Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমারা যারা টোকেন/কয়েন বাই সেল করি অনেক সময় ম্যামো একটা অপশন থাকে যেটা সঠিক ভাবে দিতে হয় টোকেন ডিপোজিট করতে গেলে বিশেষ করে XLM coin এর ক্ষেত্রে এটা বেশী পরিলক্ষিত হয়। কিন্তু সমস্যা হলো কিছু কিছু এক্সচেঞ্জার এ এই ম্যামো জিনিশটা থাকেনা তার বদলে থাকে ম্যাসেজ অপশন। আমি এই জিনিসটা বুঝতে সমস্য হয়েছিলো তাই সবার উপকারার্তে শেয়ার করলাম। আসলে ম্যামো এবং ম্যাসেজ একই। যেখানে ম্যামো থাকেবেনা সেখানে ম্যাসেজ অপশন থাকেলে ঐ ম্যামো নম্বারটাই দিবেন তাতে আপনার টোকেন এর কোন সমস্যা হবেনা।আশাকরি সবাই উপকৃত হবেন আর যারা জানেন তারা আমার গুরু
Quote from: babu10 on February 12, 2021, 08:19:03 AMআমারা যারা টোকেন/কয়েন বাই সেল করি অনেক সময় ম্যামো একটা অপশন থাকে যেটা সঠিক ভাবে দিতে হয় টোকেন ডিপোজিট করতে গেলে বিশেষ করে XLM coin এর ক্ষেত্রে এটা বেশী পরিলক্ষিত হয়। কিন্তু সমস্যা হলো কিছু কিছু এক্সচেঞ্জার এ এই ম্যামো জিনিশটা থাকেনা তার বদলে থাকে ম্যাসেজ অপশন। আমি এই জিনিসটা বুঝতে সমস্য হয়েছিলো তাই সবার উপকারার্তে শেয়ার করলাম। আসলে ম্যামো এবং ম্যাসেজ একই। যেখানে ম্যামো থাকেবেনা সেখানে ম্যাসেজ অপশন থাকেলে ঐ ম্যামো নম্বারটাই দিবেন তাতে আপনার টোকেন এর কোন সমস্যা হবেনা।আশাকরি সবাই উপকৃত হবেন আর যারা জানেন তারা আমার গুরু আমি কিছুদিন আগে বাইন্যান্স থেকে ট্রাস ওয়ালেটে BNB আনার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তখন মেমু চেয়েছিলো।তবে ট্রাস্ট ওয়ালেটে মেমু পায়নি। ব্যাপারটা নিয়ে এখনো ধোয়াসায় আছি।পরবর্তীতে BSC তে উইথড্র দিলাম।