ইতিমধ্যে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করা হয়েছে। কিন্তু এখনো ইথেরিয়াম গ্যাস ফি কমানো হয় নি। যদি সামনে এটি কমানো না হয় তাহলে আমি মনে করি বড় রকমের ক্ষতির সম্মুখীন পড়তে হবে ইথেরিয়াম কে। সবাই আশা করেছিল ইথেরিয়াম 2.0 লঞ্চ সাথে সাথে এর দাম বৃদ্ধি পাবে এবং গ্যাস ফি অনেক কমিয়ে আনা হবে। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস ফি অনেক বেশি। যার কারণে এখন সবাই কোন ওয়ালেট থেকে ডলার নিতে পারছে না। টোকন এক্সচেঞ্জ করার সময় অনেক গ্যাস ফি দিয়ে একচেঞ্জ করতে হয় এখন।