ্ছে প্রথম বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ফোরাম যেটি এখন সবচেয়ে জনপ্রিয় এবং এই ফোরামের উপর ভিত্তি করে যে কোন কয়েন এর মার্কেটিং এর কাজ করা হয়। Bitcointalk এ যে কয়েন যত বেশি পপুলার হবে সেটা তত ডিমান্ড বেড়ে যায়। আর অলটকয়েনটক হচ্ছে বিটকয়েনটকের পর দ্বিতীয় জনপ্রিয় ফোরাম।
দুইটার লেভেল বাড়ানোর পদ্ধতিও আলাদা। এছাড়াও আরো কিছু পার্থক্য আছে। দুঃখের বিষয় সেখানে লোকাল থ্রেড নাই বাংলাদেশিদের মধ্যে।