গত ২ সপ্তাহ লক্ষ্য করা যাচ্ছে বিটকয়েন 11500 ডলার থেকে 11700 এবং ইথারিয়াম 370 ডলার থেকে 400ডলার পর্যন্ত উঠানামা করতেছে যেটা পূর্বে 9500 ডলার থেকে 10000 ডলার পর্যন্ত এবং যথাক্রমে 230 থেকে 250 ডলার পর্যন্ত ইথারিয়াম উঠানামা করেছিলো অনেক দিন। তখন থেকে আসলে বুঝা যাচ্ছে দুটোরি দাম বাড়বে এবং এখন আবার 11500 ডলার থেকে 11700 এবং ইথারিয়াম 370 ডলার থেকে 400ডলার পর্যন্ত উঠানামা করতেছে। যেহেতেু এখন সবদিকে পজেটিভ নিজউ আছে আমি মনে করি এসবের দাম আর কমবেনা এবং সামনে সুদিন অপেক্ষা করতেছে সবার জন্য।
আপনাদের এ বিষয়ে মতামত কি?