বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিটকয়েনের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
আপাতত প্রস্তুত না ভাই। কারণ আমার এমনিতেই অনেক ডলার লস হয়ে আছে। আবার কিছু দিন আগে DOGS হাই দামে সেল দিতে পারি নাই। সেখানে ভালো পরিমান লসে আছে। এই লস রিকভার করতে গেলে বিটিসি ৭২কে তে যেতে হবে। কিন্তু যদিও ৫০কে এর নিছে আছে আমার কাছে যা রিজার্ভ আছে সব দিয়ে বিএনবি না হয় টোন কিনে রেখে দেবো।
দেখা যাক আল্লাহ কপালে কি লিখে রাখছে 🥺
বি এন বি বা টন দুটোই খুবই ভালো কয়েন। ডগস মাত্র অল্প কিছুদিন আগে পেমেন্ট করেছে। আপনি সম্ভবত উত্তর দামে কিনেছেন। এজন্য আপনি লচে আছেন। ডগস দাম অনেক কমে গেছিল কিন্তু আস্তে আস্তে তা আবার রিকভারি করছে।
আমি মনে করেছিলাম যদি বিটকয়েনের মূল্য 50000 এর নিচে যায় তাহলে আমরা ডাউন ট্রেন দেখতে পাবো। কিন্তু এখন দেখছি বিটকয়েনের অবস্থান অনেক ভালো। বিটকয়েনের মূল্য আস্তে আস্তে ৬০ হাজারের উপরে উঠে গেছে আমি মনে করি এই টানেই বিটকয়েনের মূল্য ৭০ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে।
বিটকয়েনের দাম ৫০ হাজার ডলারের নিচে নামবে বলে মনে হচ্ছে না আর যদি নামে তাহলে এটা হবে bull run এর পরে। বিটকয়েন কিছুটা চাপে পড়েছে কিছু কিছু নিউজের অন্য । বিটকয়েনের দাম উঠতে শুরু করে আবার কোনো না কোনো নিউজ আবার ডাউন করে দেয়। যেমন ডোনাল্ড ট্রাম্প এর বিটকয়েনের পক্ষে পজেটিভ মন্তব্যের জন্য বিটকয়েনের দাম কিছুটা বাড়লেও আবারো কমে যায় যখন নিউজ আসে যে কমলা হেরিসের নির্বাচনে জয়লাভ করার সম্ভবনা বেশি আবার ২ দিন আগ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়ে ৬৬ হাজারে গেলেও আবার হঠাৎ করে কমতে শুরু করেছে যখন নিউজ আসছে যে ইরান ফিলিস্তিনের উপর হামলা করেছে। যাইহোক যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততে পারে তাহলে বিটকয়েনের উপর ভালো প্রভাব পড়বে
বিটকয়েনের দাম আগামী কয়েক মাসের মধ্যে ডাম্পিং এ চলে যেতে পারে আশা করি ডাম্পিং এর চলে যাওয়ার আগে অনেক দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।তাই আমি চিন্তা করেছে যখন বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে ঠিক সেই সময়টাই সকল বিটকয়েন বিক্রি করে দিয়ে পরবর্তীতে যখন বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং এর চলে যাবে ঠিক সেই সময় আবার নতুন করে বিটকয়েন কিনে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি।জানিনা এটা সম্ভব হবে কিনা যদি সম্ভব হয় তাহলে আমার অনেকটাই লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।যদি আমি সঠিকভাবে বিটকয়েন ধরে রেখে বিক্রি করতে পারি তবেই।এর জন্য আমি অনেকের পোস্ট পড়ে অনেক কিছু বুঝতে পারছি বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং হতে পারে।