
.

.

.

.

.

.

.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - Anjel Tisha
1
« on: June 27, 2021, 12:44:56 PM »
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
অনেক ধন্যবাদ ভাই। খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। আমাদের ওয়ালেট কে নিরাপদ রাখা খুবই জরুরি কারণ বর্তমানে হ্যাকারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত শোনা যাচ্ছে কারো না কারো অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। তাই আমাদের ওয়ালেট নিরাপদ রাখা অবশ্যই জরুরি। নিজের ওয়ালেট নিজেরই নিরাপত্তা দিতে হবে। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা অন্য কেউ দেবেনা। তাই সবাই সতর্ক হই নিজের প্রাইভেট বিষয় গুলো নিয়ে।
2
« on: June 26, 2021, 07:56:56 AM »
অ্যাক্টিভিটি যদি আপনার বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে কারণ ভালো ও মানসম্মত পোস্ট করলে আপনার পয়েন্ট বাড়বে। কিন্তু আপনাকে ফোরাম রিলেটেড ভালো মানসম্মত পোস্ট করতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই । কিভাবে পয়েন্ট বারাতে আমি সেটা ভালো ভাবে জানতাম না । আপনার টপিক পড়ে আমি অনেক সুন্দর ভাবে জানতে পারলাম। কোথায় কোথায় পোস্ট করলে পয়েন্ট বেশি বৃদ্ধি পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
3
« on: June 26, 2021, 07:48:20 AM »
অনেকেই প্রশ্ন করে ALTS টোকেন নিয়ে। ALTS কি, কিভাবে পাব?
এই টপিকটা সেই সব ভাইদের জন্য যাদের ALTS নিয়ে প্রশ্ন আছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার মাথায় এই একটা questions অনেক দিন ধরে ঘোরাফেরা করছে কিন্তু আমি অনেক টপিক পড়েও বুঝতে পারি নাই। কিন্তু আপনার টপিক পড়ে আমি অনেক ভালোভাবে বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ ভাই আপনাকে
4
« on: June 18, 2021, 04:40:34 PM »
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
আমার মতে আপনি সবচেয়ে সুন্দর একটি টপিক তৈরি করেছেন। কারণ এটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমার নাম তিশা আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি
5
« on: June 17, 2021, 04:48:33 AM »
নতুন অবস্থায় সবারই প্রশ্ন থাকে-কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়?
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে যাবেন। সেখানে নতুন নতুন সব বাউন্টি পোস্ট হলেই পাবেন লিংক।
Altcoinstalks চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলো। এখানেও সব চলমান বাউন্টি গুলোর লিস্ট পাবেন। এখান থেকেও লিংকে গিয়ে জয়েন করতে পারবেন।
*যে দুটি লিংক বল্লাম সেখান থেকে যে কোন চলমান একটা বাউন্টি লিংক ওপেন করবেন।
*দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে।
*তারপর বাউন্টির রুলস কয়েকবার পড়বেন বুঝে বুঝে।
*তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা যেটা আপনার জন্য সহজ সেটাতে *যোগদানের জন্য ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন।
*রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন।
*সুন্দর ভাবে রুলস অনুযায়ী কাজ করলে কাজের জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে যেটা বাউন্টি থ্রেডে বলা আছে সেভাবেই।
*বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন।
*সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জে লিস্টেড হলে সেখানে সেল করে দিতে পারবেন।
আর এভাবে আপনি বাউন্টিতে জয়েন করে আয় করতে পারবেন।
অনেক ধন্যবাদ ভাই। আমাদের নতুনদেরকে সহযোগিতা করার জন্য। আপনার টপিক পড়ে আমরা অনেকেই অনেক কিছু খুব সহজেই বুঝতে পারি। আমাদের নতুনদেরকে আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।
6
« on: June 17, 2021, 04:41:49 AM »
বাউন্টি হলো একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট। বাউন্টি করতে হলে আপনাকে অবশ্যই বাউন্টিতে যেসব ক্যাম্পেইন আছে সেগুলোর সাথে যুক্ত হতে হবে। যেমন সোশ্যাল ক্যাম্পেইন, সিগনেচার ক্যাম্পেইন। সোশ্যাল ক্যাম্পেইন বলতে ফেসবুক টুইটার টেলিগ্রাম লিংকডইন instagram ইত্যাদি কে বোঝায়। বুঝতে পারছেন যে আপনি যদি সোশ্যাল ক্যাম্পেইনে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডি টুইটার আইডি টেলিগ্রাম এবং লিংকডইন আইডি আইডি লাগবে। আপনি যদি সিগনেচার ক্যাম্পেইন করতে চান তাহলে আপনার Altcoinstalks এর আইডি কমপক্ষে ফুল মেম্বার হতে হবে তাহলে আপনি এড হতে পারবেন। আপনাকে ওয়ালেট এড্রেস দিতে হবে। ইথার ওয়ালেট ,Trc20 ওয়ালেট দিতে হবে। বাউন্টিতে যে ওয়ালেটের কথা উল্লেখ থাকবে আপনাকে সেই ওয়ালেট দিতে হবে। আপনি যে বাউন্টিতে যুক্ত হয়ে কাজ করবেন সেই বাউন্টির রুলস গুলো আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে। এমনকি সেই অনুযায়ী কাজ করতে হবে। নির্দিষ্ট সময় পর বাউন্টি শেষ হলে সেই বাউন্টি প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তাহলে আপনি পেমেন্ট পাবেন। ধন্যবাদ।
. অনেক ধন্যবাদ ভাই। এতো দিন পরে বুঝতে পারলাম বাউন্টি কিভাবে করতে হয়।
7
« on: June 16, 2021, 03:26:54 PM »
BABYSWAP এয়ারড্রপ।
১০০০০ জন পাবেন 500,000 টোকেন।
পেমেন্ট দিবে ১৫ দিন পর। (আইএলও)
এয়ারড্রপটা ভালো লেগেছে।
আপনারা চাইলে করতে পারেন।
সব তথ্যগুলো ফিলআপ করে ওয়ালেট দিবেন।
এয়ারড্রপ লিংক: https://t.me/BabySwapBot?start=883487726
ভাইয়া আমি এয়ারডূপ করতে চাই প্রাথমিক কিভাবে শুরু করতে হই একটু বলবেন প্লিজ
8
« on: June 16, 2021, 03:20:03 PM »
Grandle বাউন্টি প্রজেক্ট বাউন্টি ডিটেকটিভ আজকে সকালে নিয়ে এসেছে। এই প্রজেক্টে 500,000 GRANDটোকেন দেওয়া হবে। এই প্রজেক্টে আছে টুইটার, টেলিগ্রাম, লিঙ্কডইন, আর্টিকেল, ভিডিও, এবং ট্রানসলেশন।
টুইটারে 500 জন পার্টিসিপেন্ট
লিংকডইনে 450 জন পার্টিসিপেন্ট এবং
টেলিগ্রামে 400 জন পার্টিসিপেন্ট
জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন আপনারা সবাই।
Link: https://www.altcoinstalks.com/index.php?topic=203632.0
ভাইয়া কতো activity হলে বাউন্টি করা যায়।প্লিজ হেল্প করুন। আমরা অনেকেই জানি না।
9
« on: May 30, 2021, 08:49:21 AM »
দুইটার কাজ একই কিন্তু পদ্ধতি ভিন্ন। বাউন্টি দীর্ঘ মেয়াদি প্রোমোশন। কিন্তু এয়ার ড্রপ অল্প সময়ের জন্য হয় এবং লাভও কম। আমি মনে করি এয়ারড্রপের থেকে বাউন্টি অনেক ভালো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুনদেরকে সহযোগিতা করার জন্য। আমি বাউন্টি আর এয়ার ডূপ এর পার্থক্য বুঝতাম না
10
« on: May 30, 2021, 08:43:57 AM »
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ভাই আগে আমি বাউন্টি করছি কিন্তু পেমেন্ট পাই নাই। কিন্তু কেন পাই নাই সেটা জানতে পারলাম আপনার টপিক পড়ে। ধন্যবাদ ভাই আপনাকে
11
« on: May 30, 2021, 08:30:20 AM »
আমি জানতাম না কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়। আপনি যেভাবে বলেছেন সেভাবে পড়ে আমার মোটামুটি একটা ধারণা হয়েছে। আপনি যেভাবে বলেছেন সেভাবে কাজ করলে বাউন্টিতেযোগ হওয়া সম্ভব । আমি নতুন আমাকে ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। আরো কিছু টিপস দিয়ে। আমাদের সাহায্য করার জন্য অনুরোধ রইল
12
« on: May 30, 2021, 07:23:56 AM »
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আপনি। আসলে আমরা যারা নতুন তাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে ধারণা নেই। আপনাদের মত বড় ভাই থাকলে আমরা ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারব এবং জানতে পারবো।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আপনি। আসলে আমরা যারা নতুন তাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে ধারণা নেই। আপনাদের মত বড় ভাই থাকলে আমরা ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারব এবং জানতে পারবো।
13
« on: October 23, 2020, 09:15:56 AM »
আমাদের bounty সেকশন এ অনেক বাউন্টি আছে। আপনি যদি এখানে ইনকাম করার জন্য এসে থাকেন তাহলে বাউন্টি করুন। আপনি চাইলে জয়েন করতে পারেন। কিছু হলেও আপনি পেমেন্ট পাবেন।
বাউন্টি সেকশন লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।আমি আসলে বাউন্টি করার জন্য আসছিলাম কিন্তু কোথাও লিঙ্ক খুঁজে পাচ্ছিলাম না আপনি লিংকটি দিয়ে আমাকে অনেক সহযোগিতা করলেন অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
14
« on: October 23, 2020, 07:57:11 AM »
আমি এই ফরাম সাইটে নতুন আশা করি যদি কোন কিছু না বুঝতে পারি তাহলে আপনাদের help পাবো,
altcoin সাইট সম্পকে আমার কোন দারোনা নেই যদি কোন ভুল হয় তা হলে আমাকে সাহায্য করবেন আশা করি।
আপনি যদি এলোট কয়েন সম্পর্কে ধারণা পেতে চান আপনি সিনিয়র ভাইদের পোস্টগুলো ভালোভাবে ঘাটাঘাটি করুন তাহলে আপনি এ্যালট কয়েন সম্পর্কে সব তথ্য জেনে যাবেন। এ নিয়ে আর কোন মন্তব্য করা উচিত হবে না।
15
« on: October 23, 2020, 07:48:50 AM »
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
আমি বেশ কয়েকটি বাউন্টিতে যোগ দিয়েছি দেখি কি হয়।এখন আমি আশা করি দিন দিন মার্কেট ভালো হবে এই আশায় করতাছি ।বাউন্টি করে লাভ আছে। কিন্তু কোন সাইটের বাউন্টি গুলো করলে বেশি পেমেন্ট পাওয়া যাবে। যদি কোনো সিনিয়র ভাই একটু ধারনা দিতেন তাহলে ভালো হতো
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG