Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: sky20 on November 16, 2020, 06:22:02 AMদিন যাচেছ জুয়ার বাউন্টিগুলো বেশি আসছে। আর এই প্রজেক্ট সাকসেস করতে হলে জুয়া খেলা বেশি খলতে হবে। তা নাহলে সাকসেস হবে না। তাই আমি চেস্টা করি জুয়োর বাউন্টিতে এড না হতে। কিন্তু অনেক সময দেখি কোন না কোন কারনে হত হয়। তবে এগুলো এভয়েড করা ভাল।পৃথিবীটায় এখন জুয়া হয়ে গেছে, সব ক্ষেত্রে অনিয়ম আর অনিয়ম। এতো ঝামেলার ভীড়ে নিজেকে ঠিক রাখা কঠিন। তবে যে পারে তার জন্য ভালোবাসা। betfury বাউন্টিতে জয়েন দিবো দিবো করে দিচ্ছিনা, একটা কনফিউশন এ পরে গেলাম।
দিন যাচেছ জুয়ার বাউন্টিগুলো বেশি আসছে। আর এই প্রজেক্ট সাকসেস করতে হলে জুয়া খেলা বেশি খলতে হবে। তা নাহলে সাকসেস হবে না। তাই আমি চেস্টা করি জুয়োর বাউন্টিতে এড না হতে। কিন্তু অনেক সময দেখি কোন না কোন কারনে হত হয়। তবে এগুলো এভয়েড করা ভাল।
বর্তমানে বাউন্টি ডিটেকটিভের অনেকগুলো ভালো ভালো বাউন্টি চলছে আপনারা সবাই বাউন্টি গুলোতে অ্যাড হন।
বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি SMARTS Bounty আসছে। প্রজেক্টটা অনেক ভালো। 25,000 SMAT টোকেন যার ভেল্যু ১৮৭৫০০ ডলার। অর্থাঃ ৭.৫ ডলার ফেস ভেল্যু বা আইসিও রেট।যারা জয়েন করতে চান তারা করতে পারেন।বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=179262.msg980999#msg980999
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
Quote from: Malam90 on November 17, 2020, 01:40:06 PMবাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি SMARTS Bounty আসছে। প্রজেক্টটা অনেক ভালো। 25,000 SMAT টোকেন যার ভেল্যু ১৮৭৫০০ ডলার। অর্থাঃ ৭.৫ ডলার ফেস ভেল্যু বা আইসিও রেট।যারা জয়েন করতে চান তারা করতে পারেন।বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=179262.msg980999#msg980999হ্যাঁ বর্তমানে এই বাউন্টি প্রজেক্টটা এসেছে। দেখেছি তাতে মনে হচ্ছে বাউন্টি টা অনেক ভালো হবে। আসুন আমরা সবাই-এই বাউন্টি ক্যাম্পেইনে যোগদান করে কাজ করি।
MOONDEFI বাউন্টিতে জয়েন করুনবাউন্টি বাজেটঃ ১০ মিলিয়ন ডলার সম টোকেনবাউন্টি বিভাজনঃ সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, রেডিট, মিডিয়াম, ব্লগ ও ইউটিউব যাদের সিগনেচার খালি আছে তারা সিগনেচার লাগান।বাউন্টি ডিউরেশনঃ ৮ সপ্তাহবাউন্টি লিংকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0
Quote from: Malam90 on November 19, 2020, 05:05:07 PMMOONDEFI বাউন্টিতে জয়েন করুনবাউন্টি বাজেটঃ ১০ মিলিয়ন ডলার সম টোকেনবাউন্টি বিভাজনঃ সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, রেডিট, মিডিয়াম, ব্লগ ও ইউটিউব যাদের সিগনেচার খালি আছে তারা সিগনেচার লাগান।বাউন্টি ডিউরেশনঃ ৮ সপ্তাহবাউন্টি লিংকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0এই বাউন্টি সম্পর্কে আপনার আইডিয়া কেমন। প্রথমে মনে হয়েছিল যে এটিতে মানুষের চাহিদা অনেক বাড়বে তবে এখন মনে হচ্ছে যে না তেমন কাউকে দেখা যাচ্ছে না। ভাল এবং উপরের র্যাংকধারী যারা আছেন বিটকয়েনটক এর তেমন বড় কোন কাউকে কাজ করতে দেখছি না। কাজেই প্রজেক্ট নিয়ে একটু দিধাদন্ধের মধ্যে পড়ে গেলাম। আপনা কি মনে হয়?
Quote from: ranaprime on November 22, 2020, 09:24:01 AMQuote from: Malam90 on November 19, 2020, 05:05:07 PMMOONDEFI বাউন্টিতে জয়েন করুনবাউন্টি বাজেটঃ ১০ মিলিয়ন ডলার সম টোকেনবাউন্টি বিভাজনঃ সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, রেডিট, মিডিয়াম, ব্লগ ও ইউটিউব যাদের সিগনেচার খালি আছে তারা সিগনেচার লাগান।বাউন্টি ডিউরেশনঃ ৮ সপ্তাহবাউন্টি লিংকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0এই বাউন্টি সম্পর্কে আপনার আইডিয়া কেমন। প্রথমে মনে হয়েছিল যে এটিতে মানুষের চাহিদা অনেক বাড়বে তবে এখন মনে হচ্ছে যে না তেমন কাউকে দেখা যাচ্ছে না। ভাল এবং উপরের র্যাংকধারী যারা আছেন বিটকয়েনটক এর তেমন বড় কোন কাউকে কাজ করতে দেখছি না। কাজেই প্রজেক্ট নিয়ে একটু দিধাদন্ধের মধ্যে পড়ে গেলাম। আপনা কি মনে হয়?হা, রানা ভাই আপনার ধারণার সাথে আমিও কিছুটা একমত। এটা হিউজ বাজেটের ক্যাম্পেইন এবং ডেফি প্রজেক্ট। তেমন বড় র্যাংকের কাউকে সিগনেচার করতে দেখছিনা। আমার মনে হয় প্রথম শুরু হলো তো এজন্য। সাধারণত সিগনেচারে শেষের দিকে পাটিসিপেন্ট বাড়ে। লম্বা সময় কেউ সিগনেচার করতে চায় বিশেষ করে বিটকয়েনটকে। যদি লাকে বাাঁধে তাহলে যারা এখন থেকে করতেছে বিশাল এমাউন্ট পাবে। YOUC এই ফোরামে সিগনেচার আনছিলো। অনেক লম্বা দেখে আমি করিনি। যদি অন্তত ১ টা রাউন্ড সিগনেচার করতাম তাহলে বর্তমান রেট অনুযায়ী ১কে ডলার পাইতমা। তখন লম্বা সময় দেখে করিনি।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমি এই ফোরাম এসেছি নতুন তো আপনারা সিনিয়র ভাইয়েরা যদি আমাদের একটু নতুন নতুন বাউন্টি লিংকগুলো দেন তাহলে আমরা করতে পারব।