1
বাংলা (Bengali) / Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
« on: January 17, 2024, 02:40:53 AM »
App ডাউনলোড করেছি শেখারও চেষ্টা করছি পোস্টটা পড়ে।
ধন্যবাদ আজ অব্দি এরকম pgp নিয়ে এই ফোরামে পোস্ট করতে দেখেনি কাউকে।
+১ তবে সেটা দিতে আমি এখনো সক্ষম হয়ে উঠিনি ভাইয়া।
আমি কি এটা আপনার বিটকয়েনে পোস্ট করতে পারি (আপনার প্রথম লিংক বিটকয়েনে দেওয়া) আমি বিটকয়েন আমার একাউন্ট দিয়ে কোন পোস্ট করিনি অথচ অ্যাকাউন্ট খুলে রেখেছি এবং বাংলা বোর্ড এর সন্ধানে ছিলাম এবং পোস্ট করেছি সেটা নিয়ে অনেকে বলে দিয়েছে।
আমার একাউন্টের নাম student of Bitcoin