Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
এখানে র্যাংকের সিস্টেম এখন খুব সহজ। আপনি পোস্টের মাধ্যমে আপনার র্যংক বারিয়ে নিতে পাড়বেন। তবে আপনার পোস্ট কোয়ালিট ছোট হলে হবে না মিনিমান ৭৫ ক্যারেক্টারের হতে হবে। না হলে পোস্টগুলা পোস্ট হিসেবে ধরা হবে না।
ভাই এই ফোরামের র্যাংকের সিস্টেম বিটকয়েন ফোরাম এর মতো একটা নিদির্ষ্ট সময় পরপর বারে না। এই ফোরাম এ ভাল মানের পোস্ট সারাদিন ধরে দিতে পারলে একদিনে ফুলমেম্বার ও সিনিয়র মেম্বার হওয়া সম্ভব।
যতটুকু জানতে পেরেছি র্যাংক সিস্টেম সম্পর্কে তা হচ্ছে-০-৫ পোস্ট = নিউবি৬-১৯ পোস্ট= বেবি স্টেপস২০-৫৯ পোস্ট= জেআর মেম্বার৬০-১১৯ পোস্ট= ফুল মেম্বার১২০-৪৯৯ পোস্ট= এসআর মেম্বার৫০০-৯৯৯ পোস্ট= হিরো মেম্বার১০০০ পোস্ট এবং তা্র উপর পোস্ট = লিজেন্ডারী মেম্বার।তথ্যটি জানার পরে সবার সাথে শেয়ার করলাম। যদি কোন তথ্যে গরমিল পান তবে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
বিটকয়েন টকে যেমন ফোরাম র্যাংকের জন্য আগে পোস্ট ও একটিভিটির মাধ্যমে নির্ধারন করা হতো পরে তারসাথে মেরিট সিস্টেম চালু করেছে। যার কারণে লক্ষাধিক মেম্বার আজ নিউবিতে পরিনত হয়েছে। আমার কথা হচ্ছে-এই ফোরামে র্যাংক সিস্টেমটা কি? কত পোস্টে কোন র্যাংক? র্যাংক সর্ম্পকে কোন ভাই জানলে উত্তর দিলে উপকৃত হবো। ধন্যবাদ।