
.

.

.

.

.

.

.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - Meh Jabin
Pages: [1]
1
« on: May 30, 2021, 07:08:20 PM »
২০১৭ সালের সেপ্টম্বর মাসে অলটকয়েন্সটক ফোরামের জন্ম হয়। এর ৩ বছর ২ মাস অর্থাৎ ৩৮ মাস পরে অলটকয়েন্সটক প্রথম ১মিলিয়ন পোস্ট পূর্ণ করলো। বিটকয়েনটক যেটা করেছিলো ৩২ মাসে। তখন অন্যকোন ক্রিপ্টো ফোরাম ছিলোনা। এখন অনেক প্রতিদ্বন্দ্বী ফোরাম আছে অলটকয়েন্সটকের। তাই বিটকয়েনটক আর অলটকয়েন্সটকের মধ্যে ১ম ১ মিলিয়ন পোস্টের তেমন তফাৎ নেই। আমি একটি লক্ষ্যমাত্রা সেট করেছি সেটা হচ্ছে-২০২১ সালের মধ্যে ১মিলিয়ন পোস্ট হিট করা। এজন্য প্রতিমাসে ৮৩৩৩৩ পোস্ট কমেন্টস দরকার। আপনি কি মনে করেন ২০২১ সালের মধ্যে ১ মিলিয়ন পোস্ট কমেন্টস তার্গেট অর্জন সম্ভব?
And finally, we hit 1M posts!!
Congratulations to Admin, President, Senators, all Mods, members and contributors of the forum!!!
I wish more and more success of this forum.
ইংরেজি পোস্ট লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=185557.0
আমি এই ফোরামে একদম নতুন ভাই আমি এতকিছু জানি না। তবে এতটুকু বলতে পারি ফোরামে এখন আমার মনে হয় অনেক সদস্য এড হয়েছে তাই খুব কষ্টসাধ্য ব্যাপার নয় এটা। খুব দ্রুতই আপনি যে টার্গেট দিয়েছেন এটা পূরণ হতে চলছে। আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা ফোরামের নিয়ম মেনে ভালো ভালো পোস্ট করুন আমাদের বাংলা ফোরামকে কে এগিয়ে নিয়ে যান।
2
« on: May 30, 2021, 07:05:40 PM »
আপনার দিন প্রথমে প্রেমেন্ট পান। তাহলে আপনারা কি করবেন?
ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট বলার জন্য। আমি প্রথম প্রেমেন্ট পেলে আমি চিন্তা করেছি ভালো একটা মোবাইল কিনব। কারন আমি এই ফোরামে বেশিদিন ধরে জয়েন হয়নি আমার যে মোবাইলটা আছে এটা অনেক সমস্যা। আমার পোস্ট করতে অনেক সমস্যা হয় হাতে লিখে টাইপ করে পোস্ট করতে হয় তাই চিন্তা করেছি প্রথম পেমেন্ট থেকে একটা ভালো মোবাইল কিনব। তারপরের পেমেন্ট দিয়ে অন্য কিছু করার চিন্তাভাবনা করব ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট করার জন্য।
3
« on: May 24, 2021, 03:21:41 AM »
বর্তমানে অনেকগুলো ওয়ালেট বাহির হয়েছে, বিভিন্ন ওয়ালেটে বিভিন্ন ধরণের সুবিধা পাওয়া যায়। ব্যাবহারের দিক দিয়ে বর্তমানে ট্রাষ্ট ওয়ালেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম সুবিধা হলো খুব সহজেই একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক এ গিয়ে ট্রান্সাকশন করা যায়। অনেক সময় pancaswap থেকে কোনো টোকেন কিনতে চাইলে খুব সহজেই BSC নেটওয়ার্ক কানেক্ট করে তা করা যায়। আবার Trust wallet এর eth/BSC address একই হওয়ায় বাউন্টি করতে গেলে এড্রেস দিতে গেলেও কোন কনফিউজড হওয়া লাগে না। সুতরাং এই ওয়ালেট টি আপনিও কি ব্যাবহার করছেন?
কতগুলো ওয়ালেট আছে এই জগতে আমার সেটা জানা নেই তবে আমার ব্যবহৃত ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। আমি নতুন হিসেবে যতটুকু বলতে পারি এই ওয়ালেট ক্রিপ্টো রিলেটেড বহু লোকে ব্যবহার করে থাকে। আমি নিজেও ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করছি এবং মুদ্রাগুলো খুব যত্নে রাখতে পারছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য তুলে ধরার জন্য।
4
« on: May 24, 2021, 03:17:14 AM »
ফোরামের একজন ভাল সদস্য হওয়ার জন্য আমরা অনেক কিছুই করতে পারি, আমাদের দরকারী হয়ে ওঠার জন্য বিভিন্ন স্টাইল এবং কৌশল রয়েছে, আমি এখানে কিছু বিষয় এখানে এই সূচনা এবং সহায়তা বিভাগে পড়েছি, আমি বলতে পারি যে এখানে বেশিরভাগ বিষয় রয়েছে are ফোরামের প্রতিটি সূচনাকারীর জন্য খুব সহায়ক এবং আমি লক্ষ্য করেছি যে যখনই কোনও বিষয় সত্যিই ভাল এবং কার্যকর হয় তখন এটি অনেকগুলি যোগ্যতা অর্জন করতে পারে এটি প্রচেষ্টা, সময় এবং ফোরামের অন্যান্য সদস্যদের সহায়তার কারণে হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যখনই কোনও সদস্য আছে অনেক যোগ্যতা, তিনি অনেকগুলি ভাল বিষয় এবং বিষয়বস্তুতে অবদানও রেখেছিলেন, আমি যদি ভুল করে থাকি তবে কেবল আমাকে সংশোধন করুন। আমি সেই সদস্যদের জন্যও বিস্মিত হয়েছি যাদের বিশাল মেধা রয়েছে যা তাদের পোস্টের সংখ্যার সাথে খুব বেশি দূরে নয় এবং আমি বুঝতে পেরেছিলাম যে এটি তাদের মতো হওয়ার মতো একটি দুর্দান্ত অনুভূতি বলে মনে হচ্ছে,
আমার এই জিনিসগুলি করা উচিত:
1. সামঞ্জস্য বজায় রাখুন - এমনভাবে ধারাবাহিকতা করুন যাতে আপনি ভাল বিষয় তৈরির সাথে সামঞ্জস্যপূর্ণ হন, এমনভাবে ধারাবাহিক হন যাতে আপনি এখানে সঠিক কাজটি করছেন।
২. সক্রিয় থাকুন - আপনি ফোরামে যত বেশি সক্রিয় থাকবেন , তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন যা আপনাকে একজন ভাল altcoin আর এবং ফোরামের একটি দরকারী সদস্য হতে সাহায্য করতে পারে।
৩. একটি অনুপ্রেরণা তৈরি করুন - একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং এটিকে আপনার অনুপ্রেরণা হিসাবে তৈরি করুন, আপনি কিছু সদস্যকে আপনার প্রতিমা হিসাবে সুনামের সাথে বিবেচনা করতে পারেন এবং তাদের মতো হতে পারেন।
৪. ফোরামটির জন্য একটি দৃ ded় উত্সর্গ গড়ে তোলা - যখনই আমরা কাজ করছি, আমাদেরও উত্সর্গীকৃত হওয়া উচিত, আমাদের মনে এটি ডুবিয়ে দেওয়া উচিত যে আমাদের কাজগুলি আরও ভাল করে তুলবে এমন বিষয়গুলির জন্য আমরা দায়বদ্ধ,
৫. স্বাচ্ছন্দ্য বোধ করি- যখন আমরা এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তখন একটি নির্দিষ্ট জায়গায় কাজ করা আমাদের পক্ষে কঠিন, সুতরাং প্রশ্নটি কীভাবে আমরা এই ফোরামে আরামদায়ক হতে পারি?
5.1। ফোরামের নিয়ম মান্য, যদি আমরা ফোরামের বিধিগুলি জানি তবে আমরা সঠিক কাজটি করছি বা না করতে দ্বিধা করব না।
5.2 পেশাদার হন, আপনার সমস্যাটি একদিকে রাখুন এবং আপনি এখানে কী করছেন সেদিকে মনোনিবেশ করুন।
5.3 আপনি যখন এই ফোরাম থেকে কিছু অর্জন করেন তখন নিজেকে পুরষ্কার দিতে ভুলবেন না।
5.4 আপনার চারপাশের প্রতিটি সহজ জিনিস স্বীকার করুন।
Help. সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন - সাহায্যের জন্য জিজ্ঞাসা করা স্বাভাবিক, যখনই আমরা কিছু জানতে চাই, তখনই আমাদের কাছে সাহায্য চাইতে হবে, এটি আপনার মনে মরতে দেবেন না। আমরা জিজ্ঞাসা করতে নির্দ্বিধায় এবং নিশ্চিতভাবে আমাদের এখানে অনেক ভাল সদস্য রয়েছে যারা আমাদের জানতে চাইলে আমাদের সহায়তা করতে পারে।
ফোরামের একজন ভাল সদস্য হওয়ার জন্য আমরা অনেক কিছুই করতে পারি, আমাদের দরকারী হয়ে ওঠার জন্য বিভিন্ন স্টাইল এবং কৌশল রয়েছে, আমি এখানে কিছু বিষয় এখানে এই সূচনা এবং সহায়তা বিভাগে পড়েছি, আমি বলতে পারি যে এখানে বেশিরভাগ বিষয় রয়েছে are ফোরামের প্রতিটি সূচনাকারীর জন্য খুব সহায়ক এবং আমি লক্ষ্য করেছি যে যখনই কোনও বিষয় সত্যিই ভাল এবং কার্যকর হয় তখন এটি অনেকগুলি যোগ্যতা অর্জন করতে পারে এটি প্রচেষ্টা, সময় এবং ফোরামের অন্যান্য সদস্যদের সহায়তার কারণে হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যখনই কোনও সদস্য আছে অনেক যোগ্যতা, তিনি অনেকগুলি ভাল বিষয় এবং বিষয়বস্তুতে অবদানও রেখেছিলেন, আমি যদি ভুল করে থাকি তবে কেবল আমাকে সংশোধন করুন। আমি সেই সদস্যদের জন্যও বিস্মিত হয়েছি যাদের বিশাল মেধা রয়েছে যা তাদের পোস্টের সংখ্যার সাথে খুব বেশি দূরে নয় এবং আমি বুঝতে পেরেছিলাম যে এটি তাদের মতো হওয়ার মতো একটি দুর্দান্ত অনুভূতি বলে মনে হচ্ছে,
আমার এই জিনিসগুলি করা উচিত:
1. সামঞ্জস্য বজায় রাখুন - এমনভাবে ধারাবাহিকতা করুন যাতে আপনি ভাল বিষয় তৈরির সাথে সামঞ্জস্যপূর্ণ হন, এমনভাবে ধারাবাহিক হন যাতে আপনি এখানে সঠিক কাজটি করছেন।
২. সক্রিয় থাকুন - আপনি ফোরামে যত বেশি সক্রিয় থাকবেন , তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন যা আপনাকে একজন ভাল বিটকয়েনার এবং ফোরামের একটি দরকারী সদস্য হতে সাহায্য করতে পারে।
৩. একটি অনুপ্রেরণা তৈরি করুন - একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং এটিকে আপনার অনুপ্রেরণা হিসাবে তৈরি করুন, আপনি কিছু সদস্যকে আপনার প্রতিমা হিসাবে সুনামের সাথে বিবেচনা করতে পারেন এবং তাদের মতো হতে পারেন।
৪. ফোরামটির জন্য একটি দৃ ded় উত্সর্গ গড়ে তোলা - যখনই আমরা কাজ করছি, আমাদেরও উত্সর্গীকৃত হওয়া উচিত, আমাদের মনে এটি ডুবিয়ে দেওয়া উচিত যে আমাদের কাজগুলি আরও ভাল করে তুলবে এমন বিষয়গুলির জন্য আমরা দায়বদ্ধ,
৫. স্বাচ্ছন্দ্য বোধ করি- যখন আমরা এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তখন একটি নির্দিষ্ট জায়গায় কাজ করা আমাদের পক্ষে কঠিন, সুতরাং প্রশ্নটি কীভাবে আমরা এই ফোরামে আরামদায়ক হতে পারি?
5.1। ফোরামের নিয়ম মান্য, যদি আমরা ফোরামের বিধিগুলি জানি তবে আমরা সঠিক কাজটি করছি বা না করতে দ্বিধা করব না।
5.2 পেশাদার হন, আপনার সমস্যাটি একদিকে রাখুন এবং আপনি এখানে কী করছেন সেদিকে মনোনিবেশ করুন।
5.3 আপনি যখন এই ফোরাম থেকে কিছু অর্জন করেন তখন নিজেকে পুরষ্কার দিতে ভুলবেন না।
5.4 আপনার চারপাশের প্রতিটি সহজ জিনিস স্বীকার করুন।
Help. সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন - সাহায্যের জন্য জিজ্ঞাসা করা স্বাভাবিক, যখনই আমরা কিছু জানতে চাই, তখনই আমাদের কাছে সাহায্য চাইতে হবে, এটি আপনার মনে মরতে দেবেন না। আমরা জিজ্ঞাসা করতে নির্দ্বিধায় এবং নিশ্চিতভাবে আমাদের এখানে অনেক ভাল সদস্য রয়েছে যারা আমাদের জানতে চাইলে আমাদের সহায়তা করতে পারে।
আমার মনে হয় ফোরামের ভালো সদস্য এবং মূল্যবান সদস্য হতে চাইলে অবশ্যই সিনিয়র ভাইদের পোস্টগুলো ভাল ভাবে ফলো করতে হবে। তাদের পোস্ট গুলো পড়লে ফোরামের নিয়মকানুন সবকিছু জানা যাবে এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করলে অবশ্যই ফোরামের মূল্যবান সদস্য হতে পারবেন। আমি মনে করি প্রত্যেকটি সদস্যেরই ফোরামের মূল্যবান সদস্য হওয়া উচিত।
5
« on: May 17, 2021, 06:59:22 PM »
#PROOF OF REGISTRATION
Forum Username: Meh Jabin
Forum Profile Link:
https://www.altcoinstalks.com/index.php?action=profileTelegram Username: @Mehjabin200
Participated Campaigns: Telegram
Smart Chain (BSC) Wallet Address: 0x90E4C7756Fc8866D3eAc7DE21a8048B9225EB69C
6
« on: May 17, 2021, 03:42:27 AM »
একটু একটু করে ইথেরিয়াম কিন্তু 2000 ডলার কিন্তু ক্রস করে গেল এটা থেকে আপনারা কি বুঝতে পারেন এবং এটা কি আরও দাম বাড়বে না কমবে আপনাদের মন্তব্য আশা করবো ।
আমি নতুন হিসেবে যতটুকু জানি ক্রিপ্টোকারেন্সি তে অনুমানে যেকোনো কিছু বলা অসম্ভব তবে আমি মনে করি এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও খুব দ্রুত এটার প্রাইজ আরো বৃদ্ধি পাবে কারণ শুনতে পেয়েছে যে আজকাল এটিএম দিয়ে অনেক ধরনের কাজ সম্পাদন করা শুরু হয়েছে। এবং এই ইথেরিয়াম ছাড়া ক্রিপ্টো জগতের দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে।
7
« on: May 17, 2021, 03:39:21 AM »
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক
" ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি "
আসছে আগামীকাল ১৪-ই মে, রোজ শুক্রবার আমাদের বাংলাদেশে উৎযাপন হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয়নুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। সকল ধর্মপ্রান মুসলিম ভাইয়েরা দীর্ঘ এক মাস রোজা রাখার পর আগামীকাল ঈদ উৎযাপন করবেন। প্রত্যেকটা মুসলিম এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে দীর্ঘ একটা বছর। এই দিনে সবাই ধনী-গরিব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে নামাজ পরে কুশল বিনিময়ের মাধ্যম একত্রে ঈদের মাঠ ত্যাগ করে থাকে ।
সকলের প্রতি ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাকেও অনেক শুভেচ্ছা ঈদের এবং সারা মুসলিম জাহানের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। সকলে ঈদ টাকে খুব ভালোভাবে পালন করতে পারে এই কামনাই করি এবং সকলের জন্য আমি দোয়া প্রার্থনা করি। আমাদের উচিত সকল মুসলমান ভাইদের প্রতি খেয়াল রাখা এবং ধনী গরিবে বিবেচনা না করে সকলের সাথে সুন্দর আচরণ করা।
8
« on: May 17, 2021, 03:36:06 AM »
আসসালামু আলাইকুম আমি এই ফর্মে নতুন আমি সিনিয়র ভাইদের কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটা হলো:
বর্তমান মার্কেটে বিটকয়েনের দাম যেমন আছে ভবিষ্যতে কি বাড়বে না কমবে আমাকে একটু জানাবেন।
হ্যাঁ ভাই আপনি ঠিক কথাটাই তুলে ধরেছেন আমি অনেক বিষয়ে জানিনা আমি একদমই নতুন এই বিষয়ে আমারও জানার ইচ্ছা রয়েছে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয় খুব সুন্দর ভাবে তুলে ধরবেন।তবে আমি নতুন হিসেবে যতটুকু জানি আমার মনে হয় বিটকয়েন প্রাইস টা খুব দ্রুত বৃদ্ধি পাবে।
9
« on: March 18, 2021, 09:09:01 AM »
আমরা যখন ট্রেড করে থাকি তখন আমাদের থেকে ট্রেডিং ফি কেটে নেয়৷ আর এই ট্রেডিং ফি কমানোর জন্য আমরা একটি পরকল্পনা করতে পারি। আমরা সকলেই জানি যে সকল একচেন্জ সাইট থেকে রেফারেল বোনাস রয়েছে।এবং আপনি যদি কাউকে রেফার করেন তাহলে আপনার রেফারেল ব্যবহারকারী যতবার ট্রেড করবে ততবার আপনি বোনাস পাবেন। তাই আপনি যখন কোনো একচেন্জ সাইট বেছে নিবেন তখন আপনি সেই একচেন্জ সাইটের ব্যবহারকারীর সাথে একটি চুক্তি করে নিবেন। আপনি যদি কারো রেফার থেকে একাউন্ট খুলেন তাহলে আপনার কোনো লস নেই। আমি আমার ছোট ভাইয়ের রেফারেল দিয়ে বিন্যান্স একাউন্ট খুলেছি, এর ফলে আমরা দুজনেই ট্রেডিং বোনাস ভাগ করে নিচ্ছি
এক্সচেঞ্জ সাইটে যেই রেফার কমিশন দেয় তা অতি সামান্য। আপনি যাকে রেফার করবেন, সে যদি উচ্চ লেভেলের ট্র্যাডার বা ট্র্যাড না করে আপনি তেমন কোন কমিশনই পাবেননা।
আপনি যদি এক্সচেঞ্জে ফি কম দিতে চান, এর একটাই উপায় হচ্ছে ঐ এক্সেঞ্জের কিছু পরিমান কয়েন এক্সচেঞ্জে রাখা। যেমন: আপনি যদি Binance এক্সচেঞ্জে BNB রাখেন এবং সেটিংস অন রাখেন, তাহলে আপনার ২৫% ফি সেইভ হবে। KuCoin এক্সচেঞ্জে KCS এবং সেটিংস অন রাখেন তাহলে ২০% সেইভ হবে। MXC এক্সচেঞ্জে MX coin এবং সেটিংস অন রাখেন, তাহলে ২০% সেইভ হবে। এভাবেই আপনি ফি কমাতে পারেন। রেফার থেকে তেমন কিছু আশা করা যায়না বাংলাদেশ থেকে।
ভাই আপনাকে ধন্যবাদ আপনি উপরের পোষ্টের খুব সুন্দর বিশ্লেষণ করেছেন আমি নতুন হিসেবে অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্ট থেকে আশা করি মাঝে মাঝে এরকম পোস্ট করলে আমাদের মত নতুনরা অনেক উপকৃত হবে ।
10
« on: March 18, 2021, 08:53:17 AM »
আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ । যে পদক্ষেপ বাংলাদেশে নেয়া হয়েছে সেটা বাস্তবায়ন হওয়া আসলে দরকার। আর এটা বাস্তবায়িত হলে আমাদের ক্রিপ্টো জগতের অনেক উপকার হবে । এ সমস্ত পদক্ষেপ বাস্তবায়িত হলে আশা করা যাচ্ছে ভবিষ্যতে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ হওয়ার সম্ভাবনা থাকবে ।
Pages: [1]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG