ওহে Crypto Library ভাই, দয়া করিয়ে আবারো আমার ফটকখানা ওপিতে লাগিয়ে দিয়েন। অবশেষে আমার ৫০০ কারমা অ্যাচিভমেন্ট কমপ্লিট হইলো, হা হা ইয়েহহহহ! কেমনে কেমনে জানি আবারো টপে চলে গেলাম। এখন আমি বাংলা লোকালের সর্বোচ্চ কারমা হোল্ডার। 
ওয়েট আ মিনিট, তুমি মিয়া এত কারমা কিভাবে পাও, শালা কারমা এবইউজার।(
this is sarcasm don't take it seriously anyone)
আপনি সুবিধামতো সাইজিং আডজাস্ট করে নিয়েন। ধন্যবাদ।
এত কষ্ট কইরা ইমেজ এর স্ক্রিনশট নিতে পারছ আর নিয়ম পড়তে পারো নাই নাকি নিয়ম দেইখাও পালন করতাছো না।
যাই হোক এবার তোমার সঠিক নিয়মে পোস্ট না করার কারণে অপি তে তোমার এই অ্যাচিভমেন্ট লাগায় দিতে পারলাম না। সরি। ওপি চেক দিয়ে দেখো।

আগে সঠিক নিয়মে পোস্ট করো তারপর ওপিতে লাগাই দিমু।
বাইদারাস্তা পুরানো অ্যাচিভমেন্টগুলো রাখার প্রয়োজন আছে? মাল্টিপল ছবি হয়ে যায় যে!
আছে এচিভমেন্ট তো অ্যাচিভমেন্টই আর পুরনো এচিভমেন্টগুলো যদি তুমি না দেখতে পারো তাহলে নস্টালজিয়া কোথা থেকে পাবা?
এই থ্রেডটাই তো সেই জন্য খোলা।
আজ থেকে পাঁচ বছর পর তুমি যখন এই থ্রেট দেখবা এবং তোমার পুরনো এচিভমেন্টগুলোর সাথে আজ থেকে পাঁচ বছরের অ্যাচিভমেন্টের পার্থক্য দেখবে তখনই পাবে সেই আসল নস্টালজিয়া। আমি শুধু আজকের বর্তমানের অ্যাচিভমেন্ট গুলোর জন্য এই থ্রেড খুলেনি।
আর যদি কখনো স্পেসের সমস্যা হয় তখন দরকার পড়লে তার অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখবো।
বাই দ্যা ওয়ে এই অ্যাচিভমেন্টের জন্য তোমাকে অভিনন্দন