
.

.

.

.

.

.

.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - Brithyislam
1
« on: July 31, 2021, 09:24:22 AM »
Elon Musk is a businessman. He has a car manufacturing company and also works with rocket science. All these traders therefore also have more other arrangements. He is currently trading in cryptocurrency. Makes his money from all these things.
2
« on: July 31, 2021, 09:22:42 AM »
I don't know the names of the top 50 countries most interested in cryptocurrency. In many countries of the world, cryptocurrency has been hijacked. There is no permission to use them. The legitimacy of cryptocurrency depends on the government of a country and the banking sector. Bitcoin reigns supreme in the cryptocurrency market. America is the top country in cryptocurrency. But Bitcoin was first created in America
3
« on: July 31, 2021, 09:19:40 AM »
I have no idea about Salvador accepting bitcoin. I have not been able to capture any village from anyone before on this subject. I would be grateful if any senior brother of the forum could help me find out about this. If the senior brothers do not help the junior brothers, then we will not be able to survive
4
« on: July 31, 2021, 09:17:04 AM »
I have no idea how to recover bitcoin. Recovery means replacing old bitcoins with new ones. This task does not seem to be possible. Some things go unnoticed, but Bitcoin can be recovered
5
« on: July 31, 2021, 09:13:27 AM »
Bitcoin is the key to Twitter's future: Jack Dorsey's leadership. Then we understand that Bitcoin has established a relationship with Twitter. Then Twitter will be the only secondary medium for promoting Bitcoin. In all cases, Twitter will place its Bitcoin so that the purchase and sale of Bitcoin will increase and the price of Bitcoin will increase a lot.
6
« on: July 02, 2021, 10:39:52 AM »
শত শত কোটি ডলার বিনিয়োগের ঘোষণায় হু হু করে বাড়ছে এই মুদ্রার দাম বিটকয়েন যখন কয় বিক্রয় ছেড়ে চলে তখন এই বিটকয়েনের দাম বাড়তে থাকে। পৃথিবীর ধনী ধনী ব্যক্তিরা যখন বিটকয়েন করা শুরু করে তখন বিটকয়েনের দাম বাড়তে থাকে। কারন তারা তো আর অল্প সংখ্যক বিটকয়েন কিনে না তারা বিট কয়েন হোল্ড করার জন্যই বিটকয়েন করে। এর জন্য আমার মত হাজার হাজার লোক বিটকয়েন কিন্তু সাহস পায়।
7
« on: July 02, 2021, 10:35:12 AM »
বিটকয়েন দুনিয়াকে গেলে খেলতে পাবে না কিন্তু বিটকয়েন এমন সময় আসবে যখন সারা দুনিয়া রাজত্ব করবে। আরে বিটকয়েনের জন্য অনেক সন্ত্রাসী ও তৈরি হবে। বিটকয়েন এটি কি প্রকার এনসিটি লেনদেন করার সময় কোন ধরনের তথ্য দিতে হয়না এই কারনেই সন্ত্রাসীরা কোন কাজ করতে গেলে বিটকয়েন এর সাহায্যে লেনদেন করে থাকে। এটা কোন ধরনের বিপদ থাকেনা। বিটকয়েনের দাম যখন আকাশের মত হবে তখন এই বিটকয়েন নিয়ে হবে নানা ধরনের ঝামেলা।
8
« on: July 02, 2021, 10:32:21 AM »
ডিজিটাল মুদ্রা বাংলাদেশের ছাড়বে না বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল মুদ্রা বলতে আমরা বুঝি ভার্চুয়াল মুদ্রা যেমন বিটকয়েন ইথেরিয়াম এই সকল মুদ্রা কী বোঝানো হয়েছে। ভার্চুয়াল মুদ্রা বৈধতা নির্ভর করে একটি দেশের সরকার ও ব্যাংক খাতের উপর ভিত্তি করে। যদি বিটকয়েন বৈধতা করে দেয়া হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের উপর অনেক প্রভাব পড়বে এতে টাকার মূল্য অনেকটা কমে যাবে এই সব বিষয় চিন্তা করে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল মুদ্রা কে বৈধ করার স্বীকৃতি দেয় না।
9
« on: July 02, 2021, 10:28:45 AM »
সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন। বর্তমান সময়ে বিটকয়েনের দাম অনেকটাই কমে গিয়েছে যখন বিটকয়েনের দাম 60 হাজার ডলার ছিল তখন বিটকয়েন অনেকে তা নক্ষত্রের মতো তুলনা করেছেন। এর কারণ হলো বিটকয়েনের দাম তখন রকেটের গতি বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু কিছুদিন ধরে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে এই বিটকয়েনের দাম কমতে কমতে বর্তমান সময়ে এখন হয়ে দাঁড়িয়েছে মাত্র 30 হাজার ডলার কিন্তু খুব তাড়াতাড়ি বিটকয়েনের দাম আবার বৃদ্ধি পাবে।
10
« on: July 02, 2021, 10:26:12 AM »
বিটকয়েন এর আপডেট নিউজ হচ্ছে বিটকয়েন খুব তাড়াতাড়ি দাম বৃদ্ধি পাবে। এই দাম বৃদ্ধি পাওয়ার পিছনে একমাত্র অবলম্বন থাকবেন জেফ বেজোস। তিনি একজন ধনী ব্যক্তি। এক মাধ্যম থেকে জানা গিয়েছে যে তিনি খুব তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে সংযুক্ত হবে। তুমি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে সংযুক্ত হয় তাহলে আবার বিটকয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। এই বিটকয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে বিটকয়েন করবেন বলে সবাই আসতে বিটকয়েন করবে।
11
« on: July 02, 2021, 10:21:05 AM »
টেসলা একটি গাড়ি কোম্পানি যার প্রতিষ্ঠানের মালিক হচ্ছে ইলন মাস্ক। কিছুদিন আগেও বিটকয়েন এর সাহায্যে টেসলা কোম্পানির গাড়ি ক্রয় করা যেত কিন্তু বর্তমান সময়ে তা বন্ধ করে দেয়া হয়েছে কারণ বিটকয়েনের দাম আপডাউন করে প্রতিনিয়ত অপরদিকে গাড়ি বৃষ্টির। এ কারণে অনেকেই টেসলা কোম্পানির গাড়ি ক্রয় করতে ঝামেলা পোহাতে হচ্ছে। এইসব কারণে টেসলা গাড়ি ক্রয় করার জন্য যে বিটকয়েন মধ্যমপন্থা অবলম্বন ছিল তা বর্তমানে সরিয়ে নেওয়া হয়েছে।
12
« on: July 02, 2021, 10:19:11 AM »
জো বাইডেন হলো পৃথিবীর সেরা তিন জন ধনী ব্যক্তির মধ্যে একজন। ইলন মাস্ক এর একটি টুইট মাধ্যমে বিটকয়েন এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে তেমনি জো বাইডেনে এক ইঙ্গিতে ধস নামিয়ে দিতে পারে। জো বাইডেন ও অনেক বিটকয়েন করেছেন এবং বিটকয়েন কয় করে ভবিষ্যতের জন্য রেখে দিয়েছো। জো বাইডেনের মতো লোক কিপটা ফাইন্যান্স মার্কেটের যেমন উপরে উঠাতে পারে তেমনি আবার ধ্বংস করতে পারে।
13
« on: July 02, 2021, 06:52:31 AM »
মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জ কয়েনবেইজ। মার্কিন শেয়ারবাজারে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার একমাত্র এক্সচেঞ্জে । তারা কয়েনবেজ এর উপরে এতটাই বিশ্বাস স্থাপন করেছে যে মার্কিনরা সাধারণত কয়টি ছাড়া অন্য কোন এক্সচেঞ্জ ব্যবহার করতে চায়না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যখন তারা বিক্ষোভ ও অন্যান্য সকল কল্যাণ দান করে তখন তারা কয়েনবেজে ব্যবহার করেন। কয়েনবেস হচ্ছে একটি শিকড় এবং নিরাপত্তা কলেজ। এখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার জন্য আগে আপনার নিরাপত্তাকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন কয়েনবেজ এর প্রতিষ্ঠান।
14
« on: July 02, 2021, 06:50:11 AM »
বর্তমানের নিউজ মিডিয়া কিংবা খবর মাধ্যমগুলো ক্লিকবেট/ভুয়া হেডলাইন ব্যবহার করে জনগণের মনে আতঙ্ক তৈরি করতেছে। সুমনের অবৈধ কাজ ছিল ক্রেডিট কার্ড জালিয়াতি করা আর এই জন্যই র্যাব তাকে গ্রেফতার করে। আর বিটকয়েনের যেহেতু কোনো ধরনের নিয়ন্ত্রক নেই, তাই সুমন এটিকে তার জালিয়াতির অর্থ দেশে আনার পথ হিসেবে বেছে নেয়। কিন্তু এর মানে এই নয় যে, বিটকয়েনই সুমনের গ্রেফতারের মূ্ল্য কারণ। তাই সকলেই সকল প্রকার নিউজ মিডিয়াতে বিশ্বাস রাখবেন নাহ, কারণ এসব লেখক হয়তো বিটকয়েনের নাম শোনায় বেশি ভিউজ কিংবা বৃদ্ধির জন্য এমন ভুয়া হেডলাইন দিয়ে খবর লেখে। আর এসব লেখক হয়তো বিটকয়েন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখে না, যদি সম্পূর্ণ জ্ঞান থাকতো তাহলে লেখতো না যে, বেশ কিছু দেশে বৈধ। বরং লেখতো, বাংলাদেশসহ গুটিকয়েক দেশে অবৈধ হলেও বিশ্বের প্রায় সকল দেশেই বৈধ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন একটি মহা মূল্যবান পোষ্ট করার জন্য আমি যতদূর জানি বিটকয়েন ব্যবসায়ীরা অনেক ধনী হয়ে থাকে। এর কারণ হলো যখন আপনি বিটকয়েন নিয়ে ব্যবসা করতে যাবেন তখন আপনার কাছে বিটকয়েন থাকতে হবে আর এই বিটকয়েন কি আমার জন্য আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকতে হবে। এখানে যারা অনেক ধনী ব্যক্তি আছে তারা বিটকয়েন কিনে সেটা সংরক্ষণ করে রাখে পরবর্তী সময়ে যখন এই বিটকয়েনের দাম ব্যাপক পরিমাণ বৃদ্ধি পায় তখন তারা এই বিটকয়েন কে বিক্রি করেন এতে অনেক প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যায়।
15
« on: July 02, 2021, 06:47:37 AM »
বাংলাদেশ বিটকয়েন অবৈধ হওয়ার কারণে বিটকয়েন নিয়ে যারা কাজ করে তারা অনেক গোপনীয়তার সাহায্যে এই বিটকয়েন লেনদেন করে থাকে। এই বিটকয়েন লেনদেন করার সময় সর্বদায় পুলিশের দৌড়ানি খেতেই হয় কারণ এটি একটি অবৈধ এই অবৈধ কারেন্সি লেনদেন করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনেক ক্ষতি করতে হয় এই ক্ষতিপূরণ বাংলাদেশ ব্যাংকের পূরণ করার জন্য এই ভিডিও বাংলাদেশের বৈধ করা হয়নি। তাই যারা বিটকয়েন নিতে পারেন তারা অনেক গোপনীয়তার সাহায্যে এই সকল কারেন্সি লেনদেন করে থাকে।
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG