
.

.

.

.

.

.

.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - Sinimi
1
« on: April 07, 2021, 05:31:12 PM »
স্টাবল কয়েন হচ্ছে সেইসব কয়েন যেগুলো অস্থির মার্কেটে প্রাইসকে স্থির রাখতে সহায়তা করে এবং যাদের স্টাবিলিটির জন্য রিজার্ভে গোল্ড বা ডলারের মত এসেট জমা রাখতে হয়।
ক্রিপ্টোকারেন্সিতে, স্টাবল কয়েন তৈরি করা হয় মূলত অস্থির মার্কেটে সম্পদ মূল্যকে স্থির রাখা এবং অধিক ইউটিলির পথ প্রশস্ত করা।
স্টাবল কয়েন ব্যবহার করা হয় ট্রেড করার সময় সম্পদকে পার্ক বা স্থির করে রাখার মাধ্যম হিসেবে।
এটাকে ডলারের মত বেস কারেন্সি (ভিত্তি মূল্য) হিসেবে ব্যবহার করা হয়।
স্টাবল কয়েনের প্রথম এবং প্রধান ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে- অস্থির মার্কেটে বিনিয়োগকারীদের পোর্টফোলিও মূল্য বজায় রাখা।
বিনিয়োগকারীরা, ব্যবহারকারীরা কিংবা কয়েন হোল্ডাররা বাস্তবিক সম্পদ যেমন ডলার, স্বর্ণ, ইউরো মুদ্রার সাথে তাদের সম্পদকে হিসাব করতে পারে।
প্রয়োজনের সময় যখন বিনিয়োগকারীরা মনে করেন তাদের সম্পদ অস্থিরতার পূর্বেই সরিয়ে নিরাপদে রাখবে তখন স্টাবল কয়েনের প্রয়োজন যাতে তারা তাদের ক্রিপ্টোকারেন্সিকে কনভার্ট বা একচেঞ্জ করে নিতে পারেন নিরাপদে আগেই।
ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন সাইটে যারা চাকরি করেন তাদের বেতন নির্ধারনে স্টাবল কয়েনকে ব্যবহার করা হয় হিসাবরে সুবিধার্থে।
অনেক রেমিটেন্স যোদ্ধারা তাদের অর্জিত রেমিটেন্স দেশে পাঠাতে পারেন স্টাবল কয়েনের মাধ্যমে যদিও বাংলাদেশীরা এখন পারেন না তবে প্রবাসীরা যাদের পেপাল আছে তারা পারবেন।
এছাড়া স্টাবল কয়েনের আরও অনেক গুরুত্ব আছে ক্রিপ্টোকারেন্সিতে। সম্প্রতি শুধুমাত্র USDT পেয়ারে অধিকাংশ একচেঞ্জে শতকরা ৬০ শতাংশেরও বেশি ট্রেড হচ্ছে। এর দ্বারা বুঝা যাচ্ছে স্টাবল কয়েনের গুরুত্ব অনেক।
ইংরেজি পোস্টের লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=180619.msg990680#msg990680
ক্রিপ্টোকারেন্সি তে স্টাবল কয়েন সম্পর্কে আমার কোন ধারণা নেই ।আপনার পোষ্টটি পড়ে এই প্রথম আমি স্টাবল কয়েন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। Malam90 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি টপিক তৈরি করার জন্য।
2
« on: April 07, 2021, 05:24:51 PM »
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এখান থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করতে পারে। ক্রিপ্টোকারেন্সিতে অনেক কাজ আছে যে কাজ থেকে মানুষ বিভিন্নভাবে অনেক টাকা উপার্জন করে থাকেন। আর টাকার দিকে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এখন পৃথিবীর রাজা। কারণ ক্রিপ্টোকারেন্সিতে কিছু কয়েন আছে যে কয়েনের দাম ব্যাপক। যেমন বিটকয়েন, ইথেরিয়াম, ডগি কয়েন, লাইট কয়েন ইত্যাদি আরো অনেক কয়েন রয়েছে।
Masum123 আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার পোস্টটি পড়ে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি বলতে প্রথমত বুঝায় একটি ভার্চুয়াল মুদ্রা কে। যার বাস্তব কোন রূপ নেই ।
3
« on: April 07, 2021, 05:18:27 PM »
করোনাভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে বাংলাদেশ সোমবার থেকে 7 দিনব্যাপী দ্বিতীয় ধাপে লকডাউন শুরু হয়েছে। এই মহামারী করোনাভাইরাস এর কারণে বাংলাদেশ ঘোষিত লকডাউন ক্রিপ্টোকারেন্সি মার্কেট কতটুকু প্রভাব পড়বে। সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না । তবে আশাকরি দ্বিতীয় ধাপে ঘোষিত লকডাউন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভালো প্রভাব ফেলবে।
4
« on: April 07, 2021, 02:13:01 PM »
ভাই আমি নিজেও ট্রাস্টওয়ালেট এটি ব্যবহার করে থাকি। কিন্তু ট্রাস্ট ওয়ালেট যে এইসব কয়েন গুলো সাপোর্ট করে না। সেটা আমি জানতাম না । আপনার পোষ্টটি পড়ে ট্রান্স ওয়ালেটলেট যেসব কয়েনগুলো সাপোর্ট কর না। সেইসব কয়েনগুলো সম্পর্কে জানতে পারলাম ।আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ পোস্টটি করার জন্য।
5
« on: April 07, 2021, 01:44:00 PM »
সম্প্রতি দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলো বাড়িতেই টুইটার ক্যাম্পেইন কাজ থাকে। সেই জন্য একটি টুইটার একাউন্ট দরকার হয়। কিন্তু শুধু টুইটার অ্যাকাউন্ট হলে হয় না। সেখানে ফলোয়ার্স লাগে যার যত ফলোয়ার্স থাকে। সে ততো বেশি স্টিক পেয়ে থাকে । টুইটার ফলোয়ার বৃদ্ধি করা অনেক কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়। কারন অনেক চেষ্টা করেও ফলোয়ার বৃদ্ধি করা যায় না ।অনেক সময় অনেক ফলোয়ার্স কমে যায়।
6
« on: April 07, 2021, 01:33:59 PM »
বিটকয়েন এর দাম কি আরও বাড়বে আপনারা যদি কেউ জানেন বলবেন কিনে রাখতে চাই যদি দাম বাড়ে
বিটকয়েনের পূর্ব ইতিহাস সম্পর্কে আমার কোন ভাল ধারণা নেই। তবে বর্তমানে বিট কয়েনের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন এর বর্তমান মূল্য 58 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতে বিট কয়েনের মূল্য আরো বৃদ্ধি পাবে। বিট কয়েনের মূল্য 70 হাজার ডলার পর্যন্ত পৌঁছাবে বলে মনে হচ্ছে।
7
« on: April 07, 2021, 01:30:30 PM »
বিটকয়েন মাইনিং হল বিটকয়েন উপার্জনের একটি ভাল ক্ষেত্র।
বিটকয়েন যখন সবাই ব্যাবহার করা শুরু করল তখন বিটকয়েনের হিসাব রাখার প্রয়োজনীয়তা বাড়ল। প্রথমদিকে সিপিইউ দিয়ে এই কাজটি করা শুরু হল। কিন্ত ধীরে ধীরে সাশ্রয়ীটা ও কর্মক্ষমতার জন্য জিপিইউ সিপিইউ এর জায়গা দখল করে নিল। কিন্তু আস্তে আস্তে হিসাবের চাপ বাড়তে থাকায় ইলেক্ট্রিসিটির বিল এর পর লাভের পরিমাণ খুব কমে গেল। তখন খুব গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হল। নতুন একধরনের চিপ বের হল যা হিসাব করার জন্যই প্রোগ্রাম করা হয়েছে। এগুলো সিপিইউ ও জিপিইউ এর প্রায় ৫০ গুণ বেশি সাশ্রয়ী। তাই এখন এগুলো দিয়ে হিসাব করা হয়। তবে বাংলাদেশে এ চিপগুলো পাওয়া যায় না আর চিপগুলো বেশ দামী। তবে লাভ বেশ ভালই হয়।
ভাই বিটকয়েন মাইনিং সম্পর্কে আমার কোন ধারণা নেই। এই প্রথম বিটকয়েন মাইনিং সম্পর্কে আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম। ইতিপূর্বে এই বিষয়ে আমি সম্পূর্ণ অজানা ছিলাম। আপনার পোস্টটি পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। বিটকয়েন মাইনিং সম্পর্কে আমি বিস্তারিত তথ্য গুলো জানতে পেরেছি।
8
« on: April 07, 2021, 01:26:57 PM »
বিটকয়েন কি ?
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন।
বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগ ব্যাবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়। একটি লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে নতুন বিটকয়েন উৎপন্ন হয়। ২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট বিটকয়েনগুলো প্রত্যেক চার বছর পরপর অর্ধেকে নেমে আসবে। ২১৪০ সালের পর ২১ মিলিয়ন বিটকয়েন তৈরী হয়ে গেলে আর কোন নতুন বিটকয়েন তৈরী করা হবে না।
যেহেতু বিটকয়েনের লেনদেন সম্পন্ন করতে কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন পরে না এবং এর লেনদেনের গতিবিধি কোনভাবেই অনুসরণ করা যায় না তাই বিশ্বের বিভিন্ন যায়গায় বিটকয়েন ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে।. বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান এবং অর্থপাচার কাজেও বিটকয়েনের ব্যবহার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বিটকয়েন ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দর মারাত্মক ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় এর সীমিত ব্যবহারের কারণে অনেকেই এর সমালোচনা করেন।
সম্প্রতি কানাডার ভ্যানক্যুভারে বিটকয়েন এর প্রথম এটিএম মেশিন চালু করেছে। ধারণা করা হচ্ছে মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও আগিয়ে নিয়ে যাবে। মাদক, চোরাচালান অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডীয় সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনা করছে।
বিটকয়েন কিভাবে কাজ করে ?
বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে। এটি কোন কেন্দ্রীয় নিকাশঘরের মধ্য দিয়ে যায় না কিংবা এটি নিয়ন্ত্রণের জন্য কোন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নেই। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। বিটকয়েন মাইনারের মাধ্যমে যেকেউ বিটকয়েন উৎপন্ন করতে পারে। বিটকয়েন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা সবসময় অনুমানযোগ্য এবং সীমিত। বিটকয়েন উৎপন্ন হওয়ার সাথে সাথে এটি গ্রাহকের ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত থাকে। এই সংরক্ষিত বিটকয়েন যদি গ্রাহক কর্তৃক অন্য কারও একাউন্টে পাঠানো হয় তাহলে এই লেনদেনের জন্য একটি স্বতন্ত্র ইলেক্ট্রনিক সিগনেচার তৈরী হয়ে যায় যা অন্যান্য মাইনার কর্তৃক নিরীক্ষিত হয় এবং নেটওয়ার্কের মধ্যে গোপন অথচ সুরক্ষিতভাবে সংরক্ষিত হয়। একই সাথে গ্রাহকদের বর্তমান লেজার কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে হালনাগাদ হয়। বিটকয়েন দিয়ে কোন পণ্য কেনা হলে তা বিক্রেতার একাউন্টে পাঠানো হয় এবং বিক্রেতা পরবর্তীতে সেই বিটকয়েন দিয়ে পুনরায় পণ্য কিনতে পারে, অপরদিকে সমান পরিমাণ বিটকয়েন ক্রেতার লেজার থেকে কমিয়ে দেওয়া হয়। প্রত্যেক চার বছর পর পর বিটকয়েনের মোট সংখ্যা পুনঃনির্ধারন করা হয় যাতে করে বাস্তব মুদ্রার সাথে সামঞ্জস্য রাখা যায়।
বিটকয়েনকে অনেকে ফিউচার মানি হিসেবে মনে করছে ।
অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন। আপনার পোষ্টটি পড়ে আমি বিটকয়েন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম।যদিও বিটকয়েন সম্পর্কে আগে থেকেই কিছুটা ধারণা ছিলো। তবে আপনার পোস্টটি পড়ে এইবার সম্পূর্ণভাবে বিটকয়েন কিভাবে কাজ এই সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ
9
« on: April 07, 2021, 12:20:20 PM »
FRX বাউন্টি প্রজেক্ট রাউন্ড 3 চলে এসেছে। নতুন এই বাউন্টিতে রেডডিট ক্যাম্পেইন যুক্ত করা হয়েছে। তাছাড়া রয়েছে টুইটার , টেলিগ্রাম এবং সিগনেচার ক্যাম্পেইন। যদি কেউ জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন। নিচে এর লিংক দেয়া হল:
https://www.altcoinstalks.com/index.php?topic=202512.0
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোষ্টটি পড়ে এই চলমান এই FRX বাউন্টি সম্পর্কে জানতে পারলাম। এতে করে আমি বাউন্টিতে অ্যাড হয়ে কাজ করতে পারব। আপনার পোস্টটি পড়ে আমি অনেক উপকৃত হলাম।
10
« on: April 07, 2021, 12:13:33 PM »
অলটকয়েন্সটকে চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলোর লিংক এই ফোরামে কয়েকটি টপিক আছে সেখান থেকে সবাই উপকৃত হন। কিন্তু আমাদের বাংলাবোর্ডে না থাকায় অনেক নতুন সদস্য সমস্যার সম্মুখীন হন। তাদের সুবিধার্থে এবং যারা বাউন্টি করেন তাদের জন্য একটি টেবিল আকারে সব চলমান বাউন্টির লিংক
Altcoinstalks চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলো টপিক সম্পর্কে আপনার মন্তব্য কী?
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এই টপিকটি আমার মত যারা নতুন আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী একটি ট্রপিক।আমরা যারা নতুন আছি তাদের বা বিশেষ করে যেমন আমি আমার নতুন বা চলমান বাউন্টি গুলো পেতে অনেক সমস্যা হচ্ছে। তবে আপনার দেওয়া পোস্টটি এবং লিঙ্ক টি থেকে আমি চলমান বাউন্টি গুলো সম্পর্কে জানতে পারলাম।
11
« on: April 07, 2021, 12:09:38 PM »
উত্তরঃ
Altcoins দুটি শব্দ সমন্বয়ে তৈরি: "Alt" এবং "coin" ; alt=alternative মানে 'বৈকল্পিক' এবং 'coin' অর্থ ডিজিটাল টাকা বা ক্রিপ্টোকারেন্সি । অল্টারনেটিভ ক্রিপ্টোকারেন্সি চালু করা হয়েছে বিটকয়েনের সফলতার পর। Altcoins এর উদাহরণ হল এথেরিয়াম, রেপল, লাইটকোইন, কার্ডানো, মেনরো এবং অন্যান্য অনেকগুলি কয়েনের একটি ভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ব্যবহার আছে।
ভাই অ্যালার্ট কয়েন সম্পর্কে আমার কোন ধারণা নেই। ইতিপূর্বে আমি বিটকয়েন ও ইথিরিয়াম কয়েন সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু এই অ্যালার্ট কয়েন সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। তবে আপনার পোস্টটি পড়ে অ্যালার্ট কয়েন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
12
« on: April 07, 2021, 12:06:29 PM »
ক্রিপ্টোকারেন্সিতে অনেক ধরনের কয়েন আছে। এরমধ্যে কিছু আছে প্রাইভেসী বা গোপনীয়তা সংক্রান্ত। উল্লিখিত ৪ টি কয়েন দেওয়া হলো উদাহরন স্বরুপ। এখান থেকে বেছে নিতে হবে-কোনটি প্রাইভেসি কয়েন?
এই ফোরামে আমি নতুন হওয়ায় কোন কয়টি প্রাইভেসি কয়েন । এই সম্পর্কে আমার কোন ধারণা নেই । তাই আমি প্রাইভেসি কোয়েল সম্পর্কে বা প্রাইভেসি কয়েকটিতে ভোট দিতে পারলাম না। কয়েন সম্পর্কে যদি সিনিয়র ভাইদের কাছে বিস্তারিত আলোচনা জানতে পারতাম তাহলে আমি উপকৃত হতাম।
13
« on: April 07, 2021, 12:03:24 PM »
মেম্বার দের তালিকা দেওয়া হল:
১। ৫ পোস্ট এ বেবি স্টেপ।
২।৪৬ পোস্টে জুনিয়র মেম্বার।
৩। ৯০ পোস্টে মেম্বার।
৪। ১৩৬ পোস্টে ফুল মেম্বার।
৫। ৩১২ পোস্টে সিনিয়র মেম্বার
৬। ৭০০ পোস্টে হিরো মেম্বার
৭। ১২০০ পোস্টে লিজেন্ডারি মেম্বার
৮। ৫০০০ পোস্টে মিথিক্যাল মেম্বার এবং
৯। ১০০০০ পোস্টে পাদয়ান মেম্বার হওয়া যায়। আমি নতুন তাই একটু ভুল হলেও হতে পারে। যদি কোনো সিনিয়র ভাই ভুল ধরে সংশোধন করে দেন তাহলে উপকৃত হতাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেঙ্ক বৃদ্ধি বিষয়টি আমার সম্পূর্ণ অজানা ছিল।কতটি পোস্ট করলে কি মেম্বার হওয়া যায়। সেটা আমি জানতাম না । তবে আপনার পোষ্টটি পড়ে আমি বুঝতে পারলাম যে কতটি পোস্ট করলে কি মেম্বার হওয়া যায়।
14
« on: April 07, 2021, 12:01:11 PM »
বড় মেম্বার দের প্রতি আমার প্রশ্ন কত পোস্ট করলে কি মেম্বার হওয়া যায় আর পোস্ট আপডেট হতে কত দিন সময় লাগে। আমি যদি এক দিনে ২০০ টা পোস্ট করি তাহলে কি এক দিনেই আমার rank বারবে নাকি rang বারার জন্য সময় লাগবে কেউ যদি বলতেন তাহলে সেই বাবে আমি পোস্ট করতাম।
আপনার মত আমারও একই প্রশ্ন । আমি নিজেও জানি না যে কতটি পোস্ট করলে রেঙ্ক বৃদ্ধি করা যায় ।এই বিষয়টি আমারও সম্পূর্ণ অজানা। তাই এই ফোরামের সিনিয়র ভাইদের কাছে বিস্তারিত জানতে চাই যে। কতটি পোস্ট করলে বা কতদিন সময় লাগবে রেঙ্ক বৃদ্ধি করার জন্য।
15
« on: April 07, 2021, 11:52:06 AM »
আমরা কয়েকদিন ধরে একটি খবর শুনছি যে ইন্ডিয়া ক্রিপ্টোকারেন্সি বাতিল করে তাদের নিজস্ব কারেন্সি ডিজিটালাইজড করবে। সেক্ষেত্রে আমি মনে বাংলাদেশ সরকার যদিও এর পারমিশন দেয়নি তবে এখন যে আরও এ ব্যাপারে কঠিন হবে তা বোঝায় যায়। আমি মনে করি এই খবরের কারনে আমাদের দেশের উপরও দীর্ঘ সূত্রীতার একটি প্রভাব পড়বে।এ ব্যাপারে আপনার কি মতামত?
ভাই এই ব্যাপারে আমার তেমন ভালো কোন অভিজ্ঞতা নেই। তবে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো। যে যখন ভারত সরকার বিটকয়েন কে বৈধতা দিয়ে দিয়েছিল। তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকার বিটকয়েন কে এখনও বৈধতা দেয়নি। এর পরবর্তীতে যখন ভারত সরকার বিটকয়েন কে নিষিদ্ধ করবে। তখন বাংলাদেশ সরকারকে বৈধতা দেবে কিনা তাহা সঠিকভাবে বলা যাচ্ছে না।
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG