
.

.

.

.

.

.

.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - MD Imran Khan
1
« on: August 28, 2021, 08:05:38 PM »
কার কার কোন ওয়ালেট পছন্দ দয়া করে বলবেন। কারণ কে কোন অনেক ব্যবহার করেন তাতো জানিনা। তাই আপনারা দয়া করে বলবেন।
ট্রাস্ট ,মিউ এবং মেটামাস্ক মানিব্যাগ ঠিকানা আমার অত্যন্ত পছন্দ এরমধ্যে সবচেয়ে বেশি পছন্দ ট্রাস্ট মানিব্যাগ ঠিকানা
2
« on: August 28, 2021, 08:03:07 PM »
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।
সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।
আপনি যে র্যাংকের অধিকারী সেই র্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।
সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।
সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
নবাদ ভাই আপনাকে এই মূল্যবান পোষ্টটি করার জন্য আমি এই ফোরামে নতুন সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব তাই আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটাই সিগনেচার গান সম্পর্কে ধারণা পেলাম আশা করি এরকম পোস্ট করলে মনের আশাটা পূর্ণ হবে এবং আমি খুব তাড়াতাড়ি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে ফুল কিভাবে জানতে পারব এবং কাজ করতে পারব
3
« on: August 28, 2021, 06:04:31 AM »
Proof of authentication
- EP20 (BSC) address : 0x2616CcDF37B179fe5E65EF16a57c04922168cB64
- Email :
[email protected]- Campaigns applied for : twitter,Facebook
4
« on: August 28, 2021, 05:33:13 AM »
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
আমার নাম ইমরান
আমি টাংগাইলে থেকে বলছি
আমি পেশায় একজন ছাত্র । আমি গ্রিন ইউনিভার্সিটি তে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যায়নত ছাত্র ,আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এতটা ভালোভাবে জানিনা কিন্তু মোটামুটি বুঝি আমি প্রায় এক বছর বিটকয়েন ফোরামে বান্টির কাজ করেছি কিন্তু আমার খুব ইচ্ছা সিগ্নেচার ক্যাম্পেইনের কাজ শেখার তাই এই ফোরামে যুক্ত হয়েছে।
5
« on: August 28, 2021, 05:18:23 AM »
আমাদের এই ফোরামে অনেক নতুন ইউজার রয়েছে ইতিমধ্যে আমি খেয়াল করেছি তারা সবাই মোটামুটি ভালো পোস্ট করছে। কিন্তু নতুন হওয়ার জন্য কিছু কিছু ইউজারদের পোস্ট করতে প্রবলেম হচ্ছে। তাই তারা যদি একটু কষ্ট করে গুগলে সার্চ দিতে পারে তাহলে যেকোনো বিষয় সম্পর্কে জানতে পারবে। তারপরেও যদি সেই বিষয়টা না পায় তাহলে এই ফোরামে দেওয়া আছে বিভিন্ন ধরনের পোস্ট সেগুলো পড়তে পারলে বুঝতে পারবে।তারপরেও যদি কোন বিষয় সম্পর্কে না বলা থাকে এই ফোরামে তাহলে আপনারা সিনিয়র ভাইদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করুন। অবশ্যই সমস্ত সিনিয়র ভাইরা আপনাকে সাহায্য করবে।যারা ফোরামে নতুন এ আসবে আমি তাদের বলব তারা অবশ্যই ফোরামে বেশি বেশি সময় দেবে এবং সমস্ত সিনিয়র ভাইদের পোস্ট গুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করবে। আশা করি সবকিছুই বুঝে যাবে ইনশাল্লাহ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পোস্টটি করার জন্য আমি এই ফোরামে নতুন তাই আমার পোস্ট করতে খুবই সমস্যা হচ্ছে কিভাবে পোস্ট করব এতটা বুঝতে পারিনি কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেক টুকু ধারণা নিতে পারলাম যে আসলেই কিভাবে পোস্ট গুলা করব ধন্যবাদ ভাই আপনাকে আশা করি নতুনদের মাঝে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাহলে আমাদের মত নতুনরা খুব শীঘ্রই সঠিক নিয়মে কাজ করতে পারবে
6
« on: August 28, 2021, 05:10:54 AM »
কোন র্যাংকের জন্য কত একটিভিটি/পোস্ট প্রয়োজন সেগুলো নিয়ে আগে কয়েকটা পোস্ট করেছিলাম। সেখানে কিছু কারেকশান হওয়ায় র্যাংক ও প্রয়োজনীয় একটিভিটি নিয়ে এবার সম্পূর্ণ তথ্যটি দিলাম।
০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান
টপিকটা নতুনদের সেকশনেও দিলাম। নতুনদের অনেক জিজ্ঞাসা থাকে বিষয়টা নিয়ে।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই পোস্টটি করার জন্য এটি আমি বুঝতাম না কোন ব্যাংকের জন্য কত অ্যাক্টিভিটি লাগে কিন্তু আপনার এই পোস্টটি করে তা জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি করার জন্য আপনাকে আশা করি নতুনদের জন্য যা যা দরকার সকল ধরনের পোস্ট করবেন তাহলে আমরা অনেক উপকৃত হব
7
« on: August 28, 2021, 05:03:45 AM »
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ধন্যবাদ এই ফোরামের এই পোস্টটি করার জন্য আমি আগে জানতাম না কিভাবে অ্যালার্ট সাইডে বাউন্টি করতে কি কি প্রয়োজন হবে এবং সেটা কিভাবে করবো কিছুই জানতাম না কিন্তু এই সিনিয়র ভাইয়ের পোস্ট পড়ে আমি অত্যন্ত উপকৃত হলাম এবং অনেক কিছু জানতে পারলাম আশা করি ফোরামে যদি এরকম পোস্ট সিনিয়রা করতে থাকে তাহলে আমাদের মত যারা নতুন তাদের জন্য খুবই উপকার হবে এবং আমরা সঠিক নিয়মে দ্রুত কাজ শিখতে পারবো অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি করার জন্য আশা করব এরকম আরো পোস্ট যেন করেন।
8
« on: August 28, 2021, 04:48:30 AM »
We finally launched the awaited ALTT token,
https://bscscan.com/token/0xda4f9229dcad3eca6dfd27857762b031b46b44b7
The liquidity is provided by NextMoon Project, and will be gradual,
hoping to cover around 20% of total ALTT tokens.
Token distribution will be as described previously, but not to exceed 10% of total supply per year
It is listed on Pancakeswap
Very nice and important projects will hopefully play a very nice role in the future. I like the projects very much
9
« on: January 21, 2021, 01:57:21 PM »
নতুনরা খুব সহজেই টকেন আয় করতে পারবেন আর জন্য যা করতে হবে তা হলো আয়ার ড্রপ করে টোকেইন আয় করা.
আর এর জন্য আই ফোরাম আর বিভিন্য সেকসন এ দেয়া আয়ারড্রপ করতে পারেন আর আই জন্য আপনাদের ফোরাম টা ভালোমতো ঘুরে দেকতে হবে আর সাহাজ্য প্রয়োজন হলে রিপ্লে করে সাহাজ্য চাইতে পারেন ...
ধন্যবাদ ভাই আপনাকে এই মূল্যবান পোষ্টটি করার জন্য আপনি এখানে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা হল নতুনরা কিভাবে টোকেন আয় করবে করবে কিন্তু এখানে বলেছেন করে নতুনরা খুব সহজে এয়ার্ড্রপ করে টোকেন আয় করবে কিন্তু ভাই আমি এরপর আমি এতটাই নতুন কিভাবে কাজ করতে হয় আমি এতোটুকু জানি না যদি আপনি অ্যাডোব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেই এটা আসলে কি কিভাবে কাজ করবে সে বিষয়ে যদি একটি পোস্ট করতেন তাহলে খুবই উপকৃত হতাম
10
« on: January 21, 2021, 01:49:32 PM »
আমাদের ফোরামে নিউ সেকশন add করা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=373.0
ধন্যবাদ ভাই আপনাকে এই নতুন সেকশন যোগ হয়েছে সেই লিংকটি দেওয়ার জন্য কিন্তু আমি ফোরামে নতুন তাই বুঝতে পারিনি লিংটা কিসের কিন্তু আপনার নিজের পোস্টগুলো আমি দেখে বুঝতে পেরেছি যে এটি একটি ডেফি সেকশন তাই আশা করি ভাইয়া আপনি যদি একটি টিভি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন যেমন ডেফি সেকশন কি? ডেফি সেকশনে নতুনরা কিভাবে কাজ করবে তাহলে আমরা নতুন অনেক ভালোভাবে জানতে পারতাম আমি শিখতে পারতাম আপনার কাছে আশা করি আপনি ডেফি সেকশন নিয়ে একটি মূল্যবান পোষ্ট করবেন
11
« on: January 21, 2021, 01:42:00 PM »
যেকোনো গুপ্ত ধন এর ব্যাপারে আমাদের অবচেতন মন সব সময় সজাগ! তাই বলে এই altcoinstalks ফোরামে গুপ্ত ধন আছে?
প্রশ্ন যদি আপনার হয় তাহলে আমি বলবো, হা। এইটা টোটাল ক্রিপটো রিলেটেড সাইট। আর ক্রিপটোর রাস্তায় চলতে এই সাইট যদি হয় আপনার প্রথম, তাহলে খালি চোখে এবং জ্ঞ্যানের চোখে খুজে দেখুন পেয়ে যাবেন সেই আনলিমিটেড গুপ্ত ধনের সন্ধ্যান।
যদি কেউ প্রথম থেকে ক্রিপটো সমন্ধে জেনে এখানে আসেন তার অভিজ্ঞতার আরও বিস্তার ঘটাতে, তাদের কথা আলাধা। আর আপনি যদি ”কিছুটা ভুল জেনে” শুধু মাত্র ইন্সট্যান্ট আয়ের জন্য এখানে এসে থাকেন তাহলে বলবো, এসেই যখন পরেছেন তাহলে ইন্সট্যান্ট কিছু পাওয়ার আসা বাদ দিয়ে একটু সময় নিয়ে ফোরামটাকে জানার চেষ্টা করুন।
ধরে নেই আপনি এখনও মনে করছেন সাইটটা শুধু মাত্র ইনকাম করার জন্যই। প্রথমে তাহলে আপনি কি করবেন? পোস্ট করবেন, পয়েন্ট নিবেন, সেই পয়েন্ট এর বদলে টোকেন নিয়ে তা বিক্রি করে আয় করবেন? আরও তো ওয়ে আছে সেইগুলোর দিকে একটু নজর কি দিবেন না? ঐ জায়গাতেই তো আপনার খোজের গুপ্ত ধন রয়ে গিয়েছে।
তাহলে কি করবেন? বাংলার এক সুবিশাল জগত আছে এখানে, সব টপিক/পোস্ট পড়ে ফেলুন। তারপরে ইংরেজি বিভাগে জান, এখন দেখবেন এই ইংরেজি গুলাও বুঝতে অসুবিধা হচ্ছে না। আরও অনেক কিছুর সন্ধ্যান পাবেন যা বাংলাতে সব পান নি। পড়তে পড়তে কি আইসিও তে কাজ করা যায়, গিভওয়ে অথবা এ্যায়ারড্রপ খুজে পেয়েছেন? তাহলে এর মাঝে গুপ্ত ধন খোজার চেষ্টা করুন।
আইসিও এর ভিতরে প্রতিটা বাউন্টি ক্যাম্পেনে নজর দিন। কি ভাবে কাজ হয়, আপনি কি ভাবে কাজ করবেন, কতো আয় হবে সব বুঝতে পারবেন। গিভওয়ে কি ভাবে কাজ করে এ্যায়ারড্রপ গুলাতে কি ভাবে কাজ করবেন সব কিছু খুজে বাহির করুন। এক সময় দেখবেন একটা গুপ্ত ধন আপনার দিকে উকি দিয়ে চেয়ে আছে। এখন এই গুলার কথা বললাম বলে প্রথমেই এইগুলার দিকে ঝুকে পরবেন না। জানার চেষ্টা করুন এই সমস্ত ব্যাপার গুলা কেনো ঘটায়, তারা কি পায় আর আমরা কি পাবো। এর আগে আর কতো গুলো কয়েন/টোকেন বাজারে আসছে। তাদের অবস্থা কি। তাদের উঠা নামা কেনো হয়। ২০১৬/২০১৭ এর দিকে কি অবস্থা ছিলো, এখন একটু খারাপ মনে হচ্ছে কেনো, আগামীতে গিয়ে কি ঠিক হবে। এই সমস্ত বিষয় গুলাও খুজে বাহির করুন। প্রয়োজনে সাইট এর বাহিরে গিয়ে সার্চ করুন। তাহলে এই সাইট আরও বুঝতে আরও সুবিধা হবে।
এই সমস্ত ব্যাপার গুলা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন এর বাহিরে আসলেই আরও কিছু আছে কি না, এর চাইতে বড় গুপ্ত ধন, তাকে খুজার চেষ্টা করুন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, এই ফোরামে ক্রিপটো রিলেটেড যা কিছু খালি চোখে দেখতে পাচ্ছেন তার বাহিরে কিছু হিডেন বিষয় রয়ে গিয়েছে। আর এইটার কথা আপনাকে কেউ বলবে না। আপনাকে নিজেই খুজে বাহির করে নিতে হবে। শুধু এইটুকুই বলবো যা দেখতে পাচ্ছেন তার চাইতেও অনেক বেশি কিছু আছে এই ক্রিপটো দুনিয়াতে।
আর এর সব কিছু পাওয়ার জন্য এইটার পিছনে লেগে না থাকলে কখনই পাবেন না। হুট করে এসেই যদি ইন্সট্যান্ট ইনকাম চান এবং এ্যানি হাও না পেয়ে আবার এখান থেকে ব্যাক করলে শুধু সময়ের অপচয় ছাড়া কিছুই হবে না। তাই আপনাকে বলছি, এই সাইটের মডারেটর যতোটুকু ক্রিপটো ব্যাপারে জানেন তার মতোন আপনিও জানার চেষ্টা করুন। হয়তো যতোটুকু আপনার আশায় ছিলো তার চেয়ে কয়েকগুন বেশি পাবেন। ক্রিপটো দুনিয়াতে আপনার যাত্রা শুভ হোক ! 
ধন্যবাদ ভাই আপনাকে এই মূল্যবান পোষ্টটি করার জন্য অ্যালার্ট কয়েন সম্পর্কে আমি এই ফোরামে নতুন আপনার এই পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম এবং আশা করি আপনার ইনফরমেশন অনুযায়ী কাজ করব এবং এই সাইটে মডারেটরের মত কিপটুস সম্পর্কে সবকিছু জানার জন্য চেষ্টা করব। আপনার মত এরকম মূল্যবান পোষ্ট যদি সকল সিনিয়ার ভাইয়েরা করে তাহলে আমাদের মত নতুন যারা আছে তারা অতি শীঘ্রই কাজ শিখবে এবং অনেক কিছু জানতে পারবে তাই আশা করি এরকম হেল্প পোস্ট করে আমাদের মত নতুনদেরকে সাহায্য করবে
12
« on: January 16, 2021, 01:41:18 PM »
আল্টকয়েন টকেন পাওার জন্য যদিও আনেক বেপার আছে আমি আপনা দের কিছু বাছিক পয়েন্ট বলে দিছি
১ আপনাকে জেআর মেম্বার হতে হবে(Jnr rank)
২ আপনার মিনিমাম ১০০০ পয়েন্ট থাকটে হবে
৩ আপনাকে মিনিমাম ১ টা স্পারতা (SPARTA ) আরজন করতে হবে
৪ সবার ষেস এ উইথড্রাল রেকুএস্ত দিতে হবে
SPARTA আরজন করতে হলে আপনাকে http://www.altcoinstalks.com/index.php?board=105.0 আই সেকসন এ কিছু কাজ করতে হবে
উইথড্রাল রেকুএস্ত দিতে হলে আপনাকে http://www.altcoinstalks.com/index.php?topic=833.0 আই সেকসন এ কিছু কাজ করতে হবে
এ ছারাও আরও কিছু বেপার আছে আপনারা কমেন্ট সেকসন এ কমেন্ট করলে আমি বিসটারিত বলে দিব...
ধন্যবাদ ভাই আপনাকে এই মূল্যবান পোষ্টটি করার জন্য এই ফোরামে আমি নতুন কিভাবে এলাট টোকেন পাওয়া যাবে আমি জানতাম না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি জানতে পারলাম আশা করি এরকম আরো পোস্ট করে আমরা যারা নতুন আছি তাদের সাহায্য করবেন
13
« on: January 16, 2021, 01:37:26 PM »
এ পৃথিবীতে করোনা হয়েছে এক আজব মহামারী যা সৃষ্টি কর্তা এই পৃথিবীতে প্রেরণ করেছেন আর এই করোনা মহামারীতে সৃষ্টিকর্তা যার মৃত্যু লিখেছে তার তো হবেই তবে আমরা যদি নিজ দায়িত্বে সতর্ক থেকে আমরা এই ফোরামে কাজ করে যায় তাহলে হয়তো আমাদের মার্কেটপ্লেসগুলোর কোন ক্ষতি করতে পারবেনা। তাই সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত একটিভ থাকুন
14
« on: January 16, 2021, 01:20:51 PM »
অনেকে আমাকে বিটকয়েনটকে কিংবা, অলটকয়েন্সটক, বিটকয়েনগার্ডেন, কিংবা ফেসবুক ম্যাসেঞ্জারে প্রশ্ন করেন- ভাই টুইটার নিয়ে ঝামেলায় আছি। আমার ফলোয়ার ১০কে+ আমি প্রতিদিন ফলোব্যাক দিলেও অনেককে দিতে পারিনা। প্রত্যেককে চেক করে করে ফলো করতে গেলে ১০কে ফলোয়ারদের প্রত্যেকের চেক করতে হয় যা অসম্ভব। কারণ এটা কয়েক ঘন্টার কাজ। টুইটারে কিছুক্ষণ পর পর পেজ অটো রিফ্রেশ হয়ে যায় তখন আবার শুরু থেকে চেক করে ফলো করতে হয়। একই ভাবে অনেকে আমাদের ফলো ব্যাক দেয়না, তাদেরকে আনফলো করতেও সমস্যা পোহাতে হয়। এমন অনেক প্রশ্নের উত্তর এবং আমার নিজের কাজের অভিজ্ঞতার আলোকে আমি ২ টি পোস্ট লিখেছি আপনাদের জন্য। যারা এই সমস্যা ফেস করতেছেন তারা নিচের পোস্ট দুটি বিস্তারিত পড়ুন। তাহলে আর সমস্যা থাকবেনা। মাত্র কয়েক মিনিটেই অন্তত হাজার ফলোয়ারকে ফলোব্যাক দিতে পারবেন কিংবা হাজার জনকে আনফলো করতে পারবেন খুব সহজেই।
ফলোব্যাক দেওয়ার পোস্ট= https://thepeakplacebd.blogspot.com/2020/02/how-to-follow-in-twitter-easily-using-tools.html
আনফলো করার পোস্ট= https://thepeakplacebd.blogspot.com/2020/02/how-to-unfollow-in-twitter-easily-using-tools.html
এর পরেও কেউ কোন সমস্যা ফেস করলে মন্তব্য করুন।
ধন্যবাদ ভাই আপনাকে এই মূল্যবান পোষ্টটি করার জন্য এই ফোরামে আমি নতুন আমি এরকম টুইটারে অনেক সমস্যা ফেস করতেছি আপনার মূল্যবান পোষ্টটি পড়ে কিভাবে অতি তাড়াতাড়ি ফলো ব্যাক এবং আনফলো করা যায় তা শিখতে পারলাম আপনার পোস্টটি পড়ে খুবই উপকৃত হলাম
15
« on: January 16, 2021, 10:07:52 AM »
বাংলাদেশি কেউ যদি ভুল করে। অর্থাৎ কপি পেস্ট অথবা স্পামিং করে। সেগুলা বুঝিয়ে বলবেন। নিজেদের মধ্যে আলোচনা করে নিবেন, যদি ঠিক না হয় তারপর রিপোর্ট দিবেন। তবে সেটা একাউন্ট নষ্ট করার জন্য নয়। আমাদের বাংলাদেশের সেকশনে রিপোর্ট নামে একটা টপিক আছে। সেখানে রিপোর্ট জমা দিবেন। কেউ কারো বিরুদ্ধে লাগবেন না। বিশেষ করে আমাদের বাংলাদেশীদের সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আলোচনা করা যেতে পারে। অযথা কারো অ্যাকাউন্ট যেন নষ্ট না হয়।
ধন্যবাদ ভাই আপনাকে এরকম একটি হেল্প পোস্ট করার জন্য কারন আমার সবাই তো বাংলাদেশ আর আমরা নতুনরা তো একটু ভুল করতে পারি আর ভুল তো মানুষেরি হয় তাই আমরা সকলেই একটু বুঝি বলবো এবং রিপোর্ট জমা দিবো কিন্তু কারো একাউন্ট নস্ট করার জন্য না
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG