1
রাজনৈতি ও সমাজ / আনসার বাহিনীর আন্দোলন কতটা যুক্তিসঙ্গত? শিক্ষার্থীদের উপর হামলা কি তারাই করেছে?
« on: August 26, 2024, 06:08:39 AM »
অনেক দিন হইলো ফোরাম এ আসি না। বিটকয়েনটক ফোরাম এর আইডি তে হুদাহুদি রেড ট্যাগ খেয়ে ফোরাম থেকে অবসর নিতে চাইছিলাম। আর দেশ এর অবস্থা দেখে কাদের সাথে কথা বলব তা চিন্তা করে ফোরাম এ আসলাম। দেশ স্বাধীন হয়েছে পুনরায়।
তবে বর্তমান সময়ে নানা ষড়যন্ত্র চলছে দেশ কে পুনরায় আগের পর্যায়ে নিয়ে যেতে। ভারত এর চলিত ষড়যন্ত্র থেকে সৃষ্ট বন্যা থেকে লাখ লাখ মানুষ এর জীবন আজ দূর্বিষহ। এরই মধ্যে আনসার বাহিনী তাদের দাবী নিয়ে রাস্তায় নেমে পড়েছে।
দেশ এর এই রকম অবস্থায়, এই বিপদে তাদের এই দাবী নিয়ে রাস্তায় আসা কি সঠিক? আনসার বাহিনী তো গঠিত হয়েছিলো এই রকম অবস্থায় মানুষ এর পাশে দাড়ানোর জন্য। উল্টো তারা এই সময়ে রাস্তা অবরোধ করে ত্রান বিতরনের গাড়ি ও মালামাল আটকিয়ে সমস্যার সৃষ্টি করেছে, ছাত্রদের উপর লাঠিসোটা দিয়ে হামলা করেছে,(সোর্সঃ যমুনা নিউজ ইউটিউব) পরবর্তীতে গুলি ও করা হয়েছে বলে জানা গেছে।(সোর্স ক্লিয়ার না)
সারজিস এর অনুযায়ী আনসার এর সাথে BAL এর কিছু লোকজন চক্রান্ত করে এই ষড়যন্ত্র করেছে। এটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। দেশকে আবার পরাধীন করার জন্য তারা এই কাজ করেছে। কারণ তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা কেন ছাত্রদের উপর হামলা করল। কেন উপদেষ্টা দের জিম্মি করে রাখলো?
আর একটি কথা হচ্ছে, আনসার বাহিনীদের কে চাকরিতে নেওয়ার সময় তো তাদের বলা হয়েছিলো তারা সরকারি চাকরিজীবি হিসেবে চাকরি টা পাচ্ছেনা। তাহলে চাকরির শর্ত জেনেবুঝে এই আন্দোলন টা কতটা যৌক্তিক? আপনাদের মতামত কি?
[নোটঃ আমি ফোরাম এ বেশি এক্টিভ না, আশাকরি আস্তে ধীরে ফিরে আসব। ]
তবে বর্তমান সময়ে নানা ষড়যন্ত্র চলছে দেশ কে পুনরায় আগের পর্যায়ে নিয়ে যেতে। ভারত এর চলিত ষড়যন্ত্র থেকে সৃষ্ট বন্যা থেকে লাখ লাখ মানুষ এর জীবন আজ দূর্বিষহ। এরই মধ্যে আনসার বাহিনী তাদের দাবী নিয়ে রাস্তায় নেমে পড়েছে।
দেশ এর এই রকম অবস্থায়, এই বিপদে তাদের এই দাবী নিয়ে রাস্তায় আসা কি সঠিক? আনসার বাহিনী তো গঠিত হয়েছিলো এই রকম অবস্থায় মানুষ এর পাশে দাড়ানোর জন্য। উল্টো তারা এই সময়ে রাস্তা অবরোধ করে ত্রান বিতরনের গাড়ি ও মালামাল আটকিয়ে সমস্যার সৃষ্টি করেছে, ছাত্রদের উপর লাঠিসোটা দিয়ে হামলা করেছে,(সোর্সঃ যমুনা নিউজ ইউটিউব) পরবর্তীতে গুলি ও করা হয়েছে বলে জানা গেছে।(সোর্স ক্লিয়ার না)
সারজিস এর অনুযায়ী আনসার এর সাথে BAL এর কিছু লোকজন চক্রান্ত করে এই ষড়যন্ত্র করেছে। এটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। দেশকে আবার পরাধীন করার জন্য তারা এই কাজ করেছে। কারণ তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা কেন ছাত্রদের উপর হামলা করল। কেন উপদেষ্টা দের জিম্মি করে রাখলো?
আর একটি কথা হচ্ছে, আনসার বাহিনীদের কে চাকরিতে নেওয়ার সময় তো তাদের বলা হয়েছিলো তারা সরকারি চাকরিজীবি হিসেবে চাকরি টা পাচ্ছেনা। তাহলে চাকরির শর্ত জেনেবুঝে এই আন্দোলন টা কতটা যৌক্তিক? আপনাদের মতামত কি?
[নোটঃ আমি ফোরাম এ বেশি এক্টিভ না, আশাকরি আস্তে ধীরে ফিরে আসব। ]