1
Forum Announcements / Re: Vote for Senators
« on: January 22, 2021, 04:18:05 PM »
Nostoman
Hair
Hair
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
আমাদের সকলের প্রোফাইলেই Feedback নামে একটা অপশন রয়েছে, কিন্তু এর কোন ব্যবহার বা অন্য কোনো কিছু আমার জানা নেই।ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটি টপিক তৈরি করেছেন। যা থেকে আমরা অনেকে পোস্ট দেখে আমরা অনেক উপকৃত হলাম। আমি মনে করি যারা নতুন ইউজার আছে তাহলে বুঝতে খুব সহজ হয়েছে
*Positive Feedback
*Neutral Feedback
*Negative Feedback
এই গুলোর মুলত কাজ কি?
আর এগুলো কখন count করা হয়?
সিনিয়র ভাইদের কাছে থেকে মতামত আশা করছি।
ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে ফিডব্যাক সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম। আমার মতোই যারা নতুন ইউজার আছে তারা ভালোভাবে বুঝতে পারবে।আমাদের সকলের প্রোফাইলেই Feedback নামে একটা অপশন রয়েছে, কিন্তু এর কোন ব্যবহার বা অন্য কোনো কিছু আমার জানা নেই।
*Positive Feedback
*Neutral Feedback
*Negative Feedback
এই গুলোর মুলত কাজ কি?
আর এগুলো কখন count করা হয়?
সিনিয়র ভাইদের কাছে থেকে মতামত আশা করছি।
বিটকয়েনটকে যদি আপনার একাউন্ট থাকে তাহলে দেখবেন কারো নামের পাশে ট্রাস্ট এ শো করে গ্রিন কালারে। যতজন Positive Feedback দেয় সে সংখ্যা শো করে।
Negative Feedback দিলে যাকে বলি রেড ট্রাস্ট। সেটাও ট্রাস্টে দেখা যায়। আর রেড ট্রাস্ট খেলে তো আইডিই ভেল্যুলেস হয়।
Neutral Feedback এটা পজিটিভও না আবার নেগেটিভও না এমন ফিডব্যাক।এটার কারণে আইডিতে কোন প্রভাব পড়েনা।
অলটকয়েনটক ফোরামে নেগেটিভ ফিডব্যাক দেখা যায়না তেমন তবে ভবিষ্যতে চিটিং বাড়তে দেখা যেতে পারে। পজিটিভ ফিডব্যাক দেখা যায় এটা বিটকয়েনটকের মত গ্রিন কালারে শো করে। Neutral Feedback টা এই ফোরামে এখনও দেখিনি।
সতর্কতাঃ এই ফোরামে নেগেটিভ ফিডব্যাক আপাতত তেমন না দেখলেও নেগেটিভ কারমা দেখা যায় যেটা ও নেগেটিভ ফিডব্যাকের চেযে কম নয়। তাই নেগেটিভ কারমা যাতে কেউ না খান সে বিষয়ে সতর্ক থাকবেন।
বিটিচি, ইথার সংরক্ষন এর জন্য সব সময়ের ফেবারিট হলো কয়েনবেস। Trust wallet বর্তমানে ব্যাবহৃত হচ্ছে টোকেন, কয়েন সংরক্ষনের জন্য। Trust wallet বর্তমানে অনেক সিকিউর একটা ওয়ালেট। এবং খুব সহজে ব্যাবহারের উপযোগী। Erc20 টোকেন, Trc20 টোকেন সব কিছু এখানে খুব ভাবে সংরক্ষন করা যায়।ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে ভালো কিছু জানতে পারেলাম। এবং আমি নতুন ইউজার হিসেবে ভালোভাবে বুঝতে পারলাম ধন্যবাদ আপনাকে
আমরা ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য অনেক ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকি। যেমন Trust wallet, erc-20, coinbase, trc-29, Blockchain এরকম অনেক আছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারিত ওয়ালেটে কোনটি বলে আপনি মনে করেন। আমি মনেকরি Erc-20 সবচেয়ে বেশি ব্যবহারি হয়।আমি আপনার সাথে একমত পোষণ করছি আপনি যেসব ওয়ালেট এর কথা বলেছেন আমি মনে করি এই গুলো সবচেয়ে ব্যবহৃত হয়। তার মধ্যে আমি মনে করব erc20 ওয়ালেট বেশি ব্যবহৃত হয়
এই ক্রিপ্টোকারেন্সি জগতে আমাদের বাংলাদেশের অবদানও কম নয়। এখন এই ক্রিপ্টোকারেন্সি জগতে আমাদের বাংলাদেশের চার সিনিয়র ভাই বিভিন্ন সেকশনে মডারেটরের দায়িত্ব পালন করছেন।এটি সত্যিই আমাদের বাঙ্গালীদের জন্য অনেক গর্বের বিষয়।ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটি টপিক উপস্থাপন করেছে। আসলে বাংলাদেশ এটি একটি গর্বের বিষয় যে অন্যান্য ফোরামের বাংলাদেশের মডারেটর আছে। এই কথাগুলো আগে জানতাম না আপনার পোস্ট থেকে অনেক কিছুই জানতে পারলাম ধন্যবাদ
১. Altcoin1998$ (তিনি একজন বাংলাদেশী এটা আমাদের গর্ব) তিনি মডারেটরের দায়িত্ব পালন করছেন তিনটা সেকশনে সেগুলো হলো...
১. BITCOIN FORUM
২. TRON FORUM (TRX)
৩. CRIPTO EXCHANGE
২. NOSTOMAN (তিনি একজন বাংলাদেশী যেটা আমাদের গর্ব) তিনি এখন বাংলাদেশ সেকশনের মডারেটরের দায়িত্ব পালন করছেন।তিনি সব মিলিয়ে মডারেটরের দায়িত্ব পালন করছেন দুটি সেকশনে। সেগুলো হলো:-
১. বাঙালি (বাংলাদেশ সেকশন)
২. লাইট কয়েন ফোরাম
Child Board
১. এলোটকয়েন (অন্যান্য কয়েন)
২. নতুনদের
৩. ক্রিপ্টোকারেন্সি খবর
৩. Malam90 ( তিনি একজন বাংলাদেশী যেটা আমাদের বাংলাদেশের গর্ব ) তিনিও সবমিলিয়ে দুটি সেকশনে মডারেটর এর দায়িত্ব পালন করছেন। সেগুলো হলো:-
১. Stablecoins Forum
২. Cardano Forum
৪. EAA-ALLAH ( তিনিও আমাদের বাংলাদেশের জন্য গর্ব) তিনি একটি সেকশনে মডারেটরের দায়িত্ব পালন করছেন সেটা হল:-
১. Defi Forum
ভাবতেই ভালো লাগে ক্রিপ্টোকারেন্সি জগতে এটা আমাদের বাংলাদেশের অবদান। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা এগিয়ে যান। আমরা সব সময় আপনাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে কিভাবে সফলতার শীর্ষে পৌঁছাতে হয় সেটা আপনারা করে দেখিয়েছেন। আমাদের জন্যও দোয়া করবেন যেন আমরা আপনাদের দেখানো পথেই হাঁটতে পারে যেটা সফলতার পথ।
আপনারা অ্যালোট কয়েন ফোরামে কাজ করেন। কেননা এ লোট কয়েন ফোরামে কাজ করলে সবাই এখানে কাজ দিবে। আর যদি আমরা এই ফোরামে কাজ না করি একসময় দেখা যাবে এখানে আর কেউই কাজ দেবে না। তাই আপনারা এই অ্যালট কয়েন ফোরামে কাজ করে রাখবেন।ঠিক বলেছেন ভাই আপনি সবাই মিলে কাজ করলে এখানে কাজ দিবে এজন্য আমরা সবাই মিলে কাজ করব ধন্যবাদ