Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমার সঠিক জানা নেই তবে 2016 থেকে 17 সালের মধ্যে না হয় এর আগে এই ফোরাম তৈরি হয়েছে। তবে আমি এটা শিওর না যে কবে এই ফোরাম তৈরি হয়েছে। যদি কোনো সিনিয়র পারসন জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের এটা বলে দেবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম?
October, 2017 সালে এই ফোরাম প্রথম চালু হয়।
আলল্ট কয়েন ফোরাম কত সালে চালু হইয়ে ছে কেউ কি জানেন? যদি কারো যানা থাকে তাহলে বলেন খুবই দরকার জানার, যে ফরামে কাজ করবো সেই টা কত সালে চালু হইছে তা জদি না জানি তাহলে কেমন হয়?
আমি কি ভবিষ্যতে jr. Member হতে পারবো।
Quote from: Princeraju on December 09, 2020, 05:45:26 PMOctober, 2017 সালে এই ফোরাম প্রথম চালু হয়।সঠিক তথ্য। 2017 সালে অক্টোবর মাসে ফোরামটি প্রথম চালু হয়েছে। তবে সাইটগুলো ডেভলপ করার জন্য 2 থেকে 1 দিন সময় আগে হতে পারে।
আমি এই ফোরামের নতুন দয়া করে আমাকে সবাই একটু সাহায্য করবেন।
Quote from: M2hsl on October 15, 2020, 02:47:17 PMআমি এই ফোরামের নতুন দয়া করে আমাকে সবাই একটু সাহায্য করবেন।আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনার সমস্যাটা এখানেই বিস্তারিত বলতে পারেন।