প্রথমেই আপনাকে স্বাগতম জানাইতে চাই আল্ট কয়েন টক ফোরামে আমি আশা করতেছিলাম যে আপনি এই ফোরামেও অতি দ্রুতই ইন্টার করবেন।
যাই হোক যেমনটা বিটকয়েন টক ফোরামে বলেছিলাম এখানেও একই কথা বলবো যে লিনাক্স এর প্রতি মানুষ কম এট্রাক্ট কারণ এটির ইন্টারফেস ডেভলপার ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নয় যদিও এখন কিছু কিছু লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নিয়ে আসতেছে তবুও উইন্ডোজ এর চাইতে কম।
তবে ভাই আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে লিনাক্সে হাজার হাজার ফ্রি অপারেটিং সিস্টেম রয়েছে তবে সবগুলোই কি সিকিউর? সবগুলোতে কি ইউজারের প্রাইভেসি মেইনটেইন হবে? আর যদি না হয় সেগুলোকে বাছাই করার সিস্টেম অবশ্যই জানানো উচিত।
যাই হোক আরেকটা কথা আপনি হুবহু বিটকয়েন টক ফোরামের পোস্টটি কপি করে পেস্ট করেছেন। এটি এখানে নিরুৎসাহিত করে।
- ইম্পর্টেন্ট টপিক ছাড়া কোন ওয়েবসাইট কিংবা অন্য কোন ফোরাম থেকে টেক্সট কপি করে সোর্স লিংক অ্যাড করে করে টপিক ক্রিয়েট করে কিংবা পোস্ট করে নিজের পোস্ট সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে পোস্ট/টপিক ডিলিট করা হবে।
ধন্যবাদ ভাই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আগামীতে পোষ্ট করার ক্ষেত্রে অবশ্যই আমি এই বিষয়গুলো খেয়াল করবো। আমি বিটকয়েনটক এর লেখা এখানে দেওয়ার আগে অবশ্য আমার বন্ধু
Learn Bitcoin এর সাথে আলাপ করছিলাম যে কোনো সমস্যা হবে কিনা।
লিনাক্স একটি ওপেন সোর্স কার্ণেল। তাই যে কেউ ইচ্ছা করলেই এই কার্ণেল এর উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম তৈরি করতে পারে। সব অপারেটিং সিস্টেম যে সিকিউর তা একদমই নয়। অনেক অপারেটিং সিস্টেমে অনেক বাগ থাকে। তবে ডেভেলপার রা সবসময় গ্রাহকদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখে।
নিয়মিত আপডেট না করা বা সিকিউরিটির সেটিংসগুলায় খেয়াল না রেখে অসচেতনভাবে ব্যাবহার করলে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ও নানানরকম ঝুঁকিতে ফেলতে পারে। লিনাক্স ওপেন সোর্স হওয়াতে এর সোর্স কোডগুলো সবাই দেখতে পারে যার ফলে কোনো নিরাপত্তা ঝুকি থাকলে তা দ্রুত সনাক্ত ও সমাধান করা সম্ভব হয়।