
.

.

.

.

.

.

.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - Pikachu
1
« on: June 23, 2021, 08:27:01 AM »
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে মূল্যবান ও দামি কয়েনের জায়গা করে নিয়েছে বিটকয়েন আর আমরা দেখতে পাই সকল করেন এরই দাম ওঠানামা করে আর বিটকয়েনের দাম ওঠানামা করে কিন্তু বিটকয়েন সবার উপরে থাকে।
2
« on: June 23, 2021, 08:21:03 AM »
বাংলা ফোরামে এসে আসলেই অনেক ভালো লাগছে কারণ বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষা আমরা প্রান খুলে পড়তে বা লিখতে পারি এবং কোন ভুল ত্রুটি হলে আমরা সহজেই তা সংশোধন করতে পারি। সিনিয়র ভাইদের পোস্ট ভালো করে পড়তে পারি এতে আমাদের অনেক প্রয়োজনীয় বিষয়গুলো জানা সহজ হয়ে যায়। আমাদের মত নতুনদের এই বাংলা ফোরাম খুব ভালো লেগেছে।
3
« on: June 16, 2021, 09:01:37 AM »
ফোরামের ভালো সদস্য হতে হলে অবশ্যই ফোরামের যেসব নিয়মকানুন আছে সেগুলো মেনে কাজ করতে হবে। ফোরামে বেশি বেশি সময় দিতে হবে যাতে করে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে পারেন। সিনিয়রদের অবশ্যই ফলো করা উচিত। কারণ সিনিয়ররা যেসব পোস্ট করে তাদের পোস্ট গুলো লক্ষ্য করে সেই অনুযায়ী পোস্ট করা উচিত।
ভাই আমি আপনার সাথে একমত কারন আমি এখন সিনিয়র ভাইদের পোস্টগুলি বেশি বেশি পড়ছি এবং অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। আশাকরি সিনিয়র ভাইদের ভালো ভালো ও সুন্দর সুন্দর পোস্ট বেশি বেশি পড়ে আমি যে জ্ঞান অর্জন করতে পারব তা দিয়ে ফোরামে আমি একজন ভালো সদস্য হয়ে উঠবো।
4
« on: June 16, 2021, 06:31:56 AM »
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময়ে স্থির থাকেনা এর প্রাইস সবসময় ওঠানামা করতে থাকে তাই বলা যায় না কখন কি হয়।
আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে কারণ এখন সব কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
5
« on: June 16, 2021, 05:08:17 AM »
নতুনদের বিকশিত করার জন্য একটিমাত্র রাস্তা আছে যেটা হলো যারা সিনিয়র ভাই আছে তারা সুন্দর সুন্দর পোস্ট করেছে। সে পোস্ট গুলো লক্ষ্য করে সেই অনুযায়ী পোস্ট করলে তারা বিকশিত হতে পারবে। কারণ তারা অনেক সুন্দর সুন্দর পোস্ট করে এবং সেগুলো থেকে নিউ ইউজার রা অনেক কিছু শিখতে পারবে। এবং তারা চাইলেও অন্যদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিতে পারবে।
ভাই আমি আপনার সাথে একমত কারন আমি এখন সিনিয়র ভাইদের পোস্ট বেশি বেশি পড়শী এতে আমি অনেক কিছুই শিখতে পারছি এবং সিনিয়র ভাইদের পোস্ট পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি।
6
« on: June 16, 2021, 04:57:41 AM »
আপনি যদি আইডির বয়স অনুযায়ী রাঙ্ক বাড়াতে চান তাহলে লক্ষ করুন:
সাত দিন বয়স হলে জুনিয়র মেম্বার হতে পারবেন
15 দিন বয়স হলে মেম্বার হতে পারবেন
এক মাস বয়স হলে ফুল মেম্বার হতে পারবেন
দুই মাস বয়স হলে সিনিয়র মেম্বার হতে পারবেন
তিন মাস বয়স হলে হিরো মেম্বার হতে পারবেন
ছয় মাস বয়স হলে লিজেন্ডারি মেম্বার হতে পারবেন
এভাবে বয়সের পর্যায়ক্রমে আপনি আইডির রাঙ্ক বাড়াতে পারবে তা না হলে পোস্ট দিবেন কিন্তু কাউন্ট হবে না বয়স না হলে তাই রেঙ্ক বাড়াতে চাইলে অবশ্যই আইডির। বয়স হতে হবে
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এগুলোর প্রতি আমার সেরকম ধারণা ছিল না আপনার এই পোস্ট টি পড়ার পর আমি পুরোপুরি ধারণা পেয়ে গেছি আশা করি আপনারা আমাদের এভাবে সাহায্য করবেন ধন্যবাদ।
7
« on: June 16, 2021, 04:37:57 AM »
ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এতে আমরা নতুনরা অতি সহজে বাউন্টিতে যোগদান করতে পারব আর আমরা আশা করব সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো।
8
« on: June 15, 2021, 06:22:02 PM »
বিটকয়েন অবশ্যই আগের মত বৃদ্ধি পাবে ক্রিপ্টোকারেন্সি এর সব কয়েন সবসময় ওঠানামা করে আর বর্তমান বিটকয়েনের দাম পুনরায় বৃদ্ধি পেতে শুরু করেছেন তাই আমরা আশা করতে পারি যে বিটকয়েনের দাম আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পাবে আর পুরনো রেকর্ড ভেঙে ফেলব।
9
« on: June 15, 2021, 10:14:47 AM »
আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিটকয়েনের দাম প্রায় 4 হাজার এর উপরে উঠে গিয়েছে। এভাবেই যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে অবশ্যই পুরনো সব রেকর্ড ভেঙে ফেলবে আর আমরা আশা করি বিটকয়েনের দাম প্রায় 70 হাজার থেকে 80 হাজার ডোলারে পৌঁছে যাবে কারণ বিটকয়েন এর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে আর আমরা দেখতে পেয়েছি যে বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পেতে শুরু করে তখন সব কয়েনের ই দাম বৃদ্ধি পেতে থাকে।
10
« on: June 12, 2021, 01:51:07 PM »
আমি একদমই আমি এখনো কোন পেমেন্ট পাই নাই। আমি যদি প্রথম প্রেমেন্ট পাই তাহলে যে খুশি আমি হব তা আমি বলে বা লিখে বোঝাতে পারবো না আর আমি অবশ্যই তাকে মিষ্টি খাওয়াবো যার দ্বারা আমি এতদূর আসতে পেরেছি। আমরা যদি প্রথম পেমেন্ট পাই তাহলে কাজের প্রতি মনোযোগ আমাদের অনেকটাই বেড়ে যাবে।
11
« on: June 12, 2021, 10:38:07 AM »
আমরা জানি বিটকয়েন একটি জনপ্রিয় কয়েন বর্তমান বাজার ৩৫৩৭৯ এটা অনেকটা কম কিন্তু ভবিষ্যতে এত কম দাম থাকবে বলে মনে হয় না আমার কারণ বিটকয়েনের দাম সব সময় ওঠানামা করে। আর আমরা জানিয়ে যে বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পায় তখন সব কয়েনের ই দাম বৃদ্ধি পায় তাই আশা করি বিটকয়েনের দাম ভবিষ্যতে 70000 ডলার এর চেয়ে বেশি বৃদ্ধি পাবে।
12
« on: June 11, 2021, 07:54:02 PM »
কারমা আমাদের আইডির জন্য অনেক অনেক বেশি প্রয়োজন কারণ আমাদের আইডিতে পজিটিভ কারমা যত বেশি থাকবে আমাদের আইডি তত উন্নত হবে। আর আমাদের পজেটিভ কারমা পেতে হলে সিনিয়র ভাইদের পোস্ট বেশি বেশি পড়ে তারপর নিজের মতো করে একটা পোস্ট করি এতে আমরা পজেটিভ কারমা পাব।
13
« on: June 11, 2021, 07:31:27 PM »
আমরা জানি বিটকয়েনের দাম মাঝখানে কিছুটা কমলেও ভবিষ্যতে অনেকটা বাড়তে পারে। বর্তমান বিটকয়েন এর মূল্য ৩৬৯০৯ এটা অনেকটাই কম কিন্তু ভবিষ্যতে বিটকয়েনের দাম অনেক টাই বাড়তে পারে। আমরা জানি বিটকয়েন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কয়েন 2020 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে বিটকয়েনের দাম 60 হাজার ডলার অতিক্রম করছিল তারপর 30 দিন পর বিটকয়েনের দাম 44 হাজার ডলার নেমে এসেছিল তারপর এর কিছুদিন পর আবার 59 হাজার ডলারে উঠে ছিল। এভাবেই বিটকয়েনের দাম আপ ডাউন করতে থাকে তা ছাড়াও আমরা দেখতে পাই বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে অন্য সব কয়েনের দাম বৃদ্ধি পায়। এজন্য বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন।
14
« on: June 11, 2021, 07:07:10 PM »
আমাদের জন্য বাংলা ফোরাম অনেক সুবিধাজনক কোন ভুল ত্রুটি হলে সহজেই আমরা দেখতে পাই এজন্য বাংলা ফোরাম আমাদের অনেক পছন্দের। আমার মনে হয় যারা নতুন তাদের এই বাংলা ফারাম টা অনেক ভালো লাগবে।
15
« on: June 11, 2021, 03:52:33 PM »
নতুনদের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে সিনিয়র ভাইদের পোস্ট গুলা বেশি বেশি পড়া এবং রুলস অনুযায়ী কাজ করা। তাহলে তথ্যবহুল পোস্ট করতে পারবেন। পোস্ট করার নিয়ম সাধারণত 15 টা পোস্ট পড়বে এবং তার থেকে নিজের মতো করে একটি পোস্ট করবে তাহলে সবচেয়ে তথ্যবহুল পোস্ট হবে এবং সেই পোস্ট পরে যারা নতুন ইউজার আছে তারা শিখতে পারবে কিভাবে পোস্ট করতে হয় তা ছাড়া কোন সেকশনে কপি পোস্ট স্পাম করা যাবে না। রেংক আপ করার জন্য অতি তাড়াতাড়ি পোস্ট করে সেই পোস্টে কোন কাজে লাগে না এবং সে পোস্টগুলো বেশি স্পাম হয় তাই এই ধরনের পোস্ট থেকে সব সময় বিরত থাকতে হবে। তাহলে এই ফোরামে এ একজন যোগ্য মেম্বার হয়ে উঠবে। তাহলে বাংলা ফোরাম অনেক এগিয়ে যাবে।
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG